C পৃষ্ঠা ১৭
- English Word char 3 Bengali definition [চা:র্)] (noun) [uncountable noun] (British/Britain অপশব্দ) চা: a cup of char.
- English Word character Bengali definition [ক্যারাক্টা(র্)] (noun) (১) [uncountable noun] মানসিক বা নৈতিক গুণাবলির সমন্বিত রূপ; চরিত্র। in/out of character কারো চরিত্রের পরিচয়বাহী কথা, কাজ ইত্যাদির সঙ্গে সঙ্গতি/অসঙ্গতিপূর্ণ। (২) [uncountable noun] নৈতিক শক্তি: a man of character. (৩) [uncountable noun] প্রকৃতি; বৈশিষ্ট্য: the character of village fairs. (৪) [countable noun] সুপরিচিত ব্যক্তি; নাটক, উপন্যাস ইত্যাদিতে বিধৃত চরিত্র; যার স্বভাব আর দশজনের সঙ্গে ঠিক মেলে না; খাপছাড়া লোক: He is quite a character. character actor অস্বাভাবিক বা বাতিকগ্রস্ত চরিত্র রূপায়ণে যিনি পারদর্শী। (৫) [countable noun] (প্রাচীন প্রয়োগ) পরিচয়পত্র (বর্তমানে ব্যবহৃত শব্দ testimonial). (৬) [uncountable noun] খ্যাতি। (৭) [countable noun] লিখন বা মুদ্রণপ্রণালিতে ব্যবহৃত বর্ণ, অক্ষর, চিহ্ন ইত্যাদি: Arabic characters. characteristic [ক্যারাকটারিস্টিক্] (adjective) কারো, কোনো কিছুর চরিত্রের পরিচয়বাহী; বৈশিষ্ট্যময়: with his characteristic sneer. □ (noun) [countable noun] বৈশিষ্ট্য: the characteristics of local market. characteristically [ক্যারাক্টারিস্টিক্লি] (adverb) characterize [ক্যারাক্টার্রাইজ্] (verb transitive) বৈশিষ্ট্য প্রদর্শন করা; বিশিষ্টতা দান করা; বিশেষভাবে চিহ্নিত করা। characterless (adjective) চরিত্রহীন; বিশিষ্টতাহীন; সাদামাটা।
- English Word charade Bengali definition [শারা:ড্ America(n) শারেইড্] (noun) [countable noun] যে খেলায় পর্যায়ক্রমে কোনো শব্দ ও তার প্রতিটি মাত্রার ইঙ্গিতবাহী অভিনয় দেখে দর্শকরা শব্দটি অনুমান করে নেয়, সেই খেলার পর্ববিশেষ; (plural with singular verb) এরূপ খেলা; (লাক্ষণিক) তাৎপর্যহীন কাজ; ভণিতা।
- English Word charcoal Bengali definition [চা:কোউল্] (noun) [uncountable noun] কাঠকয়লা। charcoal-burner (noun) যে ব্যক্তি কাঠকয়লা তৈরি করে; যে উনুনে শুধু কাঠকয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
- English Word chard Bengali definition [চা:ড্] (noun) (প্রায়ই Swiss chard) এক প্রকার বিট, যার পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়।
- English Word charge 1 Bengali definition [চা:জ্] (noun) (১) অভিযোগ, বিশেষত কারো বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ। bring a charge (of something) against somebody (কোনো অপরাধে) কাউকে অভিযুক্ত করা। face a charge (of something) আদালতে (কোনো অভিযোগের) জবাবদিহি করা। lay something to somebody’s charge কারো বিরুদ্ধে কোনো কিছুর অভিযোগ আনা। charge-sheet থানায় রক্ষিত মামলাসংক্রান্ত নথিপত্র। (২) (সৈন্য, বন্য প্রাণী, ফুটবল খেলোয়াড় ইত্যাদির দ্বারা) আকস্মিক, তীব্র, বিদ্যুদ্গতি আক্রমণ। (৩) মূল্য; মাসুল; ভাড়া: hotel charges. charge-account (noun)(America(n) ঋণপত্র। দ্রষ্টব্য credit (১)। (৪) বন্দুকে বা বিস্ফোরণে ব্যবহৃত বারুদের মাত্রা; বিদ্যুৎ সঞ্চায়কযন্ত্রে সঞ্চরণযোগ্য বিদ্যুৎশক্তির মাত্রা: a positive/negative charge. (৫) [countable noun] অর্পিত কাজ; কারো তত্ত্বাবধানে অর্পিত ব্যক্তি বা বস্তু; [uncountable noun] দায়িত্ব; আস্থা: The patient is in the charge of Dr Haq. Put somebody/be in charge (of) (কারো, কোনো কিছুর) দায়িত্বপ্রাপ্ত হওয়া: Selina was (put) in charge of the kitchen. Put somebody/be in somebody’s charge কারো তত্ত্বাবধানে অর্পণ করা বা অর্পিত হওয়া: The kitchen was put in Selina’s charge. give somebody in charge কাউকে পুলিশে দেওয়া। take charge of দায়িত্ব গ্রহণ করা। (৬) নির্দেশাবলি: the officer’s charge to his assistant.
- English Word charge 2 Bengali definition [চা:জ্] (verb transitive), (verb intransitive) (১) charge somebody (with) কাউকে (কোনো কিছুর জন্য) অভিযুক্ত করা; কারো বিরুদ্ধে (কোনো কিছুর) অভিযোগ উত্থাপন করা: He was charged with theft. অকস্মাৎ তীব্রভাবে আক্রমণ করা; ছুটে গিয়ে আক্রমণ করা: We charged the enemy. (৩) charge (for) দাম/ভাড়া চাওয়া: The vendor charged (me) ten taka (for the silver-ware). (৪) charge to, charge up, charge upto বাকির খাতায় লেখা: The restaurant charged me taka 500 for the food. charge the room to the companies account. (৫) (বন্দুকে) গুলি ভরা; বিদ্যুৎশক্তি সঞ্চারণ করা। (৬) charge with দায়িত্ব দেওয়া, কারো দায়িত্বে অর্পণ করা; The committee was charged with investigating the affair matter. (৭) (বিশেষত বিচারক বা ক্ষমতাধিকারী ব্যক্তি-কর্তৃক) আদেশ বা নির্দেষ দেওয়া।
- English Word chargé d affaires Bengali definition [শা:জেই ড্যাফেআ(র্)] (noun) যে কর্মকর্তা রাষ্ট্রদূত বা মন্ত্রীর অবর্তমানে তাঁর স্থান গ্রহণ করেন।
- English Word chargeable Bengali definition [চা:জাব্ল্] (adjective) (১) অভিযুক্ত হতে পারে এমন; অভিযোগ্য। (২) chargeable on/to (বাণিজ্য) বকেয়া হিসেবে ধার্য বা যুক্ত হতে পারে এমন: sums chargeable to one’s account; costs of repairs chargeable on the tenant.
- English Word chariot Bengali definition [চ্যারিআট্] (noun) রথ। charioteer [চ্যারিআটিআ(র্)] (noun) সারথি; রথী।
- English Word charisma Bengali definition [কারিজ্মা] (noun) (১) (ধর্মতত্ত্ব) ঐশ্বরিক করুণা; আধ্যাত্মিক শক্তি, সৌন্দর্য বা মহিমা। (২) ভক্তি ও উৎসাহ সঞ্চারের ক্ষমতা। charismatic [ক্যারিজ্ম্যাটিক্](adjective)
- English Word charitable Bengali definition [চ্যারিটাব্ল্] (adjective) পরহিতকর; পরোপকারী; দয়া বা দাক্ষিণ্যময়: a charitable institution, দাতব্য প্রতিষ্ঠান। charitably [চ্যারিটাব্লি](adverb)
- English Word charity Bengali definition [চ্যারাটি] (noun) (১) [uncountable noun] সদয়তা; পরজনপ্রীতি; পরহিত; বদান্যতা: charity begins at home (প্রবাদ)। (২) দরিদ্র-সেবা; দান। live on/off charity অপরের দয়ায় বেঁচে থাকা। (৩) [countable noun] দাতব্য প্রতিষ্ঠান: He subscribes liberally to charities (to charitable institutions).
- English Word charivari Bengali definition [শা:রিভা:রি America(n) শিভারী] (noun) [uncountable noun] শোরগোল; হট্টগোল।
- English Word charlady Bengali definition [চা:লেইডি] (noun) ঠিকা ঝি। দ্রষ্টব্য char 2.
- English Word charlatan Bengali definition [শা:লাটান্] (noun) যে ব্যক্তি স্বীয় মাত্রার অতিরিক্ত দক্ষতা, জ্ঞান বা সক্ষমতার ভণিতা করে; বিশেষত হাতুড়ে বৈদ্য বা ডাক্তার।
- English Word charlock Bengali definition [চা:লক্] (noun) বুনো রাইসরিষা; হলুদ ফুলবিশিষ্ট বুনো লতাবিশেষ।
- English Word charm Bengali definition [চা:ম্] (noun) (১) [uncountable noun] আকর্ষণীয়তা; মনোহারিতা; [countable noun] প্রীতিকর গুণ বা বৈশিষ্ট্য। (২) [countable noun] জাদু বা মায়া; জাদুমন্ত্র: under a charm জাদুগ্রস্ত; মন্ত্রমুগ্ধ। work like a charm জাদুমন্ত্রের মতো কাজ করা; সম্পূর্ণ ফলপ্রসূ করা, সম্পূর্ণ ফলপ্রসূ হওয়া। (verb transitive),(verb intransitive) (১) আকৃষ্ট করা; মুগ্ধ করা, আনন্দ দেওয়া: The beauty of the land charmed us. (২) মায়াজাল বিস্তার করা; সম্মোহিত করা; জাদুবলে প্রভাবিত বা রক্ষা করা: He led a charmed life, সে জাদুর গুণে বিপদ মুক্ত জীবনযাপন করেছে। The music charmed away my sorrow. সংগীত যেন জাদুবলে দুঃখ ভুলিয়ে দিল। charming মনোমুগ্ধকর; আনন্দদায়ক। charmingly (adverb) charmer (noun) (সাধারণত কৌতুক) মায়াবী তরুণ বা মায়াবী তরুণ। snake charmer (noun) জাদুবলে সর্পবশে সক্ষম ব্যক্তি; ওঝা।
- English Word charnel house Bengali definition [চা:ন্ল্ হাউস্] (noun) মানুষের শব বা অস্থি সংরক্ষণের স্থান।
- English Word chart Bengali definition [চা:ট্] (noun) (১) নাবিকদের ব্যবহৃত সমুদ্রের মানচিত্র। (২) (আবহাওয়া, দ্রব্যমূল্য, ব্যবসা পরিস্থিতি ইত্যাদি বিষয়ে) তথ্যজ্ঞাপক, রেখাচিত্র: a weather chart. (verb transitive) কোনো কিছুর মানচিত্র/রেখাচিত্র তৈরি করা; মানচিত্রের/রেখাচিত্রের সাহায্যে (কোনো কিছু) দেখানো।
- English Word charter Bengali definition [চা:টা(র্)] (noun) (১) শাসক বা সরকার কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতিসংক্রান্ত (লিখিত বা মুদ্রিত) সনদপত্র; সরকারি সনদ; ফরমান। (২) (বিমান, জাহাজ ইত্যাদির) চুক্তিভিত্তিক নিয়োগ: a charterflight. (verb transitive) (১) সনদ প্রদান করা, সুবিধা দান করা। chartered accountant (British/Britain) রাজকীয় সনদপ্রাপ্ত। Institute of Accountants- এর সদস্য। (২) জাহাজ, বিমান ইত্যাদি চুত্তিতে ভাড়া করা বা নিয়োগ করা: a chartered ship. charterparty (noun) (বাণিজ্য) জাহাজের ব্যবহার সম্পর্কে জাহাজ-মালিক ও বণিকের মধ্যে সম্পাদিত চুক্তি।
- English Word charticle Bengali definition [চা:টিক্ল্](noun)('chart' আর 'article' মিলে তৈরি) [countable noun] বাড়তি তথ্য দেয়ার লক্ষ্যে রেখাচিত্র, সংক্ষিপ্ত পাঠ, ছবি আর গ্রাফিক্স দিয়ে তৈরি সংবাদবিষয়ক নিবন্ধ: She pushed the charticle not only as a replacement for boring, info-heavy narratives, but also as companions to in-depth pieces.
- English Word Chartism Bengali definition [চা:টিজাম্](noun) উনিশ শতকের প্রথমার্ধে সমাজ ও শিল্প সংস্কারের দাবিতে সংঘটিত শ্রমিক আন্দোলন। Chartist [চা:টিজাম্ইস্ট্] (noun)
- English Word chartreuse Bengali definition [শা:ট্রোজ্ America(n) শা:ট্রুজ্] (noun) ফরাসি মঠবাসী ভিক্ষুদের তৈরি এক প্রকার মদ।
- English Word charwoman Bengali definition [চা:উঅমান্] (noun) দ্রষ্টব্য char 2.
- English Word chary Bengali definition [চেআরি] (adjective) chary (of) সতর্ক; সাবধানী; হিসাবি: chary of lending books. charily (adverb)
- English Word Charybdis Bengali definition [কারিব্ডিস্] (noun) দ্রষ্টব্য Scylla.
- English Word chase 1 Bengali definition [চেইস্] (verb transitive), (verb intransitive) (১) chase (after) তাড়া করা; ধাওয়া করা। (২) (কথ্য) তাড়াতাড়ি করা; (কারো, কোনো কিছুর পিছনে) ছোটা: The children chased after the magician. (noun) ধাওয়া। give chase (to) পিছনে ছোটা; পশ্চাদ্ধাবন করা। in chase of somebody/something কারো/কোনো কিছুর পিছনে ধাওয়া করে। (go on) a wild goose chase অর্থহীন অভিযান, অনুসন্ধান ইত্যাদিতে নেমে পড়া। chaser (noun) (যৌগিক শব্দে) যে ব্যক্তি বা বস্তু ধাওয়া করে; পশ্চাদ্ধাবক; (কথ্য) কড়া পানীয়ের পর গ্রহণ করা হালকা পানীয়: whisky with beer chasers.
- English Word chase 2 Bengali definition [চেইস্] (verb intransitive) (ধাতু বা অন্য কোনো কঠিন পদার্থের উপর) নকশা খোদাই করা: chasebronze.
- English Word chasm Bengali definition [ক্যাজাম্] (noun) গভীর ফাটল; খাদ; গহ্বর; (লাক্ষণিক) (ব্যক্তি, গোষ্ঠী, জাতি ইত্যাদির ভিতর বিদ্যমান অনুভূতি বা স্বার্থের) দুস্তর ব্যবধান।