A পৃষ্ঠা ৩৯
- English Word astatine Bengali definition [অ্যাস্টাটীন্] [Uncountable noun] তেজস্ক্রিয় মৌলবিশেষ (প্রতীক At); অ্যাস্টাটিন।
- English Word asteism Bengali definition [অ্যাস্টীইজা্ম্] (noun) মার্জিত শ্লেষ।
- English Word aster Bengali definition [অ্যাস্টা(র্)] (noun) হলুদ কেন্দ্রের সাদা, গোলাপি বা নীললোহিত দলযুক্ত ফুলের উদ্যান–উদ্ভিদবিশেষ; গুলে মিনা।
- English Word asterisk Bengali definition [অ্যাস্টারিস্ক্] (noun) তারকাচিহ্ন (*)।
- English Word astern Bengali definition [আস্টান্] (adverb) (১) (জাহাজের) পশ্চাদ্ভাগে। (২) পিছনে; পিছনের দিকে: Full speed astern! (৩) fall astern (of) (অন্য জাহাজ থেকে) পিছিয়ে পড়া।
- English Word asteroid Bengali definition [অ্যাস্টারয়্ড্] [Countable noun] মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মাঝখানে অগণিত ছোট গ্রহাণুর যেকোনো একটি; গ্রহাণু। asteroids গ্রহাণুপুঞ্জ।
- English Word asthenia Bengali definition [অ্যাস্থিনীআ:] (noun) বলহীনতা; দৌর্বল্য; ক্লৈব্য।
- English Word asthma Bengali definition [অ্যাস্মা America(n) অ্যাজমা] [Uncountable noun] হাঁপানি; শ্বাসরোগ। asthmatic [অ্যাস্ম্যাটিক্ America(n) অ্যাজম্যাটিক] (adjective) শ্বাসরোগপীড়িত; হাঁপানিজনিত; শ্বাসরোগবিষয়ক।
- English Word astigmatism Bengali definition [আস্টিগ্মাটিজম্] [Uncountable noun] চোখ, আয়না বা পরকলার যে ত্রুটির জন্য আলোকরশ্মির যথাযথ বিন্দুতে সন্নিপাত বাধাগ্রস্ত হয়; বিষমকেন্দ্রিকতা। astigmatic [অ্যাস্টিগ্ম্যাটিক্] (adjective) বিষমকেন্দ্রিক।
- English Word astir Bengali definition [আস্টা(র্)] (adverb), (predicatively adjective) (১) সচকিত বা চঞ্চল (অবস্থায়); উত্তেজিত (অবস্থায়): The whole audience was astir, as the arrival of the maestro was announced. (২) (প্রাচীন) শয্যাত্যাগ করে কাজে লেগে যাওয়া অর্থে: He was astir as the day was just dawning.
- English Word astonish Bengali definition [আস্টনিশ্] (verb transitive) বিস্ময়বিহ্বল করা; চমৎকৃত করা; তাক লাগানো: astonished everyone. astonishing (participial adjective) বিস্ময়কর; অদ্ভুত: Is it not astonishing that a child should sing so well? astonishment [Uncountable noun] মহাবিস্ময়; বিস্ময়বিহ্বলতা: To the astonishment of all of us, the plan succeeded.
- English Word astound Bengali definition [আস্টাউন্ড্] (verb transitive) বিস্ময়ে অভিভূত বা স্তম্ভিত করা।
- English Word astrakhan Bengali definition [অ্যাস্টআক্যান্ America(n) অ্যাস্ট্রাকান্] [Uncountable noun] (মূলত মধ্যএশিয়ার) মেষশাবকের ঈষৎকুঞ্চিত লোমযুক্ত চামড়া; আস্ট্রাখান: (attributive(ly) প্রয়োগ) an astrakhan coat/cap.
- English Word astral Bengali definition [অ্যাস্ট্রাল্] (adjective) নাক্ষত্র; নাক্ষত্রিক।
- English Word astray Bengali definition [আস্ট্রেই] (adverb), (predicatively adjective) বিপথে: The young girl was led astray by her associates, বিপথগামী করেছে।
- English Word astrictive Bengali definition [আস্ট্রিক্টিভ্] (adjective) সংকোচক।
- English Word astride Bengali definition [আসট্রাইড্] (adverb), (predicatively adjective), (preposition) দুই পা দুপাশে ঝুলিয়ে: riding astride; sitting astride his father’s shoulders.
- English Word astringent Bengali definition [আস্ট্রিন্জান্ট্] (noun) পদার্থ, যা দেহজ কলা ও রক্তনালিকাসমূহ সংকুচিত করে রক্তক্ষরণ বন্ধ করে; সংকোচক (ওষুধ)। □ (adjective) কষায়; সংকোচক; (লাক্ষণিক) রুক্ষ; কঠোর। astringency [আস্ট্রিন্জান্সি] (noun) সংকোচকতা।
- English Word astrolabe Bengali definition [অ্যাস্ট্রালেইব্] (noun) গ্রহনক্ষত্রের উন্নতি নির্ণয়ের জন্য মধ্যযুগীয় যন্ত্রবিশেষ; অ্যাস্ট্রোলেইব। দ্রষ্টব্য sextant.
- English Word astronaut Bengali definition [অ্যাস্ট্রানোট্] (noun) নভোচারী; নভশ্চর। astronautics [অ্যাস্ট্রানোটিক্স্] (noun) (singular verb) নভশ্চরণবিজ্ঞান; মহাকাশবিজ্ঞান।
- English Word astronomy Bengali definition [আস্ট্রানামি] [Uncountable noun] জ্যোতির্বিদ্যা; জ্যোতির্বিজ্ঞান; জ্যোতিঃশাস্ত্র; খগোলবিদ্যা। astronomer (noun) জ্যোতির্বিজ্ঞানী; জ্যোতির্বেত্তা; জ্যোতির্বিদ; জ্যোতিঃশাস্ত্রজ্ঞ। astronomical [অ্যাস্ট্রানমিক্ল্] (adjective) জ্যোতির্বিদ্যাবিষয়ক; জ্যোতিঃশাস্ত্রীয়; (কথ্য; সংখ্যা) অতিবৃহৎ: an astronomy amount.
- English Word astrophysics Bengali definition [অ্যাস্টোফিজিক্স্] (noun) (singular verb) নক্ষত্রের রাসায়নিক ও ভৌত অবস্থাবিষয়ক বিজ্ঞান; জ্যোতির্বস্তুবিদ্যা।
- English Word astute Bengali definition [আস্টিঊট্ America(n) আস্টূট্] (adjective) (১) প্রাধান্য বা সুবিধা অর্জনের ব্যাপারে তীক্ষ্ণদৃষ্টি। (২) বিচক্ষণ; চতুর: an astute lawyer/politician. astutely (adverb) চতুরভাবে; বিচক্ষণতার সঙ্গে। astuteness (noun) বিচক্ষণতা; চাতুর্য।
- English Word asunder Bengali definition [আসান্ডা(র্)] (adverb) (সাহিত্যিক) (১) পৃথক হয়ে; বিচ্ছিন্ন হয়ে: Families were driven asunder by the political upheaval. (২) খণ্ডবিখণ্ড করে: tear something asunder.
- English Word asylum Bengali definition [আসাইলাম্] (noun) (১) [Uncountable noun] আশ্রয়; নিরাপত্তা: ask for political asylum; [Countable noun] যে স্থলে এ রকম আশ্রয় বা নিরাপত্তা দেওয়া হয়। (২) [Countable noun] (সাবেক) পাগলাগারদ।
- English Word asymmetric, asymmetrical Bengali definition [এইসিমেট্রিক্, এইসিমেট্রিক্ল্] (adjective(s)) একটি বিভাজন রেখার দুদিকের অংশগুলো ঠিক সদৃশ নয় এমন; অপ্রতিসম: an asymmetric building.
- English Word at Bengali definition [আট্; জোরালো রূপ: অ্যাট্] (preposition) (১) (স্থান বা দিক) (ক) (কোনো স্থানে বা স্থানের নিকটে কোনো বস্তু বা ব্যক্তি আছে, ছিল বা থাকবে নির্দেশ করে)-এ, -তে, -য়: at home; at the post office. (খ) দিকে; প্রতি; অভিমুখে: look at something/somebody; point/aim at something/somebody; throw something at somebody, অর্থাৎ আঘাত করার উদ্দেশ্যে, দ্রষ্টব্য throw 2 (১) ভুক্তিতে throw to, laugh at something/somebody; talk at somebody, পরোক্ষে আক্রমণ করা, দ্রষ্টব্য talk 1 (১) ভুক্তিতে talk to. (গ) কোনো কিছু পাওয়ার বা ধরার চেষ্টা কিংবা অসম্পূর্ণ বা অসমাপ্ত কর্ম নির্দেশ করে: grab or snatch at the apple; Try to guess at the meaning. (ঘ) (দূরত্বনির্দেশক) –এ, থেকে: hold something at arm’s length; at a distance. (ঙ) (প্রবেশ বা নিষ্ক্রমণ বিন্দু নির্দেশ করা) মধ্য দিয়ে; ভিতর দিয়ে: enter at the side door. (২) (সময় ও ক্রম নির্দেশ করে) (ক) (সময়ের কোনো নির্দিষ্ট বিন্দু): at 1 O’clock; at midnight; at Christmas; at this moment; at this (point), এমন সময়। (খ) (বয়স সম্বন্ধে): at (the age of) 1 6. (গ) (ক্রমনির্দেশক): at first; at last; at the second attempt. (ঘ) (পৌনঃপুনিকতা নির্দেশক): at (all) times; at regular intervals. (৩) (কর্মকাণ্ড, অবস্থা, রীতি) (ক) (কোনো কিছুতে নিয়োজিত থাকা নির্দেশ করে): at work, at play. hard at it কঠোর পরিশ্রমরত। (খ) (adjective(s)–এর পরে): better at swimming than running; angry at. (গ) (অবস্থা বা হালচাল): at the point of death: at war/peace; at rest. (ঘ) (রীতি): at one blow; drink at one draught. (৪) (হার বা মান, মূল্য, ব্যয়) (ক) (হার): at full speed. (খ) (মূল্য, ব্যয় ইত্যাদি): at my expense; at a low price; at half-price. (গ) (superlative–সহ): at its/his/her best, at least; at (the) worst. (৫) (কারণ, হেতু) (ক) (verb(s)–এর পরে): receive at his hand. We marvelled at the young boy’s skill. (খ) (adjective(s) ও past participle–এর পরে): surprised at the news; delighted at finding the shop open. অপিচ দ্রষ্টব্য at hand, দ্রষ্টব্য at last, দ্রষ্টব্য at the death ইত্যাদি অভিব্যক্তির জন্য সংশ্লিষ্ট (noun) ভুক্তি।
- English Word Atabrine Bengali definition [অ্যাটাব্রীন্] [Uncountable noun] ম্যালেরিয়া রোগের তিক্তস্বাদযুক্ত ওষুধবিশেষ; অ্যাটব্রিন।
- English Word atavism Bengali definition [অ্যাটাভিজম্] (noun) কয়েক বা বহু প্রজন্ম ধরে পরিলক্ষিত হয়নি, কোনো ব্যক্তিতে এমন চারিত্রিক বৈশিষ্ট্য বা দোষগুণের পুনরাবির্ভাব; আদিম বৈশিষ্ট্য। দ্রষ্টব্য reversion, দ্রষ্টব্য throwback. atavistic [অ্যাটাভিস্টিক্] (adjective) অধিসঞ্চারী।
- English Word ate Bengali definition [এট্ America(n) এইট্] eat–এর past tense