C পৃষ্ঠা ২০
- English Word chick lit Bengali definition [চিক্ লিট্] (noun) ললনা সাহিত্য; সাধারণত সমসাময়িক থিম ও ইস্যু নিয়ে নারীবিষয়ক লেখা, যা তরুণ বয়সী নারীদের আকৃষ্ট করে: We have chosen the genres of chick lit. (আমেরিকার স্ল্যাং chick মানে তরুণী; আর literature- এর সংক্ষেপ lit নিয়ে টার্মটি তৈরি হয়েছে)।
- English Word chicken Bengali definition [চিকিন্] (noun) (১) পাখির (বিশেষত মুরগির) ছানা। (লাক্ষণিক অপশব্দ) তরুণী; কাঁচা-বয়সী: Rehana is no chicken, রেহানা এখন আর খুকিটি নয়। (Don’t) count one’s chickens before they are hatched সাফল্যের সম্ভাবনা নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়া (না-হওয়া)। chickenfeed (noun) (লাক্ষণিক অপশব্দ) তুচ্ছ বস্তু। chicken hearted [চিকিন্হা:টিড্] (adjective) ভীরু। chickenpox (noun) [uncountable noun] জলবসন্ত। chickenrun (noun) হাঁসমুরগির ছানার বিচরণের জন্য জাল বা বেড়া দিয়ে ঘেরা জায়গা। (২) [uncountable noun] মুরগির মাংস। □ (predicatively adjective) (অপশব্দ) ভীরু স্বভাবের।
- English Word chicle Bengali definition [চিক্ল্] (noun) [uncountable noun] লজেন্স তৈরির মূল উপাদান।
- English Word chicory Bengali definition [চিকারি] (noun) সবজি ও সালাদ হিসেবে ভোজ্য উদ্ভিদবিশেষ; এর শিকড় ভেজে গুঁড়া করে কফির সঙ্গে মিশিয়ে বা কফির পরিবর্তে খাওয়া হয়।
- English Word chide Bengali definition [চাইড্] (verb transitive), (verb intransitive) বকুনি দেওয়া; তিরস্কার করা।
- English Word chief Bengali definition [চীফ্] (noun) (১) নেতা বা শাসক। (২) বিভাগীয় প্রধান; সর্বোচ্চ কর্মকর্তা: Chief of Staff, প্রধান স্টাফ অফিসার। in chief প্রধানত, বিশেষত: For many reasons, and this one in chief. chief-in-chief সর্বময়; সর্বপ্রধান: the Commander-in- chief, সর্বাধিনায়ক। □ (adjective) (শুধু attributively; comparative বা superlative নয়) (১) প্রধান; সবচেয়ে গুরুত্বপূর্ণ; the chief rivers of Bangladesh. (২) পদমর্যাদায় প্রথম: the Chief Justice. chiefly (adverb) (১) সবার উপরে; প্রথমত। (২) মুখ্যত; প্রধানত: We are chiefly concerned with...
- English Word chieftain Bengali definition [চীফ্টান্] (noun) উপজাতীয় সর্দার; গোষ্ঠীপতি; (দল, গোষ্ঠী) প্রধান। chieftaincy [চীফ্টান্সি] (noun) সর্দার, গোষ্ঠীপতি, দলপ্রধান ইত্যাদির পদ।
- English Word chiffon Bengali definition [শিফন্ America(n) শিফন্] (noun) [uncountable noun] মিহি স্বচ্ছ সিল্কজাতীয় কাপড়বিশেষ।
- English Word chiffonier Bengali definition [শিফানিআ(র্)] (noun) (১) (British/Britain) উপরিভাগকে টেবিল হিসেবে ব্যবহার করা যায় এমন নিচু চালনযোগ্য আলমারি। (২) [uncountable noun] দেরাজওয়ালা উঁচু আলমারি।
- English Word chignon Bengali definition [শীনিঅন্] (noun) (ফরাসি) চুলের জটা বা চুলের গোছা।
- English Word chilblain Bengali definition [চিল্ব্লেইন্] (noun) [countable noun] (বিশেষত শীতপ্রধান দেশে) অতিরিক্ত ঠাণ্ডায় সৃষ্ট হাত-পায়ের যন্ত্রণাদায়ক স্ফীতি। chilblained [চিল্ব্লেএইন্ড্] (adjective) এরূপ স্ফীতি-আক্রান্ত।
- English Word child Bengali definition [চাইল্ড্] (noun) অজাত বা নবজাত মানবশিশু; বালক বা বালিকা; (যেকোনো বয়সের) পুত্র বা কন্যা। child’s play যা খুব সহজে করা যায়, ছেলেখেলা। be with child (পুরাতনী) গর্ভবতী হওয়া। childbearing (noun) [uncountable noun] সন্তানধারণ। child benefit (noun) (British/Britain) নির্দিষ্ট বয়সের সন্তানাদির জন্য মাতাপিতাকে প্রদত্ত নিয়মিত সরকারি ভাতা। childbirth (noun) [uncountable noun] সন্তান প্রসবের প্রক্রিয়া: His mother died in child birth. childhood [চাইল্ড্হুড্] (noun) [uncountable noun] বাল্য; শৈশব। second childhood বার্ধক্যজনিত মনোবৈকল্য; ভিমরতি। childproof (adjective) (যন্ত্রপাতি, উপকরণ ইত্যাদি) শিশুরা ব্যবহার করতে বা চালাতে পারে না এমন; শিশুরোধক। childish (adjective) বালসুলভ; চপল। childless (adjective) নিঃসন্তান। child-lifter (noun) (অনানুষ্ঠানিক) অবৈধভাবে এবং শক্তি প্রয়োগে যে শিশুদের চুরি করে; ছেলেধরা। childlike (adjective) শিশুসুলভ; সরলপ্রকৃতি; নিষ্পাপ।
- English Word child abuse Bengali definition [চাইল্ড্ অ্যাবয়ুজ] (noun) পিতামাতা, অভিভাবক বা প্রতিপালনকারী কর্তৃক শিশুর উপর শারীরিক, যৌন বা আবেগগত পীড়ন; শিশুপীড়ন (সাধারণত যৌন): A person charged with child faces a wide range of penalties and sentencing possibilities.
- English Word chile, chili Bengali definition [চিলি] (noun) (America(n))= chilli.
- English Word chill Bengali definition [চিল্] (noun) (১) হিম কনকনে ঠাণ্ডা। (২) (লাক্ষণিক) নিস্তেজক প্রভাব; হতোদ্যমকারী বস্তু: The news of his defeat at the polls cast a chill over the gethering. (৩) [countable noun] সর্দি-কাঁপুনি: catch a chill. (adjective) প্রচণ্ড ঠাণ্ডা: a chill wind (লাক্ষণিক) নিষ্প্রাণ; শীতল: a chill welcome. (verb transitive), (verb intransitive) হিম করা বা হওয়া; ঠাণ্ডায় জমে যাওয়া: I’m chilled to the bone! (লাক্ষণিক) নিরুৎসাহিত বা হতোদ্যম করা: That angry look chilled my enthusiasm. হিমাগারে রক্ষিত গোমাংস। chilly (adjective) (১) হিমেল; ঠাণ্ডা। (২) (লাক্ষণিক) অবন্ধুসুলভ: a chilly reception.
- English Word chillaxing Bengali definition [চিলাক্সিঙ্] (adjective),(verb) ('chilling' আর 'relaxing' তৈরি) (past participle of chillax) বিশ্রামে এলিয়ে যাওয়া; প্রশান্তিতে বিশ্রাম; প্রশান্তিময় বিশ্রাম: I was at home chillaxing like a fiend.
- English Word chilli, chilly, chile, chili Bengali definition [চিলি] (noun) শুকনো লংকা; শুকনো লংকার গুঁড়া।
- English Word chime Bengali definition [চাইম্] (noun) সুরে বাঁধা ঘণ্টাপুঞ্জ: a chime of bells. (verb intransitive), (verb transitive) (১) সুরে বাঁধা ঘণ্টাধ্বনি করা; ঘণ্টাধ্বনি দ্বারা সময় নির্দেশ করা: The bells are chiming; The town clock chimed the hour of evening prayer. chime in সাধারণত সম্মতি জানাতে অন্যের কথার মধ্যে কথা বলা: ‘That’s right’, he chimed in. chime (in) with একমত হওয়া; মিলে যাওয়া; It seems my plans will chime in with yours.
- English Word chimera, chimaera Bengali definition [কাইমিআরা] (noun) (১) (গ্রিকপুরাণ) সিংহের মাথা; ছাগলের দেহ ও সাপের লেজবিশিষ্ট দানব। (২) কল্পনাপ্রসূত বীভৎস জীব। (৩) (লাক্ষণিক) উদ্ভট বা অসম্ভব ধারণা; অলীক কল্পনা। chimerical [কাইমেরিক্ল্] (adjective) অবাস্তব; কাল্পনিক; অতিপ্রাকৃতিক; অলৌকিক।
- English Word chimney Bengali definition [চিম্নি] (noun) (১) চিমনি। chimneybreast (noun) চিমনি ধারণকারী (প্রসারিত) দেওয়াল। chimney corner (noun) শীতনিবারক উনুনের পাশে আগুন পোহানোর জায়গা বা আসন। chimneypiece (noun) এরূপ উনুনের উপরিস্থ তাক। chimneypot (noun) চিমনির (মৃৎ বা ধাতব) নল। chimneystack (noun) সারিবদ্ধ চিমনির মাথা। chimney-sweeper (noun) যে ব্যক্তি চিমনি থেকে উদগীরিত ধোঁয়ার গুঁড়া, ঝুল ইত্যাদি পরিষ্কার করে; চিমনি ঝাড়ুদার। (২) কুপি, লণ্ঠন ইত্যাদির চিমনি। (৩) (পর্বতারোহণ-কলায়) যে সংকীর্ণ ফাটল দিয়ে পাহাড়ের সম্মুখভাগে আরোহণ করা যায়।
- English Word chimp Bengali definition [চিম্প্] (noun) (কথ্য সংক্ষেপ) শিম্পাঞ্জি।
- English Word chimpanzee Bengali definition [চিমপ্যানজী] (noun) আফ্রিকীয় বনমানুষবিশেষ; শিম্পাঞ্জি।
- English Word chin Bengali definition [চিন্] (noun) চিবুক; থুতনি। keep one’s chin up (কথ্য.) নির্ভয়ে সংকটের মুখোমুখি হওয়ার দৃঢ়তা প্রদর্শন করা। chin-strap (noun) থুতনিতে আটকে রাখতে শিরস্ত্রাণে লাগানো (চামড়ার) সরু ফালি বা স্ট্র্যাপ। chin-wagging (noun) (কথ্য) বকবকানি; খোশগল্প।
- English Word china Bengali definition [চাইনা] (noun) [uncountable noun] চীনামাটি। (collective(ly) চীনামাটির বাসনপত্র। china-closet চীনামাটির বাসনপত্র রাখা বা প্রদর্শন করার তাকওয়ালা ছোট আলমারি। chinaware (noun) [uncountable noun] চীনামাটির বাসনপত্র, অলংকার ইত্যাদি। chinaman (noun) ক্রিকেটের বিশেষ একটি বোলিংভঙ্গি। এই ধরনের বোলিং লেগ ব্রেক বা অফ ব্রেক দুই ধরনেরই হতে পারে, তবে বল ছোড়ার আগে বোলারদের চোখ ব্যাটসম্যানের দিকে থাকে না।
- English Word chinchilla Bengali definition [চিন্চিলা] (noun) [countable noun] দক্ষিণ আমেরিকার কাঠবিড়ালিসদৃশ জন্তুবিশেষ; [uncountable noun] এর নরম ধূসর লোম।
- English Word chine Bengali definition [চাইন্] (noun) জন্তুর শিড়দাঁড়া বা শিড়দাঁড়ার মাংস।
- English Word chink 1 Bengali definition [চিঙ্ক্] (noun) ফাঁক; ফাটল।
- English Word chink 2 Bengali definition [চিঙ্ক্] (verb transitive), (verb intransitive) ধাতব মুদ্রা, কাচের পরস্পর ঘর্ষণে টুংটাং বা ঝনঝন শব্দ সৃষ্টি করা। (noun) এরূপ টুংটাং শব্দ।
- English Word chintz Bengali definition [চিন্ট্স্] (noun) পরদা, আসবাবপত্রের আচ্ছাদন ইত্যাদির জন্য ব্যবহৃত ছিটকাপড়।
- English Word chip 1 Bengali definition [চিপ] (noun) (১) (কাঠ, পাথর, চীনামটি, কাচ ইত্যাদি থেকে কেটে-নেওয়া বা ভেঙে-আসা) ছোট পাতলা টুকরো। chipboard (noun) বর্জ্য কাঠের ফালি, কাঠের গুঁড়া ও শিরিশের আঠার সংমিশ্রণে তৈরি নির্মাণ সামগ্রী। chip off/of the old block পিতাসদৃশ পুত্র, বাপের বেটা। have a chip on one’s shoulder যুদ্ধংদেহী মনোভাব পোষণ করা; লোকে বিরূপ মনোভাব পোষণ করছে- এই ধারণা (প্রায়ই ভ্রান্ত) থেকে অসন্তোষ পোষণ বা প্রকাশ করা। (২) (কাপ, প্লেট প্রভৃতির) যে স্থান থেকে ছিলকা বা ফালি উঠে এসেছে। (৩) (কম্পিউটার) দ্রষ্টব্য microchip. (৪) ঝুড়ি, টুপি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত কাঠ, তালপাতা ইত্যাদির সরু ফালি। (৫) (বিশেষত জুয়া খেলায়) টাকার প্রতীক হিসেবে ব্যবহৃত প্লাস্টিকের চাকতি। have had one’s chips (অপশব্দ) কারো শেষ সুযোগ। (when) the chips are down (যখন) সংকট-মুহূর্ত উপনীত হয়েছে। □ (verb transitive), (verb intransitive) (১) ছিলকা বা ফালি কেটে নেওয়া, ভেঙে আনা বা তুলে নেওয়া। (২) ফালি করা: chipped potatoes. (৩) (জিনিস সম্বন্ধে) কিনার দিয়ে সহজে ভেঙে যাওয়া। (৪) chip in (কথ্য) (ক) কথার মাঝখানে বাধা দেওয়া; (আলাপে) যোগ দেওয়া। (খ) (কোনো তহবিলে) অর্থসাহায্য প্রদান করা। (৫) (কুড়াল বা বাটালি দিয়ে) চেঁচে কোনো কিছু তৈরি করা। chippings (noun) ফালি করে কাটা পাথর বা মারবেলের টুকরা।