• Bengali Word help 2 English definition [হেল্‌প্‌] (verb transitive), (verb intransitive) ১ সাহায্য/সহায়তা; উপকার করা।
    help out (বিশেষত সংটককালে) সহায়তাদান/আনুকূল্য করা। (২) help somebody/oneself (to something) খাদ্য, পানীয় ইত্যাদি পরিবেশন করা: May I help you to some more pudding? (৩) can help something/doing something এড়ানো; পরিহার করা; নিবৃত্ত করা; বিরত হওয়া: I don’t associate myself with him more than I can help, প্রয়োজনের বেশি/পারতপক্ষে তার সঙ্গে মিশি না; The child burst into tears, it could n’t help it, না-কেঁদে উপায় ছিল না; It can’t be helped, এটা অবশ্যম্ভাবী ছিল। (৪) So help me God (শপথ উচ্চারণে) (যেহেতু আমি সত্য কথা বলছি ইত্যাদি) ঈশ্বর আমার সহায় হোন।