C পৃষ্ঠা ১৯
- English Word cheery Bengali definition [চিআরি] (adjective) (cheerier, cheeriest) প্রাণবন্ত; উজ্জীবক; নম্র; প্রফুল্ল; হাসিখুশি। cheerily [চিআরালি] (adverb)
- English Word cheese Bengali definition [চীজ্] (noun) [uncountable noun] পনির। [countable noun] মোড়কে জড়ানো পনির-বল। cheesecake (noun) (ক) পনিরের পুর-দেওয়া পিঠা। (খ) (অপশব্দ) (আলোকচিত্র, বিজ্ঞাপন ইত্যাদিতে) সুঠাম নারীদেহের প্রদর্শনী। cheese-cloth (noun) পনির বাঁধার জালিকাপড়; জামা ইত্যাদি তৈরির জন্য এ জাতীয় জালিকাপড়। cheese-paring (adjective) টাকাকড়ি খরচের ব্যাপারে মাত্রাতিরিক্ত সতর্কতা; ব্যয়কুণ্ঠা। cheesed off (British/Britain অনানুষ্ঠানিক) রাগান্বিত বা বিরক্ত হওয়া: I was really cheesed off when he didn’t turn up.
- English Word cheetah Bengali definition [চীতা] (noun) চিতাবাঘ।
- English Word chef Bengali definition [শেফ্] (noun) হোটেল, রেস্তোরাঁ ইত্যাদির প্রধান বাবুর্চি।
- English Word chef-d' oeuvre Bengali definition [শেইড়াভ্রা] (noun) (ফরাসি) (কারো) শ্রেষ্ঠ কীর্তি; শ্রেষ্ঠ অবদান।
- English Word chemical Bengali definition [কেমিক্ল্] (adjective) রাসায়নিক; রাসায়নিক প্রক্রিয়াজাত: chemical warfare যে যুদ্ধে বিষাক্ত গ্যাস, বিষাক্ত ধোঁয়া, আগুনে বোমা ইত্যাদি ব্যবহৃত হয়। □ (noun) (সাধারণত plural) রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহৃত পদার্থ। chemically [কেমিক্লি] (adverb)
- English Word chemise Bengali definition [শামীজ্] (noun) মহিলাদের লম্বা, ঢিলা অন্তর্বাসবিশেষ; শেমিজ।
- English Word chemist Bengali definition [কেমিস্ট্] (noun) [uncountable noun] (১) রসায়নবিদ। (২) (America(n)= druggist) ঔষধপত্রাদি প্রস্তুতকারক ও বিক্রেতা: a chemist‘s shop, ঔষধালয়।
- English Word chemistry Bengali definition [কেমিস্ট্রি] (noun) [uncountable noun] রসায়নবিদ্যা।
- English Word chemotherapy Bengali definition [কেমোউথেরাপি] (noun) রোগজীবাণুনাশক ওষুধ প্রয়োগে রোগচিকিৎসা।
- English Word chenille Bengali definition [শানীল্] (noun) পোশাক ও আসবাবের সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত মখমলের দড়ি; মখমল তন্তু; এরূপ তন্তু দ্বারা প্রস্তুত বস্ত্র।
- English Word cheque Bengali definition [চেক্] (noun) (America(n)= check) ব্যাংক থেকে টাকা তোলার নির্দেশপত্র; ব্যাংকের চেক। cheque-book (noun) চেক-বই। chequecard= banker’s card. দ্রষ্টব্য bank 4.
- English Word chequer Bengali definition [চেকা(র্)] (verb transitive) (America(n)= checker) (সাধারণত passive) বিচিত্র বর্ণের চৌখুপি নকশা দ্বারা চিহ্নিত বা শোভিত করা; (লাক্ষণিক) ভাগ্যের বিচিত্র উত্থানপতন দ্বারা বিধৃত করা বা বিধৃত হওয়া: a chequered life.
- English Word cherish Bengali definition [চেরিশ্] (verb transitive) (১) সযত্নে লালন করা। (২) (আশা, আকাঙ্ক্ষা) হৃদয়ে পোষণ করা: Don’t cherish the illusion that your father will always pay your debts.
- English Word cheroot Bengali definition [শারূট্] (noun) চুরুট।
- English Word cherry Bengali definition [চেরি] (noun) [countable noun] জাম জাতীয় ফলের গাছ; [uncountable noun] এই গাছের কাঠ। (adjective) রক্তিম; লাল: cherry lips.
- English Word cherub Bengali definition [চেরাব্] (noun) (১) অনিন্দ্যসুন্দর শিশু; (শিল্পকলায়) এরূপ ডানাযুক্ত শিশু: What a little cherub! (২) (plural cherubim [চেরাবিম্]) (বাইবেলি) দ্বিতীয় সারির দেবদূত। দ্রষ্টব্য seraph. cherubic [চিরূবিক্] (adjective) (বিশেষত) মধুর ও নিষ্পাপদর্শন; স্বর্গীয়; চন্দ্রমুখ; নধরকান্তি।
- English Word chess Bengali definition [চেস্] (noun) [uncountable noun] দাবা খেলা। chess-man [চেস্ম্যান্] (noun) দাবার ঘুঁটি। chess board [চেস্বোড্] (noun) দাবার ছককাটা বোর্ড।
- English Word chest Bengali definition [চেস্ট্] (noun) (১) সিন্দুক। chest of drawers দেরাজওয়ালা আলমারি বা টেবিল। (২) (ব্যবচ্ছেদবিদ্যা) বক্ষদেশ; বুক। get something off one’s chest (কথ্য) চেপে-রাখা কথা বলে হালকা হওয়া। hold/keep one’s cards close to one’s/the chest কথা চেপে রাখা বা গোপন করা। (৩) (America(n)) গণপ্রতিষ্ঠানের কোষাগার; the community chest.
- English Word chesterfield Bengali definition [চেস্টাফীল্ড্] (noun) গদি-আঁটা সোফা।
- English Word chestnut Bengali definition [চেস্নাট্] (noun) (১) [countable noun, uncountable noun] একপ্রকার বাদাম; বাদামগাছবিশেষ; এই গাছের কাঠ। (২) বাদামি রং। (৩) বাদামি রঙের ঘোড়া। (৪) (কথ্য.) অতি-পুরানো বা অতি-পরিচিত গল্প বা ঠাট্টা-তামাশা।
- English Word cheval glass Bengali definition [শাভ্যাল্ গ্লা:স্ America(n) শাভ্যাল্গ্ল্যাস্] খাড়া দণ্ডের সঙ্গে যুক্ত কাত বা সোজা করা যায় এমন পূর্ণদৈর্ঘ্য আয়না।
- English Word chevron Bengali definition [শেভরান্] (noun) সৈনিক, পুলিশ ইত্যাদির পোশাকের হাতায় আঁটা V-আকারের পদমর্যাদাসূচক ফিতা।
- English Word chew Bengali definition [চূ] (verb transitive), (verb intransitive) চিবানো। chewing-gum (noun) [uncountable noun] ক্রমাগত চিবাতে হয় এমন লজেন্স। chew something over; chew (up) on something (কথ্য) (কোনো কিছু নিয়ে) মাথা ঘামানো। chew the fat/ rag (অনানুষ্ঠানিক) বিভিন্ন বিষয় নিয়ে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা। (noun) চর্বণ; চর্বিতব্য বস্তু: a chew of tobacco, খইনি।
- English Word Chianti Bengali definition [কিঅ্যান্টি] (noun) [uncountable noun] ইতালীয় মদবিশেষ।
- English Word chiaroscuro Bengali definition [কিআ:রাস্কুআরোউ] (noun) (বিশেষত চিত্রাঙ্কনে) আলো আঁধারের সম্পাত।
- English Word chic Bengali definition [শীক্] (noun) [uncountable noun] (বেশভূষায়) মার্জিত ধরন বা শৈলী। (adjective) শৈলীময়।
- English Word chicanery Bengali definition [শিকেইনারি] (noun) [uncountable noun] প্রতারণা; বৈধ চাতুরী; এর ব্যবহার; [countable noun] চোরা যুক্তি।
- English Word chichi Bengali definition [শীশী] (adjective) (কথ্য) দাম্ভিক; ধৃষ্ট; ভণিতাপূর্ণ; ঠাঁটসর্বস্ব; অমার্জিত।
- English Word chick Bengali definition [চিক্] (noun) (১) পাখির (বিশেষত হাঁসমুরগির) ছানা। chickpea (noun) [countable noun] এক জাতের ভোজ্য হলুদ মটরদানা; এই দানাবহনকারী উদ্ভিদ। chickweed (noun) [uncountable noun] ছোট আগাছা, যার পাতা ও বীজ পাখিরা খায়। (২) ছোট শিশু; খোকা বা খুকু (অপশব্দ) মেয়ে।