• Bengali Word base 1 English definition [বেইস্‌] (noun) ১ যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল; মূল; উপান্ত: the base of a pillar, উপস্তম্ভ।
    base board (noun) America(n)=skirting-board ঘরের দেওয়ালের উপর লাগানো মেঝেসংলগ্ন কাঠের ফলকের আচ্ছাদন; বেষ্টনফলক। (২) (জ্যামিতি) ভূমি। (৩) (রসায়ন) অম্লের সঙ্গে মিশ্রিত হয়ে লবণ উৎপাদনক্ষম বস্তু, ক্ষারক, যে পদার্থের সঙ্গে অন্য বস্তু মিশ্রিত করা হয়; মূলবস্তু। (৪) (সশস্ত্রবাহিনী, যুদ্ধাভিযান ইত্যাদির জন্য) ঘাঁটি: naval base; an air base; a base of operations; a base camp. (৫) (গণিত) লগারিদমিক (ঘাত ক্রমায়ক) পদ্ধতিতে প্রারম্ভিক সংখ্যা (সাধারণত ১০); নিধান। (৬) (বেইসবলে) চারটি অবস্থানের যেকোনো একটি; ঘাঁটি। get to first base (America(n) লাক্ষণিক) প্রথম সফল পদক্ষেপ নেয়া করা। base hit (noun) যে আঘাতে খেলোয়াড় প্রথম ঘাঁটিতে উপনীত হন। baseless (adjective) অমূলক; ভিত্তিহীন।