Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Brahmaa Bengali definition [ব্রম্‌হা] (noun) (১) (অর্বাচীন বৈদিক মতানুসারে) জগতের সৃষ্টিকর্তা; হিন্দু ত্রিত্ববাদে তিন দেবতার প্রথম জন; ব্রহ্মা। তুলনীয় Vishnu, Shiva। (২) (অপিচ Brahma [ব্রম্‌হো] [Uncountable noun] (হিন্দুধর্মে) সৃষ্টি, পালন, ধ্বংস- সর্বশক্তির মূলাধার অনাদি অনন্ত পরমপুরুষ; ব্রহ্ম
  • English Word Brahmin Bengali definition [ব্রামিন্‌] (noun) (হিন্দুসমাজে) বর্ণশ্রেষ্ঠ যাজক শ্রেণি; ব্রাহ্মণ; বামুন
  • English Word Brahmo Samaj Bengali definition [ব্রামহো শমাজ্‌] (noun) - ১৮৩০ সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত নব্য হিন্দুধর্মের একটি সম্প্রদায়; যারা এক ঈশ্বরে বিশ্বাসী এবং প্রচলিত পূজাবিধান বিরোধী
  • English Word Brahmoism Bengali definition [ব্রাম্‌হোইজাম্‌] [Uncountable noun] ব্রাহ্মসমাজের অনুসৃত ধর্মাচরণ ও ধর্মবিশ্বাস
  • English Word braid 1 Bengali definition [ব্রেইড্‌] (১) [Countable noun] বিনুনি(২) [Uncountable noun] রেশমি সুতা বা জরিতে বোনা কাপড়ের পাড়
  • English Word braid 2 Bengali definition [ব্রেইড্‌] (verb transitive), (verb intransitive) (১) বিনুনি করা; ফিতা দিয়ে চুল বাঁধা(২) কাপড়ের পাড় রেশমি সুতা বা জড়ি দিয়ে বোনা
  • English Word braille Bengali definition [ব্রেইল্‌] [Uncountable noun] উঁচু ফুটকিওয়ালা লিখন/মুদ্রণপ্রণালী যা স্পর্শ করে অন্ধরা পড়তে পারে
  • English Word brain Bengali definition [ব্রেইন্‌] (noun) (১) (singular) মাথার ঘিলু বা মগজ; স্নায়ুকেন্দ্র(২) (কথ্য, সাধারণত plural) (ক) মাথা; মস্তিষ্ক; (খ) চিন্তা করার ক্ষমতা: He has got brains. blow one’s brains out মাথা ফাটিয়ে ঘিলু বের করে দেওয়া; গুলি করা। (৩) (plural) খাদ্য হিসেবে গৃহীত জীবজন্তুর মাথার মগজ(৪) (কথ্য.সাধারণত singular) ধীশক্তি; বুদ্ধিমত্তা: Use your brains. beat/rack one’s brain(s) (about something) (কোনো বিষয় সম্বন্ধে) গভীরভাবে চিন্তা করা। have something on the brain কোনো কিছু সম্পর্কে সর্বক্ষণ চিন্তা করা। tax one’s brain কোনো জটিল বিষয় নিয়ে মাথা ঘামানো। (৫) [Countable noun] বুদ্ধিমান বা মেধাবী ব্যক্তি(৬) (যৌগশব্দ) brainchild (noun) কারো মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা বা উদ্ভাবন: The project was the brain-child of the director. braindrain (noun) মগজ-চালান; উন্নত জীবিকার সন্ধানে প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে সুশিক্ষিত ব্যক্তিগণের বিদেশ গমন। brainfag (noun) (কথ্য) মানসিক ক্লান্তি বা অবসাদ। brainfever (noun) মস্তিষ্কের প্রদাহ। brainpan (noun) মাথার খুলি। brainstorm (noun) মানসিক বিভ্রান্তি/ঝড়। (verb intransitive) কোনো সমস্যার সমাধানকল্পে কিছু ব্যক্তি একত্র হয়ে বিবিধ উপায় নিয়ে চিন্তাভাবনা করা। brainstorming এ ধরনের চিন্তাভাবনা। brainteaser (noun) কঠিন ধাঁধাঁ বা সমস্যা। brainwash (verb) মগজধোলাই; ক্রমাগত চাপের মাধ্যমে কারো পূর্বমত বা ধারণার পরিবর্তন। brainwashing (noun) এ ধরনের কাজ। Brainwave (noun) (কথ্য) সহসা লব্ধবুদ্ধি; আকস্মিক প্রেরণা। brainwork (noun) মানসিক পরিশ্রম; বুদ্ধির কাজ। □(verb transitive) মাথায় আঘাত করে হত্যা করা। brainless (adjective) বোকা; বুদ্ধিহীন; মগজশূন্য; নির্বোধ। brainy (adjective) (brainier, brainiest) বুদ্ধিমান; ধীশক্তিসম্পন্ন; উদ্ভাবনশীল।
  • English Word braise Bengali definition [ব্রেইজ্‌] (verb transitive) ঢাকা দিয়ে মাংস বা কোনো কিছু রাঁধা
  • English Word brake 1 Bengali definition [ব্রেইক্‌] (noun) (১) গাড়ি বা সাইকেলের চাকায় গতিরোধক যন্ত্রবিশেষact as a brake upon কোনো কাজ স্থগিত বা বাধাগ্রস্ত করা। (২) পাট বা শণ আঁচড় দিতে দাঁতওয়ালা যন্ত্রবিশেষ(৩) জমি চাষে ব্যবহৃত মই। □(verb transitive), (verb intransitive) গাড়ি থামাতে ব্রেক করা বা কষা। brakeman (noun) (plural brakemen) যে ব্যক্তি রেলগাড়ির ব্রেক কষে (America(n)= guard). brake-van (noun) রেলগাড়ির যে কামরায় ব্রেক থাকে।
  • English Word brake 2 Bengali definition [ব্রেইক] (noun) ঝোপময় স্থান
  • English Word bramble Bengali definition [ব্রাম্‌বল্‌] (noun) কাঁটা গাছের ঝোপ
  • English Word bran Bengali definition [ব্র্যান] [Uncountable noun] (১) তুষ বা ভূসি(২) (লাক্ষণিক) কোনো কিছুর অসার অংশ
  • English Word branch Bengali definition [ব্রান্‌চ্‌ America(n) ব্র্যান্‌চ্‌] (noun) (১) তরুশাখা; বৃক্ষশাখা; গাছের ডাল; প্রশাখা(২) (প্রায়ই adjective) মূল অংশ থেকে বের হওয়া শাখানদী, সড়ক, রেললাইন বা পর্বতশ্রেণি(৩) (অপিচ adjective) জ্ঞানবিজ্ঞান, প্রতিষ্ঠান বা কোনো পরিবারের শাখা, বিভাগ বা অঙ্গ। □(verb transitive), (verb intransitive) শাখায় বিভক্ত করা/হওয়া। branch off (গাড়ি, সড়ক বা রেল) মূল রাস্তা ছেড়ে প্রশাখায় যাওয়া: Follow the road until it branches off to the right. branchout (ব্যক্তি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি) শাখা বিস্তার করা; নুতনদিকে কর্মক্ষেত্র প্রসারিত করা, কোনো প্রতিষ্ঠানের নতুন বিভাগ খোলা। branchy (adjective) শাখাবহুল।
  • English Word brand Bengali definition [ব্র্যান্‌ড্‌] (noun) (১) পণ্যদ্রব্য প্রস্তুতকারী ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্ন; এ ধরনের চিহ্নযুক্ত বিশেষ ধরনের পণ্যbrand name (noun) এ ধরনের পণ্য যে চিহ্ন বা নামে পরিচিত। brand new (adjective) সম্পূর্ণ নতুন; আনকোরা। (২) জ্বলন্ত বা অর্ধদগ্ধ কাঠa brand from the burning পাপকর্ম থেকে উদ্ধারকৃত ব্যক্তি। (৩) branding-iron উত্তপ্ত করে দাগ বা ছেঁকা দেওয়ার লোহার যন্ত্র(৪) (কাব্যিক) কাঠের মশাল; তরবারি। □(verb transitive) (১) উত্তপ্ত লোহার সাহায্যে বা অন্য কোনোভাবে পশু বা দ্রব্যাদি চিহ্নিত করা(২) (লাক্ষণিক) স্মৃতিপটে অঙ্কিত করা(৩) কলঙ্কচিহ্ন আরোপ করা; (লাক্ষণিক) অপবাদ দেওয়াbranded (adjective) কলঙ্কচিহ্নত; দাগি।
  • English Word brandish Bengali definition [ব্র্যানডিশ] (verb transitive) কোনো কিছু বিশেষত অস্ত্র আন্দোলিত করা, ভাঁজা বা ঘোরানো: brandish a sword.
  • English Word brandy Bengali definition [ব্র্যান্‌ডি] (১) [Uncountable noun] এক প্রকার কড়া মদ(২) [Countable noun] এ ধরনের এক গ্লাস বা এক পাত্র মদbrandy-ball (noun) এক প্রকার মিঠাই। brandy-snap ব্র্যানডির গন্ধযুক্ত আদা মেশানো এক প্রকার মচমচে বিস্কুট।
  • English Word brash Bengali definition [ব্র্যাশ] (adjective) (কথ্য) (১) দুর্বিনীত; ধৃষ্ট; উদ্ধত(২) হঠকারী(৩) বেপরোয়া
  • English Word brass Bengali definition [ব্রাস্‌ America(n) ব্র্যাস্‌] (১) [Uncountable noun] পিতল, তামা ও দস্তার সংমিশ্রণে তৈরি ধাতু: brass buttons. brass tacks আসল ব্যাপার। get down to brass tacks আসল কথায় আসা। brass band পিতলনির্মিত বাদ্যযন্ত্র ব্যবহারকারী বাদক সম্প্রদায়। brass hat (সামরিক, অপশব্দ) উচ্চপদস্থ সামরিক কর্মচারী। brass plate গৃহের দরজা, দোকান প্রভৃতি স্থানে নামধাম খচিত পিতলের আয়তাকার পাত। top brass (কথ্য collective) উচ্চপদস্থ কর্মচারীবৃন্দ। (২) [Uncountable noun] (এবং plural) পিতলের দ্রব্যাদি; পাত্রাদি(৩) the brass, দ্রষ্টব্য brass band. (৪) [Uncountable noun] (British/Britain অপশব্দ) টাকা পয়সা(৫) [Uncountable noun] (অপশব্দ) লজ্জাহীনতাbrassy (adjective) (brassier, brassiest) (১) পিতলের মতো(২) নির্লজ্জ; বেহায়া
  • English Word brassard Bengali definition [ব্র্যাসাড্‌] (noun) বাহুবন্ধ; পোশাকের হাতায় পরিধেয় ব্যাজ
  • English Word brasserie Bengali definition [ব্র্যাসারি] (noun) যে উদ্যান বা রেস্তোরাঁয় বিয়ার, অন্য পানীয় ও খাদ্যদ্রব্য পরিবেশন করা হয়
  • English Word brassiere, brassière Bengali definition [ব্র্যাসিআ(র্‌) America(n) ব্র্যাজিআ(র্‌)] (noun) স্ত্রীলোকের বক্ষবন্ধনী, কাঁচুলি। দ্রষ্টব্য bra.
  • English Word brat Bengali definition [ব্র্যাট্‌] (noun) (তুচ্ছার্থে) ছোকড়া; ছোঁড়া
  • English Word bravado Bengali definition [ব্রাভাডোউ] (১) [Uncountable noun] বাহাদুরি, দুঃসাহসিকতা(২) [Countable noun] (plural bravadoes, bravados) এ ধরনের কাজ
  • English Word brave Bengali definition [ব্রেইভ্‌] (adjective) (braver, bravest) (১) সাহসী; নির্ভীক: a brave deed. (২) (পুরতনী) চমৎকার: a brave new world. □(noun) (কাব্যিক) যুক্তরাষ্ট্রের রেড ইন্ডিয়ান যোদ্ধা। □(verb transitive) নির্ভীকভাবে (বিপদ, বেদনা বা দুঃখ) মোকাবিলা করা। brave it out সাহসের সঙ্গে সম্মুখীন হওয়া বা মোকাবেলা করা। bravely (adverb)
  • English Word bravery Bengali definition [ব্রেইভ্‌রি] [Uncountable noun] (১) সাহস; সাহসিকতা; নির্ভীকতা(২) (পুরাতনী) সুদৃশ্য পোশাক বা সাজসজ্জা
  • English Word bravo Bengali definition [ব্রাভৌ] (interjection) (উৎসাহ দিতে) শাবাশ! চমৎকার! Well down! Excellent! □(noun) দুঃসাহসী দুর্বৃত্ত; ভাড়াটে খুনি; ভাড়াটে গুপ্তঘাতক
  • English Word brawl Bengali definition [ব্রল্‌] (noun) তুমুল ঝগড়া বা যুদ্ধ (প্রায়ই প্রকাশ্যে)। □(verb intransitive) এ ধরনের ঝগড়ায় অংশ নেওয়া; (নদী বা ঝরনা) কলধ্বনি করা। brawling (adjective) কলহপ্রিয়; সশব্দে বয়ে চলে এমন।
  • English Word brawn Bengali definition [ব্রন্‌] [Uncountable noun] (১) মাংসপেশি (বিশেষত বাহু বা পায়ের ডিমার); শক্তি; বল(২) (America(n) নয়) শূকরের জারিত মাংসbrawny (adjective) (brawnier, brawniest) মাংসল; পেশল; বলবান: brawn arms.
  • English Word bray Bengali definition [ব্রেই] (noun) গাধার ডাক; বিকট বা কর্কশ শব্দ। (verb transitive) গাধার ন্যায় শব্দ করা; বিকট বা কর্কশ শব্দ করা।