• Bengali Word bar 1 English definition [বা:(র্‌)] (noun) ১ (ধাতু, কাঠ, সাবান, চকোলেট প্রভৃতি) যে কোনো কঠিন, অনমনীয় পদার্থের দীর্ঘ খণ্ড; যষ্টিকা।
      (২) (জানালা, দরজা, তোরণের) গরাদে; শিক; অর্গল; হুড়কা; খিল; কাঠরা; (চুল্লি বা অগ্নিকুণ্ডের) শিক। (৩) (প্রাচীনকালে) শুল্ক আদায়ের জন্য রাস্তায় আড়াআড়িভাবে স্থাপিত প্রতিবন্ধক; কাঠরা: a toll bar, পারানি কাঠরা। (৪) নদীর মোহনায় কিংবা উপসাগরের প্রবেশপথে স্রোত বা জোয়ারবাহিত বালুর ঢিবি; মগ্নচড়া: The captain tried to avoid the bar. (৫) (লাক্ষণিক) বাধা; অন্তরায়; প্রতিবন্ধক: Lack of education is not always a bar to success. (৬) (রং, আলো ইত্যাদির) রেখা; ডোরা: a bar of red across the evening sky. (৭) (বিশেষত সামরিক) পদকের ফিতার উপর আড়াআড়িভাবে স্থাপিত ধাতব রেখাবিশেষ। এতে বোঝা যায় (ক) পদকধারী ব্যক্তি একই পুরস্কার দুবার পেয়েছেন; কিংবা (খ) তিনি কোনো বিশষ ক্ষেত্রে সক্রিয় ছিলেন; ধাতুলেখ। (৮) (সংগীতে) সাংকেতিক স্বরলিপিতে তালনির্দেশক সমমানের উল্লম্বরেখা; তালবিভাগ; তালাঙ্ক: The opening bars of the 9th symphony. (৯) (আদালতে) গরাদে: be tried at (the) bar, প্রকাশ্যে বিচার হওয়া। the prisoner at the bar আসামি। (১০) (সংসদে অসদস্যদের জন্য নির্ধারিত স্থান পৃথক করতে) গরাদে। (১১) (লাক্ষণিক) আদালত; বিচারালয়: at the bar of public opinion; the bar of conscience. (১২) the Bar আইনজীবীর পেশা। be called to the Bar ব্যবহারজীবী সম্প্রদায়ের সদস্যরূপে বৃত হওয়া; আইনজীবীর পেশায় যোগ দেওয়া। read for the Bar ওকালতি/ব্যারিস্টারি পড়া। (১৩) (ক) (পান্থনিবাস বা পানশালায়) যে ঘরে বা যে কাউন্টারে সুরাজাতীয় পানীয় পরিবেশিত হয়; পানঘর: the public Bar; the private Bar. (খ) (হোটেল, অনুমোদিত রেস্তোঁরা বা বাসগৃহে) উপর্যুক্তরূপ কাউন্টারসংবলিত কক্ষ; পানপ্রকোষ্ঠ। barmaid (noun) পানঘরে পানীয় পরিবেশনকারী মহিলা, পানাগারিকা। barman [বা:(র্‌)মান] (noun) (plural barmen) পানাগারিক। bartender (noun) সৌরিক; পানাগারিক (দ্রষ্টব্য cocktail lounge). (১৪) খাদ্যদ্রব্যাদি কেনা ও খাওয়া যায় এমন কাউন্টার: milk bar; a quick-lunch bar.
    • Bengali Word bar 2 English definition [বা:(র্‌)] (verb transitive) (barred, barring, bars) ১ (দ্বার, ফটক) খিল আঁটা; হুড়কা লাগানো; অর্গলবদ্ধ করা।
      (২) (কাউকে) ভিতরে বা বাইরে রাখা: the boy barred himself in, ভিতর থেকে খিল এঁটে দিয়েছে। (৩) (পথ) রুদ্ধ/অবরুদ্ধ করা: bar a road/path. (৪) bar (from) নিষিদ্ধ করা: bar somebody from competition. (কথ্য) বারণ করা: We bar smoking in the parlour. (৫) (সাধারণত passive) রেখাঙ্কিত করা: a sky barred with clouds.
    • Bengali Word bar 3 English definition [বা:(র্‌)] barring [বা:রিঙ্‌] (preposition(al)) (কথ্য) ছাড়া; ব্যতীত; যদি না: They will leave by tomorrow barring accidents.
      bar none বিনা ব্যতিক্রমে। bar one একটি ব্যতীত।
    • Bengali Word bar 4 English definition [বা:(র্‌)] (noun) ভূমধ্যসাগরের বড় আকারের মৎস্যবিশেষ; বার।
      bar code (noun) (মোড়ক, বই ইত্যাদির উপর) সাদাকালো রেখার নকশাসংবলিত ছাপ; যার মধ্যে কম্পিউটারের সাহায্যে উদ্ধারযোগ্য তথ্য নিহিত থাকে; রেখাসংকেত।
    • Bengali Word barb English definition [বা:ব্‌] (noun) ১ তীর, বল্লম, বড়শির বাঁকানো অংশ; কাঁটা।
      (২) (লাক্ষণিক) অপ্রীতিকর; বেদনাদায়ক মন্তব্য; খোঁচা। barbed (adjective) (১) কাঁটাওয়ালা। barbed wire কাঁটাতার। (২) (লাক্ষণিক) অপ্রীতিকর; বেদনাদায়ক; মর্মভেদী: barbed comment.