C পৃষ্ঠা ১৮
- English Word chassis Bengali definition [শ্যাসি] (noun) মোটরগাড়ি, রেডিও বা টিভির তলদেশের কাঠামো।
- English Word chaste Bengali definition [চেইস্ট্] (adjective) (১) কথায়, চিন্তায় ও কাজে সদ্গুণসম্পন্ন; ধর্মপরায়ণ; নিষ্পাপ; (বিশেষত যৌনজীবনে) বহুচারিতা থেকে মুক্ত বা যৌনসংশ্রব থেকে সম্পূর্ণরূপে মুক্ত; কুমার/কুমারী। (২) (রীতি, রুচি) সহজ, সরল, নিরলংকার; শুদ্ধ। chastely (adverb)
- English Word chasten Bengali definition [চেইস্ন্] (verb transitive) (১) সংশোধনের জন্য শাস্তি দেওয়া; দমন বা সংযত করা। (২) সহজ, অলংকারমুক্ত বা শুদ্ধ করা।
- English Word chastise Bengali definition [চ্যাসটাইজ্] (verb transitive) কঠোরভাবে শাস্তি দেওয়া। chastisement (noun) [uncountable noun] শাস্তি।
- English Word chastity Bengali definition [চ্যাস্টাটি] (noun) [uncountable noun] সতীত্ব; কৌমার্য; কুমারীত্ব; শুদ্ধতা।
- English Word chasuble Bengali definition [চ্যাজিউব্ল্] (noun) (গির্জা) বিশেষত খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠানে যাজকের পরিহিত ঢিলা, হাতা-কাটা পরিচ্ছদ।
- English Word chat Bengali definition [চ্যাট্] (noun) [countable noun] খোশগল্প। □ (verb transitive), (verb intransitive) (১) খোশগল্প করা। (২) chat somebody (up) (কথ্য) বন্ধুত্ব পেতে বা নিছক আমোদের জন্য কারো সঙ্গে গল্প করা। chatty (adjective) chat up (verb transitive) (কথ্য) আন্তরিকতাহীন ভাব দেখানো, ঢলাঢলি করা; গায়ে পড়ে ভাব জমানো; ছিনালি করা: Contestants constantly try to chat up crew members.
- English Word château Bengali definition [শ্যাটোউ] (noun) ফরাসি দেশীয় দুর্গ; ফ্রান্সের গ্রামাঞ্চলের সামন্ত ভবন।
- English Word chatroom Bengali definition [চ্যাট্রুম] (noun) চ্যাটরুম; যা একটি ওয়েবসাইট বা ওয়েবসাইটের অংশ বা অনলাইন সার্ভিসের অংশ, যেখানে অক্ষর টাইপ করার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট অথবা যেকোনো বিষয়ে নিজেরা আলাপচারিতায় মেতে উঠতে পারে। বিকল্প বানান chat room: Never provide your personal information to strangers in a chat room.
- English Word chattel Bengali definition [চ্যাট্ল্] (noun) (আইন সম্বন্ধীয়) ব্যক্তিগত অস্থায়ী সম্পত্তি।
- English Word chatter Bengali definition [চ্যাটা(র্)] (verb intransitive) (১) অনর্থক বকবক করা; বেশি কথা বলা। (২) (বানর বা কতিপয় পাখির ডাক) কিচিরমিচির করা; (টাইপরাইটারের শব্দ ও শীতে বা ভয়ে দাঁতে দাঁত লাগা সম্বন্ধে) ঠকঠক করা। (noun) [uncountable noun] এরূপ শব্দ। chatterbox (noun) যে ব্যক্তি অনর্থক বকবক করে; বাচাল, বিশেষত শিশু।
- English Word chauffeur Bengali definition [শোউফা(র্) America(n) শোফার] (noun) ব্যক্তিগত মোটরগাড়ির মাইনে করা চালক। chauffeuse [শোউফাজ্ America(n) শোফাজ্] (noun) এরূপ চালিকা।
- English Word chauvinism Bengali definition [শোউভিনিজাম্] (noun) [uncountable noun] অন্ধ স্বদেশপ্রেম; উৎকট স্বাদেশিকতা। chauvinist [শোউভিনিইস্ট্] (noun) অন্ধ স্বদেশভক্ত; উগ্র স্বদেশি। male chauvinist; shauvinist male (আধুনিক প্রয়োগ) নারী অপেক্ষা পুরুষ শ্রেষ্ঠ- এই বিশ্বাস যে পুরুষ পোষণ করে ও সেই অনুযায়ী কাজ করে। chauvinistic [শোউভিনিস্টিক্] (adjective) অন্ধ স্বদেশভক্তি বা অন্ধ স্বদেশভক্ত সম্পর্কিত।
- English Word cheap Bengali definition [চীপ্] (adjective) (cheaper, cheapest) (১) সুলভ; সস্তা। go cheap সস্তা যাওয়া: Cigarette lighters are going cheap these days. On the cheap কম দামে; সস্তায়: I bought it on the cheap. (২) দামের তুলনায় ভালো: Given the high price of electronic goods, you’ve bought your TV quite cheap. (৩) নিম্নমানের। cheap-jack (adjective) সস্তা ও বাজে। (৪) অগভীর; কৃত্রিম cheap sentiments. (৫) feel cheap (কথ্য) লজ্জাবোধ করা। hold something cheap দাম না-নেওয়া; অবজ্ঞা করা। make oneself cheap নিজেকে সস্তা করা; নিজের সুনাম ক্ষুণ্ণ করা। cheap gibe অনুদার মন্তব্য; বিরূপ। cheaply (adverb) সস্তায়। cheapness (noun)
- English Word cheapen Bengali definition [চীপান্] (verb transitive), (verb intransitive) খাটো করা বা হওয়া; দাম কমানো।
- English Word cheat Bengali definition [চীট্] (verb transitive), (verb intransitive) ঠকানো; প্রতারণা করা। cheat somebody (out of something) কাউকে ঠকিয়ে নেওয়া: He cheated me out of my money, সে আমার টাকা ঠকিয়ে নিয়েছিল। cheat (in, at something) (কোনো বিষয়ে) ঠকানো। (noun) প্রতারক; প্রতারণা; ধাপ্পা।
- English Word check 1 Bengali definition [চেক্] (verb transitive),(verb intransitive) (১) কোনো কিছু সঠিক কিনা পরীক্ষা করে দেখা: Have you checked the bill? check something off সঠিক বলে চিহ্নিত করা। check something up; checkup on something, (America(n)= check something out) সঠিক কিনা তা পরীক্ষা করে বা মিলিয়ে দেখা। checkup on somebody পরিচয়পত্রাদি পরীক্ষা করে কারো পরিচিতির সত্যতা যাচাই করা। (২) সংবরণ করা; নিবৃত্ত বা সংযত করা; থামানো; রোধ করা:The government is try hard to check inflation. I could not check my anger. (৩) (দাবা খেলায়) কিশতি দেওয়া। (৪) check in/at হোটেল/কারখানা ইত্যাদিতে হাজির হয়ে নাম লেখানো। checkin (desk) (noun) বিশেষত বিমানযাত্রার আগে বিমানবন্দরের যে স্থানে নামধাম ইত্যাদি লেখাতে হয়। check-in time (noun) হাজিরা দেওয়ার সময়। checkout (from) পাওনা শোধ করে (হোটেল ইত্যাদি) ত্যাগ করা। check-out time ঘর ইত্যাদি ছেড়ে দেওয়ার বা খালি করে দেওয়ার নির্ধারিত সময়। check-out (noun) বিশেষত যে নির্দিষ্ট স্থানে (যেমন কোনো বিপণিকেন্দ্রের বেলায়) পাওনা শোধ করে জিনিসপত্র গুছিয়ে স্থান ত্যাগ করতে হয়। (৫) (ট্রেনযোগে প্রেরিত মালপত্র, থিয়েটারের প্রবেশপথে রক্ষিত কোট, টুপি ইত্যাদি) বুঝে নেওয়ার টিকিট, চাকতি ইত্যাকার নিদর্শন বা চিহ্ন সংগ্রহ করা: Have you checked your luggage? মালপত্র বুঝে নেওয়ার টিকিট জোগাড় করেছ? checker (noun) যে ব্যক্তি মিলিয়ে বা পরীক্ষা করে দেখে।
- English Word check 2 Bengali definition [চক্] (noun) [uncountable noun] (১) নিয়ন্ত্রণ; নিবৃত্তি; নিবৃত্তকারী ব্যক্তি বা বস্তু: A free press acts as a check upon abuse of power by governments. checks and balances (noun) ক্ষমতার অপব্যবহার রোধকল্পে সরকারি নিয়ন্ত্রণপদ্ধতি বা ব্যবস্থা। (২) সঠিকতা নিশ্চিতকরণের পরীক্ষা; সঠিক প্রমাণিত হওয়ার নিদর্শনস্বরূপ ব্যবহৃত চিহ্ন। check-list (noun) সত্যতা যাচাইয়ে ব্যবহৃত নামের তালিকা। checkout (noun) দ্রষ্টব্য check (৪). check point (noun) যেখানে যানবাহন থামিয়ে বৈধতা পরীক্ষা করা হয়। checkup বিশেষত স্বাস্থ্যপরীক্ষা। (৩) কারো কাছে হস্তান্তরিত মালামাল বুঝে নিতে ব্যবহৃত (নম্বরযুক্ত কাগজ, কাঠ ধাতুর) ফলক। checkroom (America(n)) জমা-দেওয়ার মালামাল সংরক্ষণের অফিস। (৪) in check (দাবা খেলায়) সরাসরি আক্রমণের মুখোমুখি প্রতিপক্ষের রাজার অবস্থান। দ্রষ্টব্য checkmate. (৫) (America(n))= cheque. checkbook (America(n))= chequebook. (৬) (America(n)) প্রাপ্য টাকার হিসাব; বিল।
- English Word check 3 Bengali definition [চেক্] (noun) (১) চৌখুপি নকশা; চেক; এরূপ নকশাযুক্ত কাপড়; চেক-কাটা বস্ত্র। (২) (attributive(ly)) a check pattern. checked [চেক্ট্](adjective) চেকযুক্ত।
- English Word checker Bengali definition [চেকা(র্)](verb transitive) (America(n))= chequer.
- English Word checkers Bengali definition [চেকাজ্] (America(n))= draughts.
- English Word checkmate Bengali definition [চেক্মেইট্] (verb transitive) (দাবা খেলায়) কিশতি মাত করা। দ্রষ্টব্য check 2 (৪)। (২) (কাউকে) বাধা দিয়ে হারানো; (কারো) পরিকল্পনা বানচাল করা। □ (noun) সম্পূর্ণ পরাজয়।
- English Word cheddar Bengali definition [চেডা(র্)] (noun) [uncountable noun] এক ধরনের শক্ত হলুদ পনির।
- English Word cheek Bengali definition [চীক্] (noun) গাল; গণ্ড; কপোল। cheek by jowl পাশাপাশি; কাঁধে কাঁধে। turn the other cheek অহিংসা দিয়ে হিংসার মোকাবিলা করা; এক গালে চড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়া। cheekbone (noun) চোখের নিম্নাংশের হাড়। tongue-in- cheek দ্রষ্টব্য tongue. (২) [uncountable noun] ধৃষ্টতা। (verb transitive) ধৃষ্ট আচরণ করা; ধৃষ্টতা দেখানো। checked (suffix) (with an (adjective): rosy- cheeked girls, গোলাপ-কপোল মেয়েরা। cheeky (adjective) ধৃষ্ট। cheekily (adverb)
- English Word cheep Bengali definition [চীপ্] (verb intransitive), (noun) (পাখির ছানার মতো) মৃদু; চিঁচিঁ ধ্বনি করা; এরূপ ধ্বনি।
- English Word cheer 1 Bengali definition [চিআ(র্)] (verb transitive), (verb intransitive) cheer somebody (up) (১) উদ্দীপিত বা উৎসাহিত করা; সান্ত্বনা দেওয়া: In those hard days her songs always cheered us(up). cheering (adjective) উদ্দীপক। (২) cheerup সান্ত্বনা পাওয়া; খুশি হওয়া। cheer(on) (কারো বা কোনো কিছুর প্রতি) উল্লাস, সম্মতি বা উৎসাহজ্ঞাপক ধ্বনি করা: He was loudly cheered by the audience. We cheered on our football team. cheering (noun) [uncountable noun] উল্লাস, সম্মতি বা উৎসাহজ্ঞাপক ধ্বনি।
- English Word cheer 2 Bengali definition [চিআ(র্)] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) আশার ভাব; খুশির কথা: words of cheer. (২) [uncountable noun] good cheer (প্রাচীন প্রয়োগ) তুষ্টিকর পানাহার। (৩) [countable noun] উল্লাস বা উৎসাহজ্ঞাপক ধ্বনি: give three cheers for, তিনবার ‘হুররে’ ধ্বনি করা। cheer-leader (noun) (America(n)) উল্লাসকারী দলের নেতা। (৪) Cheers! কারো স্বাস্থ্য কামনা করে পানকালে ব্যবহৃত শব্দ।
- English Word cheerful Bengali definition [চিআফ্ল্] (adjective) (১) আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম: a cheerful smile. (২) প্রফুল্ল ও তুষ্ট; আগ্রহী। cheerfully [চিআফালি] (adverb) cheerfulness (noun) [uncountable noun]
- English Word cheerio Bengali definition [চিআরিওউ] (interjection) (British/Britain অনানুষ্ঠানিক) (১) বিদায় সম্ভাষণবিশেষ। (২) (America(n)- এ নয়, প্রা.) পানকালে স্বাস্থ্য কামনায় ব্যবহৃত শব্দ: cheerio to your health.
- English Word cheerless Bengali definition [চিআলিস্] (adjective) সান্ত্বনাবিরহিত; বিমর্ষ; নিরানন্দ; অস্বস্তিকর। cheerlessly (adverb) cheerlessness (noun)