C পৃষ্ঠা ১৫
- English Word certitude Bengali definition [সাটিটিউড্ America(n) সাটিটূড্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) নিশ্চয়তা।
- English Word cerulean Bengali definition [সিরূলিআন্] (adjective) (আনুষ্ঠানিক) আকাশনীল।
- English Word cervix Bengali definition [সাভিক্স্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) গর্ভাশয়ের সংকীর্ণ অংশ। দ্রষ্টব্য reproduce. cervical [সাভাইক্ল্ America(n) সাভিক্ল্] (adjective) গর্ভাশয়ের উক্ত অংশসম্পর্কিত।
- English Word Cesarean Bengali definition = Caesarean.
- English Word cessation Bengali definition [সেসেইশ্ন্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) ক্ষান্তি; বিরতি: cessation of hostilities.
- English Word cession Bengali definition [সেশ্ন্] (noun) [uncountable noun] (চুক্তি মোতাবেক জমি, অধিকার ইত্যাদি) পরিত্যাগ বা সমর্পণ; [countable noun] সমর্পিত বস্তু।
- English Word cesspit Bengali definition [সেস্পিট্], cesspool [সেসপুল্] (noun) নর্দমার নাংরা পানি ধারণ করার জন্য আচ্ছাদিত গর্ত, খানা, কুয়া বা ভূগর্ভস্থ মলাধার; (লাক্ষণিক) নোংরা স্থান।
- English Word chaf-finch Bengali definition [চ্যাফিন্চ্] (noun) ছোট জাতের ইউরোপীয় গায়ক-পাখি।
- English Word chafe Bengali definition [চেইফ্] (verb intransitive), (verb transitive) (১) (গায়ের চামড়া, হাত) ঘষে গরম করা। (২) বসে বসে কর্কশ বা ক্ষত করা বা হওয়া। (৩) chafe at/under (কোনো কারণে) অসহ্য বা বিরক্ত বোধ করা: chafe at the delay; chafe under restraints. □ (noun) চামড়ার উপর ঘষে-যাওয়া স্থান।
- English Word chaff 1 Bengali definition [চা:ফ্ America(n) চ্যাফ্] (noun) [uncountable noun] (১) শস্যদানার বা বহিরাবরণ; খোসা; তুষ; ভুসি। গবাদি পশুর খাদ্য হিসেবে কাটা খড়। (verb transitive) (খড়) কাটা।
- English Word chaff 2 Bengali definition [চা:ফ্ America(n) চ্যাফ্] (noun) [uncountable noun] হাস্য-পরিহাস; তামাশা; ইয়ারকি। (verb transitive) ঠাট্টা করা; তামাশা করা।
- English Word chafing dish Bengali definition [চেইফিঙ্ ডিশ্] (noun) রান্না করার বা খাবার গরম রাখতে তলায় চুল্লিযুক্ত পাত্রবিশেষ।
- English Word chagrin Bengali definition [শ্যাগ্রিন্ America(n) শাগ্রীন্] (noun) [uncountable noun] (ব্যর্থতা, ভুল ইত্যাদির কারণে) হতাশা বা বিরক্তিবোধ। (verb transitive) (সাধারণত passive) বিরক্ত বা হতাশাগ্রস্ত করা।
- English Word chain Bengali definition [চেইন্] (noun) (১) শৃঙ্খল; শিকল; অলংকারবিশেষ (যথা গলার হার); বন্দিদের জন্য ব্যবহৃত লোহার বেড়ি; নিগড়। (plural) in chains বন্দিদশা, শৃঙ্খলিত অবস্থা। (২) পরস্পর সংযুক্ত বা গ্রন্থিত বস্তু। ঘটনা ইত্যাদি; a chain of mountains/events. (৩) (৬৬ ফুট পরিমিত ) দৈর্ঘ্যের মাপবিশেষ। (৪) (যৌগিক শব্দে) chain-armour/ chain-mail ধাতব শৃঙ্খলনির্মিত বর্মবিশেষ। দ্রষ্টব্য armour. chain-gang (noun) কারাগারের বাইরে কর্মরত একত্রে শৃঙ্খলিত কয়েদি দল। chainletter (noun) যে চিঠির প্রাপককে ঐ চিঠির একাধিক কপি করে অন্যদের পাঠাতে বলা হয়, যাতে উদ্দিষ্ট অন্য প্রাপকদের প্রত্যেকেই অনুরূপ প্রক্রিয়া অবলম্বন করে। chainreaction (সাধারণত পারমাণবিক চুল্লিতে) নিউট্রন দ্বারা আঘাত করার মাধ্যমে ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস ভেঙে যাওয়ার পরম্পরাগত ক্রমবৃদ্ধিমূলক প্রক্রিয়া (যেমন আণবিক বোমার ক্ষেত্রে)। chainsaw (noun) ঘূর্ণ্যমান শেকলের উপর ধারালো দাঁত বসানো শক্তিচালিত করাত। chain-smoker (noun) যে ব্যক্তি একটার পর একটা সিগারেট খায়। chainstitch (noun) এক প্রকার সেলাই যাতে প্রতিটি ফোঁড় একেকটি ফাঁস তৈরি করে যার ভেতর দিয়ে পরের ফোঁড়টি দিতে হয়; শিকলফোঁড়। chainstore (noun) একই মালিকানায় একজাতীয় বহুসংখ্যক বিপণির মধ্যে একটি। □ (verb transitive) শিকল দিয়ে বাঁধা।
- English Word chair Bengali definition [চেআ(র্)] (noun) (১) কেদারা; চেয়ার। chair-lift (noun) পর্বতের ঢালুদেশে ওঠানামা করার জন্য চেয়ার-বাঁধা ঝুলন্ত দড়ির পথ। তুলনীয় ski-lift. (২) the chair সভাপতির আসন বা দফতর। be in/take the chair সভাপতিত্ব করা। leave the chair সভার কাজ শেষ করা। (৩) অধ্যাপকের পদ: the chair of Poetry. □ (verb transitive) (১) চেয়ারে বসানো; বিজয়ীকে চেয়ারে বসিয়ে বহন করে নিয়ে যাওয়া। (২) সভাপতিত্ব করা। chairman [চেআর্মান্] (noun) সভাপতি; কোম্পানি বা কমিটির সভাপতি।
- English Word chaise Bengali definition [শেইজ্] (noun) (এককালে) প্রমোদভ্রমণে ব্যবহৃত দুই বা চার চাকাবিশিষ্ট ঘোড়ার টানা নিচু গাড়ি। chaiselong [শেইজ্লঙ্ America(n) শেইজ্লোঙ্] (ফরাসি) শোয়ার জন্য ব্যবহৃত এক হাতলবিশিষ্ট নিচু, লম্বা চেয়ারবিশেষ।
- English Word Chakma Bengali definition [চাকমা:] (noun) (ক) বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও পূর্বভারতের পার্বত্য অঞ্চলে বসবাসরত পার্বত্য জাতিবিশেষ; চাকমা। (খ) [countable noun] উক্ত পার্বত্য জাতির যেকোনো সদস্য।
- English Word Chakra Bengali definition [চক্রো] (noun) (১) থালার আকৃতিবিশিষ্ট হিন্দু দেবতাদের অস্ত্রবিশেষ: Shudarshan Chakra, বিষ্ণুর হাতে শোভিত সুদর্শন চক্র। (২) হিন্দু যোগশাস্ত্রে উল্লেখিত মানবদেহে কল্পিত আধ্যাত্মিক শক্তিকেন্দ্রসমূহের যেকোনো একটি: Kulakundalini Chakra, কুলকুণ্ডুলিনী চক্র। (৩) সাহসিকতার জন্য প্রদত্ত ভারতীয় পদক; চক্র: Vir Chakra, Paramvir Chakra, MahaVir Chakra. বীর চক্র, পরমবীর চক্র, মহাবীর চক্র। (noun) Ashoka Chakra.
- English Word chalet Bengali definition [শ্যালেই] (noun) সুইজারল্যান্ডের পার্বত্যাঞ্চলে নির্মিত দাওয়ায় নেমে আসা খাড়া চালার কাঠের কুটির; একই রীতির গ্রীষ্মকুটির; অবকাশযাপন কেন্দ্রের ছোট কুটির।
- English Word chalice Bengali definition [চ্যালিস্] (noun) (বিশেষত) খ্রিষ্টীয় পর্ববিশেষে ব্যবহৃত পানপাত্র।
- English Word chalk Bengali definition [চোক্] (noun) (১) [uncountable noun] চুনাপাথর। chalkpit (noun) চুনাপাথরের খনি। (২) [countable noun, uncountable noun] চুনাপাথর বা এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি লেখা ও আঁকার খড়ি। দ্রষ্টব্য blackboard. (৩) as different as chalk and cheese; as like as chalk (is) to cheese প্রকৃতিগতভাবে ভিন্ন। by a long chalk ঢের ঢের বেশি। (verb transitive) চকখড়ি দিয়ে লেখা, আঁকা, দাগ দেওয়া; চকখড়ি দিয়ে সাদা করা। chalk something up বিবরণ লিপিবদ্ধ করা। chalkout পরিকল্পনা বা ছক তৈরি করা। chalky (adjective) চুনাপাথরবিষয়ক; চুনাপাথরসংবলিত; চুনাপাথরজাতীয়।
- English Word challenge Bengali definition [চ্যালিন্জ্] (noun) (১) শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বযুদ্ধ ইত্যাদিতে আহ্বান। (২) কাউকে থামতে বলে পরিচয় দেওয়ার জন্য প্রহরী কর্তৃক উচ্চারিত নির্দেশ। □ (verb transitive) challenge (to) শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বযুদ্ধ ইত্যাদিতে আহ্বান করা; (বক্তব্য ইত্যাদির সমর্থনে) তথ্য উপস্থাপন করতে বলা। challenger (noun) দ্বন্দ্বযুদ্ধ, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদিতে আহ্বানকারী ব্যক্তি।
- English Word chamber Bengali definition [চেইম্বা(র্)] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) ঘর; কক্ষ; বিশেষত শোবার ঘর। chamber of horrors যেখানে ভয়ঙ্কর বস্তুর প্রদর্শনী হয়। chambermaid (বর্তমানে প্রধানত হোটেল ইত্যাদির) শয়নকক্ষের পরিচারিকা। chambermusic স্বল্পসংখ্যক বাদকের জন্য যন্ত্রসংগীত। chamber-pot শয়নকক্ষে ব্যবহৃত মূত্রাধার। (২) (plural) আদালতে প্রেরণীয় নয় এমন মামলার জন্য ব্যবহৃত বিচারকের কক্ষ, (America(n) ব্যতিরেকে) বসবাসের জন্য বা দপ্তর হিসেবে ব্যবহারের জন্য বৃহৎ ভবনের কামরাগুচ্ছ। (৩) প্রায়ই Upper Chamber (উচ্চকক্ষ বা পরিষদ) ও Lower Chamber (নিম্নকক্ষ বা পরিষদ) নামে পরিচিত আইনপ্রণেতাবর্গ (যথা, আমেরিকার সিনেট ও প্রতিনিধি পরিষদ) বা এদের ব্যবহৃত হলঘর। (৪) (বিশেষত বিলেতের Inns of Court- এ অবস্থিত) আইনজীবীদের দপ্তর। (৫) ব্যবসা উপলক্ষে সংগঠিত ব্যক্তিবর্গ: chamber of Commerce. (৬) প্রাণীদেহের বা বৃক্ষগাত্রের অভ্যন্তরে পরিবেষ্টিত স্থান: chamber of the heart.
- English Word chamberlain Bengali definition [চেইম্বালিন্] (noun) (প্রাচীন প্রয়োগ) রাজসংসারের ব্যবস্থাপনায় নিয়োজিত কর্তাব্যক্তি; প্রাসাদ সরকার।
- English Word chameleon Bengali definition [কামীলিআন্] (noun) নিজ রং পাল্টাতে সক্ষম গিরগিটি; ভোল পাল্টাতে সক্ষম ব্যক্তি; বহুরূপী।
- English Word chammy-leather Bengali definition [শ্যামি লেদা(র্)] (noun) শ্যামোয়ার চামড়া।
- English Word chamois Bengali definition [শ্যামোআ: America(n) শ্যামি] (noun) ইউরোপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার উঁচু পর্বতমালায় বিচরণকারী ক্ষুদ্র ছাগসদৃশ প্রাণী; কৃষ্ণসার হরিণ।
- English Word chamomile Bengali definition (noun) (America(n))= camomile
- English Word champ 1 Bengali definition [চ্যাম্প্] (verb transitive), (verb intransitive) (১) (ঘোড়া সম্বন্ধে) সশব্দে চিবানো। (২) (লাক্ষণিক) অসহিষ্ণুতা দেখানো; champ with rage.
- English Word champ 2 Bengali definition [চ্যাম্প্] (noun) champion (২)- এর কথ্য সংক্ষেপ।