D পৃষ্ঠা ২৮
- English Word discus Bengali definition [ডিস্কাস্] (noun) ভারী পাথর, ধাতু বা কাঠের চাকতি, প্রাচীন রোমান ও গ্রিক ক্রীড়াবিদরা যা ছুড়ে শক্তিমত্তা প্রদর্শন করতো; আধুনিক অ্যাথলেটিক্সে ব্যবহৃত এক ধরনের চাকতি: the discus throw, চাকতি নিক্ষেপের খেলা।
- English Word discuss Bengali definition [ডিস্কাস্] (verb transitive) discuss (with) আলোচনা করা; কোনো বিষয় গভীরভাবে বিচার ও সে-সম্পর্কে যুক্তি উত্থাপন করা: Let us discuss the problem coolly.
- English Word discussion Bengali definition [ডিস্কাশ্ন্] (noun) আলোচনা; গভীরভাবে বিচার; বিতর্ক। under discussion আলোচিত হচ্ছে এমন।
- English Word disdain Bengali definition [ডিস্ডেইন] (verb transitive) (১) ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা; অসম্মানজনক মনে করা। □(noun) ঘৃণা; তাচ্ছিল্য: He treated me with disdain. disdainful (adjective) ঘৃণাপূর্ণ; তাচ্ছিল্যপূর্ণ: The man gave the beggar a disdainful look. disdainfully (adverb)
- English Word disease Bengali definition [ডিজীজ্] (noun) অসুখ; ব্যাধি; রোগ। diseased (adjective) রুগ্ণ; অসুস্থ।
- English Word disembark Bengali definition [ডিসিম্বা:ক্] (verb transitive), (verb intransitive) (জাহাজ) তীরে ভিড়ানো; জাহাজ থেকে নামানো; জাহাজ বা বিমান থেকে নামা। disembarkation (noun) জাহাজ বা বিমান থেকে অবতরণ।
- English Word disembody Bengali definition [ডিসিম্বডি] (verb transitive) (past participle disembodied) দেহ থেকে (আত্মাকে) পৃথক করা; বিদেহী করা; Ghosts are thought to be disembodied spirits.
- English Word disembowel Bengali definition [ডিসিম্বাউআল্] (verb transitive) নাড়িভুঁড়ি বের করে নেওয়া।
- English Word disenchant Bengali definition [ডিসিন্চা:ন্ট্ America(n) ডিসিন্চ্যান্ট্] (verb transitive) জাদু বা মোহ থেকে মুক্ত করা: I’m becoming increasingly disenchanted with my current job. disenchantment (noun) মোহমুক্তি।
- English Word disencumber Bengali definition [ডিসিন্কামবা(র্)] (verb transitive) disencumber from (আনুষ্ঠানিক) ঝঞ্ঝাট বা দায় থেকে মুক্ত করা।
- English Word disenfranchise Bengali definition [ডিসিন্ফ্যান্চাইজ্] (verb transitive)= disfranchise.
- English Word disengage Bengali definition [ডিসিন্গেইজ্] (verb transitive), (verb intransitive) সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা করা; পৃথক হওয়া: Two enemy battalions were disengaged from the battle after suffering heavy casualties. disengaged (adjective) হাতে কাজ নেই এমন।
- English Word disentangle Bengali definition [ডিসিন্ট্যাঙ্গ্ল্] (verb transitive), (verb intransitive) disentangle from বিজড়িত/জট পাকানো অবস্থা থেকে মুক্ত করা বা হওয়া: জট খোলা। disentanglement (noun)
- English Word disequilibrium Bengali definition [ডিসীকুইলিব্রিআম্] (noun) ভারসাম্যহীনতা; মানসিক অস্থিরতা: the disequilibrium between savings and investment.
- English Word disestablish Bengali definition [ডিসিস্ট্যাব্লিশ্(] (verb transitive) প্রতিষ্ঠান ইত্যাদি ভেঙে দেওয়া। disestablishment (noun) প্রতিষ্ঠান তুলে দেওয়ার ঘটনা; গির্জাকে রাষ্ট্র বা সরকার থেকে পৃথককরণ।
- English Word disfavour Bengali definition [ডিস্ফেইভা(র্)] (noun) বিরাগ; অননুমোদন: He fell into disfavour; He incurred the minister’s disfavour. □ (verb intransitive) বিরাগের সঙ্গে দেখা; অনুমোদন না-করা।
- English Word disfigure Bengali definition [ডিস্ফিগা(র্)] (verb transitive) চেহারা বা আকৃতি বিকৃত করা; নষ্ট করা: The accident disfigured his face. disfigurement (noun) বিকৃতি।
- English Word disforest Bengali definition [ডিস্ফরিস্ট্] (verb transitive) বন উজাড় করা; বনশূন্য বা বৃক্ষশূন্য করা।
- English Word disfranchise Bengali definition [ডিস্ফ্র্যান্চাইজ্] (verb transitive) নাগরিকের অধিকার থেকে বঞ্চিত করা; ভোটাধিকার হরণ করা। disfranchisement (noun) ভোটাধিকার হরণ।
- English Word disgorge Bengali definition [ডিস্গোজ্] (verb transitive) উগরানো; বমি করা; (লাক্ষণিক) পরিত্যাগ করা (বিশেষত অন্যায়ভাবে আত্মসাৎ করা কোনো কিছু)।
- English Word disgrace 1 Bengali definition [ডিস্গ্রেইস্] (noun) (১) সম্মানহানি; খ্যাতিনাশ: He brought disgrace to his family. be in disgrace অসম্মানজনক অবস্থায় পতিত হওয়া। (২) a disgrace লজ্জা বা কুখ্যাতির কারণ কোনো বস্তু, ব্যক্তি বা ঘটনা। The poverty of the people is a disgrace to the nation. The slums are a disgrace to the city authorities.
- English Word disgrace 2 Bengali definition [ডিস্গ্রেইস্] (verb transitive) (১) লজ্জার কারণ হওয়া; অপমানিত করা। (২) সম্মানের পদ থেকে অপসারণ করা; (কাউকে) অনুগ্রহ থেকে বঞ্চিত করা।
- English Word disgruntled Bengali definition [ডিস্গ্রান্ট্ল্ড্] (adjective) অসন্তুষ্ট; হতাশ; মেজাজ বিগড়েছে এমন।
- English Word disguise 1 Bengali definition [ডিস্গাইজ্] (verb transitive) (১) ছদ্মবেশ ধারণ করা; প্রতারণা করতে বা নিজের পরিচয় গোপনে চেহারা পাল্টে ফেলা; He disguised himself as a doctor to gain entry. (২) গোপন করা: He disguised his bad motives under a smiling face.
- English Word disguise 2 Bengali definition [ডিস্গাইজ্] (noun) (১) ছদ্মবেশ: He entered the prison in the disguise of an officer. (২) ছদ্মবেশ ধারণে ব্যবহৃত পোশাক; আবরণ।
- English Word disgust 1 Bengali definition [ডিস্গাস্ট্] (noun) disgust (at something/with somebody) বিরাগ; নিদারুণ বিরক্তি (দুর্গন্ধ, বিস্বাদ, ভীতিকর দৃশ্য কিংবা দুষ্কর্ম ইত্যাদির ফলে অনুভূতি হয়): He turned his face in disgust seeing the horrible scene.
- English Word disgust 2 Bengali definition [ডিস্গাস্ট্] (verb transitive) বিরাগ বা তীব্র বিরক্তির উদ্রেক করা: His ill-tempered disgusted us. disgusting (adjective) অতিশয় বিরক্তিকর: He has a disgusting way of scolding juniors. disgusted (past participle) বিরক্ত: She grew more and more disgusted.
- English Word dish 1 Bengali definition [ডিশ্] (noun) (১) থালা, শানকি, যা থেকে খাবার টেবিলে খাবার পরিবেশন করা হয়। (২) the dishes ভোজনের কাজে ব্যবহৃত সকল প্রকার বাসন। dishcloth (noun) ডিশ মোছার কাপড়। dishwasher (noun) থালাবাসন ধোয়ার বৈদ্যুতিক যন্ত্র। (৩) খাবার টেবিলে পরিবেশনকৃত খাদ্য: My favourite dish is rice with chicken.
- English Word dish 2 Bengali definition [ডিশ্] (verb transitive) (১) dish something up থালা বা গামলায় খাদ্য তোলা; পরিবেশনের জন্য প্রস্তুত করা; (লাক্ষণিক) তথ্য বা যুক্তি প্রস্তুত করা; উপস্থাপন করা: They dished up new arguments to place them before the meeting. dish something out বিতরণ করা। (২) (কথ্য) প্রতিহত করা; অসুবিধায় ফেলা; নষ্ট করা: All his hopes were dished by his defeat in the election.
- English Word dishabille Bengali definition [ডিস্অ্যাবীল্] (noun) (সাধারণত নারী) শিথিলবসন বা আংশিক বসনাবৃত অবস্থা।