Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word codeine Bengali definition [কোউডীন্‌] (noun) [uncountable noun] আফিমজাত মাদকদ্রব্যবিশেষ
  • English Word codetta Bengali definition [কোউদেত্তা] (noun) (ইতালীয়) (সংগীত) দুটো অনুচ্ছেদ সংযোগকারী সংক্ষিপ্ত প্যাসেজ; সংগীতের গতিতরঙ্গ যার ভাগগুলোর বৈশিষ্ট্যসূচক গঠনকৌশল আছে; কোনো সাহিত্যকর্ম বা নাট্যকর্মের ক্ষুদ্র সমাপনী অংশ
  • English Word codex Bengali definition [কোউডেক্‌স্‌] (noun) (plural codices) [কোউডিসীজ্‌] প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি
  • English Word codger Bengali definition [কজা(র্‌)] (noun) (কথ্য) অদ্ভুত বৃদ্ধ ব্যক্তি
  • English Word codices Bengali definition দ্রষ্টব্য codex.
  • English Word codicil Bengali definition [কোউডিসিল্‌ America(n) কডাস্‌ল্] (noun) উইলের পরিশিষ্ট বা বিশেষ সংযোজনী
  • English Word codify Bengali definition [কোউডিফাই America(n) কডাফাই] (verb transitive) সংকলন বা সারসংগ্রহের আকারে গ্রথিত করাcodification (noun)
  • English Word codling Bengali definition [কড্‌লিং] (noun) কডমাছের বাচ্চা
  • English Word coeducation Bengali definition [কোউএজুকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষাcoeducational (adjective)
  • English Word coefficient Bengali definition [কোউইফিশন্‌ট্‌] (noun) (১) (গণিত) গুণক হিসেবে কোনো রাশির পূর্বে ব্যবহৃত সংখ্যা বা প্রতীক; সহগ(২) (পদার্থবিদ্যা) কোনো পদার্থের ধর্ম পরিমাপক গুণাঙ্ক; গুণাঙ্ক
  • English Word coerce Bengali definition [কোউআস্‌] (verb transitive) coerce somebody (into doing something) জোরপূর্বক (কোনো কিছু করতে কাউকে) বাধ্য করা; দমন করাcoercion [কোউআশ্‌ন্‌ America(n) কোউআজন্‌] দমন; দমননীতির দ্বারা শাসন। coercive (adjective) দমনমূলক।
  • English Word coeval Bengali definition [কোউঈভ্‌ল‌্] (adjective) coeval (with) সমবয়স্ক; সমসাময়িক। (noun) সমবয়স্ক ব্যক্তি; সমসাময়িক ব্যক্তি বা বস্তু।
  • English Word coexist Bengali definition [কোউইগ্‌জিস্‌ট্] (verb intransitive) coexist (with) একই সময়ে অবস্থান করা; সহ-অবস্থান করাcoexistence (noun) [uncountable noun] সহ-অবস্থান।
  • English Word coffee Bengali definition [কফি America(n) কোফি] (noun) [uncountable noun] কফি; (পানীয়, বীজ, বীজচূর্ণ); [countable noun, uncountable noun] পানীয়: two black coffees, দুকাপ দুধ ছাড়া কফি। coffeebar ছোট পানশালা যেখানে কফি বা হালকা পানীয় পরিবেশন করা হয়। coffeehouse (প্রা. British/Britain) সাহিত্যানুরাগী ব্যক্তিরা কফিপান ও আলোচনার উদ্দেশ্যে ক্লাব হিসেবে ব্যবহার করতেন এমন জায়গা; কফিখানা। coffeemill (noun) কফিবীজ গুঁড়া করার যন্ত্র। coffeestall গরম কফি বা খাবার বিক্রির জন্য ভ্রাম্যমাণ দোকান; ভ্রাম্যমাণ কফিখানা।
  • English Word coffer Bengali definition [কফা(র্‌)] (noun) (১) বৃহৎ মজবুত পেটিকা যার মধ্যে ধনরত্নাদি রাখা হয়(২) ছাদের নিম্নপৃষ্ঠদেশে নির্মিত কারুকার্যময় আড়া
  • English Word coffin Bengali definition [কফিন্‌] (noun) শবাধার; কফিন: drive a nail into somebody’s coffin এমন কিছু করা যার দ্বারা ঐ ব্যক্তির মৃত্যু বা ধ্বংস ত্বরান্বিত হয়, কারো মৃত্যু বা সর্বনাশ ডেকে আনা।  (verb transitive) শবাধারের মধ্যে রাখা।
  • English Word cog Bengali definition [কগ্‌] (noun) চাকার প্রান্তদেশে কাটা দাঁত বা খাঁজbe a cog in the machine (লাক্ষণিক) বড় ব্যবসাপ্রতিষ্ঠান বা সংস্থার নগণ্য অংশ হওয়। cogwheel (noun) খাঁজকাটা চাকা।
  • English Word cogent Bengali definition [কোউজান্‌ট্‌] (adjective) (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদকcogency [কোউজান্‌সি] (noun) [uncountable noun] (যুক্তির) দৃঢ়তা; অকাট্যতা।
  • English Word cogitate Bengali definition [কজিটেইট্] (verb intransitive), (verb transitive) ধ্যান করা; গভীরভাবে চিন্তা করা: cogitate upon something; cogitate mischief against somebody. cogitation [কজিটেইশ্‌ন্‌] (noun) (১) ধ্যান; গভীর চিন্তা(২) (plural) চিন্তাভাবনা
  • English Word cognac Bengali definition [কন্‌ইয়্যাক্] (noun) [uncountable noun] উৎকৃষ্ট ফরাসি মদবিশেষ
  • English Word cognate Bengali definition [কগ্‌নেইট্] (adjective) (১) cognate (with) একই মূল থেকে উদ্ভূত; সমোদ্ভব: cognate languages. (২) পরস্পরসম্পর্কিত।  (noun) শব্দ ইত্যাদি যা অন্য একটির সঙ্গে সম্পর্কিত।
  • English Word cognition Bengali definition [কগ্‌নিশ্‌ন্‌] (noun) [uncountable noun] (দর্শন) অবধারণ; বোধ
  • English Word cognizance Bengali definition [কগ্‌নিজান্‌স্‌] (noun) [uncountable noun] (১) (আইন সম্বন্ধীয়) (কোনো কিছু সম্বন্ধে) অবগতি; সচেতন জ্ঞানtake cognizance of আনুষ্ঠানিকভাবে অবহিত হওয়া। (২) কোনো বিষয়ে আদালতে বিচারের অধিকারfall within/go beyond one’s cognizance কারো এক্তিয়ারের মধ্যে থাকা/এক্তিয়ার বহির্ভূত হওয়া। cognizant [কগ্‌নিজান্‌ট্‌] (adjective) cognizance of জ্ঞাত; অবগত।
  • English Word cohabit Bengali definition [কোউহ্যাবিট্] (verb intransitive) (আনুষ্ঠানিক) (সাধারণত অবিবাহিত নারী-পুরুষ সম্বন্ধে) একত্র বাস করাcohavitation [কোউহ্যাবিটেইশ্‌ন্‌] (noun)
  • English Word cohere Bengali definition [কোউহিআ(র্‌)] (verb intransitive) (আনুষ্ঠানিক) একত্র এঁটে থাকা; সংযুক্ত হওয়া বা থাকা; (যুক্তি) সঙ্গতিপূর্ণ হওয়া।
  • English Word coherence Bengali definition [কোউহিআরান্‌স্‌] (noun) coherency, (noun) coherent [কোউহিআরান্‌ট] (adjective) একত্র আসঞ্জনশীল(২) সঙ্গতিপূর্ণ; প্রাঞ্জলcoherently (adverb)
  • English Word cohesion Bengali definition [কোউহীজ্‌ন্‌] (noun) (১) একত্র এঁটে থাকার অবস্থা বা প্রবণতা; আসঞ্জন; যে শক্তিবলে অণুসমূহ পরস্পর আসঞ্জিত বা দৃঢ়ভাবে একত্র লেগে থাকেcohesive [কোউহীসিভ্‌] (adjective) আসঞ্জনশীল; আসঞ্জনপ্রবণ।
  • English Word cohort Bengali definition [কোউহোট্] (noun) (১) প্রাচীন রোমান সেনাবাহিনীর এক-দশমাংশ(২) (একত্র অবস্থিত ব্যক্তিদের) দল
  • English Word coiffeur Bengali definition [কোআফা(র্‌)](noun) (ফরাসি) (অপরের) কেশবিন্যাসকারী
  • English Word coiffure Bengali definition [কোআফিউআ(র্‌)] (noun) কেশবিন্যাসরীতি