D পৃষ্ঠা ২৭
- English Word discolour Bengali definition [ডিস্কালা(র্)] (verb transitive), (verb intransitive) (১) রং উঠে যাওয়া; বিবর্ণ হওয়া। discolouration (noun) বিবর্ণতা; রং উঠে যাওয়ার প্রক্রিয়া।
- English Word discomfit Bengali definition [ডিস্কাম্ফিট্] (verb transitive) বিভ্রান্ত করা; হতভম্ব করা; বিব্রত করা; (যুদ্ধ ইত্যাদিতে) পরাজিত করা। discomfiture (noun) বিহ্বলতা; ছত্রভঙ্গ অবস্থা; পরাজয়।
- English Word discomfort Bengali definition [ডিস্কাম্ফাট্] (noun) আরামহীনতা; অস্বস্তি; অস্বাচ্ছন্দ্য (শারীরিক কিংবা মানসিক)। (২) অস্বস্তিদায়ক বস্তু বা ঘটনা: the discomforts of being old.
- English Word discommode Bengali definition [ডিস্কামোউড্] (verb transitive) (প্রাতিষ্ঠা.) (কাউকে) অসুবিধায় ফেলা।
- English Word discompose Bengali definition [ডিস্কাম্পোউজ্] (verb transitive) অস্বস্তি সৃষ্টি করা; অস্থির বা উত্তেজিত করা; প্রশান্তি বিঘ্নিত করা।
- English Word disconcert Bengali definition [ডিস্কান্সাট্] (verb transitive) অস্থির বা উত্তেজিত করা; বিরত বা অপ্রতিভ করা: I was disconcerted to find that the train was late.
- English Word disconnect Bengali definition [ডিস্কানেক্ট্] (verb transitive) disconnect (from) সংযোগ ছিন্ন করা; বিযুক্ত করা: disconnect a TV from the power supply. disconnected (adjective) সংযোগহীন; বিচ্ছিন্ন; (রচনা) অসংলগ্ন; অসম্বন্ধ।
- English Word disconsolate Bengali definition [ডিস্কন্সালাট্] (adjective) কোনো কিছু হারানোর শোকে পীড়িত; যে শোকের সান্ত্বনা নেই।
- English Word discontent Bengali definition [ডিস্কানটেন্ট্] (noun) অসন্তোষ; অতৃপ্তি; অসন্তোষের কারণ। discontented (adjective) অতৃপ্ত; অসন্তুষ্ট। discontentedly (adverb)
- English Word discontinue Bengali definition [ডিস্কান্টিনিউ] (verb transitive), (verb intransitive) বন্ধ হওয়া; থেমে যাওয়া; শেষ হওয়া; পরিত্যাগ করা: He discontinued his studies. discontinuance (noun) অবসান; (কোনো কাজ) পরিত্যাগ।
- English Word discontinuous Bengali definition [ডিস্কাটিন্যিউআস্] (adjective) ধারাবাহিকতাহীন।
- English Word discord Bengali definition [ডিস্কোড্] (noun) (১) মতানৈক্য; ঝগড়া। (২) বিরোধ। (৩) (সংগীত) বিবিধ সুর এবং তানের অসামজ্ঞস্য। (৪) হৈচৈ। discordance (noun) বৈসাদৃশ্য; মতানৈক্য। discordant (adjective) বিসদৃশ; বেসুরো।
- English Word discotheque Bengali definition [ডিস্কাটেক্] (noun) ক্লাব বা পার্টি, যেখানে ডিস্ক রেকর্ডের গানের সঙ্গে সঙ্গে লোকজন নাচে।
- English Word discount 1 Bengali definition [ডিস্কাউন্ট্] (noun) বাটা; পূর্ণ মূল্য থেকে কিছু পরিমাণ ছাড়: There is a 10 per cent discount on all dresses. discountbroker দালাল; যে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ডিসকাউন্ট পায়।
- English Word discount 2 Bengali definition [ডিস্কাউন্ট্] (verb transitive) কোনো খবর বা ঘটনা পুরোপুরি বিশ্বাস না-করে কিছু বাদ দিয়ে, অতিরঞ্জন বাবদ কিছু কমিয়ে বিশ্বাস করা: I decided to discount the risk.
- English Word discountenance Bengali definition [ডিস্কাউন্টিনান্স্] (verb transitive) (আনুষ্ঠানিক) অপ্রতিভ করা; সমর্থন না-করা; নিরুৎসাহিত করা।
- English Word discourage Bengali definition [ডিস্কারিজ] (verb intransitive) (১) নিরুৎসাহিত করা; নিরুদ্যম করা বা আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া; দমিয়ে দেওয়া: Failure discouraged him. (২) discourage somebody from doing something কাউকে কোনো কাজে নিরুৎসাহিত করা; বাধা দেওয়া। discouragement (noun) [uncountable noun] নিরুৎসাহ; নিরুৎসাহকারক ঘটনা।
- English Word discourse Bengali definition [ডিসকোস্] (noun) (১) বক্তৃতা; ভাষণ; ধর্মোপদেশ; নিবন্ধ। discourse upon (আনুষ্ঠানিক) বিশদভাবে কোনো বিষয়ে বক্তৃতা দেওয়া; ধর্মপ্রচার করা। (২) (ভাষাতত্ত্ব) পরস্পর সংলগ্ন বাক্যাবলি; প্রকৃত পাঠ্যাংশ।
- English Word discourteous Bengali definition [ডিস্কাটিআস্] (adjective) অশিষ্ট; সৌজন্যহীন; বেয়াদব। discourteously (adverb) অশিষ্টভাবে। discourtesy (noun) বেয়াদবি; অভদ্রতা।
- English Word discover Bengali definition [ডিস্কাভা(র্)] (verb transitive) আবিষ্কার করা; আবরণমুক্ত করা; অস্তিত্ববান কিন্তু অজানা কোনো কিছুকে জ্ঞানের মধ্যে আনা; নতুন বা অভাবিত কোনো কিছু বুঝতে পারা: The astronomer discovered a new planet. The scientist discovered a new cure for pneumonia. discoverer (noun) আবিষ্কারক।
- English Word discovery Bengali definition [ডিস্কাভারি] (noun) আবিষ্কার: The discovery of America changed the history of mankind. (২) যা আবিষ্কৃত হয়েছে: Scientists have made many new discoveries.
- English Word discredit 1 Bengali definition [ডিস্ক্রেডিট্] (verb transitive) আস্থা স্থাপনে অস্বীকার করা; কোনো কিছুর মূল্য বা কারো মর্যাদা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা; His evidence in the court discredited by the jury.
- English Word discredit 2 Bengali definition [ডিস্ক্রেডিট্] (noun) (১) সুনামহানি; কলঙ্ক: He brought discredit upon himself by lying to his colleagues. (২) কুলের কলঙ্ক: He is a discredit to the whole family. (৩) সন্দেহ; অবিশ্বাস। discreditable (adjective) কলঙ্কদায়ী: a discreditable behavior. discreditably (adverb)
- English Word discreet Bengali definition [ডিস্ক্রীট্] (adjective) সতর্ক; কৌশলী; কথা বা কাজ ভেবেচিন্তে করে এমন; বিচক্ষণ: We should be discreet about our political opinions. discreetly (adverb) সতর্কভাবে; বিচক্ষণতার সঙ্গে।
- English Word discrepancy Bengali definition [ডিস্ক্রেপান্সি] (noun) পার্থক্য; অনৈক্য; অনিল (বক্তব্য বা হিসাবে); বৈষম্য: There are considerable discrepencies between the two statements. discrepant (adjective) বৈষম্যমূলক।
- English Word discrete Bengali definition [ডিস্ক্রীট্] (adjective) পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
- English Word discretion Bengali definition [ডিস্ক্রেশ্ন্] (noun) (১) বিচারবুদ্ধিসম্পন্নতা; বিচক্ষণতা; সতর্কতা: You should use your discretion in deciding your course of action. years/age of discretion সঠিকভাবে বিচার করার ক্ষমতা জন্মে যে বয়সে; সাবালকত্ব। Discretion is the better part of valour (প্রবাদ) অপ্রয়োজনীয় ঝুঁকি না-নেওয়াই সাহসের পরিচয় (পরিহাসমূলক অর্থ)। (২) নিজস্ব বিচার-বিবেচনা অনুসারে কাজ করার স্বাধীনতা: The whole thing is within the chairman’s discretion. discretionary (adjective) স্বেচ্ছাধীন; মর্জিমাফিক; অবাধ (ক্ষমতা): The manager of the firm has discretionary powers.
- English Word discriminate Bengali definition [ডিস্ক্রিমিনেইট্] (verb transitive), (verb intransitive) (১) পার্থক্য নিরূপণ করতে পারা; বিচার করা: One should discriminate between good and evil counsel. (২) discriminate against বৈষম্যমূলক আচরণ করা: Soceity still discriminates against women. discriminating (adjective) (১) সূক্ষ্ম পার্থক্য লক্ষ করতে সক্ষম;২ বৈষম্যমূলক: discriminating laws/measures/practices/policies.
- English Word discrimination Bengali definition [ডিস্ক্রিমিনেইশ্ন্] (noun) পার্থক্যকরণের ক্ষমতা; পার্থক্যকরণ; বৈষম্য: We are against racial discrimination. discriminatory (adjective) বৈষম্যমূলক; পক্ষপাতমূলক: discrimination laws/measures/practices/policies.
- English Word discursive Bengali definition [ডিস্কাসিভ্] (adjective) অসংলগ্ন; বিষয় থেকে বিষয়ান্তরে গমনকারী; অপ্রাসঙ্গিক; অবান্তর। discursively (adverb) discursiveness (noun)