C পৃষ্ঠা ২৩
- English Word chromatic Bengali definition [ক্রোউম্যাটিক্] (adjective) (১) রংবিষয়ক; রঙিন। (২) (সংগীত) পাশ্চাত্য সংগীত সুরের আরোহ বা অবরোহবিষয়ক।
- English Word chrome Bengali definition [ক্রোউম্] (noun) ক্রোমিয়ঘটিত লবণ থেকে উৎপাদিত রঙিন পদার্থ। chromesteel (noun) ক্রোমিয়াম ও ইস্পাতের মিশ্রণ।
- English Word chromium Bengali definition [ক্রোউমিআম্] (noun) [uncountable noun] ধাতব উপাদানবিশেষ (প্রতীক Cr)।
- English Word chromosome Bengali definition [ক্রোউমাসোউম্] (noun) [countable noun] (জীববিদ্যা) প্রাণী ও উদ্ভিদকোষের প্রতিটি কেন্দ্রে অবস্থিত অতি সূক্ষ্ম তন্তু; যা জিন (gene) বহন করে।
- English Word chronic Bengali definition [ক্রনিক্] (adjective) (১) (রোগ বা অবস্থা সম্বন্ধে) অবিরাম; দীর্ঘস্থায়ী: chronic fever. দ্রষ্টব্য acute (২)। (অপশব্দ) তীব্র; কঠিন chronically [ক্রনিক্লি] (adverb)
- English Word chronicle Bengali definition [ক্রনিক্ল্] (noun) [countable noun] কালানুক্রমিক ঘটনাপঞ্জি। (verb transitive) ঘটনাপঞ্জি রচনা করা; ঘটনাপঞ্জিতে লিপিবদ্ধ করা।
- English Word chronological Bengali definition [ক্রনালজিক্ল্] (adjective) কালানুক্রমে; কালানুক্রমিক। chronologically [ক্রনালজিক্লি] (adverb)
- English Word chronology Bengali definition [ক্রানলাজি] (noun) [uncountable noun] কালনিরূপণ বিজ্ঞান; [countable noun] ঘটনাপঞ্জির কালানুক্রমিক গ্রন্থনা; কালনির্ঘন্ট।
- English Word chronometre Bengali definition [ক্রানমিটা(র্)] (noun) সূক্ষ্ম সময়নিরূপক ঘড়িবিশেষ, সমুদ্রে দ্রাঘিমাংশ নিরূপণে যা ব্যবহৃত হয়।
- English Word chrysalis Bengali definition [ক্রিসালিস্] (noun) শুঁয়াপোকা; শুঁয়াপোকার আবরক কোষ।
- English Word chrysanthemum Bengali definition [ক্রিস্যান্থামাম্] (noun) হেমন্তে ও শীতে ফোটা উদ্যানশোভন ফুল; এই ফুলের গাছ।
- English Word chubby Bengali definition [চাবি] (adjective) নাদুসনুদুস; গোলগাল: a chubby child.
- English Word chuck 1 Bengali definition [চাক্] (verb transitive) (কথ্য) (১) ছুড়ে ফেলা; ফেলে দেওয়া: chuck away useless things. chucker-out (noun) (অপশব্দ) (সরাইখানা, রাজনৈতিক সভা ইত্যাদি থেকে) অবাঞ্ছিত লোকদের বের করে দেওয়া যে ব্যক্তির কাজ। (২) chuck (up) পরিত্যাগ করা; (বিতৃষ্ণাভরে) ছেড়ে দেওয়া: chuck up one’s job. Chuck it, (অপশব্দ) থামো; হয়েছে- আর নয়। chuck somebody under the chin খেলাচ্ছলে কারো থুতনি ধরে নাড়া দেওয়া। □ (noun) the chuck (অপশব্দ) চাকরি খোয়ানো; চাকরিচ্যুতি; get the chuck.
- English Word chuck 2 Bengali definition [চাক্] (noun) লেদমেশিন বা কুঁদ যন্ত্রের যে অংশ যন্ত্রে তোলা জিনিস আঁকড়ে ধরে রাখে।
- English Word chuckle Bengali definition [চাক্ল্] (noun) চাপা হাসি। (verb intransitive)মুখ টিপে হাসা।
- English Word chuffed Bengali definition [চাফড্] (adjective) (British/Britain কথ্য) আনন্দিত; নিজেকে নিয়ে গর্বিত: I was chuffed about something.
- English Word chug Bengali definition [চাগ্] (verb intransitive) (ধীর গতিতে চলাকালে তেলচালিত ইনজিনের) ভটভট শব্দ করা। (noun) এরূপ ভটভট শব্দ।
- English Word chukker Bengali definition [চাকা(র্)] (noun) (পোলো খেলার) পর্যায়বিশেষ।
- English Word chum Bengali definition [চাম্] (noun) (বিশেষত ছেলেদের মধ্যে) অন্তরঙ্গ বন্ধু; (অস্ট্রেলিয়ায়) new chum নবাগত; বসবাসের জন্য সম্প্রতি বিদেশাগত; (America(n)) একই কক্ষে বাসকারী সঙ্গী; রুমমেট। □ (verb intransitive) chum up (with somebody) বন্ধুতা করা। chummy (adjective) বন্ধুভাবাপন্ন; বন্ধুর মতো।
- English Word chump Bengali definition [চাম্প্] (noun) (১) কাঠের ছোট মোটা খণ্ড। (২) মাংসের পুরু টুকরা। (৩) (অপশব্দ) বোকা বা মাথামোটা লোক। (৪) (অপশব্দ) মাথা। off one’s chump উন্মাদ; মাথাখারাপ।
- English Word chunk Bengali definition [চাঙ্ক্] (noun) রুটি; মাংস; পনির ইত্যাদির পুরু খণ্ড বা টুকরা। chunky (adjective) ছোট ও পুরু; খাটো ও মোটা।
- English Word church Bengali definition [চাচ্] (noun) (১) খ্রিষ্টীয় উপাসনালয়; গির্জা। দ্রষ্টব্য chapel. church register (noun) যে খাতায় কোনো যাজকপল্লিতে সংঘটিত জন্ম; মৃত্যু ও বিবাহের তথ্য লিপিবদ্ধ করা হয়। churchyard (noun) গির্জাসংলগ্ন সমাধিক্ষেত্র। দ্রষ্টব্য cernetry২ [uncountable noun] গির্জায় সম্পন্ন উপাসনা: We were at church, গির্জার উপাসনারত ছিলাম। তুলনীয় We were in the church. গির্জার ভিতরে ছিলাম। churchgoer [চাচ্গোউআ(র্)](noun) গির্জার নিয়মিত উপাসক। (৩) [uncountable noun] the Church (of Christ) সমগ্র খ্রিষ্টান সম্প্রদায়। the Church of England ষোড়শ শতাব্দীতে রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত ইংল্যান্ডের সরকারি প্রটেস্টান্ট চার্চ। enter the Church যাজকবৃত্তি গ্রহণ করা। church warden (noun) church of England-এর অন্তর্গত যাজকপল্লির নির্বাচিত নির্বাহী প্রতিনিধি, কিন্তু স্বয়ং যাজক নন।
- English Word churl Bengali definition [চাল্] (noun) বদমেজাজি লোক। churlish (adjective) বদমেজাজি; অভদ্র; ইতর। churlishly (adverb)
- English Word churn Bengali definition [চান্] (noun) (১) মাখন তোলার ভাণ্ড বা পাত্র। (২) (America(n)- এ নয়) দুগ্ধখামার থেকে দুধ পরিবহনের বড় পাত্র। □ (verb transitive), (verb intransitive) (১) মাখন তোলা; মাখনভাণ্ডে মাখন ইত্যাদি মন্থন করা। (২) churn(up) সবেগে ঘোরানো বা মন্থন করা: The swimmers churned up the water with their moving hands and legs (লাক্ষণিক) প্রবলভাবে উত্তেজিত করা: The leader’s assassination churned up public anger. churn out গাদায় গাদায় বানানো বা তৈরি করা: churn out cheap novels.
- English Word chute Bengali definition [শূট্](noun) (১) দীর্ঘ; সংকীর্ণ; ঢালু পথ। (২) ঢালু পথ বেয়ে নেমে-আসা মসৃণ জলপ্রপাত। (৩) (কথ্য সংক্ষেপ) parachute.
- English Word chutney Bengali definition [চাট্নি] (noun) [uncountable noun] চাটনি। make chutney out of somebody কারো জন্য কোনো কিছু অপ্রীতিকর করে তোলা; কঠোরভাবে কাউকে কিছু বলা।
- English Word cicada Bengali definition [সিকা:ডা] (noun) স্বচ্ছ পাখার পোকা- এজাতীয় পুরুষ পোকা গ্রীষ্মকালে তীক্ষ্ণ কিচিরমিচির শব্দ করে; ঘুগরা পোকা।
- English Word cicatrice Bengali definition [সিকাট্রিস্] cicatrix [সিকাট্রিক্স্] (noun) শুকানো ক্ষতের দাগ।
- English Word cicerone Bengali definition [চিচারোউনি](noun) যে প্রদর্শক বা গাইড দর্শনীয় স্থান ও বস্তু সম্পর্কে সম্যক ধারণা রাখে এবং দর্শনার্থীদের তা বুঝিয়ে বলতে পারে।
- English Word cider Bengali definition [সাইডা(র্)](noun) আপেল থেকে প্রস্তুত সুরা। cider-press (noun) আপেল নিংড়ে রস বের করার যন্ত্র।