• Bengali Word disc, disk English definition [ডিস্‌ক্‌] (noun) ১ পাতলা; গোলাকার সমতল থালার মতো বস্তু; চাকতি; গ্রামোফোন রেকর্ড।
      discjockey রেডিও বা টিভিতে যে ব্যক্তি গানের অনুষ্ঠানে রেকর্ড বাজিয়ে শোনান ও তার পরিচিতি দেন। (২) (শারীরবিদ্যা) দুই কশেরুকার মধ্যবর্তী তরুণাস্থির পরদা। a slipped disk কিঞ্চিৎ স্থানচ্যুত ডিস্ক। (৩) কম্পিউটারে ব্যবহৃত চাকতি যাতে তথ্য রেকর্ড করা থাকে।
    • Bengali Word discard English definition [ডিস্কা:ড্] (verb transitive) বাতিল করা; ফেলে দেওয়া; অপ্রার্থিত; অবাঞ্ছিত কিছু পরিত্যাগ করা: We have to discard our old fashioned ideas.
      □ (noun) [ডিস্‌কা:ড্] তাসের খেলায় অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত মনে করে হাতের যে তাস বর্জন করা হয়।
    • Bengali Word discern English definition [ডিসান্‌] (verb intransitive) চোখ অথবা বোধশক্তির দ্বারা নির্ণয় করা; দেখা বা উপলব্ধি করতে পারা: The truth of the matter is difficult for us to discern.
      discerning (adjective) নির্ণয় করতে বা উপলব্ধি করতে সক্ষম; প্রাজ্ঞ। discernible (adjective) নির্ণয়সাধ্য; বোধগম্য। discernment (noun) উপলব্ধি করার আগ্রহ।
    • Bengali Word discharge 1 English definition [ডিস্‌চা:জ্] (verb transitive), (verb intransitive) ১ জাহাজ থেকে মাল খালাস করা।
      (২) (বন্দুক ইত্যাদি থেকে) গুলি করা; তীর ছোড়া। কাউকে স্থানান্তরে পাঠানো; স্থানত্যাগে অনুমতি দেওয়া; দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; অপরাধ থেকে খালাস দেওয়া: The accused was discharged. (৪) তরল পদার্থ বেরিয়ে যাওয়া। (৫) দায়িত্ব পালন।
    • Bengali Word discharge 2 English definition [ডিসচা:জ্] (noun) discharge 1 - এর সকল অর্থে: We should be sincere in the discharge of our duties