Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word dismount Bengali definition [ডিস্‌মাউন্‌ট্] (verb intransitive), (verb transitive) (১) dismount (from) (বাহন থেকে) অবতরণ করা: He dismounted from his horse/bicycle (তুলনীয় alight, বাস, ট্যাক্সি, ট্রেন ইত্যাদি থেকে নামা)। dismounted (participial adjective) (অশ্বারোহীবাহিনী সম্বন্ধে) পদাতিক বাহিনী হিসেবে যুদ্ধরত।
  • English Word disobedience Bengali definition [ডিসাবীডিআন্‌স্‌] (noun) disobedience(to) অবাধ্যতাdisobedient (adjective) অবাধ্য। disobediently (adverb) অবাধ্যভাবে।
  • English Word disobey Bengali definition [ডিসাবেই] (verb transitive) আদেশ অমান্য করা; কোনো ব্যক্তি বা আইন অগ্রাহ্য করা
  • English Word disoblige Bengali definition [ডিসাব্‌লাইজ্‌] (verb transitive) সাহায্য করতে অস্বীকার করা; অন্যের আশা-আকাঙ্ক্ষা বা প্রয়োজন সম্পর্কে ভাবতে অস্বীকৃত হওয়া: I sought his help, but he disobliged me.
  • English Word disorder Bengali definition [ডিস্‌ওডা(র্)] (noun) (১) বিশৃঙ্খলা; গোলমাল(২) রাজনৈতিক গণ্ডগোলের ফলে অরাজকতা; দাঙ্গা: The government will not tolerate any public disorder. (৩) দেহ বা মনের ব্যাধি: abdominal disorder, পেটের অসুখ; mental disorder, মানসিক ব্যাধি।
  • English Word disorderly Bengali definition [ডিস্‌ওডালি] (adjective) (১) বিশৃঙ্খল অবস্থায় আছে এমন(২) উচ্ছৃঙ্খল; অরাজক; অস্বাভাবিক: a disorderly mob.
  • English Word disorganize, disorganise Bengali definition [ডিস্ওগানাইজ্] (verb transitive) বিশৃঙ্খল করা; স্বাভাবিক কর্মপদ্ধতি ব্যাহত করা; The postal service is totally disorganized by the strike of the mailmen.
  • English Word disorientate Bengali definition [ডিস্‌ওরিআন্‌টেইট্] (verb transitive) (লাক্ষণিক) (১) কাউকে কোনো কিছুর চালচলন চিনতে বা বুঝতে না-দেওয়া(২) বিভ্রান্ত বা হতবুদ্ধি করাdisorientation (noun)
  • English Word disown Bengali definition [ডিস্ওউন্] (verb transitive) মানতে অস্বীকার করা; কাউকে বা কোনো কিছু জানে এ কথা অস্বীকার করা; ত্যাজ্য করা; বর্জন করা: The boy’s father disowned him.
  • English Word disparage Bengali definition [ডিস্‌প্যারিজ্‌] (verb transitive) অবমূল্যায়ন করা; অবজ্ঞা করা; হীনতর কোনো কিছুর সঙ্গে তুলনাসহ অসম্মান করাdisparagement (noun) disparaging (adjective) অপমানজনক; মর্যাদাহানিকর।
  • English Word disparate Bengali definition [ডিস্‌পারাট্] (adjective) অসদৃশ; অসম; গুণ বা পরিমাণে তুলনীয় নয় এমন; (দুটি বস্তু সম্বন্ধে) পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক।
  • English Word disparity Bengali definition [ডিস্‌প্যারাইটি] (noun) বৈষম্য; অসমতা: disparity between East and West Pakistan caused serious discontent in the East.
  • English Word dispassionate Bengali definition [ডিস্‌প্যাশানাট্] (adjective) আবেগমুক্ত; নিরাবেগ; পক্ষপাতহীন; শান্তdispassionately (adverb) dispassionateness (noun) আবেগমুক্ততা; পক্ষপাতহীনতা।
  • English Word dispatch 1, despatch Bengali definition [ডিস্‌প্যাচ্] (noun) (১) দ্রুত প্রেরণ: The dispatch of the letter was delayed. (২) দ্রুত প্রেরিত কোনো কিছু, বিশেষত সরকারি, সামরিক বা সংবাদপত্রের রিপোর্টdispatchrider মোটরসাইকেলে করে সামরিক সংবাদ বহনকারী ব্যক্তি।
  • English Word dispatch 2, despatch Bengali definition [ডিস্‌প্যাচ্] (verb transitive) (১) dispatch to কোনো বিশেষ উদ্দেশ্যে কোথাও পাঠানো: He dispatched a letter to the head office. (২) কোনো কাজ, খাদ্যগ্রহণ দ্রুত শেষ করা(৩) হত্যা করা; The executioner dispatched the criminal with one blow from his axe.
  • English Word dispel Bengali definition [ডিস্‌পেল্] (verb transitive) দূর করা; ছড়িয়ে দিয়ে অদৃশ্য করা: His statement dispelled all our doubts.
  • English Word dispensable Bengali definition [ডিস্‌পেন্‌সাব্‌ল্] (adjective) পরিহার্য; যা ছাড়াও চলে; অপ্রয়োজনীয়
  • English Word dispensary Bengali definition [ডিস্‌পেন্‌সারি] (noun) ওষুধ বিতরণকারী প্রতিষ্ঠান; ওষুধের দোকান; হাসপাতালের অনাবাসিক রোগীদের ওষুধ দেওয়ার জন্য বিভাগ
  • English Word dispensation Bengali definition [ডিস্‌পেন্‌সেইশ্‌ন্] (noun) (১) বণ্টন বা প্রয়োগ; the dispensation of justice/food/charity. (২) নিয়তির বা প্রকৃতির বিধান: Death is a dispensation of Providence. (৩) শাস্তি বা দায়িত্ব বা কর্তব্য থেকে অব্যাহতি: the Muslims dispensation.
  • English Word dispense Bengali definition [ডিস্‌পেন্‌স্‌] (verb transitive), (verb intransitive) (১) dispense (to) বণ্টন করা; প্রয়োগ করা; to dispense justice/charity/favour. (২) ওষুধাদি তৈরি ও প্রদান করা: A mobile clinic tours certain areas dispenseing medicines. (৩) dispense with পরিহার করা; কোনো কিছু ছাড়াই চলতে পারা
  • English Word disperse Bengali definition [ডিস্‌পাস্] (verb transitive), (verb intransitive) ছত্রভঙ্গ হওয়া; সবদিকে ছড়িয়ে দেওয়া বা পড়া: The crowd dispersed after the meeting. dispersal (noun) বিচ্ছুরণ; ছত্রভঙ্গ। dispersion (noun) আলোর বিকিরণ।
  • English Word dispirit Bengali definition [ডিস্‌পিরিট্‌] (verb transitive) নিরুৎসাহিত করা; মন বা মনোবল ভেঙে দেওয়া dispirited (past participle) নিরুৎসাহিত; দমিত। dispiritedly (adverb)
  • English Word displace Bengali definition [ডিস্‌প্লেইস্] (verb transitive) (১) স্থানচ্যুত করাdisplaced person বান্তুচ্যুত; নির্বাসিত ব্যক্তি; স্বস্থানচ্যুত ব্যক্তি। (২) কাউকে হটিয়ে স্থান দখল করা: Mr Ali has been displaced by a new officer.
  • English Word displacement Bengali definition [ডিস্‌প্লেইসমান্‌ট্] (noun) স্থানচ্যুতি; স্থানচ্যুতকরণ: Machines are causing displacement of human labour.
  • English Word display 1 Bengali definition [ডিস্‌প্লেই] (verb transitive) (১) প্রদর্শন করা(২) জাহির করা
  • English Word display 2 Bengali definition [ডিস্‌প্লেই] (noun) প্রদর্শন; প্রদর্শনী: The pictures are on display.
  • English Word displease Bengali definition [ডিস্‌প্লীজ্] (verb transitive) অসন্তুষ্ট করা; বিরক্ত করা; ক্রুদ্ধ করাdispleasing (adjective) অসন্তোষজনক। displeasingly (adverb)
  • English Word displeasure Bengali definition [ডিস্‌প্লেজা(র্)] (noun) অসন্তোষ
  • English Word disport Bengali definition [ডিস্‌পোট্] (verb transitive) disport oneself (আনুষ্ঠানিক) খেলা করা; আনন্দ লাভ করা, যেমন জলক্রীড়া বা সূর্যাবগাহনের মাধ্যমে
  • English Word disposable Bengali definition [ডিস্‌পোউজাব্‌ল্] (adjective) এমনভাবে তৈরি যাতে ব্যবহারের পর ফেলে দেওয়া চলেdisposable handkerchieves/cups.