• Bengali Word slave English definition [স্লেইভ্‌] (noun) ১ ক্রীতদাস; কেনা গোলাম।
    slave-driver (noun) ক্রীতদাসদের কাজ তদারককারী ব্যক্তি; যে ব্যক্তি তার অধীনস্থ লোকদের নির্মমভাবে খাটায়। slaveship (noun) দাস ব্যবসায়ে ব্যবহৃত জাহাজ। slave States (noun) (plural) গৃহযুদ্ধের পূর্বে উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় যে সমস্ত রাজ্যে দাসপ্রথা চালু ছিল। slave-trade/ slave-traffic (noun) দাসব্যবসা। (২) যে ব্যক্তি অন্যের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়: She made a slave of her own step daughter. (৩) অভ্যাস, প্রবৃত্তি ইত্যাদির দাস: He is a slave of fashion. □ (verb intransitive) slave (away) (at something) খেটে মরা: She has been slaving away in the kitchen for the whole day! সারাদিন রান্নাঘরে খেটে মরছে। slaver (noun) দাস ব্যবসায়ী; দাসব্যবসায় ব্যবহৃত জাহাজ। slavey [ স্লেইভারি] (noun) [uncountable noun] ১ (ক্রীত) দাসত্ব: These men were all born into slavery. (২) (ক্রীত) দাসপ্রথা: He is one of those men who fought for the abolition of slave. (৩) অত্যন্ত শ্রমসাধ্য বা কম বেতনের কাজ। slavish [স্লেইভিশ্‌] (adjective) স্বাধীনতা বা স্বাতন্ত্র্যহীন; হীনমন্য: slave outlook; a slave behaviour slavely (adverb)