I পৃষ্ঠা ২৯
- English Word invertebrate Bengali definition [ইন্ভাটিব্রেইট] (adjective) মেরুদণ্ড বা শিরদাঁড়াহীন; অমেরুদণ্ডী; (লাক্ষণিক) দুর্বলচেতা। □(noun) অমেরুদণ্ডী প্রাণী।
- English Word invest Bengali definition [ইন্ভেস্ট্] (verb transitive), (verb intransitive) (১) invest (in) (অর্থ) বিনিয়োগ/লগ্নি করা: invest (money) in a profitable business. (২) invest in (কথ্য) (প্রয়োজনীয় বলে বিবেচিত কিছু) কেনা, পয়সা খরচ করা: in a new refrigerator. (৩) invest with বস্ত্রাচ্ছাদিত করা; মণ্ডিত/ভূষিত/অলংকৃত করা; (কোনো গুণে) -অন্বিত করা; অভিষিক্ত/অধিষ্ঠিত করা: The new administrator has been invested with full authority; পরিবৃত করা: an old castle invested with romance. (৪) (কেল্লা, শহর ইত্যাদি) সেনাবেষ্টিত/অবরোধ/ঘেরাও করা। investor [ইন্ভেস্টা(র্)] (noun) (অর্থ) বিনিয়োজক; বিনিয়োগকারী। investment (noun) (১) [uncountable noun] (অর্থ) বিনিয়োগ। (২) [countable noun] বিনিযোজিত অর্থ, বিনিয়োগ: profitable investment. (৩) [uncountable noun] অবরোধ, পরিবেষ্টন। (৪) = investiture.
- English Word investigate Bengali definition [ইন্ভেস্টিগেইট্] (verb transitive) তদন্ত/অনুসন্ধান/অন্বেষণ করা; নির্ণয় করা; পরীক্ষা/সংবীক্ষণ করা: investigate a crime/the causes of an accident. inivestigator [[ইন্ভেস্টিগেইটা(র্)] তদন্তকারী। investigation [ইন্ভেস্টিগেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] তদন্ত; অনুসন্ধান; অন্বেষণ; সংবীক্ষণ: under investigation.
- English Word investment Bengali definition দ্রষ্টব্য invest.
- English Word inveterate Bengali definition [ইন্ভেটারাট্] (adjective) (বিশেষত অভ্যাস ও অনুভূতি) বদ্ধমূল; দৃঢ়মূল; প্রতিনিবিষ্ট; সংশোধনাতীত: an inveterate smoker; inveterate hatred; an inveterate fool, প্রতিনিবিষ্ট মূর্খ; inveterate prejudices.
- English Word invidious Bengali definition [ইন্ভিডিআস্] (adjective) (প্রকৃত বা আপাত অবিচার হেতু) বিদ্বেষ জন্মাতে পারে এমন; বিদ্বেষজনক; অপ্রীতিজনক; ঈর্ষাজনক; অসূয়াজন্ক: invidious distinctions. invidiously (adverb) বিদ্বেষজনকভাবে ইত্যাদি।
- English Word invigilate Bengali definition [ইন্ভিজিলেইট্] (verb transitive) (বিশেষত পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের) পাহারা দেওয়া; পরিরক্ষণ করা। invigilator [ইন্ভিজিলেইটা(র্)] (noun) পরিরক্ষক। invigilation [ইন্ভিজিলেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] পরিরক্ষণ।
- English Word invigorate Bengali definition [ইন্ভিগারেইট্] (verb transitive) বলবর্ধন/তেজোবর্ধন করা; দীপিত/প্রদীপ্ত/পুষ্ট করা; শক্তি/সাহস দেওয়া: an invigorating climate, বলবর্ধক/তেজোবর্ধক/পুষ্টিদায়ক জলবায়ু: an invigorating speech, তেজস্কর/তেজস্বী/উৎসাহদায়ক বক্তৃতা। invigorated বর্ধিতবল; বর্ধিততেজ; প্রদীপ্ত।
- English Word invincible Bengali definition [ইন্ভিন্সাব্ল্] (adjective) অজেয়; অপরাজেয়; সর্বজিৎ: an invincible with. invincibly [ইন্ভিন্সাব্লি] (adverb) অজেয়রূপে ইত্যাদি। invincibility [ইন্ভিসাবিলাটি] (noun) [uncountable noun] অজেয়তা; অপরাজেয়ত্ব।
- English Word inviolable Bengali definition [ইন্ভাইআব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) অলঙ্ঘ্য; অলঙ্ঘনীয়; অনতিক্রমণীয়: an inviolable oath/law.
- English Word inviolate Bengali definition [ইন্ভাইআলাট্] (adjective) (আনুষ্ঠানিক) পবিত্রতা রক্ষিত হয়েছে এমন, অলঙ্ঘিত; অক্ষত: Keep an oath/a promise/rule inviolate; remain inviolate.
- English Word invisible Bengali definition [ইন্ভিজাব্ল্] (adjective) অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ: to become invisible, অন্তর্হিত হওয়া। invisible exports/imports যে অর্থ কোনো দেশে পুঁজির উপর সুদ, জাহাজে পণ্যপরিবহণের মাসুল, পর্যটকদের ব্যয় ইত্যাদি খাতে আয় বা ব্যয় হয়, অদৃশ্য আমদানি/রপ্তানি। invisible ink যে কালি দিয়ে লিখলে তাপ-প্রয়োগ বা অন্য কোনা প্রক্রিয়ার মধ্য দিয়েই শুধু দৃষ্টিগোচর হয়; অদৃশ্য কালি। invisible mending রিফুর চিহ্ন প্রায় চোখে পড়ে না এমন; অদৃশ্য রিফু। invisibly [ইন্ভিজাবলি] অদৃশ্যরূপে, অপ্রেক্ষণীয়রূপে, দর্শনাতীতভাবে ইত্যাদি। invisibility [ইন্ভিজাবিলাটি] (noun) [uncountable noun] অদৃশ্যতা; অলক্ষ্যতা; অপ্রত্যক্ষতা।
- English Word invite Bengali definition [ইন্ভাইট্] (verb transitive) (১) নিমন্ত্রণ/আমন্ত্রণ করা: invite somebody to dinner. Did you invite her in? (২) আহ্বান করা: invite questions/opinions/confidences. (৩) উৎসাহিত করা: The cool water of the lake invited us to swim. □ (noun) [ইন্ভাইট্] (অপশব্দ) = invitation. inviting (adjective) লোভনীয়; আকর্ষণীয়। invitingly (adverb) লোভনীয়রূপে; উৎসাহদায়কভাবে: The packet of cigarettes lay invite open. invitation [ইন্ভিটেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] নিমন্ত্রণ; আমন্ত্রণ; আহ্বান: a letter of invitation; send out invitations.
- English Word invocation Bengali definition [ইন্ভাকেইশ্ন্] (noun) দ্রষ্টব্য invoke.
- English Word invoice Bengali definition [ইন্ভয়স্] (noun) মূল্যসহ বিক্রীত পণ্যের তালিকা, চালান। □ (verb transitive) চালান তৈরি করা: invite somebody for goods.
- English Word invoke Bengali definition [ইন্ভোউক্] (verb transitive) (১) সাহায্য বা সংরক্ষার জন্য ঈশ্বর, আইন ইত্যাদির সাহায্য প্রার্থনা করা; আহ্বান করা। (২) invoke something on/upon ঐকান্তিকভাবে যাচ্ঞা করা; ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা করা; আহ্বান করা: invoke vengeance on one’s enemies. (৩) (জাদুবলে) প্রত্যক্ষীভূত করা; আহ্বান/ আবাহিত করা: invoke evil spirits. invocation [ইন্ভাকেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] আহ্বান, অভিমন্ত্রণ; নামোচ্চারণ।
- English Word involuntary Bengali definition [ইন্ভলান্টি America(n) ইন্ভলান্টেরি] (adjective) উদ্দেশ্যমূলকভাবে করা নয়; অনভিপ্রায়িক, অনৈচ্ছিক; অজ্ঞাতসারে কৃত, অজ্ঞানপূর্ব; অনিচ্ছাধীন: involuntary exclamations/ shudder. involuntarily [ইন্ভলানট্রালি America(n) ইন্ভলান্টেরালি] (adverb) অনৈচ্ছিকভাবে; অনিচ্ছাধীনভাবে।
- English Word involute Bengali definition [ইন্ভালূট্] (adjective) জটিল; গ্রন্থিল; কুটিল; (উদ্ভিদ), শামুকের মতো প্যাঁচানো। involution [ইন্ভালূশ্ন্] (noun) অভ্যন্তরীণভাবে জটিল বা কুটিল কোনোকিছু; জটিলতা; গ্রন্থিলতা।
- English Word involve Bengali definition [ইন্ভল্ভ্] (verb transitive) (১) জড়িত/বিজড়িত করা; সংশ্লিষ্ট/সম্পৃক্ত করা: involved in debt, ঋণগ্রস্ত; involve oneself in unnecessary expense. (২) কোনোকিছুর অপরিহার্য পরিণামস্বরূপ থাকা, অন্তর্ভুক্ত করা: To complete the work properly involves his staying near the site, কাজটি যথাযথভাবে সম্পন্ করতে হলে তাকে কার্যস্তলের কাছেই থাকতে হবে। involved (adjective) (ক) জড়িত; অস্পষ্ট: an involved style/explanation. (খ) be/become/get involved in something/with somebody জটিল/সংশ্লিষ্ট/সম্পৃক্ত/সংসৃষ্ট হওয়া: get emotionally involved with somebody. involvement (noun) সংশ্লিষ্টতা; সম্পৃক্ততা; সংসৃষ্টতা।
- English Word invulnerable Bengali definition [ইন্ভাল্নারাব্ল্] (adjective) আহত বা ক্ষতিগ্রস্ত করা যায় না এমন; অভেদ্য; অবেধ্য; অনাক্রম: an invulnerable position.
- English Word inward Bengali definition [ইন্ওয়াড্] (adjective) (১) অভ্যন্তরস্থ; ভেতরের; আন্তর; inward happiness; nature, অন্তঃপ্রকৃতি; inward spirit, অন্তরাত্মা। (২) অন্তর্মুখী: an inward curve. inwardly (adverb) ভিতরে ভিতরে; মনে মনে; নিভৃতে: inwardly bad, অন্তর্দৃষ্টি। inwardness (ব্যক্তির) অন্তঃপ্রকৃতি; আধ্যাত্মিকতা। inward(s) (adverb) ভিতরের দিকে; অভ্যন্তর অভিমুখে; মন বা আত্মার অভ্যন্তরে/অভিমুখে।
- English Word inwrought Bengali definition [ইন্রোট্] (adjective) (বস্ত্র বা নির্মিতি) (নকশা ইত্যাদি দিয়ে) বিজড়িত/খচিত; (নকশা ইত্যাদি) (উপরে বা ভিতরে) খচিত/বিজড়িত।
- English Word iodine Bengali definition [আইআডীন্ America(n) আইআডাইন্] (noun) [uncountable noun] সাগরের জল ও সামুদ্রিক তৃণ থেকে প্রাপ্ত অধাতব মৌলবিশেষ (প্রতীক I), যা বীজাণুনাশক ও আলোকচিত্রশিল্পের উপকরণরূপে ব্যবহৃত হয়; আয়োডিন।
- English Word iodize, iodise Bengali definition [আইয়োডাইজ্] (verb transitive) আয়োডিন বা আয়োডিনের যোগ দ্বারা প্রক্রিয়াজাত করা; আয়োডিনযুক্ত করা: iodized salt.
- English Word ion Bengali definition [আইআন্] (noun) ইলেকট্রনের হ্রাস বা বৃদ্ধির দ্বারা বিদ্যুতায়িত কণিকা; এ ধরনের কণিকা কোনো কোনো রাসায়নিক দ্রব্যের দ্রবণকে বিদ্যুৎপরিবাহীতে পরিণত করে, আয়ন। ionize, ionise [আইআনাইজ্] (verb intransitive), (verb transitive) আয়নিত করা। ionization, ionisation [আইআনাইজেইশ্ন্ America(n) আইআনিজেইশ্ন্] (noun) [uncountable noun] আয়নায়ন। ionosphere [আইঅনাস্ফিআ(র্)] (noun) (Heaviside layer নামে পরিচিত) পৃথিবীর আবহমণ্ডলের স্তর পরস্পরাবিশেষ, যা বেতার তরঙ্গকে প্রতিফলিত করে তাকে পৃথিবীর পরিধি রেখার অনুবর্তী হতে বাধ্য করে; আয়নমণ্ডল: The ionosphere reflects neither FM radio nor broadcast television, itself a part of the radio spectrum.
- English Word Ionic Bengali definition [আইঅনিক] (adjective) (স্থাপত্য.) প্রাচীন গ্রিকস্থাপত্যে এক ধরনের স্তম্ভ সম্বন্ধী (এই ধরনের স্তম্ভের বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষদেশে গোটানো ফর্দসদৃশ অলংকরণ); আয়োনিক।
- English Word iota Bengali definition [আইওউটা] (noun) গ্রিক বর্ণ; (লাক্ষণিক) ক্ষুদ্রতম পরিমাণ, কণা; লেশ: not an iota of truth.
- English Word IOU Bengali definition [আই ওউ ইঊ] (noun) (= I owe you) ঋণস্বীকারের হাতচিঠা; তমশুক।
- English Word iPad Bengali definition [আইপ্যাড্] (noun) অ্যাপলের উদ্ভাবিত বিশেষ প্রজাতির ট্যাবলেট কম্পিউটার, যা টাচস্ক্রিনের সাহায্যে চালু করতে হয়; আইপ্যাড: She was fumbling with the iPad nervously.
- English Word iPhone Bengali definition [আইফোন্] (noun) ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন। এটাকে ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের পাশাপাশি ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজ্যুয়াল ভয়েস মেইল ক্লায়েন্টসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে ব্যবহার করা যায়; আইফোন: iPhones are the best selling smartphones.