Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word disposal Bengali definition [ডিস্‌পোউজাল্‌] (noun) disposal (of) (১) পরিত্যাগকরণ; বিক্রি: the disposal of property, হস্তান্তর; a bomb disposal unit, বোমা অপসারণের দল; the disposal of troops, সৈন্যদলকে যথাস্থানে নিয়োগ; the disposal of business affairs, ব্যবসায়িক কর্মসম্পাদন। (২) নিয়ন্ত্রণ; ব্যবস্থাপনা: at one’s disposal, নিজের ইচ্ছেমতো ব্যবহারের ক্ষমতা-অন্তর্গত।
  • English Word dispose Bengali definition [ডিস্‌পোউজ্‌] (verb intransitive), (verb transitive) (১) dispose of শেষ করা; পরিত্যাগ করা: to dispose of the old car; বিক্রি বা হস্তান্তর করা; অব্যাহতি পাওয়া: How did the killer dispose of his victim’s body. (২) মীমাংসা করা; কার্যাদি সম্পাদন করাAll the business deals were disposed effciently. Man proposes God disposes (প্রবাদ) মানুষ চায় এক, হয় আর এক। (৩) কাউকে কোনো কিছু করতে ইচ্ছুক বা প্রস্তুত করা: I’m not disposed to lend money to that deceitful person. be well/ill disposed (towards) কারো প্রতি প্রসন্ন/অপ্রসন্ন হওয়া: The boss is ill/well disposed towards me.
  • English Word disposition Bengali definition [ডিস্‌পাজিশ্‌ন্‌] (noun) (১) বিন্যাস; বিন্যস্তকরণ: I do not like disposition of the furniture in my office. (২) স্বভাব; মেজাজ: He has a romantic disposition; cheerful disposition. (৩) প্রবণতা: Some students have a general disposition to dislike their textbooks. (৪) হস্তান্তর; হস্তান্তরের অধিকার: I have the full disposition to sell this property.
  • English Word dispossess Bengali definition [ডিস্‌পাজেস্‌] (verb transitive) dispossess somebody of something অধিকারচ্যুত করা; পরিত্যাগ করতে বাধ্য করা (যেমন বাড়ি) dispossession (noun)
  • English Word disproof Bengali definition [ডিস্‌প্রূফ্] (noun) (যুক্তি) খণ্ডন; মিথ্যা প্রতিপাদন
  • English Word disproportion Bengali definition [ডিস্‌প্রাপোশ্‌ন্] (noun) অনুপাতের অভাব; অসামঞ্জস্যdisproportionate (adjective) অনুপাতহীন; অসমঞ্জস: His punishment was disproportionate to his crime. disproportionately (adverb)
  • English Word disprove Bengali definition [ডিস্‌প্রুভ্‌] (verb transitive) ভুল বা মিথ্যা প্রমাণ করা
  • English Word disputable Bengali definition [ডিস্‌পিঊটাব্‌ল্] (adjective) বিতর্কিত; প্রশ্নসাপেক্ষ
  • English Word disputant Bengali definition [ডিস্‌পিঊটান্‌ট্‌] (noun) বিতর্ক বা বিরোধকারী ব্যক্তি
  • English Word disputation Bengali definition [ডিস্‌পিঊটেইশ্‌ন্] (noun) বিতর্ক; বিরোধ; বাদানুবাদ; বিতর্কানুশীলন
  • English Word disputations Bengali definition [ডিস্‌পিঊটেইশাস্‌] (adjective) তর্কপ্রবণ; ঝগড়াটে
  • English Word dispute 1 Bengali definition [ডিস্‌পিঊট্] (noun) (১) বিতর্ক; বিরোধ; যুক্তিin dispute বিতর্কাধীন বিষয়। beyond all dispute তর্কাতীত: His excellence as a writer is beyond dispute. in dispute with বিরোধে জড়িত। (২) বিবাদ: There is a legal dispute on this piece of land.
  • English Word dispute 2 Bengali definition [ডিস্‌পিঊট্] (verb transitive), (verb intransitive) (১) dispute (with/against somebody) তর্ক করা; বাক্যের কলহ(২) আলোচনা করা; কোনো কিছুর সত্যতা নিয়ে প্রশ্ন করা(৩) জয়ের জন্য চেষ্টা করা; সংগ্রাম করা
  • English Word disqualification Bengali definition [ডিস্‌কুঅলিফিকেইশ্‌ন্‌] (noun) অযোগ্যতা; অযোগ্যতার কারণ
  • English Word disqualify Bengali definition [ডিস্‌কুঅলিফাই] (verb transitive) disqualify somebody (for something/from doing something) অযোগ্য করা; অক্ষম করা
  • English Word disquiet Bengali definition [ডিস্‌কোয়াইঅট্] (verb transitive) চিন্তিত করা; উদ্বিগ্ন করা: We were disquieted by the news of his illness. □ (noun) উদ্বেগ; দুশ্চিন্তা: The opposition has expressed disquiet at the excesses of the government.
  • English Word disquisition Bengali definition [ডিস্‌কুইজিশ্‌ন্‌] (noun) disquisition on something কোনো বিষয়ের উপর দীর্ঘ, বিস্তৃত রচনা বা বক্তৃতা
  • English Word disregard Bengali definition [ডিস্‌রিগা:ড্] (verb transitive) অগ্রাহ্য করা; পাত্তা না-দেওয়া; অমান্য করা। □ (noun) অগ্রাহ্যকরণ; অবহেলা: You should not show disregard to your parents.
  • English Word disrepair Bengali definition [ডিস্‌রিপেআ(র্)] (noun) মেরামতের অভাবে দুর্দশা: The house has been in disrepair for a long time.
  • English Word disreputable Bengali definition [ডিস্‌রেপিউটাব্‌ল্] (adjective) কুখ্যাত; অসম্ভ্রান্ত; কলঙ্কজনক; অশোভন: disreputable friends/company etc. disreputably (adjective)
  • English Word disrepute Bengali definition [ডিস্‌রিপিউট্] (noun) কুখ্যাতি; দুর্নাম; খ্যাতিহানি: The institution has fallen into disrepute.
  • English Word disrespect Bengali definition [ডিস্‌রিস্‌পেক্‌ট্] (noun) অসম্মান; অশ্রদ্ধাdisrespectful (adjective) অসম্মানজনক; অশ্রদ্ধাপূর্ণ। disrespectfully (adverb) অশ্রদ্ধাপূর্ণভাবে।
  • English Word disrobe Bengali definition [ডিস্‌রোউব্] (verb intransitive), (verb transitive) পোশাক খুলে ফেলা; নগ্ন হওয়া
  • English Word disrupt Bengali definition [ডিস্‌রাপ্‌ট্] (verb transitive) ভাঙা; চূর্ণ করা; শক্তিপ্রয়োগে আলাদা করা; ব্যাহত করা: The factional quarrel disrupted the party. disruption (noun) ব্যাহতকরণ। disruptive (adjective) ব্যাহতকারী; ধ্বংসকারী।
  • English Word dissatisfaction Bengali definition [ডিস্‌স্যাটিস্‌ফ্যাকশ্‌ন্‌] (noun) অসন্তোষ; অতৃপ্তি
  • English Word dissatisfy Bengali definition [ডিস্যাটিস্‌ফাই] (verb transitive) অসন্তুষ্ট করা; তৃপ্ত বা সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়া; ক্ষুব্ধ করা: He was dissatisfied with the kind of life he was forced to live.
  • English Word dissect Bengali definition [ডিসেক্‌ট্‌] (verb transitive) (১) (প্রাণিদেহ, উদ্ভিদ ইত্যাদির পরীক্ষায়) ব্যবচ্ছেদ করা(২) (যুক্তি বা তত্ত্বকে) বিশ্লেষণ করে সত্যাসত্য যাচাই করাdissection (noun) ব্যবচ্ছেদ; বিশ্লেষণ।
  • English Word dissemble Bengali definition [ডিসেম্‌ব্‌ল্] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) ছদ্মবেশ ধারণ করা; আসল মনোভাব গোপন করাdissembler (noun) প্রতারক; শঠ; নিজ মনোভাব গোপনকারী কপট ব্যক্তি।
  • English Word disseminate Bengali definition [ডিসেমিনেইট্] (verb transitive) ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার করা; বিতরণ করাdissemination (noun)
  • English Word dissension Bengali definition [ডিসেন্‌শন্‌] (noun) ক্রুদ্ধ; বাদানুবাদ; ঝগড়া