D পৃষ্ঠা ৩৩
- English Word distract Bengali definition [ডিসট্র্যাক্ট্] (verb transitive) distract (from) মনোযোগ ভিন্নমুখী করা: The loud music upstairs distracted me from my studies. distracted (adjective) বিক্ষিপ্তচিত্র; বিহ্বল: He was distracted in greif. distractedly (adverb) বিহ্বলভাবে।
- English Word distraction Bengali definition [ডিস্ট্র্যাক্শ্ন্] (noun) (১) চিত্তবিক্ষেপ। (২) বিরক্তিকর; মনোযোগ নষ্টকারী কোনো কিছু। (৩) চিত্তবিনোদনের ব্যবস্থা: There is little distraction in this small town. (৪) উন্মত্ততা; মানসিক বিভ্রান্তি ও বিহ্বলতা: I was driven to distraction by his nagging behaviour.
- English Word distrain Bengali definition [ডিস্ট্রেইন্] (verb transitive) distrain (upon) (আইন সম্বন্ধীয়) (প্রধানত বাকি ভাড়া বা মূল্যের দায়ে) মাল ক্রোক করা। distraint (noun) ক্রোক।
- English Word distrait Bengali definition [ডিস্ট্রেই] (adjective) (ফরাসি) আনমনা; অমনোযোগী।
- English Word distraught Bengali definition [ডিস্ট্রোট্] (adjective) বিক্ষিপ্তচিত্র; বিহ্বল; খ্যাপা; উন্মাদগ্রস্ত: He is distraught with grief.
- English Word distress 1 Bengali definition [ডিস্ট্রেস্] (noun) (১) নিদারুণ বেদনা বা যন্ত্রণা; আর্থিক দৈন্যঘটিত দুর্দশা: We should all try to relieve the distress-of the poor. (২) চরম বিপদ; সংকট: The ship sent a distress signal on the wireless.
- English Word distress 2 Bengali definition [ডিস্ট্রেস্] (verb transitive) বেদনা, যন্ত্রণা বা মর্মপীড়া দেওয়া; I hate to distress like this, but it is important. Why are you looking so distressed about? distressed area রেকারত্বপীড়িত অঞ্চল distressful, distressing (adjective(s)), distressfully, distressingly (adverb(s))
- English Word distribute Bengali definition [ডিস্ট্রিবিঊট্] (verb transitive) (১) distribute (to/among) বিতরণ করা; বণ্টন করে দেওয়া: The minister distributed relief materials among the flood-victims. (২) ছড়িয়ে দেওয়া। (৩) শ্রেণিকরণ করা। (৪) (মুদ্রণ) কম্পোজ ভেঙে টাইপসমূহ পুনরায় টাইপের খোপে রাখা। distributor (noun) বিতরণকারী ব্যক্তি বা বস্তু।
- English Word distribution Bengali definition [ডিস্ট্রিবিঊশ্ন্] (noun) বিতরণ; বিতরণপদ্ধতি; বণ্টন: The socialists want an equitable distribution of-wealth among the people.
- English Word distributive Bengali definition [ডিস্ট্রিবিউটিভ্] (adjective) (১) বিতরণ সম্পর্কিত। (২) (ব্যাকরণ) কোনো জাতি বা শ্রেণির প্রত্যেককে বোঝানো, যেমন ‘each’, ‘every’, ‘either’ distributively (adverb)
- English Word district Bengali definition [ডিস্ট্রিক্ট্] (noun) (১) জেলা; দেশের একটি অঞ্চল; প্রশাসনিক এলাকাবিশেষ: How many administrative districts is in Bangladesh? (২) শহর বা দেশের অংশ যা বিশেষ কোনো কাজের জন্য চিহ্নিত; The postal districts. district council জেলা পরিষদ।
- English Word distrust Bengali definition [ডিস্ট্রাস্ট্] (noun) সন্দেহ; অবিশ্বাস: He looked at me with distrust. □ (verb transitive) অবিশ্বাস করা; সন্দিহান হওয়া: Everybody hates a distrust. distrustful (adjective) সন্দিহান; সন্দিগ্ধ; অবিশ্বাসপ্রবণ: She looked at me with distrustful eyes. distrustfully (adverb) distrustfulness (noun)
- English Word disturb Bengali definition [ডিস্টাব্] (verb transitive) বিশৃঙ্খল করা; স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করা; মনোযোগ নষ্ট করা: I don’t want to be disturbed while I am studing. He was disturbed by the news. disturb the peace শান্তি বিঘ্নিত করা; দাঙ্গা ঘটানো ইত্যাদি।
- English Word disturbance Bengali definition [ডিস্টাবান্স্] (noun) বিশৃঙ্খলা; উত্তেজনা; অশান্তি; সামাজিক বা রাষ্ট্রীয় গোলযোগ।
- English Word disunion Bengali definition [ডিস্ইঊনিআন্] (noun) সংযোগছিন্নতা; অনৈক্য; বিচ্ছেদ; বিবাদ।
- English Word disunite Bengali definition [ডিস্ইউনাইট্] (verb transitive), (verb intransitive) বিচ্ছিন্ন করা।
- English Word disunity Bengali definition [ডিস্ইউনাটি] (noun) অনৈক্য; একতার অভাব।
- English Word disuse Bengali definition [ডিস্ইউস্] (noun) অব্যবহার; অপ্রচলন: The key is rusty from disuse. The word has fallen into disuse. disused (participial adjective) অব্যবহৃত; পরিত্যক্ত: a disused warehouse.
- English Word disyllabic Bengali definition [ডিসিল্যাবিক্] (adjective) দুই অক্ষর (সিলেবল) বিশিষ্ট (শব্দ); দ্বিস্বরা (শব্দ)।
- English Word ditch Bengali definition [ডিচ্] (noun) পরিখা; খাত; পয়োনালি; খানা; ডোবা। dull as ditch water, অতিমাত্রায় নীরস। □(verb transitive), (verb intransitive) (১) পরিখা খনন করা। (২) পরিখা বা নালার মধ্যে ছুড়ে ফেলা; সমুদ্রে বিমানকে জরুরি অবতরণ করানো: The pilot ditched his plane; (লাক্ষণিক অশিষ্ট) পরিত্যাগ করা: The drunkeard ditched his car; হঠাৎ কাউকে অসহায় অবস্থায় ফেলে চলে যাওয়া: The boy ditched his girl friend.
- English Word dither Bengali definition [ডিদা(র্)] (verb intransitive) (কথ্য) ইতস্তত করা। □ (noun) (কথ্য) দ্বিধাগ্রস্ত; নার্ভাস; সিদ্ধান্তহীন অবস্থা: He is in a dither.
- English Word ditto Bengali definition [ডিটোউ] (noun) (সংক্ষেপ do) পূর্বে উল্লিখিত; একই রকম; আগের মতো (সাধারণত তালিকায় একই শব্দ পুনরায় লেখা পরিহারে do ব্যবহৃত হয়)। say ditto to (কথ্য) একই কথা বলা; একমত হওয়া; মতৈক্য প্রকাশ করা; হুঁ হুঁ করে যাওয়া।
- English Word ditty Bengali definition [ডিটি] (noun) ছোট সাদাসিধা গান।
- English Word diuretic Bengali definition [ডাইইউরেটিক্] (noun), (adjective) (চিকিৎসাশাস্ত্র) মূত্রবর্ধক; মূত্রবর্ধক ওষুধ।
- English Word diurnal Bengali definition [ডাইআ:নাল্] (adjective) (আনুষ্ঠানিক) আহ্নিক (যেমন আহ্নিক গতি): diurnal motion of the sun; একদিনব্যাপী; ঐকাহিক।
- English Word divagate Bengali definition [ডাইভগেইট্] (verb intransitive) divagate (from) (আনুষ্ঠানিক) বিপথে যাওয়া; মূল প্রসঙ্গ থেকে বিচ্যুত হওয়া। divagation (noun)
- English Word divan Bengali definition [ডিভ্যান্ America(n) ডাইভ্যান্] (noun) (১) হেলান দেওয়ার ব্যবস্থাবিহীন লম্বা, নিচু এবং নরম আসন। divanbed শোয়ার জন্য ব্যবহৃত ডিভান। (২) (মুসলিম দেশের) রাজসভা, যেমন দিওয়ান-এ-আম, দিওয়ান- এ-খাস।
- English Word dive 1 Bengali definition [ডাইভ্] (noun) (১) পানিতে বা শূন্যে ঝাঁপ; ডুব। (২) (কথ্য) মদ বিক্রি হয় বা জুয়া খেলা হয় এমন জায়গা।
- English Word dive 2 Bengali definition [ডাইভ্] (verb intransitive) (১) মাথা নিচের দিকে দিয়ে পানিতে ঝাঁপ দেওয়া; The man dived into water in order to save a drowning man. (২) (ডুবুরি বা ডুবোজাহাজ) পানির নিচে ডুব দেওয়া। diving-board স্থিতিস্থাপক/নমনীয় পাটাতন যেখান থেকে (সুইমিং পুল) ক্রীড়াবিদরা ঝাঁপ দেয়। diving-dress ডুবুরিদের ব্যবহৃত বায়ুশূন্য শিরস্ত্রাণ সমন্বিত পোশাক। (৩) দ্রুত উচ্চ স্তর থেকে নিচু স্তরে নেমে আসা: The aircraft dive steeply. dive bomber (noun) নিচের দিকে নেমে এসে যে বোমারু বিমান বোমা ফেলে পুনরায় উপরে উঠে যায়। diver (noun) ডুবুরি।
- English Word diverge Bengali definition [ডাইভাজ্] (verb intransitive) diverge (from) নির্দিষ্ট কেন্দ্র থেকে বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে পড়া; নির্দিষ্ট কেন্দ্র (শুরুর স্থল) থেকে অথবা চলার পথে পরস্পর থেকে আরো দূরে সরে যাওয়া; মূলধারা থেকে সরে আসা বা বেরিয়ে যাওয়া। divergence (noun) অপসরণ; বিচ্যুতি; কেন্দ্রচ্যুতি; বিকিরণ। divergent (adjective) বিপদগামী; বিচ্যুত; অপসরণশীল।