C পৃষ্ঠা ২২
- English Word choose Bengali definition [চূজ্] (verb transitive), (verb intransitive) (১) choose (from/out of/between) বেছে নেওয়া; পছন্দ করা: There is nothing/not much/little to choose between (two or more people or things), (প্রায় একই রকম), (কাজেই) বেছে নেওয়ার/পছন্দ করার একেবারেই/তেমন কিছু নেই। (২) মনঃস্থির করা; যেমন ইচ্ছা করা; সংকল্পবদ্ধ হওয়া: He chose to be a doctor. Do as you choose. cannot choose but (সাহিত্যিক) অবশ্যই: I cannot choose but do his bidding.
- English Word choosy, choosey Bengali definition [চূজি] (adjective) (কথ্য, ব্যক্তি সম্বন্ধে) খুঁতখুঁতে; সহজে তুষ্ট হয় না এমন।
- English Word chop 1 Bengali definition [চপ্] (verb transitive), (verb intransitive) (১) chop (up) (into) (দা, কুড়াল ইত্যাকার ধারালো অস্ত্র দিয়ে) টুকরা টুকরা করে কাটা; কুচিয়ে কাটা; কোপানো: chop ping wood; chop a branch off a tree; chop meat up into pieces. chop at something কোপ দিতে উদ্যত হওয়া; কোপ তোলা।
- English Word chop 2 Bengali definition [চপ্] (noun) (১) কোপ। (২) একজনের জন্য রান্না করা হাড়সহ মাংসের পুরু ফালি; মাংসের বড়া; চপ। (৩) be for/get the chop মরণের মুখে পা দেওয়া/মারা পড়া বা চাকরি খোয়ানো। (৪) (মুষ্টিযুদ্ধে) এক ধরনের মুষ্ট্যাঘাত।
- English Word chop 3 Bengali definition [চপ্] (verb intransitive) (১) chop and change ক্রমাগত মত/মন পালটানো; অসঙ্গত বা স্ববিরোধী হওয়া: I am not one to chop and change. (২) chop about (বায়ুপ্রবাহ) গতি বা দিকপরিবর্তন করা।
- English Word chop 4 Bengali definition [চপ্] (noun) দ্রষ্টব্য chap 2
- English Word chopper 1 Bengali definition [চপা(র্)] (noun) মাংস, কাঠ ইত্যাদি টুকরা টুকরা করার ভারী ধারালো অস্ত্র; কাটারি।
- English Word chopper 2 Bengali definition [চপা(র্)] (noun) (কথ্য) হেলিকপটার।
- English Word choppy Bengali definition [চপি] (adjective) (সমুদ্র) ছোট এলোমেলো ঢেউয়ের আকারে প্রবাহিত; (বায়ুপ্রবাহ) ক্রমাগত পরিবর্তনশীল; এলোমেলো।
- English Word chopsticks Bengali definition [চপ্স্টিক্স্] (noun) চীনা ও জাপানিরা যে জোড়াকাঠি দিয়ে মুখে খাবার তোলে।
- English Word chopsuey Bengali definition [চপ্সূয়ি] (noun) [uncountable noun] (চীনা রেস্টুরেন্টে) ভাত, গোটা পেঁয়াজ ইত্যাদি সহযোগে পরিবেশিত খাসি, মুরগি বা গোমাংস।
- English Word choral Bengali definition [কোরাল্] (adjective) বৃন্দগীতি বা বৃন্দগায়কবিষয়ক: a choral service.
- English Word chorale Bengali definition [কারা:ল্] (noun) (সাধারণত গির্জার) বৃন্দগায়ক ও সমবেত উপাসকবৃন্দের সম্মিলিতভাবে গাওয়া সহজ স্তবগান।
- English Word chord Bengali definition [কোড্] (noun) (১) (জ্যামিতি) বৃত্তের পরিধিস্থ দুই বিন্দুর সংযোগকারী সরলরেখা; জ্যা। (২) (সংগীত) ঐকতান সংগীতে একসঙ্গে ধ্বনিত হওয়া তিন বা ততোধিক স্বরের মিশ্রণ। (৩) (বর্তমান বানান cord) (ব্যবচ্ছেদবিদ্যা) নালি: The vocal chords. (৪) বাদ্যযন্ত্রের তার: touch the right chord, (লাক্ষণিক) হৃদয়তন্ত্রীতে ঘা দেওয়া; মনের তারে টোকা দেওয়া।
- English Word chore Bengali definition [চো(র্)] (noun) বিশেষত ঘরের দৈনন্দিন টুকিটাকি কাজ; গৃহস্থালি; অপ্রিয় বা ক্লান্তিকর কাজ।
- English Word choreography Bengali definition [করিয়গ্রাফি America(n) কোরয়গ্রাফি] (noun) ব্যালে-নৃত্যের প্রণয়নকলা। choreographer (noun)
- English Word chorister Bengali definition [করিস্টা(র্) America(n) কোরস্টার্] (noun) (ধর্মীয়) বৃন্দগায়ক।
- English Word chortle Bengali definition [চোট্ল্] (verb intransitive), (noun) উল্লাসধ্বনি (করা); (আনন্দে) খলখল শব্দ (করা)।
- English Word chorus Bengali definition [কোরাস্] (noun) (১) সমবেত সংগীত; বৃন্দগীতি। chorusgirl গীতিনাট্যে অংশ নেওয়া বালিকাদলের সদস্য। (২) (একক কণ্ঠে গাওয়ার পর) গানের যে অংশ সমবেত কণ্ঠে গাওয়া হয়: Shahana sang the solo and we joined in the chorus. (৩) সমস্বরে বলা কথা; সমবেত চিৎকার: We rejected his proposal in a chorus of disapproval. In chorus সমন্বয়ে; সমবেত কণ্ঠে। দ্রষ্টব্য unison. (৪) (প্রাচীন গ্রিকনাটকে) নাটকের অন্তর্গত নর্তক ও গায়কের দল, যারা সমবেতভাবে নেচে ও গেয়ে নাটকের ঘটনাপ্রবাহের ব্যাখ্যা, বিশ্লেষণ ও সারাৎসার দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করত। (৫) যে অভিনেতা নাটকের প্রস্তাবনা ও উপসংহার দর্শক-শ্রোতার উদ্দেশে আবৃত্তি করে। □ (verb transitive) সমবেত কণ্ঠে গাওয়া, বলা ইত্যাদি।
- English Word chose Bengali definition [চোউজ্] choose- এর past tense
- English Word chosen Bengali definition [চোউজন্] choose- এর past participle
- English Word chow Bengali definition [চো:উ] (noun) (১) চীনা কুকুর। (২) (অপশব্দ) খাবার।
- English Word chowk Bengali definition [চক্] (noun) শহরে অবস্থিত খোলা বাজার, যার দুদিক থেকে রাস্তা এসে মিলিত হয়েছে।
- English Word chowkidar Bengali definition [চোউকিদার] (noun) (সাধারণত) রাত্রিকালে কোনো ভবন বা স্থাপনার পাহারায় নিযুক্ত ব্যক্তি।
- English Word chowky Bengali definition [চোউকি] (অপিচ cauki [চোউকি]) (noun) পুলিশফাঁড়ি; পুলিশের থানা, যেখানে যে কেউ গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে।
- English Word Christ Bengali definition [ক্রাইস্ট্] (noun) যিশুকে প্রদত্ত আখ্যা, বর্তমানে যিশুর নামের অংশ বা বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। Christlike (adjective) যিশু সম্পর্কে বা যিশুর মতো; যিশুতুল্য।
- English Word christen Bengali definition [ক্রিস্ন্] (verb transitive) (১) পবিত্র পানিতে সিঞ্চন করে (কাউকে) খ্রিষ্টধর্মে দীক্ষাদান করা; খ্রিষ্টধর্মমতে (কারো) নামকরণ করা। (২) কোনো কিছুর নাম দেওয়া। christening (noun) নামকরণ অনুষ্ঠান।
- English Word Christendom Bengali definition [ক্রিস্ন্ডাম্] (noun) পৃথিবীর যে অংশ খ্রিষ্টধর্মের অনুসারী; খ্রিষ্টানজগৎ।
- English Word christian Bengali definition [ক্রিস্চান্] (adjective) যিশু ও তাঁর প্রবর্তিত শিক্ষাবিষয়ক; এই শিক্ষাকে ভিত্তি করে প্রবর্তিত ধর্ম; ধর্মীয় বিশ্বাস ইত্যাদি বিষয়ক। christian era খ্রিষ্টাব্দ। christian name খ্রিষ্টধর্মে দীক্ষা দানকালে প্রদত্ত নাম। তুলনীয় family name. christian Science আধ্যাত্মিক উপায়ে রোগ নিরাময়ে বিশ্বাসী খ্রিষ্টীয় প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় পদ্ধতি। □ (noun) খ্রিষ্টধর্মাবলম্বী ব্যক্তি; খ্রিষ্টান। Christianity [ক্রিস্টিঅ্যানাটি] (noun) [uncountable noun] খ্রিষ্টধর্ম; খ্রিষ্টীয় চারিত্র।
- English Word christmas Bengali definition [ক্রিস্মাস্] (noun) (অপিচ christmas day) যিশুখ্রিস্টের বার্ষিক জন্মোৎসব, ২৫ ডিসেম্বর; ২৪ ডিসেম্বর শুরু হওয়া সপ্তাহ:(attributive(ly) the christmas holidays. christmasbox (noun) (America(n) –এ নয়) ডাকপিয়ন, ট্রাফিক পুলিশ, দোকান কর্মচারী, প্রভৃতির মতো জনসেবামূলক কাজে নিয়োজিতদেরকে প্রদত্ত ক্রিসমাসের বকশিশ। christmascard ক্রিসমাস উপলক্ষে বন্ধু-পরিজনকে প্রেরিত অভিনন্দন লিপি। Father christmas যিনি শিশুদেরকে ক্রিসমাসের উপহার দেন বলে লোকশ্রুতি আছে (= Santa Claus). christmas tide/time ক্রিসমাস ঋতু। christmas-tree (noun) ক্রিসমাস উপলক্ষে চুমকি, মোমবাতি, উপহারসামগ্রী ইত্যাদি দিয়ে সাজানো ছোট চিরসবুজ গাছ।