A পৃষ্ঠা ৩৩
- English Word archipelago Bengali definition [আ:কিপেলাগৌ] (noun) দ্বীপপুঞ্জ; দ্বীপপুঞ্জখচিত সমুদ্র।
- English Word architect Bengali definition [আ:কিটেক্ট্] (noun) স্থপতি।
- English Word architecture Bengali definition [আ:কিটেক্চা(র্)] [Uncountable noun] স্থাপত্যশিল্প; বা স্থাপত্যবিদ্যা; ভবনের নকশা বা নির্মাণকৌশল বা নির্মাণরীতি। architectural [আ:কিটেক্চারাল্] (adjective) স্থাপত্যশিল্প বা স্থাপত্যবিদ্যা বা নির্মাণকৌশলবিষয়ক: architectural beauty of a church/mosque.
- English Word archives Bengali definition [আ:কাইভ্জ্] (noun) (plural) সরকারি দলিলদস্তাবেজ; এইসব দলিল সংরক্ষণের স্থান; মহাফেজখানা; অন্যান্য ঐতিহাসিক দলিলপত্র। archivist [আ:কিভিস্ট্] (noun) উক্ত দলিলপত্র ও মহাফেজখানার তত্ত্বাবধায়ক।
- English Word archway Bengali definition [আ:চ্ওএই] (noun) দ্রষ্টব্য arch 1 (২).
- English Word arctic Bengali definition [আ:ক্টিক্] (adjective) উত্তর মেরু বা সুমেরু অঞ্চলবিষয়ক: the Arctic Ocean; arctic weather, অত্যন্ত ঠাণ্ডা আবহাওয়া। the Arctic Circle, ৬৬. (৫০) উত্তর অক্ষাংশ রেখা বা সুমেরুবৃত্ত।
- English Word Arctic Ocean Bengali definition [আ:র্কটিক ওউশন] (noun) উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর । এটির আয়তন প্রায় ১,৪০,৫৬,০০০ বর্গকিলোমিটার বা ৫৪,২৭,০০০ বর্গমাইল: Northern hemisphere lies mainly in the Arctic ocean.
- English Word ardent Bengali definition [আ:ড্ন্ট্] (adjective) অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী: an ardent follower of Orthodox Marxism. ardently (adverb)
- English Word ardour Bengali definition (America(n)= ardor) [আ:ডা(র্)] (noun) ardour (for) [Countable noun, Uncountable noun] উষ্ণ আবেগ; আকুলতা; উৎসাহ।
- English Word arduous Bengali definition [আ:ডিউআস্ America(n) আ:জুআস্] (adjective) (১) (কাজ সম্বন্ধে) দুঃসাধ্য; কষ্টকর। (২) (পথ ইত্যাদি সম্বন্ধে) খাড়াভাবে উঠে বা নেমে গেছে এমন; উপরের দিকে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য এমন দুরারোহ। arduous (adverb)
- English Word are 1 Bengali definition [আ(র্); strong form: আ:(র্)] দ্রষ্টব্য be 1.
- English Word are 2 Bengali definition [আ(র্)] (noun) দশমিক পদ্ধতিতে (ক্ষেত্রের) আয়তনের একক = ১০০ বর্গমিটার। দ্রষ্টব্য পরি. ৫.
- English Word area Bengali definition [এআরিআ] (noun) (১) [Uncountable noun] ক্ষেত্রফল; আয়তন: The area of the room is 15 square feet. [Countable noun] এই পরিমাপের দৃষ্টান্ত। দ্রষ্টব্য পরি ৫. (২) [Countable noun] অঞ্চল: hilly areas of Bangladesh. (৩) [Countable noun] (লাক্ষণিক) কর্মের পরিধি বা ক্ষেত্র: the area of political activity; the areas of agreement/disagreement. (৪) [Countable noun] সেকেলের ধাঁচের শহুরে বাড়ির নিচতলার কক্ষসংলগ্ন ছোট উঠান: The boys were sitting on the area steps.
- English Word areca Bengali definition [অ্যারিকা] (noun) সুপারি গাছ, সুপারি। দ্রষ্টব্য betel.
- English Word arena Bengali definition [আরীনা] (noun) আধুনিক স্টেডিয়ামতুল্য প্রাচীন রোমান অ্যাম্ফিথিয়েটারের কেন্দ্রভাগ– রোমান রাজন্যবর্গের মনোরঞ্জনের জন্য এই অংশে খেলাধুলা অনুষ্ঠিত হতো; (লাক্ষণিক) যেকোনো প্রতিযোগিতার ক্ষেত্র; কর্মক্ষেত্র; রণক্ষেত্র: the arena of politics.
- English Word aren’t Bengali definition [আ:ন্ট্] = are not: aren’t I? = am I not?
- English Word argent Bengali definition [আ:জান্ট্] (noun), (adjective) (ঘোষকবৃত্তি ও কবিতায়) রুপালী রং।
- English Word argon Bengali definition [আ:গন্] [Uncountable noun] বায়ুমণ্ডলে থাকা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাসবিশেষ (প্রতীক Ar) - কিছু বৈদ্যুতিক বাতিতে এ গ্যাস ব্যবহৃত হয়।
- English Word argot Bengali definition [আ:গো] [Uncountable noun] বিশেষ গোষ্ঠী, পেশা ইত্যাদিতে ব্যবহৃত ভাষা; দুর্বোধ্য ভাষা; অপভাষা।
- English Word argue Bengali definition [আ:গিঊ] (verb transitive), (verb intransitive) (১) argue (with somebody) (about/over something) মতের অমিল বা ভিন্নমত পোষণ করা; ঝগড়া করা: Don’t argue with him, even if you disagree. They are always arguing. (২) argue (for/against/that…) (মত ইত্যাদি) পোষণ বা সমর্থন করা; (কাউকে বোঝাতে কোনো কিছুর সমর্থনের পক্ষে; বিপক্ষে) যুক্তি দেখানো: You argued well. He argues for greater freedom of the press. (৩) argue somebody into/out of doing something যুক্তি দিয়ে কাউকে কোনো কিছু করতে বা কোনো কিছু করা থেকে বিরত হতে প্রবৃত্ত করা বা রাজি করানো: I tried to argue him into giving up politics. (৪) যুক্তি প্রদর্শন করা; তর্কে নামা: The lawyers argued the case for hours. arguable [আ:গিউআব্ল্] (adjective) তর্কসাধ্য; তর্কসাপেক্ষ। arguably [আ:গিউআব্লি] (adverb)
- English Word argument Bengali definition [আ:গিউমান্ট্] (noun) (১) [Countable noun] an argument (with somebody) (about/over something) গুরুতর মতের অমিল; তীব্র মতানৈক্য; উত্তপ্ত বাক্যবিনিময়; কলহ; ঝগড়া: The decision of the referee caused endless arguments between. The two brothers had an argument over the ownership of the house. The rickshaw-puller had an argument with the traffic police. (২) [Uncountable noun] তর্ক; বিচার: His loyalty to his friends is beyond argument. an argument (for/against) (কোনো কিছুর পক্ষে/বিপক্ষে প্রদত্ত) যুক্তি। (৩) পুস্তক ইত্যাদির সারমর্ম বা সারাংশ: The author has added an argument in his preface to the new edition of the book. argumentative [আ:গিউমেন্টাটিভ্] (adjective) তর্কপ্রিয়; তর্কপ্রবণ।
- English Word argumentation Bengali definition [আ:গিউমেন্টেইশ্ন্] [Uncountable noun] যুক্তিপ্রদর্শন; বিতর্ক।
- English Word Argus Bengali definition [আ:গাস্] (noun) (গ্রিকপুরাণ) শতচক্ষু দানব। Argus eyed (adjective) সদাসতর্ক।
- English Word aria Bengali definition [আ:রিআ] (noun) (বিশেষত ১৮ শতকীয় গীতিনাট্যে) একক সংগীত।
- English Word arid Bengali definition [অ্যারিড্] (adjective) (মাটি, জমি) অনুর্বর; (আবহাওয়া, অঞ্চল সম্বন্ধে) শুষ্ক; বৃষ্টিপাতহীন। (লাক্ষণিক) আকর্ষণহীন। aridity [আরিডাটি] [Uncountable noun] শুষ্কতা।
- English Word Aries Bengali definition [এআরীজ্] (noun) রাশিচক্রের প্রথম রাশি; মেষরাশি।
- English Word aright Bengali definition [আরাইট্] (adverb) (পুরাতনী) ঠিকমতো; ঠিকভাবে: If I heard aright, যদি ঠিকমতো শুনে থাকি। (Past Participle–এর আগে rightly ব্যবহার করা বাঞ্ছনীয়: to be rightly informed).
- English Word arise Bengali definition [আরাইজ্] (verb intransitive) (১) দেখা যাওয়া; আবির্ভূত হওয়া: A new problem is about to arise. (২) arise from উদ্ভূত হওয়া: Misunderstanding arose from absence of communication between the members. (৩) (প্রাচীন প্রয়োগ) ওঠা; জেগে ওঠা; উঠে দাঁড়ানো।
- English Word aristocracy Bengali definition [অ্যারিস্ট্ক্রাসি] (noun) (১) [Uncountable noun] অভিজাততন্ত্র; [Countable noun] অভিজাততন্ত্র শাসিত দেশ বা রাষ্ট্র। (২) [Countable noun] অভিজাত শাসকগোষ্ঠী; অভিজাতশ্রেণী। (৩) [Countable noun] যেকোনো শ্রেণীর শ্রেষ্ঠ প্রতিনিধিবর্গ: an aristocracy of talent.
- English Word aristocrat Bengali definition [অ্যারিস্টাক্র্যাট্ America(n) আরিস্টাক্র্যাট্] (noun) অভিজাত লোক; উঁচু বংশোদ্ভূত ব্যক্তি। aristocratic [অ্যারিস্টক্র্যাটিক্ America(n) আরিস্টাক্র্যাটিক্] (adjective) অভিজাততন্ত্রবিষয়ক; অভিজাত; আভিজাত্যপূর্ণ: an aristocratic bearing. aristocratically [অ্যারিস্টক্র্যাটিক্লি] (adverb)