• Bengali Word draft 1 English definition [ড্রাফ্‌ট্ America(n) ড্র্যাফ্‌ট্] (noun) [countable noun] ১ রূপরেখা; খসড়া; মুশাবিদা: a draft for a speech/letter/Bill.
      (২) ব্যাংক কর্তৃক টাকা দেওয়ার আদেশনামা: bank-draft. (৩) বিশেষ কোনো উদ্দেশ্যে বৃহৎ কোনো দল থেকে একটি ক্ষুদ্র দল বাছাই করা; এভাবে নির্বাচিত দল বা তার অন্তর্ভুক্ত ব্যক্তি। the draft এ ধরনের নিযুক্তি। draft card (noun) সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরির জন্য আহূত হওয়ার চিঠি বা কার্ড। (৪) (America(n))= draught.
    • Bengali Word draft 2 English definition [ড্রাফ্‌ট্ America(n) ড্র্যাফ্‌ট্] (verb transitive) ১ খসড়া বা মুশাবিদা করা: to draft a speech.
      (২) (America(n)) বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে চাকরির জন্য নির্বাচন করা; বৃহৎ দল থেকে ক্ষুদ্রতর দল বাছাই করা। draftee (noun) (America(n)) সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরির জন্য বাছাইকৃত/নির্বাচিত। drafting খসড়া বা মুসাবিদা করার কাজ; যেভাবে তা করা হয়েছে: The drafting of the bill is ambiguous.
    • Bengali Word draftsman English definition [ড্রাফ্‌ট্‌স্‌মান America(n) ড্র্যাফ্‌ট্‌স্‌মান] (noun) (plural draftsmen) খসড়া প্রণয়নকারী ব্যক্তি, বিশেষত স্থাপত্যকর্মের নকশা অঙ্কনকারী; কোনো বিল বা দলিল যেভাবে প্রণীত/লিখিত হয়েছে সেই কর্মের জন্য দায়ী ব্যক্তি।
    • Bengali Word drafty English definition [ড্রাফ্‌টি America(n) ড্র্যাফ্‌টি] (adjective)(draftier, draftiest), (America(n))=draughty
    • Bengali Word overdraft English definition [ওউভাড্রা:ফট্‌ America(n) ড্র্যাফট্] (noun) ব্যাংক থেকে গচ্ছিত টাকার অতিরিক্ত যে পরিমাণ অর্থ গ্রহণ করা হয়; ওভারড্রাফট।