Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word desirable Bengali definition [ডিজাইআরাব্‌ল্‌] (adjective) কাম্য; কাঙ্ক্ষিত; বাঞ্ছিত; স্পৃহনীয়; বাঞ্ছনীয়; প্রার্থনীয়; আকাঙ্ক্ষণীয়: It is desirable that you arrive by ৪ o’clock. desirability [ডিজাইআরাবিলাটি] (noun) কাম্যতা; বাঞ্ছনীয়তা; স্পৃহনীয়তা।
  • English Word desire 1 Bengali definition [ডিজাইআ(র্‌)] (noun) (১) [uncountable noun, countable noun] কামনা; কাম; ইচ্ছা; বাসনা; স্পৃহা; অভিলাষ: He has a strong desire for fame. We cannot satisfy all your desires. (২) (singular) অনুরোধ; অভিরুচি: at the desire of the buyer. (৩) [countable noun] মনস্কামনা; অভীষ্ট বস্তু: He got all of his heart’s desire.
  • English Word desire 2 Bengali definition [ডিজাইআ(র্‌)] (verb transitive) (১) (আনুষ্ঠানিক) কামনা/আকাঙ্ক্ষা করা: What more can you desire? She had everything a woman can desire. Do you desire me to give you a lift? (২) (দাফতরিক রীতি) অনুরোধ করা: It is desired that the school staff shall be punctual in taking classes.
  • English Word desirous Bengali definition [ডিজাইআরাস্‌] (adjective) desirous (of) (আনুষ্ঠানিক দাফতরিক) অভিলাষী; কামী; অভিকাঙ্ক্ষী: desirous of peace; desirous that..
  • English Word desist Bengali definition [ডিজিস্‌ট্‌] (verb intransitive) desist from (আনুষ্ঠানিক) নিরত/নিবৃত্ত হওয়া; desist from eavesdropping/gossiping.
  • English Word desk Bengali definition [ডেস্‌ক্] (noun) (১) লেখাপড়া বা দাফতরিক কাজের জন্য সমতল বা ঢালু উপরিভাগ এবং দেরাজযুক্ত আসবাববিশেষ; ডেস্ক(২) অভ্যর্থনা ডেস্ক; দ্রষ্টব্য reception (১): In the absence of the reception clerk he will take care of the desk (of the hotel). desk clerk (noun) (America(n)) অভ্যর্থনা করণিক।
  • English Word desolate Bengali definition [ডেসালেইট্] (adjective) (১) (স্থান) জনমানবশূন্য; নির্মনুষ্য; বিধ্বস্ত; হতশ্রী; (দেশ বা ভূমি) নিরালয়; মনুষ্যবসতিহীন; মনুষ্যবর্জিত; পতিত; উচ্ছিন্ন: a desolate barren, hilly area. (২) নির্বান্ধব; নিঃসঙ্গ; দীনহীন; হতশ্রী; নিরানন্দ; নিষাদিত: a forsaken desolate woman; a desolate life. desolately (adverb)(verb transitive) [ডেসালেইট্] জনমানবশূন্য/হতশ্রী/উচ্ছিন্ন করা; নির্বান্ধব/নিঃসঙ্গ/বিষাদিত করা। desolation [ডেসালেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] উৎসাদন; উচ্ছিন্নতা; নির্মনুষ্যীকরণ; জনমানবশূন্যতা; ধ্বংস; বিষণ্ণতা; নিঃসঙ্গতা: the desolate caused by famine and epidemic.
  • English Word despair 1 Bengali definition [ডিস্‌পেআ(র্)] (noun) [uncountable noun] (১) হতাশা; নৈরাশ্য; নিরাশা; বৈক্লব্য: She left the meeting in despair. I was filled with despair when I received your telegram. (২) be the despair of হতাশার কারণ হওয়া; He is the despair of his parents.
  • English Word despair 2 Bengali definition [ডিস্‌পেআ(র্‌)] (verb transitive) despair (of) হতাশ/নিরাশ হওয়া: to despair of success. despairingly (adverb) হতাশভাবে।
  • English Word despatch Bengali definition [ডিস্‌প্যাচ্] (noun), (verb transitive)= dispatch.
  • English Word desperado Bengali definition [ডেস্‌পারা:ডোউ] (noun) (plural desperadoes; America(n) অপিচ desperados [ডেস্‌পারা:ডৌউজ্‌]) যে কোনো অপরাধ সংঘটনে প্রস্তুত ব্যক্তি; অগ্রপশ্চাদ্বিবেচনাহীন/বেপরোয়া দুর্বৃত্ত।
  • English Word desperate Bengali definition [ডেস্‌পারাট্‌] (adjective) (১) (ব্যক্তি) নিদারুণ হতাশায় ভয়ভাবনাহীন এবং যেকোনো পদক্ষেপ গ্রহণে অকুণ্ঠিত; মরিয়া; বেপরোয়া: Our soldiers became desperate in their attempt to breakthrough the enemy defences. (২) দুরাচার; উচ্ছৃঙ্খল; হিংস্র; দুর্ধর্ষ; desperate criminals. (৩) অত্যন্ত গুরুতর; ভয়াবহ: The situation is desperate, সাফল্যের সম্ভাবনা অকিঞ্চিৎকর এমন; অন্য সবকিছু ব্যর্থ হওয়ার পর অন্তিম চেষ্টাস্বরূপ: desperate remedies. desperately (adverb) মরিয়া হয়ে; বেপরোয়াভাবে; উন্মত্তবৎ। desperation [ডেসপারেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] মরিয়া/বেপরোয়া হয়ে- ওঠা অবস্থা: The long-suffering woman committed suicide in desperate.
  • English Word despicable Bengali definition [ডেস্‌পিকাবল্‌] (adjective) অবজ্ঞেয়; ঘৃণ্য; তুচ্ছ; নিন্দার্হdespicably [ডেস্‌পিকআব্‌লি] (adverb) গর্হিতভাবে; কুৎসিতভাবে।
  • English Word despise Bengali definition [ডিস্‌পাইজ্] (verb transitive) অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা: A dish of strawberries and cream is not to be despised.
  • English Word despite Bengali definition [ডিস্‌পাইট্] (preposition(al)) in spite of, (কিছু) সত্ত্বেও: despite his opposition to the idea....
  • English Word despoil Bengali definition [ডিস্‌পয়ল্] (verb transitive) despoil somebody (of) (সাহিত্যিক) (কাউকে) সর্বস্বান্ত করা; (কারো যথাসর্বস্ব) লুণ্ঠন করা।
  • English Word despondency Bengali definition [ডিস্‌প্‌‌ন্‌ডান্‌সি] (noun) [uncountable noun] নৈরাশ্য; নির্বেদ; নির্বিণ্ণতা: to fall into despondency. despondent [ডিস্‌পন্‌ডান্‌ট্] (adjective); হতাশ; মনমরা। despondently (adverb) হতাশভাবে; সবিষাদে।
  • English Word despot Bengali definition [ডেস্‌পট্] (noun) অসীম ক্ষমতার অধিকারী শাসক; বিশেষত যিনি এই ক্ষমতা অন্যায়ভাবে বা নির্মমভাবে প্রয়োগ করেন; স্বৈরশাসক; উৎপীড়কdespotic [ডিস্‌পটিক] (adjective) স্বৈর; স্বৈরাচারী; স্বৈরতান্ত্রিক। despotism [ডেসপাটিজাম্‌] (noun) [uncountable noun] স্বৈরতন্ত্র; উৎপীড়ন; [countable noun] স্বৈরশাসকের অধীন দেশ; স্বৈরতন্ত্র।
  • English Word dessert Bengali definition [ডিজাট্] (noun) (১) ভোজের শেষ পদ রূপে পরিবেশিত ফল; মিষ্টান্ন ইত্যাদি; ফলাহার: (attributive(ly)) a dessert apple. dessert spoon মাঝারি আকারের চামচ। dessert spoonful [ডিজাট্‌স্পূনফুল] (noun) মাঝারি আকারের চামচের এক চামচ। দ্রষ্টব্য tea ভুক্তিতে teaspoon, table ভুক্তিতে tablespoon. (২) (America(n)) ভোজের শেষপর্বে পরিবেশিত পুডিং, আইসক্রিম ইত্যাদি যেকোনো মিষ্টান্ন (British/Britain= sweet, pudding)।
  • English Word destination Bengali definition [ডেসটিনেইশ্‌ন্‌] (noun) যে স্থলে কোনো বস্তু বা ব্যক্তি যাচ্ছে বা পাঠানো হচ্ছে; উদ্দিষ্ট; গন্তব্যস্থল
  • English Word destine Bengali definition [ডেস্‌টিন্] (verb transitive) (সাধারণত passive) destine (for) পূর্বনির্ধারিত করা; নিয়তিনির্ধারিত হওয়া: As the only child of a banker, he was destined for a career in banking, ব্যাংকারের পেশা তার জন্য পূর্বনির্ধারিত ছিল।
  • English Word destiny Bengali definition [ডেস্‌টিনি] (noun) (১) নিয়তি; ভাগ্য; অদৃষ্ট: He did not lose heart, even after being overwhelmed by destiny. (২) [countable noun] (plural destinies) নিয়তি কর্তৃক পূর্বনির্ধারিত বলে মনে হয় এমন ঘটনা; নিয়তি: It was his destiny to lead his country to victory.
  • English Word destitute Bengali definition [ডেস্‌টিটিঊ্যট্‌ America(n) [ডেস্‌টিটিঊ্যটূট্‌] (adjective) খাদ্য, বস্ত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে বঞ্চিত; দুঃস্থ; দুর্গত; নিঃস্ব: As the flood water receded, many well-to-do families were left destitute. (২) destitute of হীন; বিবর্জিত: He is destitute of any sense of humour. destitution [ডেস্‌টিটিউ্যশ্‌ন্ America(n) ডেস্‌টিটূশ্‌ন্‌] (noun) [uncountable noun] দুঃস্থতা; চরম দারিদ্র্য: reduced to destitute.
  • English Word destroy Bengali definition [ডেস্‌ট্রয়] (verb transitive) (১) ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা: The building was completely destroyed by fire. Don’t destroy his hopes. (২) (verb transitive) (impersonal) (কুকুর, বিড়াল, ঘোড়া ইত্যাদি) সুপরিকল্পিতভাবে হত্যা করা, বিশেষত পশুটি রুগ্ন বা অবাঞ্ছিত হলে, সংহার/নিধন/বিনাশ করা; মেরে ফেলা: The horse is in a pitiable condition, it will have to be destroyed. destroyer (noun) (১) যে ব্যক্তি বা বস্তু ধ্বংস/বিনাশ করে; বিনাশক; বৈনাশিক(২) বৃহত্তর রণতরি বা বাণিজ্যবহর রক্ষায় ছোট, দ্রুতগামী রণপোতবিশেষ; বিধ্বংসী পোত
  • English Word destructible Bengali definition [ডিসট্রাক্‌টাব্‌ল্‌] (adjective) ধ্বংসনীয়; নাশনীয়; ধ্বংসসাধ্য; বিনশ্বর destructibility [ডিসট্রাক্‌টাবিলাটি] (noun) ধ্বংসনীয়তা; বিনশ্বরতা।
  • English Word destruction Bengali definition [ডিস্‌ট্রাক্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] ধ্বংস; বিনাশ; বিনষ্টি; সর্বনাশ; ধ্বংস বা সর্বনাশের হেতু: Intemperance will be your destruction. Gambling was his destruction.
  • English Word destructive Bengali definition [ডিস্‌ট্রাকটিভ্‌] (adjective) ধ্বংসাত্মক; ধ্বংসকর; বৈনাশিক: a destructive hurricane; destructive criticism. destructively (adverb) ধ্বংসাত্মকভাবে। destructiveness (noun) বৈনাশিকতা।
  • English Word desuetude Bengali definition [ডিসিঊ্যটি্ঊড্ America(n) ডিসিঊ্যটুড্‌] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক বিশেষত) fall into desuetude অচল হয়ে যাওয়া; অচলিত হওয়া: Words that have fallen into desuetude are not included in this dictionary.
  • English Word desultory Bengali definition [ডেসালট্রি America(n) ডেসালটোরি] (adjective) উদ্দেশ্যহীন; অসংলগ্ন; এলোমেলো; বিক্ষিপ্ত: desultory reading.
  • English Word detach Bengali definition [ডিট্যাচ্] (verb transitive) (১) detach (from) বিযুক্ত/বিচ্ছিন্ন করা: to detach a button from a shirt. (২) (সৈন্যদল, জাহাজ ইত্যাদি) মূলবাহিনী থেকে বিচ্ছিন্ন করে দূরে পাঠানো: A contingent of infantry men were detached to ambush the enemy.detached (participial adjective) (১) (মন, মতামত ইত্যাদি) নিরাসক্ত; নির্লিপ্ত; নিরপেক্ষ; (কথ্য) নির্বিকার; নিরাবেগ: to take a detached view of an event. (২) (বাড়ি সম্বন্ধে) (পরস্পর) অসংলগ্ন; অযুক্ত। দ্রষ্টব্য semi-detached. detachable (adjective) বিয়োজনযোগ্য: a detachable antenna.