C পৃষ্ঠা ৩২
- English Word cocaine Bengali definition [কোউকেইন্] (noun) [uncountable noun] মাদকদ্রব্যবিশেষ; কোকেন।
- English Word cochineal Bengali definition [কচিনীল্] (noun) [uncountable noun] কোনো কোনো কীটের শুষ্কীকৃত দেহ হতে তৈরি উজ্জ্বল লাল রঞ্জক পদার্থ।
- English Word cock 1 Bengali definition [কক্] (noun) (১) মোরগ। cockcrow (noun) প্রত্যুষ। cock-a-hoop (verb transitive), (adverb) জয়োল্লাসপূর্ণ; জয়োল্লাসের সঙ্গে। cock-a-doodle-doo (noun) মোরগের ডাক। cock-and-bull story অবিশ্বাস্য; আষাঢ় বা অলীক গল্প। cockfighting (noun) মোরগের লড়াই। live like fighting cocks (প্রবচন) সর্বোত্তম খাদ্য খেয়ে জীবন ধারণ করা। cock of the walk অন্যের উপর প্রাধান্য বিস্তারকারী ব্যক্তি, সর্দার। (২) (যৌগশব্দে) (যেকোনো পাখি সম্বন্ধে) পুং: cock sparrow, পুং চড়াই।
- English Word cock 2 Bengali definition [কক্] (noun) (১) নল পিপে ইত্যাদি হতে তরল পদার্থ বা গ্যাসের নির্গমন নিয়ন্ত্রক কল। (২) বন্দুকের ঘোড়া। at half/full cock গুলি ছোড়ার ব্যাপারে অর্ধ/পূর্ণ প্রস্তুতিতে। go off at half cock (পরিকল্পনাদি সম্বন্ধে) যথাযথ প্রস্তুতি ছাড়া শুরু করা। (৩) (অপশব্দ) পুং জননেন্দ্রিয়।
- English Word cock 3 Bengali definition [কক্] (verb transitive) cock (up) (১) উপরের দিকে উলটানো; খাড়াভাবে স্থাপন করা: ears cocked up. cocked hat সামনে ও পিছনে সুচালো ত্রিকোণাকৃতি টুপিবিশেষ। knock somebody/something into a cocked hat (প্রবচন) বেদম প্রহার করা; পিটিয়ে চেহারা বিকৃত করে দেওয়া। (২) গুলি করার উদ্দেশ্যে বন্দুকের ঘোড়া টানা। (৩) cockup (অপশব্দ) ওলটপালট করা, ভণ্ডুল করা। cock-up (noun)
- English Word cock 4 Bengali definition [কক্] (noun) খড়, গোবর প্রভৃতির মোচাইকৃতি ক্ষুদ্র স্তূপ। (verb transitive) খড় স্তূপ করে রাখা।
- English Word cockade Bengali definition [ককেইড্] (noun) টুপিতে ব্যাজ (কোনো কিছুর নিদর্শন) হিসেবে পরিহিত ফিতার গিঁট।
- English Word cockatoo Bengali definition [ককাতূ] (noun) [countable noun] কাকাতুয়া।
- English Word cockchafer Bengali definition [কক্চেইফা(র্)] (noun) গাছপালার ধ্বংসসাধনকারী পতঙ্গবিশেষ।
- English Word cocker 1 Bengali definition [ককা(র্)] (noun) cocker spaniel স্প্যানিয়েল জাতের পক্ষীশিকারি কুকুরবিশেষ।
- English Word cocker 2 Bengali definition [ককা(র্)] (verb transitive) আদর দেওয়া; লাই দেওয়া।
- English Word cockerel Bengali definition [ককারাল্] (noun) এক বছরের কম বয়সের বাচ্চা মোরগ।
- English Word cockeyed Bengali definition [কক্আইড্] (adjective) (অপশব্দ) (১) বাঁকা; তেরছা চাহনি বিশিষ্ট; ট্যারা। (২) অসংগতিপূর্ণ; উদ্ভট।
- English Word cockhorse Bengali definition [কক্হোস্] (noun) (ছোটদের জন্য কাঠের তৈরি) দোলনা-ঘোড়া।
- English Word cockle Bengali definition [ককল্] (noun) (১) ভোজ্য গেঁড়িশামুক; (অপিচ cockle-shell) এই শামুকের খোলা। (২) ডিঙি নৌকা। (৩) warm/delight the cockles of one’s heart মনপ্রাণ প্রফুল্ল করা।
- English Word cockney Bengali definition [কক্নি] (noun) লন্ডনের পূর্বপ্রান্তের অধিবাসী; খাস লন্ডনবাসী। (adjective) খাস লন্ডনবাসীর বৈশিষ্ট্যপূর্ণ: a cockney accent.
- English Word cockpit Bengali definition [কক্পিট্] (noun) (১) মোরগের লড়াইয়ের জন্য ঘেরা জায়গা; প্রায়ই যুদ্ধ সংঘটিত হয়েছে এরূপ জায়গা। (২) এরোপ্লেন ইত্যাদিতে বিমানচালকের কক্ষ।
- English Word cockroach Bengali definition [কক্রোউচ্] (noun) আরশোলা; তেলাপোকা।
- English Word cockscomb Bengali definition (অপিচ coxcomb) [কক্স্কোউম্] (noun) (১) মোরগের লাল চূড়া; মোরগচুড়া। (২) ভাঁড়ের টুপি। (৩) মোরগচূড়া ফুলগাছ।
- English Word cocksure Bengali definition [ককশূআ] (adjective) কোনো বিষয়ে অতি নিশ্চিত; অতি আস্থাবান।
- English Word cocktail Bengali definition [কক্টেইল] (noun) (১) বিভিন্ন মদের মিশ্রণে প্রস্তুত পানীয়বিশেষ। (২) ফলের রস; মসলাযুক্ত টমেটো-রস ইত্যাদির মিশ্রণে তৈরি পানীয়। (৩) বিভিন্ন ফলের কুচির মিশ্রণে তৈরি সালাদ।
- English Word cocky Bengali definition [ককি] (adjective) (cockier, cockiest) (কথ্য) অতি নিশ্চিত; অতিশয় আত্মগর্বসম্পন্ন।
- English Word coco Bengali definition [কোউকোউ] (noun) (অপিচ cocopalm, coconut palm) নারিকেল গাছ। coconut [কৌকানাট্] (noun) নারিকেল। coconut matting নারিকেল ছোবড়ার তৈরি মাদুর।
- English Word cocoa Bengali definition [কোউকোউ] (noun) [uncountable noun] কোকোগাছের বীজ বা ফল; কোকোবীজের গুঁড়ার সঙ্গে পানি বা দুধ মিলিয়ে প্রস্তুত গরম পানীয় কোকো।
- English Word cocoon Bengali definition [কাকূন্] (noun) রেশমগুটি। (verb transitive) সম্পূর্ণ আবৃত্তকরণের মাধ্যমে রক্ষা করা।
- English Word cod 1 Bengali definition [কড্] (noun) (১) [countable noun] (plural অপরিবর্তিত) (অপিচ codfish) বৃহদাকার সামুদ্রিক মৎস্যবিশেষ; কডমাছ। (২) [uncountable noun] খাদ্য হিসেবে পরিবেশিত কডমাছ। cod-liver oil (noun) [uncountable noun] ওষুধ হিসেবে ব্যবহৃত কডলিভার তেল।
- English Word cod 2 Bengali definition [কড্] (verb transitive), (verb intransitive) (কথ্য) বোকা বানানো; ধোঁকা দেওয়া।
- English Word coda Bengali definition [কোউডা] (noun) সংগীতের সমাপ্তি অংশ।
- English Word coddle Bengali definition [কড্ল্] (verb transitive) (১) অত্যধিক আদরযত্নে লালনপালন করা; অতিরিক্ত প্রশ্রয় বা লাই দেওয়া। (২) স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় পানিতে সিদ্ধ করা।
- English Word code Bengali definition [কোউড্] (noun) [countable noun] (১) আইনের সংকলনগ্রন্থ; সংহিতা। (২) কোনো সমাজ বা মানবগোষ্ঠী কর্তৃক গৃহীত নীতিমালা ও নিয়মাবলি। (৩) [uncountable noun] গোপনীয়তা, সংক্ষেপ ইত্যাদি প্রয়োজনে ব্যবহৃত সংকেতাদি; সংকেতলিপি; গূঢ়লেখ। break a code সংকেতলিপির পাঠ উদ্ধার করা। (verb transitive) সংকলনভুক্ত করা; সংকেতলিপির সাহায্যে লেখা বা বলা।