• Bengali Word bargain English definition [বা:গিন্‌] (noun) ১ (কোনো কিছু কেনাবেচা বা বিনিময়ের জন্য আলোচনার মাধ্যমে উপনীত) চুক্তি; রফা; (শিল্প-কারখানায়) (বেতন, কাজের সময় ইত্যাদি বিষয়ে ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে সম্পাদিত) চুক্তি; সংবিদ; উপর্যুক্ত চুক্তিবলে অর্জিত কোনো কিছু।
    A bargain’s a bargain চুক্তি যখন হয়েছে, তা অবশ্যমান্য। drive a hard bargain সুবিধাজনক চুক্তি সম্পাদনের চেষ্টা করা; দর কষাকষি করা। a good/bad bargain নিজ পক্ষে সুবিধাজনক/অসুবিধাজনক চুক্তি। into the bargain উপরন্তু; তদুপরি; অধিকন্তু। make/strike a bargain (with somebody) (কারো সঙ্গে) রফা করা। bargaining position (বিতর্ক ইত্যাদিতে) অবস্থান: We are in a good/bad bargaining position. (২) হ্রাসকৃত মূল্যে প্রদত্ত; ক্রীত বা বিক্রীত দ্রব্য: a bargain sale, সুলভ বিক্রয়; bargain-basement, দোকানের সর্বনিম্ন তল যেখানে পণ্যাদি সুলভে বিক্রি হয়, সুলভে বিক্রির তলা; bargain-counter, যে কাউন্টারে সস্তায় বিক্রির জন্য পণ্যাদি প্রদর্শিত হয়; সস্তার কাউন্টার; bargain-hunter, সস্তা শিকারি। □(verb intransitive), (verb transitive) (১) bargain (with somebody) (for something) চুক্তিতে পৌঁছতে আলাপ-আলোচনা চালানো; কথাবার্তা বলা: They bargained with the management for the accommodation of the guests. (২) bargain about = bargain over. bargain for প্রত্যাশা করা; প্রস্তুত থাকা: We did not bargain for your taking this initiative. get more than one bargains for (কথ্য) কোনো কিছুর পরিণামে অপ্রীতিকরভাবে বিস্মিত হওয়া। bargain over something কোনো কিছুর জন্য দরকষাকষি করা। (৩) শর্ত আরোপ করা: The workers bargained that they should be allowed to enjoy one month’s paid holiday. (৪) bargain away বিকিয়ে দেওয়া: bargain away ones freedom.