A পৃষ্ঠা ৩৬
- English Word artistic Bengali definition [আ:টিস্টিক্] (adjective) (১) (বিশেষত শিল্পকলায়) দক্ষতা ও সুরুচিসহকারে সাধিত শিল্পীসুলভ; শৈল্পিক; সুন্দরের উপলব্ধিতে সক্ষম। (২) সুরুচিসম্পন্ন। (৩) শিল্প বা শিল্পীবিষয়ক। artistically [আ:টিস্টিক্লি] (adverb)
- English Word artistry Bengali definition [আ:টিস্ট্রি] [Uncountable noun] শিল্পদক্ষতা বা শিল্পকর্ম; শিল্পীজনোচিত দক্ষতা বা রুচিজ্ঞান।
- English Word artless Bengali definition [আ:ট্লিস্] (adjective) (artful–এর বিপরীতে) স্বাভাবিক; সরল; নিষ্পাপ: artless as a child. artlessly (adverb) artlessness (noun)
- English Word arty Bengali definition [আ:টি] (adjective) (কথ্য) শিল্পগুণ বা শিল্পবোধ আছে বলে ভান করে এমন শৈল্পিকতা নিয়ে মিথ্যা ভান প্রদর্শন। arty-crafty (কথ্য) শিল্পরুচি বা শিল্পগুণের ভান আছে এমন হাতে তৈরি সামগ্রী বা এর ব্যবহার সম্বন্ধে।
- English Word arty-farty Bengali definition [আ:টি ফা:টি] (adjective) শিল্পরসিকের ভানকারী।
- English Word arum Bengali definition [এআরাম্] (noun) কচুজাতীয় গাছ। arum lily শ্বেতপদ্ম।
- English Word Aryan Bengali definition [এআরিআন্] (adjective) আর্যভাষা বা আর্যজাতি সম্বন্ধীয়। □(noun) আর্যভাষী ব্যক্তি; (পাশ্চাত্যে জনপ্রিয় কিন্তু বর্তমানে প্রত্যাখ্যাত অর্থে) জার্মান বা স্ক্যান্ডিনেভীয় বংশোদ্ভূত ব্যক্তি।
- English Word Aryavarta Bengali definition [এআরিআবর্তো] [Uncountable noun] (প্রাচীন প্রয়োগ) আর্যদের আবাসভূমি, ভারতবর্ষকে বোঝাতে প্রায়ই ব্যবহৃত; আর্যাবর্ত।
- English Word as 1 Bengali definition [আজ; জোরালো রূপ- অ্যাজ] (adverb) (conjunction as থাকলে) মতো; মতোই; সমান: He is as handsome as his younger brother. She is not as beautiful as you say she is. (নঞর্থক বাক্যে as-এর স্থলে প্রায়ই so ব্যবহৃত হয়): He is not so clever as he pretends to be.
- English Word as 2 Bengali definition [আজ; জোরালো রূপ: অ্যাজ] (conjunction) (১) যখন; যতই: As I was leaving the room, the telephone rang. As he reached manhood, he realized his full potential. (২) যেহেতু; বলে: As I did not know your address, I could not write to you. (৩) (তুলনায় সমত্ব বোঝাতে as+ adjective/adverb +as; not as/so+ adjective/adverb as– এইসব ছকে)– এর চেয়ে; যত ... তত; মতো: It is not as/so difficult as you think it is. He gave me a sheet twice as large as this. (অসংখ্য প্রবচনীয় বাক্যে ব্যবহৃত হয়) as tough as leather; as crafty as a fox. (নিম্নোক্ত উদাহরণগুলোতে সর্বনামের ব্যবহার লক্ষণীয়): He likes you as much as I, অর্থাৎ আমি যতটা পছন্দ করি; He likes you as much as me, সে আমাকে যতটা পছন্দ করে। (দ্ব্যর্থকতার সম্ভাবনা না থাকলে কথ্যভাষায় সর্বনামের কর্মকারকের রূপ ব্যবহৃত হয়): My younger sister cannot swim as/so well as me (= as I do). (৪) (অব্যাহতিমূলক অনুবাক্যের শুরুতে; যার বদলে সাধারণত although-যুক্ত অনুবাক্যও ব্যবহার করা যায়): (ক) adjective বা adverb–সহ: সত্ত্বেও; যদিও .....: He loves his wife and children dearly, wicked as he is, দুষ্ট প্রকৃতির হলেও; Much as he flatters you (যতই স্তুতিবাদ করুক), he will not vote for you. (খ) (বিশেষত may, might, will, would প্রভৃতি verb(s) এর সঙ্গে), সত্ত্বেও, যদিও ....: Run as I would (প্রাণপণে দৌড়ালেও, দৌড়ানো সত্ত্বেও), I could not catch the bus. (৫) (রীতিসূচক ক্রিয়াবিশেষণীয় অনুবাক্যের শুরুতে) যেমন....তেমন, যেভাবে ...সেভাবে: He did as I said. Bring it as it is. (৬) (রীতিসূচক সম্পূরকের শুরুতে) মতো: He posed as an expert in economics. (৭) (বিধেয়ের পুনরাবৃত্তি বর্জনের জন্য ব্যবহৃত) যেমন: She is remarkably talented, as are her sisters. (৮) হিসেবে; রূপে: Both as an orator and a statesman, he outshined his contemporaries. (৯) (বিধেয়–বিশেষণ বা বিশেষ্যের শুরুতে regard, view, represent, treat, acknowledge এবং অনুরূপ অর্থবোধক verb(s)–এর পরে ব্যবহৃত হয়, কিন্তু consider–এর পরে ব্যবহৃত হয় না) বলে, রূপে: Don’t treat him as child. I acknowledge him as my equal. (১০) (দৃষ্টান্ত উল্লেখকালে সাধারণত such–এর পরে) যেমন, উদাহরণস্বরূপ: Great writers, such as Shakespeare, Tolstoy, Rabindranath...... (১১) as if; as though (রীতিসূচক অনুবাক্যের শুরুতে; অনুবাক্যটিতে একটি পট থাকে) যেমন: You smile as if nothing had happened. It isn’t as though she were comfortable off. পরে (to– infinitive–সহ): He raised his hands as if to console the wretched woman. (১২) as for প্রসঙ্গে (কখনো কখনো ঔদাসীন্য বা অবজ্ঞাসূচক): As for me, I am not attending the lecture. as to সম্বন্ধে; বিষয়ে: As to Mr Hill, I will not let him go unpunished; (gerund–সহ) As to admitting your point, .... (১৩) (প্রধানত same ও such–এর পরে, সাপেক্ষ অনুবাক্যের সূচক conjunction হিসেবে): Such persons as saw him (= Those persons who saw him) thought was strikingly handsome. I gave him the same instructions as I gave you. (১৪) (অনির্দেশক সাপেক্ষ অনুবাক্যের শুরুতে): The Ganges, as you know, has its source in the Himalayas. To deal with children harshly, as some people do, is reprehensible. (১৫) so as to (ক) (উদ্দেশ্যসূচক infinitive–এর আগে): যাতে (করে): He started early so as not to miss the train. (খ) (রীতিসূচক infinitive–এর আগে): The youths at the street corner screamed and yelled so as to horrify the passers–by. (১৬) as good as যত ...তত; প্রায়: He is as good as his words, তার কথার নড়চড় হয় না; It is as good as lost. (১৭) as/so long as (ক) যদি; এই শর্তে: You can do whatever you like as long as you do not neglect you studies. (খ) যতদিন: I shall not tolerate indiscipline so long as I am in this office. (১৮) as much তাই; ততখানি: I like him as much. (১৯) as far as দ্রষ্টব্য far 1 (২). as such; such as, দ্রষ্টব্য such (pronoun). (২০) (just) as soon; as soon as (not), দ্রষ্টব্য soon (৩, ৫). as well (as), দ্রষ্টব্য well 2 (৮).
- English Word asbestos Bengali definition [অ্যাজবেস্টস্] [Uncountable noun] কোমল, অংশুল, ধূসর খনিজ পদার্থবিশেষ– এর দ্বারা অদাহ্য বস্তু বা পাত তৈরি করা যায় এবং তা তাপের অন্তরক উপাদানরূপে ব্যবহার করা যায়; অ্যাজবেস্টস।
- English Word ascend Bengali definition [আসেন্ড্] (verb transitive), (verb intransitive) (১) আরোহণ করা; উপরে ওঠা; চড়া: On turning the corner, he saw that the path ascended steeply. The children looked gleefully at the fire ascending from the haystack. (২) ascend the throne সিংহাসনে আরোহণ করা/অধিষ্ঠিত হওয়া।
- English Word ascendancy, ascendency Bengali definition [আসেন্ডান্সি] [Uncountable noun] প্রাধান্য; প্রাবল্য; প্রভুত্ব। gain/have the ascend (over somebody) (কারো উপর) প্রাধান্য/প্রাবল্য অর্জন/বিস্তার করা: The Ottoman ascendancy made the Christian powers jealous.
- English Word ascendant, ascendent Bengali definition [আসেনডান্ট্] (noun) in the ascendant ক্রমবর্ধমান শক্তি ও প্রভাবের অধিকারী।
- English Word ascension Bengali definition [আসেন্শ্ন্] (noun) আরোহণ; ঊর্ধ্বগমন; উত্থান; ঊর্ধ্বগতি। the Ascension (যিশুর পুনরুজ্জীবনের চল্লিশ দিন পরে তাঁর) স্বর্গারোহণ; স্বর্গারোহণ দিবস।
- English Word ascent Bengali definition [আসেইন্ট্] [Countable noun] আরোহণ; আরোহণপথ; সমুত্থান: difficult of ascent; দুরারোহ: Have you ever made an ascent in a balloon? They made a steep ascent.
- English Word ascertain Bengali definition [অ্যাসাটেইন্] (verb transitive) নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা: to ascertain facts; ascertain that the information is correct; ascertain what the actually meant; ascertain whether he will be available for consultation. ascertainable [অ্যাসাটেইনাব্ল্] (adjective) নির্ধারণযোগ্য; নিরূপণযোগ্য।
- English Word ascetic Bengali definition [আসেটিক্] (adjective) কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ। (noun) তপস্বী; তাপস; সন্ন্যাসী; কৃচ্ছ্রব্রতী। ascetically [আসেটিক্লি] (adverb) কঠোরভাবে; তপস্বীর মতো। asceticism [আসেটিসিজাম্] (noun) কৃচ্ছ্রব্রত; কঠোর তপশ্চর্যা; বৈরাগ্য; সন্ন্যাস।
- English Word ascorbic Bengali definition [আস্কোবিক্] (adjective) ascorbic acid (ভিটামিন সি নামেও পরিচিত) লেবুজাতীয় ফল ও সবজিতে প্রাপ্ত ভিটামিনবিশেষ; অ্যাস্কর্বিক এসিড।
- English Word ascribe Bengali definition [আস্ক্রাইব্] (verb transitive) ascribe to ১ কোনো কিছুর কারণ, উৎস, হেতু বা রচয়িতা বলে বিবেচনা করা; দায়ী করা; আরোপ করা: They ascribe the economic crisis to the policies of the last government. This poem has been ascribed to Horace. (২) (দোষ, গুণ, ধর্ম) আরোপ করা: The fault was ascribed to the supervisor. ascribe a wrong meaning to a word. ascribable [আস্ক্রাইবআব্ল্] (adjective) আরোপণীয়: His good temper is ascribable to his recent success. ascription [আস্ক্রিপ্শ্ন্] (noun) আরোপণ: The ascription of this drama to Kalidasa is not plausible.
- English Word aseptic Bengali definition [এইসেপ্টিক্] (adjective) (ক্ষত, প্রলেপ ইত্যাদি)ব্যাকটেরিয়ামুক্ত; নির্বীজ। asepsis [এইসেপ্সিস্] [Uncountable noun] নির্বীজতা।
- English Word asexual Bengali definition [এইসেক্শুআল্] (adjective) (১) যৌনতা বা যৌনাঙ্গবিরহিত; অযৌন: asexual reproduction. (২) (ব্যক্তি) যৌনসম্পর্ক বিষয়ে নিস্পৃহ। asexuality [এইসেক্শুআলাটি] (noun) অযৌনতা; অকামিতা।
- English Word ash 1 Bengali definition [অ্যাশ্] (noun) রুপালী–ধূসর বাকল ও শক্ত, দৃঢ় কাঠবিশিষ্ট অরণ্যবৃক্ষ; ওয়াশিজ। ash-key (noun) উক্ত গাছের পক্ষবান বীজ; ওয়াশিজ–বীজ।
- English Word ash 2 Bengali definition [অ্যাশ্] [Uncountable noun] কিংবা (plural), তবে সংখ্যাযোগে ব্যবহৃত হয় না। (১) ছাই; ভস্ম: Be careful not to drop cigarette ash on the carpet. The slum was burnt to ashes. (২) (plural) দেহভস্ম; চিতাভস্ম। Ash Wednesday লেন্টের প্রথম দিন; খ্রিষ্টীয় পর্ববিশেষ। ash-bin, ash-can (noun(s)) (বিশেষত America(n); দ্রষ্টব্য dustbin) ছাই, কয়লা, রান্নাঘরের জঞ্জাল ইত্যাদি ফেলার জন্য মজবুত আধারবিশেষ; বর্জ্যাধার। ash-pan, (noun) (ফায়ারপ্লেস, স্টোভ ইত্যাদিতে) যে পাত্রে ছাই ঝরে পড়ে; ভস্মাধার। ash-tray (noun) ছাইদান।
- English Word ashamed Bengali definition [আশেইম্ড্] (predicatively adjective) ashamed (of/that to do something) লজ্জিত; He is ashamed of himself/of what he has done. ashamedly [আশেইম্ড্লি] (adverb) লজ্জিতভাবে।
- English Word ashen Bengali definition [অ্যাশ্ন্] (adjective) পাংশুবর্ণ; পাংশুটে; পাঁশুটে; পাণ্ডু; ছাই-রঙ্গা: His face turned ashen, as the police knocked at the door.
- English Word ashore Bengali definition [আশো(র্)] (adverb) তীরে; তটে; কূলে। go ashore (নাবিক প্রভৃতিতি সম্বন্ধে) তীরে ওঠার জন্য জাহাজ ত্যাগ করা; ডাঙায় ওঠা। run/be driven ashore (জাহাজ) দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কারণে তীরে ভিড়তে বাধ্য হওয়া।
- English Word ashraf Bengali definition [আশ্রা:ফ্] (adjective) (মুসলিম সমাজে) সম্ভ্রান্ত বংশের; আশরাফ।
- English Word ashy Bengali definition [অ্যাশি] (adjective) পাংশুটে; পাঁশুটে; ভস্মাচ্ছাদিত; পাণ্ডু।
- English Word Asian Bengali definition [এইশ্ন্ America(n) এইজ্ন্] (noun), (adjective) এশিয়ার অধিবাসী; এশীয়।