Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word disafforest Bengali definition [ডিসাফরিস্‌ট্]= disforest
  • English Word disagree Bengali definition [ডিসাগ্রী] (verb transitive) (১) disagree (with) ভিন্নমত পোষণ করা: I disagree with you on this point. (২) বিসদৃশ হওয়া; ভিন্ন হওয়া: The two reports disagree on several points. (৩) অনুপযোগী হওয়া: The claimate of this place disagrees with his health. disagreeable (noun) বিসদৃশ; বেমানান; ভিন্নমতসম্পন্ন; বিরোধী; অনুপযোগী। disagreeableness (noun)
  • English Word disagreement Bengali definition [ডিসাগ্রীমান্‌ট্] (noun) মতানৈক্য; ভিন্নমত; মতভেদ; বৈসাদৃশ্য; ছোট কলহ: Every family has disagreements.
  • English Word disallow Bengali definition [ডিসালাউ] (noun) অনুমতি না- দেওয়া; কোনো কিছু ঠিক বলে মেনে নিতে অস্বীকার করা
  • English Word disappear Bengali definition [ডিসাপিআ(র্)] (verb intransitive) অদৃশ্য হওয়া; দৃষ্টির বাইরে চলে যাওয়াdisappearance (noun) অন্তর্ধান।
  • English Word disappoint Bengali definition [ডিসাপয়ন্‌ট্] (verb transitive) (১) সাধ বা আশা পূর্ণ না-করা; হতাশ করা: His performance in the exam disappointed me. (২) আশা বা পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেওয়া: My employer disappointed my expectations for a rise in the salary. disappointed (participial adjective) প্রার্থিত কিছু না-পাওয়ায় হতাশ; দুঃখিত: I was disappointed not to get him in his office. disappointing (adjective) হতাশাব্যঞ্জক; হতাশাদায়ক।
  • English Word disappointment Bengali definition [ডিসাপয়ন্‌ট্‌মান্‌ট্] (noun) (১) হতাশা; নিরাশা; আশাভঙ্গ(২) আশাভঙ্গকারী ঘটনা
  • English Word disapprobation Bengali definition [ডিস্‌অ্যাপ্রাবেইশ্‌ন্‌] (noun) (আনুষ্ঠানিক) অননুমোদনdisapprobatory (adjective) অননুমোদনাত্মক।
  • English Word disapprove Bengali definition [ডিসাপ্রূভ্ ] (verb intransitive), (verb transitive) disapprove (of) অনুমোদন না-করা; অগ্রাহ্য করা; বৈরী মতামত প্রকাশ করা: My father disapproves of my going to cinema. disapproval (noun) অননুমোদন। disapprovingly (adverb)
  • English Word disarm Bengali definition [ডিস্‌আ:ম্] (verb intransitive), (verb transitive) (১) নিরস্ত্র করা(২) অস্ত্রের ব্যবহার হ্রাস করা; সৈন্যবাহিনীর আকার হ্রাস করা(৩) প্রতিপক্ষের ক্রোধ, সন্দেহ, সমালোচনাকে শক্তিহীন বা অসম্ভব করা: Her frank admission of guilt soon disarmed me. disarment (noun) নিরস্ত্রীকরণ।
  • English Word disarrange Bengali definition [ডিসারেইন্‌জ্‌] (verb transitive) বিশৃঙ্খল করা; বিঘ্নিত করা; এলোমেলো করে দেওয়া
  • English Word disarray Bengali definition [ডিসারেই] (noun), (verb transitive) বিশৃঙ্খলা; বিশৃঙ্খল করা: The army was in complete disarray.
  • English Word disassociate Bengali definition [ডিসাসোউশিআট্] (verb transitive) disassociate from= dissociate.
  • English Word disaster Bengali definition [ডিজা:স্‌টা(র্‌) America(n) ডিজ্যাস্‌টার] (noun) (১) আকস্মিক দুর্ঘটনা; বিপর্যয় (বন্যা, ভূমিকম্প, যুদ্ধে পরাজয় অথবা বিরাট আর্থিক লোকসান ইত্যাদি)। (২) বিরাট দুর্ভাগ্য বা কষ্টdisastrous (adjective) দুর্ভাগ্যমূলক; বিপর্যয়কারী: disaster cyclone/train accident. disastrously (adverb)
  • English Word disavow Bengali definition [ডিসাভাউ] (verb transitive) (আনুষ্ঠানিক) অস্বীকার করা: The political prisoner disavowed his share in the conspiracy. disavowal অস্বীকার।
  • English Word disband Bengali definition [ডিস্‌ব্যান্‌ড্] (verb transitive), (verb intransitive) (সৈন্যদল ইত্যাদি) ভেঙে দেওয়াdisbandment (noun)
  • English Word disbelieve Bengali definition [ডিস্‌বিলীভ্‌] (verb transitive), (verb intransitive) disbelieve in অবিশ্বাস করা; বিশ্বাস করতে অনিচ্ছুক হওয়াdisbelief (noun) অবিশ্বাস; বিশ্বাস করতে অনিচ্ছা।
  • English Word disburse Bengali definition [ডিস্‌বাস্‌] (verb transitive), (verb intransitive) প্রাপ্য অর্থ দেওয়াdisbursement (noun) অর্থপ্রদান; প্রদত্ত অর্থের পরিমাণ।
  • English Word disc, disk Bengali definition [ডিস্‌ক্‌] (noun) (১) পাতলা; গোলাকার সমতল থালার মতো বস্তু; চাকতি; গ্রামোফোন রেকর্ডdiscjockey রেডিও বা টিভিতে যে ব্যক্তি গানের অনুষ্ঠানে রেকর্ড বাজিয়ে শোনান ও তার পরিচিতি দেন। (২) (শারীরবিদ্যা) দুই কশেরুকার মধ্যবর্তী তরুণাস্থির পরদাa slipped disk কিঞ্চিৎ স্থানচ্যুত ডিস্ক। (৩) কম্পিউটারে ব্যবহৃত চাকতি যাতে তথ্য রেকর্ড করা থাকে
  • English Word discard Bengali definition [ডিস্কা:ড্] (verb transitive) বাতিল করা; ফেলে দেওয়া; অপ্রার্থিত; অবাঞ্ছিত কিছু পরিত্যাগ করা: We have to discard our old fashioned ideas. □ (noun) [ডিস্‌কা:ড্] তাসের খেলায় অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত মনে করে হাতের যে তাস বর্জন করা হয়।
  • English Word discern Bengali definition [ডিসান্‌] (verb intransitive) চোখ অথবা বোধশক্তির দ্বারা নির্ণয় করা; দেখা বা উপলব্ধি করতে পারা: The truth of the matter is difficult for us to discern. discerning (adjective) নির্ণয় করতে বা উপলব্ধি করতে সক্ষম; প্রাজ্ঞ। discernible (adjective) নির্ণয়সাধ্য; বোধগম্য। discernment (noun) উপলব্ধি করার আগ্রহ।
  • English Word discharge 1 Bengali definition [ডিস্‌চা:জ্] (verb transitive), (verb intransitive) (১) জাহাজ থেকে মাল খালাস করা(২) (বন্দুক ইত্যাদি থেকে) গুলি করা; তীর ছোড়া। কাউকে স্থানান্তরে পাঠানো; স্থানত্যাগে অনুমতি দেওয়া; দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; অপরাধ থেকে খালাস দেওয়া: The accused was discharged. (৪) তরল পদার্থ বেরিয়ে যাওয়া(৫) দায়িত্ব পালন
  • English Word discharge 2 Bengali definition [ডিসচা:জ্] (noun) discharge 1 - এর সকল অর্থে: We should be sincere in the discharge of our duties.
  • English Word disciple Bengali definition [ডিসাইপ্‌ল্‌] (noun) শিষ্য; কোনো নেতা, ধর্মমত, শিল্পধারা ইত্যাদির অনুসারী; ভক্ত: The Twelve Disciples, যিশুখ্রিস্টের দ্বাদশ শিষ্য।
  • English Word disciplinarian Bengali definition [ডিসাপ্লিনেআরিআন্‌] (noun) কঠোর শাসক; কঠোর নিয়মানুবর্তিতাপ্রিয় লোক
  • English Word discipline 1 Bengali definition [ডিসিপ্লিন্] (noun) (১) নিয়মানুবর্তিতা; শৃঙ্খলা(২) মানসিক ও চারিত্রিক শিক্ষা বা অভ্যাস যার ফলে সংযম, নিয়মানুবর্তিতা গড়ে ওঠে(৩) শাস্তি(৪) জ্ঞানের শাখা; পাঠ্যবিষয়: Psycholinguistics is a new discipline. disciplinary (adjective) শাস্তিমূলক: to take a discipline punishment.
  • English Word discipline 2 Bengali definition [ডিসিপ্লিন্‌] (verb transitive) নিয়মানুবর্তী করা; অভ্যস্ত করানো; নিয়মানুবর্তিতা শিক্ষা দেওয়া; শাস্তি দেওয়া
  • English Word disclaim Bengali definition [ডিস্‌ক্লেইম্‌] (verb transitive) দাবি পরিত্যাগ করা; সম্পর্ক অস্বীকার করা; ত্যাজ্য করা: His neighbours disclaimed any knowledge of the incident. disclaimer (noun) দাবিত্যাগ বা কোনো কিছুর সঙ্গে সম্পর্ক অস্বীকারমূলক বিবৃতি।
  • English Word disclose Bengali definition [ডিস্‌ক্লোউজ্‌] (verb transitive) অনাবৃত করা; খুলে দেওয়াdisclosure (noun) উন্মোচন; দৃষ্টিগোচরকরণ; প্রকাশ; যা প্রকাশিত হয়েছে।
  • English Word disco Bengali definition [ডিস্‌কোউ] (noun) (কথ্য)= discotheque.