• favour (America(n) = favor) [ফেইভা(র্)] (noun) ১ [uncountable noun] অনুগ্রহ; সুনজর: win someone’s favour. be/stand high in somebody’s favour কারো সুনজরে থাকা বা অনুগ্রহভাজন হওয়া। find favour with somebody কারো অনুগ্রহ পাওয়া। lose favour with somebody কারো অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া। ২ [uncountable noun] সহায়; সমর্থন; আনুকূল্য। in favour of (ক) সমর্থনে; পক্ষে: We are in favour of election. (খ) কারো পক্ষে বা কারো হয়ে; অনুকূলে: The cheque was drawn in favour of the firm. In somebody’s favour কারো স্বার্থে: The decision was in his favour. ৩ [uncountable noun] প্রশ্রয়; পক্ষপাতিত্ব। without fear or favour সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে। ৪ [countable noun] অনুগ্রহ (অনুগ্রহ প্রদর্শনকারী কাজ): Would you please do me a favour. ৫ [countable noun] অনুগ্রহের চিহ্নস্বরূপ প্রদত্ত পদক, অভিজ্ঞান ইত্যাদি।
      • iron 1 [আইআন America(n) আইআরান্‌] (noun) ১ [uncountable noun] লৌহ; লোহা; আয়স (প্রতীক Fe) (দ্রষ্টব্যcast 1 ভুক্তিতে cast iron; wrought ভুক্তিতে wrought iron): iron ore, আকরিক লোহা; as hard as iron; (লাক্ষণিক) an iron will. rule with a rod of iron /with an iron hand লৌহকঠিন হাতে/নির্মমহস্তে শাসন করা। a man of iron কঠোর, অনমনীয় বা নির্মম লোক, লৌহমানব। an iron fist in a velvet glove আপাতশিষ্টতার আড়ালে লুকানো কঠোরতা ও দৃঢ়সংকলপ, মেঘের আড়ালে বজ্র। strike while the iron is hot সুযোগের সদ্ব্যবহার করা লোহা তপ্ত থাকতে থাকতে আঘাত হানা। The Iron Age (প্রাগৈতিহাসিক কালে) লৌহযুক্ত। iron curtain সংবাদ ও পণ্য বিনিময়ের প্রতিবন্ধকরূপে বিবেচিত সীমান্ত, লৌহযবনিকা। iron lung যান্ত্রিক চাপকালের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য মস্তক ছাড়া শরীরের বাকি অংশ আবৃত করে এমন যন্ত্রবিশেষ, লৌহফুসফুস। iron rations আপৎকালে সৈন্য, অভিযাত্রিক প্রভৃতির জন্য ব্যবহার্য খাদ্যভাণ্ডার, আপৎকালীন খাদ্যসম্ভার। ২ (বিশেষত যৌগশব্দে) লোহা দিয়ে তৈরি হাতিয়ার ইত্যাদি। (flat-) iron, ইস্ত্রি fire-irons, চুলা, অগ্নিকুণ্ড ইত্যাদি স্থানে ব্যবহৃত লোহার শলাকা, চিমটা ইতাদি, লোহার মুখটি লাগানো গলফ খেলার যষ্টি, উল্কি কাটার যন্ত্র; (plural) নিগড়; লৌহবন্ধ হাতকড়া: put somebody in irons, শৃঙ্খলিত করা। have too many irons in the fire একই সময়ে আশুপালনীয় বহু অঙ্গীকার। ৩ (যৌগশব্দ) iron-bar (noun) কুশি। ironclad (adjective) লৌহাবৃত। iron-filings (noun) (plural) লৌহচূর্ণ। iron-founder (noun) লোহা-ঢালাইকার; লৌহকার। iron-foundey (noun) লৌহ-ঢালাইখানা। iron-grey (adjective), (noun) সদ্য-ভাঙা ঢালাই লোহারমতে রং লৌহধূমল। ironmonger [মাঙ্‌গা(র্‌)] (noun) লৌহদ্রব্য। বিক্রেতা; লোহার কারবারি। iron-mongery [আইআন মাঙ্‌গারি] (noun) লোহার কারবার। ironmould (noun) লোহার মরিচার দাগ; লোহাকলঙ্ক। iron side (noun) অলিভার ত্রুমওয়েলের অশ্বারোহী বাহিনীর একজন (১৭ শতাব্দী); (লাক্ষণিক) বজ্রকঠিন দৃঢ়সংকল্প ব্যক্তি। ironware [আইআনওয়েআ(র্)] (noun) [uncountable noun] লৌহপণ্য। ironwork (noun) লৌহদ্রব্য, যেমন গরাদের শিক, পরিক্ষেপ ইত্যাদি। ironworks (noun) (সাধারণত singular verb-সহ) লোহার কারখানা।
      • idea [আইডিআ] (noun) ১ ভাব; চিন্তা; ধারণা; The exhibition gave a clear idea of the recent developments in technology. ২ পরিকল্পনা; সংকল্পনা; অভিপ্রায়; অভিসন্ধি; উদ্দেশ্য: We are not lacking in ideas. ৩ মতামত। ৪ অস্পষ্ট বিশ্বাস; ভাবনা; ধারণা; অনুভূতি: I had an idea that he would fail to keep his word. ৫ ধারণা; উপলব্ধি: Can you give us your idea of a good life. put ideas into somebody’s head পূরণ হওয়ার সম্ভাবনা নেই এমন প্রত্যাশা দান করা; অমূলক ধারণা মাথায় ঢোকানো। ৬ (উৎক্রোশে) What an idea! (অবাস্তব, দৌরাত্ম্যপূর্ণ ইত্যাদি কারণে বিস্ময়সূচক) কী অদ্ভুত ধারণা!