• Bengali Word brush 2 English definition [ব্রাশ] (verb transitive), (verb intransitive) ১ ব্রাশ, তুলি, ঝাড়ু ইত্যাদি ব্যবহার করা; পরিষ্কার/মসৃণ করা; ঘষা; মাজা: I brush my shoes/hat/teeth/clothes/hair; brush something clean.
    brush something away/off ব্রাশ দিয়ে ঝেড়ে/সরিয়ে ফেলা। brush something aside/away (লাক্ষণিক) উপেক্ষা করা; মনোযোগ না-দেওয়া। brush somebody/something off (কথ্য) প্রত্যাখ্যান/নাকচ করা। brush-off (noun) (কথ্য) প্রত্যাখ্যান। brush something up ঝাড়া; (পুরনো বিদ্যা) ঝালিয়ে নেওয়া: Brush up your French before you go to Paris. brush-up (noun) ঝালাই। (২) গা ঘেঁষে/ছুঁয়ে যাওয়া: you brushed past/by (up) against me the other day. (৩) brush off ব্রাশ করার ফলে উঠে আসা: The dust won’t brush off.