• Bengali Word sling 1 English definition [স্লিঙ্] (noun) [countable noun] ১ কোনো বস্তু ঝুলিয়ে রাখা বা টেনে তোলার জন্য শিকলি বা শিকলির মতো বাঁধা পটি।
    (২) পাথর ছুড়ে দেওয়ার জন্য গুলতিবিশেষ। (৩) নিক্ষেপণ; ছোড়া। □ (verb transitive) (১) সজোরে নিক্ষেপ করা: boys slinging stones at lampposts. sling one’s hook (অপশব্দ) বিদায় হওয়া: I asked him to sling his hook. sling mud at somebody (লাক্ষণিক) কাউকে অপবাদ দেওয়া। sling somebody out কাউকে বের করে দেওয়া; কাউকে বলপ্রয়োগে বহিষ্কার করা। (২) ঝুলিয়ে বাঁধা; ঝোলানো: sling (up) a barrel. slinger [স্লিঙ্‌গা(র্‌)] (noun) পাথর ছোড়ার জন্য গুলতিধারী ব্যক্তি।