Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word diverse Bengali definition [ডাইভাস্‌] (adjective) নানা রকম; বিভিন্ন রকম; একাধিক: Professions are extremely diverse in the urban areas. diversely (adverb)
  • English Word diversify Bengali definition [ডাইভাসিফাই] (verb transitive) (১) বিভিন্ন রকম করা; বিচিত্র করা: A university student should have diversified interests. (২) বহুমুখী হওয়া (যেমন ব্যবসা প্রতিষ্ঠানে একটি দ্রব্যের উৎপাদন ও বাজারজাতকরণে সীমাবদ্ধ না-থেকে নানা দ্রব্য তৈরি ও বাজারজাত করে ব্যবসার ঝুঁকি কমানো): The paper manufacturer diversified into pakaging and publishing.
  • English Word diversion Bengali definition [ডাইভাশ্‌ন্‌ America(n) ডাইভাজ্‌ন্‌] (noun) গতিপরিবর্তন; ভিন্নমুখীকরণ: the Tongi diversion road; সেতু মেরামতের জন্য যানবাহনকে বিকল্প পথে চালিতকরণ। (২) আমোদপ্রমোদ; বিনোদন: One needs diversions after continued hard work. (৩) চিত্তবিক্ষেপ; মনোযোগহরণ; (যুদ্ধে শত্রুর) মনোযোগ ভিন্নমুখী করার গৃহীত কৌশলdiversionist (noun) অন্তর্ঘাতকারী ব্যক্তি।
  • English Word diversity Bengali definition [ডাইভাসাটি] (noun) বহুমুখিতা; বৈচিত্র্য
  • English Word divert Bengali definition [ডাইভাট্] (verb transitive) divert (from) (১) গতিপথ পাল্টে দেওয়া: to divert the course of a river. (২) আনন্দ দেওয়া; মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া: We were greatly diverted by the show. The sudden hue and cry diverted my attention from the book I was reading.
  • English Word divest Bengali definition [ডাইভেস্‌ট্‌] (verb transitive) divest somebody of ১ (আনুষ্ঠানিক) পোশাক খুলে নেওয়া: The priest was divested of his robes. (২) ক্ষমতা কেড়ে নেওয়া; The ruler was divested all of his powers. (৩) পরিহার করা; পরিত্যাগ করা: He could not divest himself of the idea of marriage.
  • English Word divide 1 Bengali definition [ডিভাইড্] (verb transitive), (verb intransitive) (১) divide something (up/out); divide something between/among somebody; divide something from something পৃথক করা; ভাঙা: We divided (up/out) the money equally. We divided the oranges among the children. He divides his time between Dhaka and Chittagong. The Jamuna divides North Bengal from East Bengal. (২) divide into; divide by ভাগ করা: If you divide 6 into 30, the answer is 5. Can you divide 40 by 10? (৩) ক্ষুদ্রতর অংশে ভাগ করা: The book is divided into 5 chapters. (৪) মতানৈক্য সৃষ্টি করা; মতানৈক্য হওয়া: The jury was divided on the verdict.
  • English Word divide 2 Bengali definition [ডিভাইড্‌‌] (noun) বিভাজনকারী কোনো বিষয় বা বস্তু, বিশেষত দুই নদীর অববাহিকার বিভাজক রেখা; জলবিভাজিকা
  • English Word dividend Bengali definition [ডিভিডেন্‌ড্‌] (noun) (১) (গণিত) ভাজ্য। দ্রষ্টব্য divisor. (২) (বাণিজ্যে) ঋণের সুদ বা (যৌথ ব্যবসায়ে) লভ্যাংশরূপে প্রদেয় বা প্রাপ্য অর্থ; বিমাকারীকে প্রদত্ত লভ্যাংশ; dividend-warrant কোনো ব্যাংককে লভ্যাংশ দেওয়ার আদেশ
  • English Word dividers Bengali definition [ডিভাইডাজ্‌] (noun) (pair of) dividers রেখা বা কোণ বিভক্ত করতে ব্যবহৃত কম্পাস ইত্যাদি
  • English Word divination Bengali definition [ডিভিনেইশ্‌ন্‌] (noun) ভবিষ্যৎ কখন; অতিপ্রাকৃত উপায়ে ভবিষ্যৎ জানার পদ্ধতি; চতুর অনুমান
  • English Word divine 1 Bengali definition [ডিভাইন্‌] (adjective) ঐশ্বরিক; দেবসুলভ; দৈব; দিব্য: Love is divine, ভালোবাসা পবিত্র। Divine service ঈশ্বরের উপাসনা। (২) (কথ্য) অনুপম; অতীব সুন্দর: How lovely to see you, you look simply divine. □ (noun) ধর্মবেত্তা।
  • English Word divine 2 Bengali definition [ডিভাইন্] (verb transitive), (verb intransitive) ভবিষ্যৎ সম্পর্কে জানা; গুহ্য রহস্য জানা; ভবিষ্যদ্বাণী করা: We cannot divine how this law-suit is going to end. divinely (adverb)
  • English Word diviner Bengali definition [ডিভাইনা(র্‌)] (noun) ভবিষ্যদ্বক্তা, গণক, বিশেষত যারা মাটির নিচে কোথায় জল বা কোনো ধাতু আছে তা বলে দিতে পারে বলে দাবি করেDivining-rod Y আকারের লাঠিবিশেষ, যার সাহায্যে গণকরা ভূগর্ভস্থ জল ইত্যাদি আবিষ্কারের দাবি করেন।
  • English Word divinity Bengali definition [ডিভিনাটি] (noun) (১) দেবত্ব; দেবতা(২) ধর্মশাস্ত্র; স্বর্গীয় বিষয়াদিসম্পর্কিত শাস্ত্র; a doctor of divinity ধর্মশাস্ত্রে ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত
  • English Word divisible Bengali definition [ডিভিজাব্‌ল্‌] (adjective) (গণিত) নিঃশেষে বিভাজ্য; 10 is divisible by 2.
  • English Word division Bengali definition [ডিভিজ্‌ন্‌] (noun) (১) বিভাজন; ভাগ; বণ্টন: The division of the profit among the shareholders. (২) বিভাগ: The accounts Division of the company is on the 3rd floor. (৩) বিভাজনরেখা: The river marks the division between the two districts. (৪) মতানৈক্য: There was a sharp division among the members of the party. (৫) প্রদেশের অংশ; বিভাগ(৬) সেনাবাহিনীর অংশ: 3 divisions of the soldiers were sent to the borders.
  • English Word divisive Bengali definition [ডিভাইসিভ্‌] (adjective) বিভেদকারী; বিবাদ সৃষ্টিকারী: The government’s divisive polices caused much discontent. divisively (adverb) divisiveness (noun)
  • English Word divisor Bengali definition [ডিভাইজা(র্‌)] (noun) (গণিত) ভাজক
  • English Word divorce 1 Bengali definition [ডিভোস্] (noun) (১) বিবাহবিচ্ছেদ; তালাক(২) সংযোগছেদ বা সম্পর্কের বিলুপ্তি বা অবসান: The divorce between politics and religion.
  • English Word divorce 2 Bengali definition [ডিভোস্‌] (verb transitive) divorce (from) (১) বিবাহবিচ্ছেদ ঘটানো; তালাক দেওয়া(২) (লাক্ষণিক) সম্পর্কযুক্ত জিনিসকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা: When politic is divorced from morality,it turns into fascism. divorcee (noun) তালাকপ্রদানকারী স্বামী/স্ত্রী; তালাকপ্রাপ্ত স্বামী/স্ত্রী।
  • English Word divulge Bengali definition [ডাইভালজ্‌] (verb transitive) গোপন কথা ফাঁস করাdvulgence (noun) গোপন তথ্য ফাঁসের ঘটনা।
  • English Word Diwali Bengali definition [দিওআলি] (noun) (অপিচ Deepabali, Divali [দীপাবোলি, দিওআলি] (noun) পূর্বভারতে কালীপূজা উপলক্ষে, উত্তর ও পশ্চিম ভারতে লক্ষ্মী ও গণেশ পূজা উপলক্ষে রাতে নানা ধরনের আলোকসজ্জা ও আতশবাজি পোড়ানোর হৈমন্তিক হিন্দু উৎসববিশেষ
  • English Word dizzy Bengali definition [ডিজি] (adjective) (১) (ব্যক্তি) মাথা ঝিমঝিম করছে এমন; মানসিকভাবে বিহ্বল; হতবুদ্ধি(২) (স্থান বা অবস্থা) বিহ্বল করে দেওয়ার মতো; মাথা ঘোরানোর অনুভূতি সৃষ্টি করে এমন; (লাক্ষণিক) (পদ বা অবস্থান) মাথা ঘুরিয়ে দেয় এমন: His fame rose to a dizzy height. dizzily (adverb)
  • English Word do 1 Bengali definition [ডা] strong form [ডূ], negative(ly) don’t [ডোউন্‌ট্‌] 3rd person singular present tense does [ডাজ্, negative(ly) doesn’t [ডাজন্‌ট্]; past tense did [ডিড্], negative(ly) didn’t [ডিড্‌ন্‌ট্]; past participle done [ডান্‌]; main verb- এর সঙ্গে ব্যবহার (ক) negative(ly) বাক্যে not সহকারে: Don’t go there.(খ) প্রশ্নবোধক বাক্যে: Does/did he go there?(গ) জোর বোঝানোর জন্য: He did say this. (২) (ক) main verb- এর পরিবর্তে: He is earning more money than he did (i.e. earned) last year.(খ) Tag question-এ: He wants to go there, desn’t he?
  • English Word do 2 Bengali definition [ডূ] (verb transitive), (verb intransitive) (১) কোনো কিছু করা: What is he doing in the garden? What does your father do? (পেশা কী?) What man has done, man can do. Do it yourself (DIY) নিজে করা, যেমন ঘরদোর সারাই, মেরামত, চুনকাম ইত্যাদি; আসবাবপত্র নিজে বানানো। Easier said than done বলা সহজ করা কঠিন। No sooner said than done যেমন বলা তেমন কাজ। (২) (ক) সৃষ্টি করা; ঘটানো; বানানো: Patience can do wonders. Can you do five copies of this letter for me?(খ) কোনো কাজে ব্যস্ত থাকা: He is doing his homework.(গ) সম্পাদন করা: We should do our duty to our country.(ঘ) পাঠগ্রহণ করা: He is doing honours at Dhaka University.(ঙ) সুশৃঙ্খল করা; সাজানো: The house had been done beautifully. She did her hair carefully. do-gooder (noun) (ক) (কথ্য) (প্রায়ই ব্যঙ্গার্থে) এমন ব্যক্তি, যে সব সময় পরের ভালো করতে চায়। (৩) (past participle ও perfect tense) সমাপ্ত করা; সাঙ্গ করা: Its done; উপযোগী হওয়া: This pen won’t do for my purpose; যথেষ্ট হওয়া; Four shirts will do at present. How do you do? (সম্ভাষণ জানানোর ফর্মুলা বাক্য)। (৪) ভ্রমণে পথ অতিক্রম করা: We did 50 miles a day on our tour. (৫) দৃশ্য; বেড়ানো: Have you done the parks of the town? ৬ have to do with সম্পর্কযুক্ত হওয়া; জড়িত হওয়াdo away with বাতিল করা; পরিহার করা: You should do away with your bad habits; হত্যা করা: The king did away with all his enemies. do for somebody/something (কথ্য) চাকরি করা, বিশেষত গৃহস্থালিতে: He has been doing for us for 10 years. জীর্ণ হয়ে যাওয়া; ধ্বংস হওয়া: I am done for! be done in ক্লান্ত হওয়া: I was done in after the long day’s work. do something up মেরামত করা; নবায়ন করা: They have done the house up recently. do with somebody/something (ক) What did you do with my pen? (কোথায় রেখেছো?)(খ) সহ্য করা: He couldn’t do with his son’s disobedience.(গ) I feel as if I could do with a cup of tea, এক কাপ চা হলে ভালো হতো। do without somebody/something কোনো কিছু ছাড়াই চলা: I cann’t do without your service. We cann’t do without water even for a day.
  • English Word do 3 Bengali definition [ডূ] (noun) (plural does অথবা do’s [ডূজ্‌]) (১) (অশিষ্ট) প্রতারণা; ধাপ্পাবাজি: The whole thing is a do. (২) (কথ্য) আমোদপ্রমোদ, খানাপিনা বা নাচগানের আসর: There was a big do at the club last night. (৩) রীতিনীতি; আইনকানুন; Religion is a sum total of do’s and don’ts.
  • English Word do 4 Bengali definition [ডূ] ditto- এর সংক্ষেপ
  • English Word do 5 Bengali definition [ডৌ] (noun) (সংগীত) স্বরগ্রামের প্রথম স্বর, ষড়জ বা সা
  • English Word doab Bengali definition [দোআব্‌] (noun) দুই নদীর মধ্যবর্তী সমতল ভূমি, বিশেষভাবে গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল; দোয়াব