C পৃষ্ঠা ১৪
- English Word centaur Bengali definition [সেন্টোর্] (noun) (গ্রিকপুরাণ) কল্পিত জীব, যার দেহের অর্ধভাগ মানুষের মতো এবং অর্ধভাগ ঘোড়ার মতো। দ্রষ্টব্য Minotaur.
- English Word centenarian Bengali definition [সেন্টিনেআরিআন্] (adjective) (যে ব্যক্তির বয়স) শত বা ততোধিক বছর; শতায়ু।
- English Word centenary Bengali definition [সেনটীনারি America(n) সেনটানেরি] (adjective), (noun) শতবার্ষিক; শতবার্ষিক উৎসব; শতবার্ষিকী।
- English Word center Bengali definition [সেন্টা(র্)](noun)(America(n)= centre
- English Word centi Bengali definition [সেন্টি] (prefix) শতাংশ। দ্রষ্টব্য পরি. ৫।
- English Word centigrade Bengali definition [সেন্টিগ্রেইড্] (adjective) যে তাপমাত্রায় পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের তাপমাত্রিক ব্যবধান একশ ডিগ্রিতে বিভক্ত; শত ডিগ্রিবিশিষ্ট। দ্রষ্টব্য Fahrenheit এবং পরি. ৫।
- English Word centime Bengali definition [সন্টীম্] (noun) ফরাসি বা সুইচ ফ্রাংকের শতাংশ।
- English Word centipede Bengali definition [সেন্টিপীড্] (noun) (বিছা, কেন্নো, কেঁচো প্রভৃতি) বহু গ্রন্থি ও পদবিশিষ্ট ক্ষুদ্র প্রাণী।
- English Word central Bengali definition [সেনট্রাল্] (adjective) (১) কেন্দ্রীয়; কেন্দ্রী। central heating কোনো কেন্দ্রীয় উৎস থেকে পাইপবাহিত বাষ্প, গরম বাতাস বা গরম পানির সাহায্যে ভবন গরম রাখার ব্যবস্থা। central processor, central processing unit (কম্পিউটার) কম্পিউটারের যে অংশ যন্ত্রের গাণিতিক ও যৌক্তিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং গৃহীত কার্যক্রমের নির্দেশাবলি বহন করে। (২) প্রধান; সবচেয়ে গুরুত্বপূর্ণ: the central idea of a poem. the central government (noun) কেন্দ্রীয় সরকার। □ (noun) (America(n)) টেলিফোন এক্সচেঞ্জ। centraly [সেন্ট্রালি] (adverb)
- English Word centralize Bengali definition [সেন্ট্রালাইজ্] (verb transitive), (verb intransitive) কেন্দ্রীভূত করা; কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন করা বা হওয়া। centralization (noun) [সেন্ট্রালাইজেইশ্ন্ America(n) [সেন্ট্রালিইজেইশ্ন্] (noun)
- English Word centre Bengali definition (America(n)= center) [সেন্টা(র্)] (noun) (১) কেন্দ্রবিন্দু; কেন্দ্র। দ্রষ্টব্য circle. centre of gravity বস্তুর যে বিন্দুতে যেকোনো অবস্থানে ওজনের ভারসাম্য বজায় থাকে। centre-bit কাঠ ছিদ্র করার হাতিয়ার। দ্রষ্টব্য brace. centre-board পালের নৌকায় ব্যবহৃত তক্তা বা পাটাতন- নৌকার তলিতে নির্মিত খাঁজের সাহায্যে এই পাটাতন, উঁচু বা নিচু করা যায়, যাতে বাতাসের অনুকূলে নৌকা ভেসে না-যায়। centre-piece টেবিল বা সিলিঙের মধ্যভাগে সাজিয়ে রাখার শৌখিন সামগ্রী; (লাক্ষণিক) সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় অংশ। (২) কর্মচঞ্চল স্থান; বিশেষত যেখানে পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা আকৃষ্ট হয় বা যেখান থেকে লোকেরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে: a centre of learning. (৩) কৌতূহল, মনোযোগ ইত্যাদি আকর্ষণকারী ব্যক্তি বা বস্তু: She loves to be the centre of interest. (৪) যে বা যা মধ্যবর্তী অবস্থান নেয়, যেমন রাজনীতিতে মধ্যপন্থী ব্যক্তি। □ (verb transitive), (verb intransitive) কেন্দ্রে স্থাপন করা; কেন্দ্রভূত বা কেন্দ্রবর্তী হওয়া; কেন্দ্রে অবস্থান করা। centre on/upon আবর্তিত হওয়া; My thoughts centred on/upon just one problem.
- English Word centrifugal Bengali definition [সেন্ট্রিফিউগ্ল্] (adjective) কেন্দ্র থেকে অপসরণশীল; কেন্দ্রাতিগ; বহির্মুখ: centrifugal force, যে শক্তির গুণে কেন্দ্রপ্রদক্ষিণকারী বস্তু কেন্দ্র থেকে সরে যাওয়ার প্রবণতা লাভ করে; বহির্মুখ বা কেন্দ্রাতিগ শক্তি। centrifuge [সেন্ট্রিফিউজ্] (noun) (বলবিদ্যা):centrifugal machine, তরল পদার্থে বস্তুকণিকাকে ঘূর্ণনগতির দ্বারা পরস্পর থেকে পৃথকের কাজে ব্যবহৃত যন্ত্র।
- English Word centripetal Bengali definition [সেন্ট্রিপিট্ল্] (adjective) কেন্দ্রাভিমুখ; অভিকেন্দ্র।
- English Word centurion Bengali definition [সেন্টিউআরিআন্ America(n) সেন্টুআরিআন্] (noun) (প্রাচীন রোমে) একশ সদস্যবিশিষ্ট সেনাদলের নেতা।
- English Word century Bengali definition [সেন্চারি] (noun) [countable noun] (১) শতবর্ষ; শতাব্দী। (২) যিশুখ্রিস্টের জন্মের আগের বা পরের যেকোনো শতবর্ষকাল বা শতাব্দী: the 20th century AD 1 90 1- 2000 (খ্রিষ্ট-উত্তর ১৯০১-২০০০ বর্ষপর্ব)। (৩) (ক্রিকেট) এক ইনিংসে ব্যাটসম্যানের সংগৃহীত শতরান।
- English Word ceramic Bengali definition [সির্যামিক্] (adjective) মৃৎশিল্পবিষয়ক। ceramics (noun) (১) (singular verb) মৃৎশিল্প। (২) (plural verb) চীনামাটির তৈরি বাসনপত্র।
- English Word cereal Bengali definition [সিআরিআল্] (noun) (সাধারণত plural) যেকোনো প্রকার খাদ্যশস্য; এরূপ শস্য থেকে তৈরি (বিশেষত সকালের) খাবার।
- English Word cerebellum Bengali definition [সেরিবেলাম্] (noun) (plural cerebella/cerebellums [সেরিবেলাম্জ্]) (চিকিৎসাশাস্ত্র) মস্তিষ্কের যে ভাগ স্বেচ্ছাচালিত পেশির আন্দোলন নিয়ন্ত্রণ করে; লঘুমস্তিষ্ক।
- English Word cerebral Bengali definition [সেরিব্রাল America(n) সারীব্রাল](adjective) (১) মস্তিষ্কসংক্রান্ত। দ্রষ্টব্য spastic. (২) বুদ্ধিনির্ভর; আবেগবর্জিত।
- English Word cerebration Bengali definition [সেরিব্রেইশ্ন্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক)মস্তিষ্কের ক্রিয়া; চিন্তন।
- English Word ceremonial Bengali definition [সেরিমোউনিআল্] (adjective) আনুষ্ঠানিক; পর্ব বা অনুষ্ঠানাদিতে ব্যবহার্য (পোশাক ইত্যাদি)। □ (noun) [countable noun, uncountable noun] বিশেষ পর্ব বা অনুষ্ঠান উপলক্ষে পালনীয় বিশেষ বিধি বা পর্বাদির পালনবিধি। ceremonialy (adverb)
- English Word ceremonious Bengali definition [সেরিমোউনিআস্] (adjective) অনুষ্ঠানপ্রিয়; আনুষ্ঠানিকতাময়; সাড়ম্বর। ceremoniously (adverb)
- English Word ceremony Bengali definition [সেরিমানি America(n) সেরিমোউনি] (noun) (১) [countable noun] বিবাহ, শেষকৃত্য, নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ ক্রিয়া(দি),ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি। Master of Ceremonies (noun) এসব অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। (২) [uncountable noun] কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ বা কোনো বিশেষ গোষ্ঠীভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে প্রচলিত প্রথাসম্মত আচরণ: There’s no need for ceremony between friends. stand on ceremony আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করা: Please don’t stand on ceremony, দয়া করে ভব্যতা করো না; স্বাভাবিক হও।
- English Word cerise Bengali definition [সারীজ্ America(n) সারীস্] (adjective), (noun) হালকা; উজ্জ্বল লালবর্ণবিশিষ্ট।
- English Word cerium Bengali definition [সিআরিআম্] (noun) [uncountable noun] খাদে ব্যবহৃত ধূসর ধাতব উপাদান।
- English Word cert Bengali definition [সাট্] (noun) (অপশব্দ) যা অবশ্যই ঘটবে বলে ধরা হয় বা যা অবশ্যই ঘটেছে: a dead cert.
- English Word certain Bengali definition [সাট্ন্] (adjective) (কেবল) (predicative(ly)) (১) নিশ্চিত; সন্দেহাতীত। for certain নিঃসন্দেহে: I cannot say for certain whether he is in his office now. (ক) নিশ্চিত হওয়ার জন্য খোঁজ নেওয়া: We want to make certain that we have enough money to build the house. (খ) নিশ্চিত হওয়ার জন্য কোনো কিছু করা: Can you draw Mr Rahim a map just to make certain he will find our house? (২) বিশ্বাসযোগ্য; অবশ্যম্ভাবী। (৩) (কেবল attributive(ly) অনুক্ত, অনুল্লেখিত, যদিও নাম ধরে বলা বা উল্লেখ করা সম্ভব: for a certain reason; a certain person met yesterday. (৪) (কেবল attributive(ly) সামান্য, কিন্তু বেশি নয়: I could feel a certain coldness in his attitude towards me. certainly(adverb) (১) নিঃসন্দেহে। দ্রষ্টব্য surely. (২) (প্রশ্নের উত্তরে) হ্যাঁ: Will you lend me the book? Certainly! certainty (noun) [countable noun] যা নিশ্চিত: for a certainty নিঃসন্দেহে। (৩) [uncountable noun] নিশ্চয়তা; সংশয়মুক্ত অবস্থা।
- English Word certifiable Bengali definition [সাটিফাইআব্ল্] (adjective) প্রশংসাপত্র প্রদানযোগ্য; প্রত্যয়নযোগ্য: a certifiable lunatic.
- English Word certificate Bengali definition [সাটিফিকাট্] (noun) স্বীকৃত কর্তৃত্বের অধিকারী বা সবার আস্থাভাজন ব্যক্তি-কর্তৃক প্রদত্ত ও কোনো কিছুর প্রমাণ হিসেবে ব্যবহার্য লিখিত বা মুদ্রিত বিবৃতি বা সাক্ষ্য; সার্টিফিকেট: a birth certificate; প্রত্যয়নপত্র; প্রশংসাপত্র। □ (verb transitive) এরূপ বিবৃতি বা সাক্ষ্য বা সার্টিফিকেট দেওয়া; প্রত্যয়ন করা। certificated [সাটিফিকেইটিড্] প্রশংসাপত্র বা সার্টিফিকেট পাওয়ার ফলে অর্জিত অধিকার বা কর্তৃত্বসম্পন্ন: a certificate doctor. certification [সাটিফিকেইশ্ন্] (noun) [uncountable noun] প্রশংসাপত্র প্রদান; প্রত্যয়ন; প্রত্যয়িত অবস্থা; [countable noun] যা প্রশংসিত করে বা প্রত্যয়ন করে।
- English Word certify Bengali definition [সাটিফাই] (verb transitive), (verb transitive) (১) (সাধারণত প্রশংসা বা প্রত্যয়নপত্র দিয়ে) কোনো কিছু সত্য, যথার্থ, বিধিসম্মত বলে ঘোষণা দেওয়া; প্রত্যয়ন করা। certified cheque ব্যাংকের গ্যারান্টিযুক্ত চেক। (২) certify to something কোনো কিছু প্রত্যয়ন করা: certify to somebody’s character, কারো চরিত্র সৎ, বিশ্বস্ত ইত্যাদি মর্মে ঘোষণা দেওয়া।