• Bengali Word invoke English definition [ইন্‌ভোউক্] (verb transitive) ১ সাহায্য বা সংরক্ষার জন্য ঈশ্বর, আইন ইত্যাদির সাহায্য প্রার্থনা করা; আহ্বান করা।
    (২) invoke something on/upon ঐকান্তিকভাবে যাচ্ঞা করা; ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা করা; আহ্বান করা: invoke vengeance on one’s enemies. (৩) (জাদুবলে) প্রত্যক্ষীভূত করা; আহ্বান/ আবাহিত করা: invoke evil spirits. invocation [ইন্‌ভাকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] আহ্বান, অভিমন্ত্রণ; নামোচ্চারণ।