• Bengali Word bit 1 English definition [বিট্‌] (noun) লাগামের যে অংশ ঘোড়ার মুখে এঁটে দেওয়া হয়; তুরপিনের বিঁধ।
      get/take the bit between one’s teeth/the teeth নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া; নিজেকে বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ বা কুরুচিপূর্ণ কোনো কিছুর মধ্যে নিক্ষেপ করা।
    • Bengali Word bit 2 English definition [বিট্‌] (noun) ক্ষুদ্র অংশ; ছোট টুকরা; অল্প পরিমাণ: some bits of stationery; a little bit more sugar; every bit of his savings (ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সমগ্র পরিমাণ); a good bit of time (অনেকটা)।
      a bit at a time এক একবার একটু একটু করে। a bit of একটু যেন: He is a bit of a fundamentalist. bit by bit ধীরে ধীরে। do one’s bit প্রত্যেকের নিজের অংশের কাজ করা। not a bit একটুও না। cut to bits টুকরা টুকরা করে কেটে ফেলা: three penny bit, ক্ষুদ্র মুদ্রা (প্রাচীন British/Britain)। (কথ্য America(n)) কয়েকজনের সমষ্টির মধ্যে একটি সাধারণ ধারা বোঝাতে): It’s difficult for him to digest the smuggling art bit. bit and pieces/bit and bobs (অনানুষ্ঠানিক) বিভিন্ন জাতের ছোটখাটো জিনিস: Let me get my bits and pieces together. I still had a few bits and bobs of work left to do.
    • Bengali Word bit 3 English definition [বিট্‌] (noun) কম্পিউটারবিদ্যায় বিশেষ ক্ষেত্রে ০ এবং ১ দিয়ে তথ্য জ্ঞাপনের একক।
    • Bengali Word bit 4 English definition [বিট্‌] bite-এর past tense
    • Bengali Word bitch English definition [বিচ্‌] (noun) স্ত্রীজাতীয় কুকুর; খেঁকশিয়াল বা নেকড়ে; কুক্কুরী; ক্রোধান্ধ; দুশ্চরিত্রা বা যৌনাবেদনময়ী রমণী (কথ্য)।
      bitchly (adjective)