Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word hepatitis Bengali definition [হেপাটাইটিস্‌] (noun) [uncountable noun] যকৃৎপ্রদাহ; পাণ্ডুরোগ
  • English Word heptagon Bengali definition [হেপ্‌টাগান America(n) হেপ্‌টাগন্‌] (noun) (বিশেষত সমান) সাতটি বাহুবেষ্টিত ক্ষেত্র; সপ্তভুজ; সপ্তকোণ ক্ষেত্র
  • English Word her Bengali definition [জোরালো বা আদ্যরূপ: হা(র্‌) ; মধ্যবর্তী রূপ: আ(র্)] (person pronoun) (she-এর কর্মকারকের রূপ) স্ত্রীবাচক তাকে-তাঁকে: She was here right now; Did you see her? Tell her to come later. □ (possessive) (adjective) স্ত্রীবাচক তার/তাঁর: Bushra has lost her passport. hers [হ্যাজ্‌] (possessive pronoun) স্ত্রীবাচক তার/তাঁর: I am a cousin of hers.
  • English Word herald Bengali definition [হেরাল্‌ড্] (noun) (১) (ইতিহাস) রাজার পক্ষে প্রকাশ্য ঘোষণা পাঠ কিংবা বার্তাবহনের কাজে নিয়োজিত ব্যক্তি; নকিব; রাজদূত; উদঘোষক(২) কোনোকিছুর বা কারো আগমনের পূর্বঘোষক বস্তু বা ব্যক্তি; অগ্রদূত: The southern wind is a herald of spring. (৩) আভিজাতিক চিহ্ন (coat of arms)- প্রাপ্ত পরিবারসমূহের তথ্যাদি সংরক্ষণের জন্য নিযুক্ত রাজকর্মচারী; কুলজ্ঞ; কুলতত্ত্ববিদHeralds’ College আভিজাতিক চিহ্ন প্রদান এবং অভিজাত পরিবারসমূহের তথ্য সংরক্ষণের জন্য সংস্থাবিশেষ; কুলজ্ঞপর্ষদ। (verb transitive) আগমন ঘোষণা করা। heraldic [হার্যাদল্‌ডিক্] (adjective) কুলতত্ত্ব বা কুলতত্ত্ববিদবিষয়ক; কুলতাত্ত্বিক। heraldry (noun) [uncountable noun] প্রাচীন পরিবারসমূহের কুলমর্যাদাচিহ্ন; বংশাবলি, ইতিহাস ইত্যাদি বিষয়ক বিদ্যা; কুলতত্ত্ব।
  • English Word herb Bengali definition [হাব্ America(n) আর্‌ব্‌] (noun) (১) অনুচ্চ; কোমল-নালবিশিষ্ট উদ্ভিদ, যা মৌসুম শেষে মরে যায়; ওষুধি; তৃণলতা; হরীতকী(২) খাদ্যের স্বাদগন্ধ বৃদ্ধিতে কিংবা ওষুধরূপে ব্যবহৃত উক্তরূপ উদ্ভিদ যেমন পুদিনা, মৌরি, ধনেপাতা; ভেষজherb beer (noun) উপর্যুক্ত উদ্ভিদ থেকে প্রস্তুত বিয়ার; হরীতকী বিয়ার। herbage [হাব্‌বিজ্‌] (noun) সমষ্টিগতভাবে উক্তরূপ উদ্ভিদ; তৃণগুল্ম। herbal [হাব্‌ল্ America(n) আর্‌ব্‌ল্‌] (adjective) (বিশেষত) তৃণগুল্মবিষয়ক; ভেষজ; herbal remedies. herbalist [হাবালিস্‌ট্‌ America(n) আরবালিস্‌ট্‌ ] (noun) যে ব্যক্তি ভেষজ উদ্ভিদের চাষ করে এবং তা বিক্রি করে; ভেষজজীবী। herbivorous [হাবিভারাস্‌ America(n) আবিভারাস্‌] (adjective) (জন্তু) তৃণভোজী। দ্রষ্টব্য carnivore ভুক্তিতে carnivorous.
  • English Word herbaceous Bengali definition [হাবেইশাস্‌ America(n) আবেইশাস্‌] (adjective) (উদ্ভিদ) ডাঁটা কাষ্ঠময় নয় এমন; হরীতকী: a herbaceous border, বছরের পর বছর উদ্গত ও পুষ্পিত হয় এমন উদ্ভিদ (লতাগুল্ম, ওষুধি, ঝোপ ইত্যাদি নয়) দিয়ে রচিত (উদ্যান-) প্রান্ত; হরীতকী কিনারা/ উদ্যানপ্রান্ত।
  • English Word herbarium Bengali definition [হাবারিআম্] (noun) (plural herbariums, herbaria) সংরক্ষিত শুষ্ক উদ্ভিদের সংগ্রহশালা
  • English Word herculean Bengali definition [হাকিউলীআন্‌] (adjective) গ্রিকপুরাণোক্ত মহাবীর হারকিউলিসসংক্রান্ত কিংবা তার সদৃশ; হারকিউলীয়; মহাপরাক্রান্ত; অতিদুষ্কর: a herculean task.
  • English Word herd Bengali definition [হাড্‌] (noun) (১) (বিশেষত গবাদিপশুর) দল; পাল; দঙ্গল; যূথ; হলকা: a herd of cattle/deer/ elephants. (২) (প্রধানত যৌগশব্দে) পালক; রক্ষক; রাখাল: cowherd; goatherd. (৩) (তুচ্ছার্থে) মানুষের দল: the common/vulgar herd, সাধারণ্য/ইতর লোক সাধারণ, the herd instinct, সাধারণ্যের সঙ্গে থাকার এবং তাদের মতো চিন্তাভাবনা বা কাজ করার প্রবৃত্তি; গোষ্ঠীবুদ্ধি; গোষ্ঠীক প্রবৃত্তি। (verb transitive), (verb intransitive) দলবদ্ধ/যূথবদ্ধ হওয়া/করা; পালের দেখা শোনা করা; (গবাদিপশু) চরানো: people who herded/were herded together like cattle. herdsman [হাড্‌মান্‌] (noun) (plural herd men) রাখাল; চারক।
  • English Word here Bengali definition [হিআ(র্)] (adverb) (১) এখানে; এইস্থানে; এদিকে: Look here. (২) এই যে; ঐ যে: Here comes the train! Here you are/it is! এই যে (আপনি যা চেয়েছিলেন, খুঁজছিলেন ইত্যাদি)! (৩) (ঘটনাপরম্পরা, প্রক্রিয়া ইত্যাদির) এই স্থলে: here he fell asleep. Here goes! এবার আমি শুরু করছি। (৪) (preps এর পরে): come over here. এখানে; আমার কাছে; He lives near here, কাছাকাছি কোথাও(৫) here and there ইতস্তত; এখানে-ওখানেhere there and everywhere সর্বত্র। neither here nor there (কথ্য) অবান্তর। (৬) (দৃষ্টি আকর্ষণে কিংবা কথায় জোর দিতে বিশেষ্যের পরে): This gentleman here will tell you everything. (৭) (স্বাস্থ্য বা শুভকামনায়): Here’s to our new partners! hereabouts [হিআর্‌বাউট্‌স্‌] (adverb) কাছে; কাছাকাছি। hereafter [হিআর্‌আফ্‌টা(র্‌) America(n) হিআর্‌অ্যাফ্‌টা(র্‌)] (adverb), (noun) অতঃপর; পরবর্তীকালে; ভবিষ্যতে; উত্তরকাল; ভাবীকাল; পরকাল। hereby [হিআবাই] (adverb) (আইন সম্বন্ধীয়) এতদ্বারা। herein [হিআর্‌ইন্‌] (adverb) (আইন সম্বন্ধীয়) এখানে; অত্র। hereof [হিআর্‌অভ্‌] (adverb) (আইন সম্বন্ধীয়) এর; এতদ্বিষয়ক। hereto [হিআটূ] (adverb) (আইন সম্বন্ধীয়) এ পর্যন্ত; এতৎসঙ্গে। heretofore [হিআটূফো্‌(র্‌)] (adverb) (আইন সম্বন্ধীয়) এ যাবৎ; পূর্বকালে; ইতিপূর্বে। hereupon [হিআরাপন্‌] (adverb) (আইন সম্বন্ধীয়) ঐ সময়; এরপর; এই হেতু। herewith [হিআওয়িদ্‌ America(n) হিআওয়িথ্‌] (adverb) (বাণিজ্য.) এতৎসঙ্গে; এতৎসহ।
  • English Word hereditament Bengali definition [হেরিডিটামান্‌ট্] (noun) (আইন সম্বন্ধীয়) উত্তরাধিকারসূত্রে প্রাপ্তব্য সম্পত্তি; দায়যোগ্য সম্পত্তি; ঔদ্ধারিক (সম্পত্তি)।
  • English Word hereditary Bengali definition [হিরেডিট্‌রি America(n) হিরেডিটেরি] (adjective) পুত্রপৌত্রাদিক্রমে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক: hereditary rulers, বংশানুক্রমিক শাসক; hereditary beliefs, পরম্পরাগত বিশ্বাস; hereditary diseases, বংশানুক্রমিক রোগ; hereditary estate, পৈতৃক ভূসম্পত্তি।
  • English Word heredity Bengali definition [হিরেডাটি] (noun) [uncountable noun] প্রাণীর নিজ বৈশিষ্ট্যাবলি সন্তানসন্ততির মধ্যে সঞ্চারিত করার প্রবণতা; উক্তরূপে সঞ্চারিত বৈশিষ্ট্য; গুণাবলি ইত্যাদি; বংশগতি: heredity factors/genes.
  • English Word heresy Bengali definition [হেরাসি্‌] (noun) (plural heresies) [countable noun, uncountable noun] বিশেষত ধর্মবিষয়ে প্রচলিত মতের বিরুদ্ধ বিশ্বাস (পোষণ); উৎপথ; নব্যতন্ত্র; fall into heresy, উৎপথগামী হওয়া; be guilty of heresy, উৎপথগামিতার অপরাধে অভিযুক্ত হওয়া। heretic [হেরাটিক্‌] (noun) উৎপথগামী, নব্যতান্ত্রিক; রাফেজি; খারেজি। heretical [হিরেটিক্‌ল্‌] (adjective) উৎপথপ্রতিপন্ন; নব্যতান্ত্রিক; খারেজি: heretical beliefs.
  • English Word heritable Bengali definition [হেরিটাব্‌ল্] (adjective) (আইন সম্বন্ধীয়) উত্তরাধিকার/উত্তরাধিকারসূত্রে পাওয়ার যোগ্য; দায়যোগ্য
  • English Word heritage Bengali definition [হেরিটিজ্‌] (noun) রিক্‌থ; উত্তরাধিকার
  • English Word hermaphrodite Bengali definition [হাম্যাফ্‌রাডাইট্] (noun) [countable noun] একাধারে স্ত্রী ও পুংলিঙ্গ কিংবা বৈশিষ্ট্যসংবলিত প্রাণী, যেমন কেঁচো; উভলিঙ্গ
  • English Word hermeneutics Bengali definition [হা:মিনিউটিকস্‌] (noun) (১) (সাধারণত 'plural' তবে 'singular' হিসেবে ব্যবহার বেশি) ব্যাখ্যা বা দ্বিভাষিকতার বিজ্ঞান বিশেষত বাইবেলের: Jesus expected the unity of the church in love to be the hermeneutics of the gospel. (২) ধর্মতত্ত্বের সেই শাখা যা পুস্তক ব্যাখ্যার নীতিমালা নির্দেশ করে(৩) (দর্শন.) মানবীয় আচরণ ও সামাজিক প্রতিষ্ঠানের আলোকে জীবনের উদ্দেশ্য পাঠ ও ব্যাখ্যা(৪) বাচনিক ও অবাচনিক যোগাযোগসমূহের পঠন ও ব্যাখ্যা
  • English Word hermetic Bengali definition [হামেটিক্] (adjective) সম্পূর্ণরূপে বাতাভেদ্য: a hermetic seal; দুর্বোধ্য; a hermetic poem. hermetically [হামেটিক্‌লি] (adverb) বাতাভেদ্যরূপে: hermetically sealed.
  • English Word hermit Bengali definition [হামিট্] (noun) (বিশেষত খ্রিস্টধর্মের আদিযুগে) নির্জনবাসী ব্যক্তি; তপস্বী hermitage [হামিটিজ্‌] (noun) তপস্বীদের বাসস্থান; আশ্রম।
  • English Word hernia Bengali definition [হানিআ] (noun) [uncountable noun, countable noun] ভঙ্গ বা স্কোটর, বিশেষত উদরের মাংসল দেওয়ালের কোনো দুর্বল অংশের ভিতর দিয়ে অন্ত্রের অংশবিশেষ প্রসারিত হওয়ার ফলে সৃষ্ট ভঙ্গ; অন্ত্রবৃদ্ধি; রোগবিশেষ
  • English Word hero Bengali definition [হিআরোউ] (noun) (plural heroes [হিআরোউজ্‌]) (১) বীর; বীরপুরুষ; শূর(২) (সাহিত্যে) নায়কheroine [হেরোউইন্‌] (noun) বীরাঙ্গনা; নায়িকা। heroism [হেরোউইজাম্] (noun) [uncountable noun] বীরত্ব; শৌর্য; বীর্য; বিক্রম; পরাক্রম।
  • English Word heroic Bengali definition [হেরোউইক্‌] (adjective) বীরোচিত; বীরত্বপূর্ণ; পরাক্রান্ত; সাহসিক: heroic deeds/tasks; use heroic remedies, ঝুঁকিপূর্ণ হলেও ব্যবহার করে দেখার যোগ্য; দুঃসাহসী প্রতিকার। (২) প্রমাণসই আকারের চেয়ে বড়; সুবিশাল: a statue of heroic size/on a heroic scale. (৩) বীরগাথাবিষয়কheroic verse পরপর দুই চরণের মিলযুক্ত দশটি অক্ষর ও পাঁচটি শ্বাসাঘাতসংবলিত পদ্যবিশেষ; বীরবৃত্ত। (৪) (ভাষা) ওজস্বী; ওজোগুণান্বিত; মহাকাব্যিকheroics (noun) (plural ) তেজোদ্দীপ্ত ভাষণ বা ভাবোচ্ছ্বাস। heroically [হেরোউইক্‌লি] (adverb) সবিক্রম; বীরোচিতভাবে।
  • English Word heroin Bengali definition [হেরোউইন্‌] (noun) [uncountable noun] আফিমের নির্যাস থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ, যা চিকিৎসার প্রয়োজনে নিদ্রাকর্ষণ বা বেদনা উপশমের জন্য ব্যবহৃত হয়, কিংবা নেশার জন্য মাদকাসক্তরা ব্যবহার করে; হেরোইন
  • English Word heron Bengali definition [হেরান্] (noun) সারসজাতীয় পাখিবিশেষ
  • English Word herpes Bengali definition [হাপীজ্‌] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) ভাইরাসজনিত চর্মরোগবিশেষ; বিসর্পgenital herpes (noun) যৌন সংসর্গের দ্বারা সংক্রামিত ভাইরাসঘটিত রোগ, এতে জননেন্দ্রিয়কে ঘিরে অত্যন্ত পীড়াদায়ক স্ফোটক উদ্গত হয়। herpes zoster (noun) = shingles, ঘুনশি ঘা।
  • English Word Herr Bengali definition [হেআ(র্)] (noun) (plural Herren [ হেরান্‌]) জার্মান ভদ্রলোক, Mr. এর তুল্যমূল্য; হের্‌।
  • English Word herring Bengali definition [হেরিঙ্] (noun) (plural প্রায়ই অপরিবর্তিত থাকে) সামুদ্রিক মৎস্যবিশেষ; এরা বিশাল ঝাঁক বেঁধে বিচরণ করে; হেরিংherringbone (noun) [uncountable noun] সেলাই, কাপড়ের বাহারি কাজ ইত্যাদিতে ব্যবহৃত (হেরিং মাছের পৃষ্ঠাস্থি ও কাঁটার মতো) নকশা। redherring, দ্রষ্টব্য red (৩).
  • English Word hers Bengali definition [হাজ্‌] দ্রষ্টব্য her.
  • English Word herself Bengali definition [হাসেল্‌ফ্‌; দুর্বল রূপ: আসেল্‌ফ্‌] স্ত্রীবাচক (reflexive emphatic pronoun) (১) (reflexive) নিজে; নিজেকে; নিজের; স্বয়ং; She hurt herself, সে/তিনি (নিজে) ব্যথা পেয়েছে (ন); She felt proud of herself, নিজের সম্বন্ধে গর্ববোধ করল। (all) by herself (ক) একাকী। (খ) কারো সাহায্য ছাড়া: She did by herself, নিজ চেষ্টায়/একলা করেছে। (২) (emphatic) নিজে; নিজেই; স্বয়ং: She herself came to see me. (৩) She’s not quite herself today, পুরোপুরি সুস্থ/প্রকৃতিস্থ নয়; She has come to herself, এখন প্রকৃতিস্থ হয়েছে। (তুলনীয় She has come to, তার জ্ঞান ফিরেছে)।