Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word ducat Bengali definition [ডাকাট্] (noun) ইউরোপে প্রচলিত পুরাতন স্বর্ণমুদ্রাবিশেষ
  • English Word duchess Bengali definition [ডাচিস্] (noun) ডিউকপত্নী; ডিউকের বিধবা স্ত্রী; ডিউকের সমমর্যাদার্সম্পন্ন মহিলা
  • English Word duchy Bengali definition [ডাচি] (noun) (plural duchies) ডিউকশাসিত এলাকা বা রাজ্য
  • English Word duck 1 Bengali definition [ডাক্] (noun) (plural ducks, collective noun হলে রূপ অপরিবর্তিত থাকে) (১) [countable noun] পাতিহাঁস (msc. দ্রষ্টব্য drake); [uncountable noun] এই পাখির মাংস। lame duck যে ব্যক্তি বা জাহাজকে অকর্মণ্য বা অকেজো করা হয়েছে; যে ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান অর্থনৈতিক অসুবিধায় পতিত হয়েছে। (take to something) like a duck to water প্রকৃতিগতভাবে; নির্ভয়ে; নির্দ্বিধায়; বিনা কষ্টে। like water off a ducks back বিফলে; বৃথায়। ducks and drakes পানির উপরিতল ছুঁয়ে ছুঁয়ে খোলামকুচি নিক্ষেপের খেলা; ছিনিমিনি খেলা। play ducks and drakes যথেচ্ছভাবে ব্যয় করা; অপব্যয় করা (যেমন অর্থ); ছিনিমিনি খেলা। a sitting duck সহজ লক্ষ্যবস্তু; অসহায় শিকার। (২) (কথ্য, অপিচ ducky) (British/Britain) প্রিয়জন; আদরের সম্বোধন(৩) যে উভচর সামরিক যান সৈন্যদের নদীতীরে বা উপকূলে নামানোর কাজে ব্যবহৃত হয়(৪) (ক্রিকেট অপিচ duck’s egg) ব্যাটসম্যানদের শূন্য রান: be out for a duck. (৫) (যৌগশব্দ) duckbill, duckbilled platypus, দ্রষ্টব্য platypus. duckboards (noun) চলাফেরার সুবিধার জন্য পাঁক, কাদা বা খাদের উপর যে তক্তা পেতে দেওয়া হয়। duckweed (noun) অগভীর জলাশয়ের উপর যে সপুষ্পক উদ্ভিদ জন্মে। duckling (noun) হাঁসের বাচ্চা। ugly duckling যে হাবাগোবা শিশু বড় হয়ে আকর্ষণীয় ও প্রতিভাবান হয়।
  • English Word duck 2 Bengali definition [ডাক্] (verb transitive), (verb intransitive) (১) (আঘাত বা দৃষ্টি এড়াতে) হঠাৎ মাথা নিচু করা(২) অল্পক্ষণের জন্য চোবানো বা ডুব দেওয়াduck out of (দায়িত্ব ইত্যাদি) এড়িয়ে যাওয়া। □(noun) নিম্ন বা পার্শ্বদিকে দ্রুত মাথা/শরীর ঝোঁকানো; (নদী বা জলাশয়ে গোসল করার সময়) দ্রুত মাথা বা শরীর নিমজ্জিতকরণ। ducking আচ্ছামতো ভেজানো বা পানিতে চুবানো। ducking-stool প্রাচীনকালে অপরাধীকে শাস্তি দিতে যে টুলের সঙ্গে বেঁধে জলে চুবানো হতো। ducker (noun) পানকৌড়ি; ডুবুরি।
  • English Word duck 3 Bengali definition [ডাক্‌] (noun) [uncountable noun] ছোট পাল; পাল, থলে প্রভৃতি তৈরির জন্য মোটা কাপড়বিশেষ; (plural) উক্ত কাপড়ে তৈরি পোশাক।
  • English Word duct Bengali definition [ডাক্‌ট্‌] (noun) নল, বৃক্ষগাত্রে বা প্রাণিদেহে নালি বা পথ, যার মধ্য দিয়ে তরণ পদার্থ বাহিত হয়: tear ducks. (২) বিমান, জাহাজ বা গৃহে বায়ু সঞ্চারিত করার ধাতব নল: There are air ducks above seats on aeroplanes. (৩) যেকোনো ধরনের নল বা পাইপ, যার মধ্য দিয়ে তরল পদার্থ, বৈদ্যুতিক তার ইত্যাদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো হয়। দ্রষ্টব্য aqueduct, viaduct.
  • English Word ductile Bengali definition [ডাক্‌টাইল্ America(n) ডাক্‌ট্‌ল্] (adjective) (১) (ধাতু) নমনীয়, ঠাণ্ডা অবস্থায় পেটানো যায় এবং যে কোনো আকৃতি দেওয়া যায় এমন, যেমন তামা; (অন্যান্য বস্তু) সহজে পরিবর্তন করা যায় এমন। (লাক্ষণিক) (কোনো ব্যক্তি বা তার চরিত্র) সহজে পরিচালনা করা যায় বা প্রভাবাম্বিত করা যায় এমন। ductility [ডাক্‌টিলাটি] (noun) [uncountable noun] নমনীয়তা।
  • English Word dude Bengali definition [ডিউড্ America(n) ডিডূড্] (noun) (America(n)) (১) ফুলবাবু; যে ব্যক্তি সুন্দর পোশাক পরতে ভালোবাসে(২) শহরবাসী; শহুরে লোকduderench (noun) (America(n)) পর্যটকদের অবকাশ যাপনের খামারবাড়ি।
  • English Word dudgeon Bengali definition [ডাজান্] (noun) in high dudgeon তীব্র অসন্তোষজনিত ক্রোধের বশবর্তী
  • English Word due 1 Bengali definition [ডিউ America(n) ডূ] (adjective) (১) দেয়; পরিশোধনীয়: My rent is due on the first of every month. (২) (কেবল attributive(ly)) উপযুক্ত; সঠিক; যথোচিত: after due consideration, যথোচিত বিবেচনায় পর; in due curse/time যথাসময়ে; উপযুক্ত বা সঠিক সময়ে। duely (adverb) যথাযথভাবে; উপযুক্তরূপে; যথাসময়ে। (৩) পূর্বনির্ধারিত: The train is due at ৪. 30. (৪) due to কারণবশত: His absence was due to illness. তুলনীয়. owing to (= কারণে, because of). □ (adverb) (কম্পাসের দিক) সোজাসুজি: due north.
  • English Word due 2 Bengali definition [ডিউ America(n) ডূ] (noun) (১) (শুধু singular) ন্যায্য পাওনা: give somebody his due. Give the devil his due (প্রবাদ) কোনো অপছন্দনীয় ব্যক্তির প্রতিও সুবিচার করা। (২) (plural) মাসুল, চাঁদা ইত্যাদি
  • English Word duel Bengali definition [ডিউআল্‌ America(n) ডূআল্] (noun) (ইতিহাস) (পিস্তল বা তরবারি নিয়ে সম্মানের প্রশ্ন মীমাংসার জন্য দুই ব্যক্তির মধ্যে আহূত) দ্বন্দ্বযুদ্ধ; দুই ব্যক্তি বা পক্ষের লড়াই: a duel of wits. □ (verb intransitive) (duelled, duelling, duels, America(n) dueled, dueling, duels) দ্বন্দ্বযুদ্ধ করা; দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হওয়া। duelist (noun) দ্বন্দ্বযোদ্ধা।
  • English Word duet Bengali definition [ডিউয়েট্ America(n) ডূয়েট্] (noun) দ্বৈতসংগীত; দুই ব্যক্তির মিলিত সংগীত বা বাদন
  • English Word duff Bengali definition [ডাফ্‌] (noun) মাখানো ময়দার তাল; সেদ্ধ করা আটা বা ময়দার শক্ত কাঁই। □(verb transitive) (১) নতুনের মতো রূপ দেওয়া; গবাদি পশু চুরি করা অথবা তাদের মার্কা বদলানো(২) তালগোল পাকানো; (গলফ) বলে আঘাত ফসকে তার পেছনে মাটিতে আঘাত করা। □(adjective) (কথ্য) বাজে।
  • English Word duffel, duffle Bengali definition [ডাফ্‌ল্] (noun) [uncountable noun] খসখসে লোমশ মোটা পশমি কাপড়বিশেষduffel bag (noun) কাপড়চোপড় ও অন্যান্য দ্রব্য বহন করতে মোটা কাপড়ে তৈরি নলাকার ব্যাগবিশেষ। duffel coat (noun) মাথার আবরণীসহ বোতামের পরিবর্তে কাঠের টুকরা লাগানো খসখসে মোটা লোমশ পশমের তৈরি কাপড়ের কোটবিশেষ।
  • English Word duffer Bengali definition [ডাফা(র্)] (noun) (১) অকর্মণ্য বা নির্বোধ লোক; সহজে শিখতে পারে না এমন ব্যক্তি: He was always a bit of duffer at maths. (২) জালমুদ্রা; শূন্যগর্ভ খনি; যে ব্যক্তি পণ্যদ্রব্যাদির নকল বের করে বা চোরাই গবাদি পশুর পায়ের মার্কা পরিবর্তিত করে
  • English Word dug 1 Bengali definition [ডাগ্] dig- এর past tense, past participle
  • English Word dug 2 Bengali definition [ডাগ্] (noun) স্তন্যপায়ী জন্তুর দুধের বাঁট
  • English Word dug-out Bengali definition [ডাগ্ আউট্‌] (noun) (১) সৈন্যদের খননকৃত মাটির ছাদওয়ালা যুদ্ধকালীন আশ্রয়স্থল(২) ফুটবলসহ কয়েকটি খেলায় ম্যাচচলাকালে কোচ, অতিরিক্ত খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তা মাঠের বাইরে যে ছাউনিতে বসেন(৩) গাছের গুঁড়ি খুঁড়ে তৈরি নৌকাবিশেষ
  • English Word dugong Bengali definition [ডুগঙ্] (noun) স্তন্যপায়ী বড় সামুদ্রিক জীববিশেষ। দ্রষ্টব্য manatee
  • English Word duke Bengali definition [ডিউক্ America(n) ডূক্] (noun) (১) অভিজাত ব্যক্তি বা ভূস্বামী; যুবরাজের অব্যবহিত নিম্নপদ; ক্ষুদ্র রাজ্যের নৃপতিduke-dom [ডিউক্ ডাম্‌] (noun) ডিউকের উপাধি বা পদবি। (২) (=duchy) ডিউকশাসিত রাজ্য
  • English Word dulcet Bengali definition [ডাল্‌সিট্] (adjective) (বিশেষত শব্দ সম্বন্ধে) সুমিষ্ট; সুমধুর: Her dulcet tones acme over the airwaves.
  • English Word dulcimer Bengali definition [ডাল্‌সিমা(র্)] (noun) তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, যা দুটি দণ্ড দিয়ে বাজানো হয়; একতারা জাতীয় তারের বাদ্যযন্ত্রবিশেষ
  • English Word dull Bengali definition [ডাল্] (adjective) (duller, dullest) (১) নিষ্প্রভ; অনুজ্জ্বল: a dull colour. মেঘাচ্ছন্ন; অন্ধকারাচ্ছন্ন: a dull weather. dull of hearing কানে খাটো। (২) স্থূলবুদ্ধি; নির্বোধ: a dull student. (৩) একঘেয়ে; নীরস; নিরানন্দ: a dull play. (৪) ভোঁতা: a knife with a dull edge. (৫) (ব্যথা) অনুভূতিহীন; বোধহীন; (পণ্যদ্রব্য) চাহিদাবিবর্জিত; (ব্যবসাবাণিজ্য) তেজি নয় এমন; মন্দাজনক। □(verb transitive), (verb intransitive) স্থূলবুদ্ধি, অচেতন, নিষ্প্রভ, নীরস, একঘেয়ে, অন্ধকারাচ্ছন্ন বা ভোঁতা করা বা হওয়া। dullish (adjective) ঈষৎ স্থূলবুদ্ধি; বোকাটে; নিষ্প্রভ। dullness (noun) নির্বুদ্ধিতা; নিষ্প্রভতা; নিরানন্দ ভাব। dully (adverb) নিরানন্দভাবে।
  • English Word dullard Bengali definition [ডালাড্] (noun) স্থূলবুদ্ধিসম্পন্ন লোক; নির্বোধ ব্যক্তি; মূর্খ লোক
  • English Word duly Bengali definition দ্রষ্টব্য due.
  • English Word dumb Bengali definition [ডাম্‌] (adjective) (dumber; dumbest) (১) বোবা; মূক; বাকশক্তিহীন: dumb from birth. (২) নীরব; নিস্তব্ধ: She remained dumb during her trail. strike dumb বোবা করা; ভয়ে বা বিস্ময়ে হতবাক করা; The terrible news struck us dumb. dumb show (noun) মূকাভিনয়। (৩) (America(n), কথ্য) নির্বোধ; অকর্মণ্য। = dumbly (adverb) কথা না-বলে; নীরবে। dumbness (noun) [uncountable noun] নীরবতা।
  • English Word dumbbell Bengali definition [ডাম্‌বেল্] (noun) (১) ডাম্বেল; বাহু ও কাঁধের মাংসপেশির ব্যায়ামের জন্য দুই হাতে মুঠি করে ধরা যায় এমন কাঠের দণ্ড, যার দুপাশে লোহার বল রয়েছে; মাংসপেশির উন্নতিসাধক ব্যায়ামযন্ত্রবিশেষ
  • English Word dumbfound Bengali definition (America(n) অপিচ dumfound) [ডাম্‌ফাউন্‌ড্‌] (verb transitive) বিহ্বল করা; হতবুদ্ধি করা; বিস্ময়াবিষ্ট করা। (past tense, past participle) dumbfounded বিস্ময়াবিষ্ট।