H পৃষ্ঠা ১২
- English Word hertz Bengali definition [হা:ট্স্] (noun) (প্রতীক Hz) পৌনঃপুন্যের একক- প্রতি সেকেন্ডে এক চক্রের সমান; হার্ৎস।
- English Word hertzian Bengali definition [হাট্সিআন্] (adjective) hertzian waves বিদ্যুৎচুম্বক তরঙ্গ, যা বেতারবার্তা প্রেরণে ব্যবহৃত হয়; হার্জীয় তরঙ্গ।
- English Word hesitant Bengali definition [হেজিটান্ট্] (adjective) দ্বিধান্বিত; চলচিত্ত; দ্বিধাগ্রস্ত; দোলায়মানচিত্ত। hesitantly (adverb) দ্বিধার সঙ্গে; দোলায়মানচিত্তে। hesitance [হেজিটান্স্], hesitancy [হেজিটান্সি] (noun(s)) [uncountable noun] (আনুষ্ঠানিক) দ্বিধা; সংশয়; চলচিত্ততা; দোলায়মানচিত্ততা।
- English Word hesitate Bengali definition [হেজিটেইট্] (verb intransitive) দ্বিধা/ইতস্তত করা। hesitatingly (adverb) দ্বিধার সঙ্গে; দ্বিধান্বিতভাবে।
- English Word hesitation Bengali definition [হেজিটেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] দ্বিধা; চলচিত্ততা।
- English Word hessian Bengali definition [হেসিআন্ America(n) হেশ্ন্] (noun) [uncountable noun] শণ বা পাটের মোটা মজবুত কাপড়; চট।
- English Word het-up Bengali definition [হেট্আপ্] (adjective) উত্তেজিত; উদ্বেজিত।
- English Word heterodox Bengali definition [হেটারাডক্স্] (adjective) (বিশেষত ধর্মে) প্রচলিত মত থেকে আলাদা মতালম্বী; ভিন্নমতালম্বী; বৈধর্মিক। heterodoxy [হেটারাডক্সি] (noun) [countable noun] ভিন্নমতালম্বন; বিধর্ম।
- English Word heterogeneous Bengali definition [হেটারাজীনিআস্] (adjective) বিভিন্ন উপাদানে গঠিত; অসমসত্ত; বিষমসত্ত; বিষমজাতীয়: the heterogeneous population of the USA. দ্রষ্টব্য homogeneous. heterogeneity [হেটারাজীনেইটি] (noun) অসমসত্বতা; বিষমজাতীয়তা।
- English Word heterosexual Bengali definition [হেটারাসেকশুআল্] (adjective) বিপরীতলিঙ্গ ব্যক্তির প্রতি আসক্ত; বিষমকামী; বিষমগামী। □ (noun) বিষমকামী ব্যক্তি। heterosexuality [হেটারাসেক্শুঅ্যালাটি] (noun) [uncountable noun] বিষমকাম; বিষমকামিতা; বিষমগমন; বিষমগামিতা।
- English Word heuristic Bengali definition [হিউআরিস্টিক্] (adjective) স্বয়ং শিক্ষার্থীকেই সবকিছু আবিষ্কার করতে হবে, শিক্ষাবিজ্ঞানের এই তত্ত্ববিষয়ক; আবিষ্করণী। heuristics (noun) অতীত অভিজ্ঞতার মূল্যায়নপূর্বক প্রয়াস ও প্রমাদের মধ্য দিয়ে আরোহী যুক্তিতর্কের মাধ্যমে সমস্যার সমাধানপদ্ধতি; আবিষ্করণবিদ্যা।
- English Word hew Bengali definition [হিঊ] (verb transitive), (verb intransitive) (past tense hewed, past participle 'hewed' কিংবা 'hewn' [হিঊ্যন্]) (১) (কুপিয়ে) কাটা; কর্তন/ছেদন/খণ্ডবিখণ্ড করা; কেটে টুকরো করা: hew down a branch. The highwayman hewed the traveller to pieces. (২) কেটে আকৃতিদান করা; hewn timber, স্থূলভাবে আকৃতিপ্রাপ্ত কাষ্ঠখণ্ড। (৩) কঠিন পরিশ্রমে তৈরি করে নেওয়া: hew one’s way through dense jungle; hew out a career for oneself, গায়ে খেটে নিজ উপজীবিকা নিশ্চিত করা। hewer (noun) যে কাটে; বিশেষত কয়লার খনিতে যে কয়লা কাটে: hewers of wood and drawers of water, কাঠুরে ও ভিস্তিওয়ালা; খেটে-খাওয়া/শ্রমজীবী মানুষ।
- English Word hexagon Bengali definition [হেক্সাগান্ America(n) [হেক্সাগন্] (noun) (বিশেষত সমান) ছয়টি বাহুবেষ্টিত ক্ষেত্র; ষড়ভুজ। hexagonal [হেক্স্অ্যাগান্ল্] (adjective) ষড়বাহুবেষ্টিত; ষড়্ভুজ।
- English Word hexameter Bengali definition [হেক্স্অ্যামিটা(র্)] (noun) (বিশেষত গ্রিক ও লাতিনে) ছয়টি পদবিশিষ্ট (এক ধরনের) কাব্যপঙ্ক্তি; ষট্পদী।
- English Word hey Bengali definition [হেই] (Interjection) মনোযোগ আকর্ষক কিংবা বিস্ময় বা প্রশ্নসূচক অব্যয়বিশেষ; এই; অ্যাঁ। Hey presto! জাদুকরের কোনো ভেলকির সমাপ্তি ঘোষণার উচ্চারিত বাক্যাংশ।
- English Word heyday Bengali definition [হেইডেই] (noun) (কেবল singular) চূড়ান্ত শক্তি বা সমৃদ্ধির সময়; সোনালি সময়; স্বর্ণযুগ: in the heyday of youth; the heyday of colonialism.
- English Word hi Bengali definition [হাই] (Interjection) (১) = hey. (২) (বিশেষত America(n)) = hulls.
- English Word hi-fi Bengali definition [হাইফাই] (noun), (adjective) high-fidelity- এর কথ্যসংক্ষেপ। high 1 (১২) ভুক্তিতে উক্ত শব্দ দ্রষ্টব্য: a hi-fi (set).
- English Word hiatus Bengali definition [হাইএইটাস্] (noun) (plural hiatuses [হাইএইটাসিজা্) (ধারাবাহিকতায় অসম্পূর্ণতাসূচক) ছেদ বা বিচ্ছেদ; ক্রমভঙ্গ।
- English Word hibernate Bengali definition [হাইবানেইট্] (verb intransitive) (কোনো কোনো প্রাণী) গোটা শীতকালটা বিচেতন অবস্থায় কাটানো। hibernation [হাইবানেইশ্ন্] (noun) [uncountable noun] শীতনিদ্রা।
- English Word hibiscus Bengali definition [হিবিস্কাস্ America(n) হাইকাস্] (noun) (plural hibiscuses [হিবিস্কাস্সিজা্) [countable noun] (প্রধানত উষ্ণমণ্ডলীয় অঞ্চলে) উজ্জ্বলবর্ণের পুষ্পবিশিষ্ট উদ্যান-উদ্ভিদ বা গুল্মবিশেষ; হিবিস্কাস।
- English Word hiccup, hiccough Bengali definition [হিকাপ্] (verb intransitive), (noun) হিক্কা ওঠা; উত্কাশ; হিক্কা; হেঁচকি। (the) hiccups হিক্কার দমক/প্রকোপ: have the hiccups.
- English Word hick Bengali definition [হিক্] (noun), (adjective) (অপশব্দ তুচ্ছার্থে) গেঁয়ো; চাষা।
- English Word hickory Bengali definition [হিকারি] (noun) (plural hickories) উত্তর আমেরিকার বাদামজাতীয় বৃক্ষবিশেষ এবং এই বৃক্ষের শক্ত কাঠ; হিকরি।
- English Word hid, hidden Bengali definition দ্রষ্টব্য hide 1
- English Word hide 1 Bengali definition [হাইড্] (verb transitive), (verb intransitive) (past tense hid [হিড্], past participle hidden [হিড্ন্] কিংবা (পুরাতনী) hid) (১) hide (from) লুকানো; গোপন/আচ্ছন্ন করা: hide oneself, আত্মগোপন করা; The stars were hidden by the clouds; hidden meaning. (২) আত্মগোপন করা; গা ঢাকা দেওয়া; লুকিয়ে থাকা: He is hiding in the jungle. hide-and-seek [হাইড্ন্সীক্] (noun) [uncountable noun] লুকোচুরি। □ (noun) (America(n) = blind) যে স্থান থেকে বুনো জন্তুজানোয়ার অলক্ষিতে পর্যবেক্ষণ করা যায়, যেমন আলোকচিত্রীরা করে থাকেন; অন্তরিত স্থান। hide-out/-away (noun(s)) পালানোর স্থান; গুপ্তিস্থান: a guerrilla hide-out in the jungle. hiding (noun) [uncountable noun] (ব্যক্তি সম্বন্ধে প্রযোজ্য)। be in/go into hiding আত্মগোপন করা; গা ঢাকা দেওয়া। come out of hiding গুপ্তিস্থান থেকে বেরিয়ে আসা। hiding-place (noun) গুপ্তিস্থান; গুপ্তস্থান।
- English Word hide 2 Bengali definition [হাইড্] (noun) (১) [countable noun] বিশেষত বাণিজ্য ও শিল্পোৎপাদনের উপকরণ হিসেবে পশুচর্ম; চামড়া; অজিন। (২) [uncountable noun] (কথ্য) মানুষের চামড়া; ছাল। save one’s hide প্রহার বা শাস্তি থেকে আত্মরক্ষা করা; গায়ের চামড়া বাঁচানো; গা বাঁচানো। tan somebody’s hide প্রহার করা; গায়ের চামড়া তোলা।
- English Word hidebound Bengali definition [হাইড্বাউন্ড্] (adjective) সংকীর্ণমনা; ক্ষুদ্রচেতা; বিধিবিধান ও ঐতিহ্যের প্রতি অতিরিক্ত শ্রদ্ধালু; চামড়ামোড়া; অনুদার।
- English Word hideous Bengali definition [হিডিআস্] (adjective) অতি কুৎসিত; কদাকার; করাল; করালদর্শন; বীভৎস; ভয়ানক; বিকট; উৎকট: a hideous face/ crime/noise. hideously (adverb) কুৎসিতভাবে; বীভৎসভাবে; ভীষণভাবে।
- English Word hiding Bengali definition [হাইডিঙ্] (noun) [countable noun] প্রহার; পিটুনি: give somebody/get a good hiding. hie [হাই] (verb intransitive) (পুরাতনী কিংবা কৌতুক) তাড়াতাড়ি/চট করে যাওয়া।