D পৃষ্ঠা ২৯
- English Word disharmony Bengali definition [ডিস্হা:মানি] (noun) অনৈক্য; অনিল; অসঙ্গতি। disharmonious (adjective) অসঙ্গতিপূর্ণ।
- English Word dishearten Bengali definition [ডিস্হা:ট্ন্] (verb transitive) হতাশ করা; নিরুৎসাহিত করা: His failure in the election did not dishearten him.
- English Word dishevelled Bengali definition [ডিশেভ্ল্ড্] (adjective) আলুথালু; অবিন্যস্ত (চুল); বিস্রস্তবসন; অগোছালো।
- English Word dishonest Bengali definition [ডিস্অনিস্ট্] (adjective) অসৎ; অসাধু; প্রতারণামূলক। dishonestly (adverb) অসৎভাবে; প্রতারণামূলকভাবে। dishonesty (noun) অসাধুতা; অসততা; প্রতারণা।
- English Word dishonour Bengali definition [ডিস্অনা(র্)] (noun) অপমান; অসম্মান; অমর্যাদা; সম্মানহানি; মর্যাদানাশ: He brought dishonour to his family. শ্লীলতাহানি; সতীত্বনাশ। □(verb transitive) (১) অসম্মান করা; অপমান করা। (২) (চেক, বিল ইত্যাদির) নির্দেশানুযায়ী টাকা দিতে অস্বীকার করা।
- English Word disillusion Bengali definition [ডিসিলূজ্ন্] (verb transitive) মোহমুক্ত করা; অলীক ধারণা থেকে চ্যুত করা; সুখস্বপ্ন ভেঙে দেওয়া: The people who fought for independence were soon disillusioned. □ (noun) মোহমুক্ত অবস্থা। disillusionment (noun) মোহমুক্তি; ভ্রান্তিনিরসন।
- English Word disincentive Bengali definition [ডিসিন্সেন্টিভ্] (noun) নিরুৎসাহকারী কাজ; পদক্ষেপ; ঘটনা: Low salary is a disincentive for the teachers.
- English Word disinclination Bengali definition [ডিসিনক্লিনেইশ্ন্] (noun) disinclination (for something/to do something) অনিচ্ছা; নিস্পৃহতা: Some students have a strong disinclination for physical exercise.
- English Word disincline Bengali definition [ডিসিন্ক্লাইন্] (verb transitive) (সাধারণত Passive) অনিচ্ছুক হওয়া।
- English Word disinfect Bengali definition [ডিসিন্ফেক্ট্] (verb transitive) ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মুক্ত করা; You should disinfect the syringe before use. disinfectant (adjective), (noun) সংক্রামক রোগজীবাণুনাশক (দ্রব্য, ওষুধ)। disinfection (noun) সংক্রামক রোগজীবাণু নাশকরণ।
- English Word disinfest Bengali definition [ডিসিন্ফেস্ট্] (verb transitive) কীটপতঙ্গ, ইঁদুর ইত্যাদির উপদ্রব থেকে মুক্ত করা disinfestation (noun)
- English Word disinflation Bengali definition [ডিসিন্ফ্লেইশ্ন্] (noun) মুদ্রাস্ফীতি থেকে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন; মুদ্রাস্ফীতির অবসান।
- English Word disingenuous Bengali definition [ডিসিন্জেন্যিউআস্] (adjective) (আনুষ্ঠানিক) অসরল; কুটিল; কপট। disingenuously (adverb) disingenuousness (noun)
- English Word disinherit Bengali definition [ডিসিন্হেরিট্] (verb transitive) উত্তরাধিকার থেকে বঞ্চিত করা। disinheritance (noun) উত্তরাধিকারবঞ্চিত অবস্থান।
- English Word disintegrate Bengali definition [ডিসিন্টিগ্রেইট্] (verb transitive),(verb intransitive) নানা অংশে বিভক্ত; খণ্ডিত করা বা হওয়া; The Mughal empire disintegrated during the reign of the last Mughal kings. disintegration (noun) দ্বিখণ্ডায়ন।
- English Word disinter Bengali definition [ডিসিনটা(র্)](verb transitive) মাটি খুঁড়ে বের করা; কবর থেকে তোলা। disinterment (noun)
- English Word disinterested Bengali definition [ডিস্ইনট্রাস্টিড্] (adjective) নৈর্ব্যক্তিক; স্বার্থশূন্য; নিরপেক্ষ। disinterestedly (adverb) disinterestedness (noun) নৈর্ব্যক্তিকতা; নিরপেক্ষতা।
- English Word disjoint Bengali definition [ডিস্জয়ন্ট্] (verb transitive) গ্রন্থি থেকে বিচ্ছিন্ন করা; টুকরা করা।
- English Word disjointed Bengali definition [ডিস্জয়ন্টিড্] (adjective) (বক্তৃতা বা লেখাবিষয়ক) অসংলগ্ন; অসম্বন্ধ; ছাড়া-ছাড়া।
- English Word disjunctive Bengali definition [ডিস্জাঙ্ক্টিভ্] (adjective) বিচ্ছিন্ন করে এমন; (ব্যাকরণ) বিয়োজক অব্যয়; (যেমন either.. or)।
- English Word disk Bengali definition [ডিস্ক্] (noun)= disc.
- English Word dislike Bengali definition [ডিস্লাইক্] (verb transitive) অপছন্দ করা। □ (noun) অপছন্দ। take a dislike to somebody কাউকে অপছন্দ করতে শুরু করা। likes and dislikes পছন্দ-অপছন্দ: Every man has his likes and dislikes.
- English Word dislocate Bengali definition [ডিস্লাকেইট্] (verb transitive) (১) স্থানচ্যুত করা; অস্থি স্থানচ্যুত করা: He fell from his bicycle and dislocated his collarbone. (২) বিচ্ছিন্ন হওয়া (বিশেষত কোনো যন্ত্র, যোগাযোগ ইত্যাদি): The train communication was dislocated after the accident.
- English Word dislodge Bengali definition [ডিস্লজ্] (verb transitive) dislodge (from) বাসস্থান বা অধিকৃত স্থান থেকে উৎখাত করা; সরিয়ে দেওয়া: The enemy soldiers were dislodged from their bunkers.
- English Word disloyal Bengali definition [ডিস্লইআল্] (adjective) অবাধ্য; রাষ্ট্রদ্রোহী; বিশ্বাসঘাতক। disloyalty (noun)
- English Word dismal Bengali definition [ডিজ্মাল্] (adjective) নীরস; বিষণ্ণ; নিরানন্দ; দুঃখদায়ক: a dismal place/weather/voice. dismally (adverb)
- English Word dismantle Bengali definition [ডিস্ম্যান্ট্ল্] (verb transitive) (১) অংশ বিচ্ছিন্ন করা; টুকরা টুকরা করা: The engine was dismantled. (২) নগ্ন বা নিরাবরণ করা (সাজসজ্জা ইত্যাদি খুলে নেওয়ার মাধ্যমে)।
- English Word dismay Bengali definition [ডিস্মেই] (noun) হতাশার অনুভূতি বা আতঙ্ক: To my utter dismay, I discovered that I had lost my passport. □ (verb transitive) হতাশ করা; আতঙ্কিত করা: We were dismayed at the news.
- English Word dismember Bengali definition [ডিস্মেমবা(র্)] (verb transitive) (১) অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা: He dismembered the animal. (২) (লাক্ষণিক) বিভক্ত করা (দেশ, ভূখণ্ড ইত্যাদি)। dismemberment (noun) ছিন্নভিন্ন অবস্থা; বিভক্তি।
- English Word dismiss Bengali definition [ডিস্মিস্] (verb transitive) (১) dismiss from চাকরি থেকে বরখাস্ত করা: He was dismissed from his job. (২) বিদায় দেওয়া; চলে যেতে অনুমতি দেওয়া: The class was dismissed at 2 O’clock. (৩) মন থেকে কোনো চিন্তা দূর করা; কোনো বিষয়ে আর না-ভাবা: He dismissed all thoughts of returning to his native country. (৪) (মামলা) খারিজ করা। dismissal (noun) বরখাস্ত; খারিজ; পদচ্যুতি: His dismissal from the army came as a bolt from the blue.