Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Asiatic Bengali definition [এইশিঅ্যাটিক্ America(n) এইজিঅ্যাটিক্] (noun), (adjective) এশীয় (Asian–ই অগ্রগ্রাহ্য)।
  • English Word aside Bengali definition [আসাইড্] (adverb) পাশে; একপাশে: She laid the magazine aside, পড়া বন্ধ করে নামিয়ে রাখল। The autobus turned aside (= away) from the highway, রাজপথ ছেড়ে পাশের রাস্তা ধরল। The verdict of the lower court was set aside, খারিজ করা হলো। Could you put the book aside for me? আলাদা করে রাখুন; সংরক্ষণ করুন। Joking aside, রসিকতা থাক, ...□ [Countable noun] (বিশেষত মঞ্চে) অন্য কেউ শুনতে পাচ্ছে না ধরে নিয়ে উচ্চারিত উক্তি; জনান্তিক। ‌
  • English Word asinine Bengali definition [অ্যাসিনাইন্] (adjective) (১) গর্দভীয়(২) (কথ্য) নির্বোধ; গর্দভসুলভ
  • English Word ask Bengali definition [আ:স্‌ক্‌ America(n) অ্যাস্‌ক্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle asked) (১) জিজ্ঞাসা/প্রশ্ন করা; জানতে চাওয়া; চাওয়া; অনুরোধ করা: May I ask (you) your name? I asked the price. I would ask a favour of you. You have asked too much of me. You did not ask me for help. ask after (সম্বন্ধে) জিজ্ঞাসা করা; খবর জানতে চাওয়া: Did you ask after my health? (২) নিমন্ত্রণ করা; আমন্ত্রণ জানানো; বলা: Ask him to come in. He has been asked (out) to lunch. ask for trouble, (কথ্য) ask for it বিপদ/ঝামেলা ডেকে আনা। (৩) প্রার্থনা করা; অনুমতি চাওয়া: Did he ask permission to leave? I would ask you to excuse me/ask to be excused. (৪) (মূল্য হিসেবে) চাওয়া: I asked (him) $500 for the car; Am I asking too much? asking price কোনো পণ্য বা সেবার জন্য যে মূল্য চাওয়া হয় এবং যা সাধারণত দর কষাকষি করে কমানো হয়; অর্থিত মূল্য
  • English Word askance Bengali definition [আস্‌ক্যান্‌স্‌] (adverb) (একমাত্র ব্যবহার) look askance at somebody/something সন্দেহের দৃষ্টিতে/আড়চোখে তাকানো
  • English Word askew Bengali definition [আস্‌কিঊ] (adverb), (predicatively adverb) তির্যকভাবে; বাঁকা করে: hang a picture askew; the table stood askew on its legs. I knocked her spectacles askew with my newspaper.
  • English Word asking Bengali definition [আস্‌কিঙ্] (noun) for the asking চাইলেই: The horse is yours for the asking, তোমার চাওয়ার অপেক্ষামাত্র।
  • English Word aslant Bengali definition [আস্‌লা:ন্‌ট্‌ America(n) আস্‌ল্যান্‌ট্‌] (adverb), (predicatively adjective) তির্যকভাবে; বাঁকাভাবে; বাঁকা করে: The damaged car lay aslant the road.
  • English Word asleep Bengali definition [আস্‌লীপ্] (adverb), (predicatively adjective) (১) ঘুমন্ত/নিদ্রিত (অবস্থায়): She is fast asleep. The boy dropped asleep during the concert. (২) (হাত–পা) অবশ; নিঃসাড়
  • English Word asp Bengali definition [অ্যাস্‌প্‌] (noun) (প্রাণীবিদ্যা) মিশর ও লিবিয়ার ক্ষুদ্র বিষধর সাপবিশেষ; কালসাপ
  • English Word asparagus Bengali definition [আস্‌প্যারাগাস্] (noun) [Uncountable noun] উদ্ভিদবিশেষ, যার কচি অঙ্কুর সবজিরূপে রান্না করে খাওয়া হয়; শতমূলী, শতাবতী; অহেরু
  • English Word aspect Bengali definition [অ্যাস্‌পেক্‌ট্‌] (noun) (১) রূপ; চেহারা; মুখাবয়ব: a man of fierce aspect. ভীষণদর্শন; with a serious aspect, গম্ভীর চেহারার। (২) বিশেষ কোনো দিকের অনুবর্তী মুখ; মুখ; অভিমুখ; দিক: a house with southern aspect, দক্ষিণমুখী বাড়ি। (৩) (লাক্ষণিক) বিশেষ অংশ; দিক: study every aspect of a question, সব দিক পর্যেষণা। (৪) ক্রিয়ার রূপবিশেষ, যা ক্রিয়াব্যাপার ও কালগতির মধ্যে সম্বন্ধ নির্দেশ করে; ক্রিয়ার অবয়বaspectual [অ্যাস্‌পেক্‌চুআল্‌] (adjective) অবয়বী: The only difference between ‘I heard him singing a pop song’ and ‘I heard him sing a pop song’ is aspect.
  • English Word aspen Bengali definition [অ্যাস্‌পান্] (noun) চিনার (পপলার) জাতীয় গাছ, যার পাতা সামান্যতম বাতাসেও কেঁপে ওঠে; স্পন্দিতা
  • English Word asperity Bengali definition [অ্যাস্‌পেরাটি] (noun) (plural asperities) (আনুষ্ঠানিক) (১) [Uncountable noun] কার্কশ্য; রুক্ষতা; (ব্যবহারের) পারুষ্য; পরুষতা; (আবহাওয়ার) কঠোরতা; তীব্রতা: speak with asperity. (২) (plural-এ) উপর্যুক্ত গুণাবলির যেকোনো একটির দৃষ্টান্ত: The asperities of winter in the Antarctica; an exchange of asperities, দুর্বাক্য–বিনিময়; পারস্পরিক দুর্ব্যবহার।
  • English Word aspersions Bengali definition [আস্‌পাশ্‌ন্‌স্‌ America(n) আস্‌পাজ্‌ন্‌স্‌] (noun) (plural) (একমাত্র ব্যবহার) cast aspersions (up) on somebody/something’s honour, etc কুৎসা করা; কটাক্ষপাত করা
  • English Word asphalt Bengali definition [অ্যাস্‌ফ্যাল্‌ট্‌ America(n) অ্যাস্‌ফোল্‌ট্‌] (noun) [Uncountable noun] আলকাতরার মতো কালো, আঠালো পদার্থবিশেষ, যা ছাদ ইত্যাদি জলরোধক করার জন্য এবং কাঁকর বা পাথরের গুঁড়ার সঙ্গে মিশিয়ে রাস্তা আস্তীর্ণ করার কাজে ব্যবহৃত হয়; অ্যাসফল্ট। (verb transitive) (রাস্তা) অ্যাসফল্টে আস্তীর্ণ করা।
  • English Word asphodel Bengali definition [অ্যাস্‌ফডেল্] (noun) (১) লিলিজাতীয় একপ্রকার ফুল; তারাফুল(২) (কাব্যিক) গ্রিক স্বর্গলোকের অমর পুষ্প; পারিজাত
  • English Word asphyxia Bengali definition [অ্যাস্‌ফিক্‌সিআ] [Uncountable noun] শ্বাসরোধ; শ্বাসকষ্টasphyxiate [অ্যাস্‌ফিক্‌সিএইট্] (verb transitive) শ্বাসরুদ্ধ করা; শ্বাসরুদ্ধ করে মারা; গলা টিপে মারা। asphyxiation [অ্যাস্‌ফিক্‌সিএইশ্‌ন্‌] [Uncountable noun] = asphyxia; শ্বাসরোধ।
  • English Word aspidistra Bengali definition [অ্যাস্‌পিডিস্‌ট্রা] (noun) (plural aspidistras) গৃহে জন্মানো প্রশস্ত সুচালো পত্রবিশিষ্ট উদ্ভিদবিশেষ; শতাবতী
  • English Word aspirant Bengali definition [আস্‌পাইআরান্‌ট্‌] (noun) aspirant (to/after) খ্যাতি, প্রতিপত্তি ইত্যাদির জন্য লোলুপ ব্যক্তি; অভিকাঙ্ক্ষী: an aspirant to high office.
  • English Word aspirate 1 Bengali definition [অ্যাস্‌পারাট্‌] (noun) (ধ্বনিবিজ্ঞান) মহাপ্রাণ ধ্বনি
  • English Word aspirate 2 Bengali definition [অ্যাস্‌পারেইট্‌] (verb transitive) (ধ্বনিবিজ্ঞান) মহাপ্রাণরুপে উচ্চারণ করা: The ‘h’ in ‘heir’ is not aspirated.
  • English Word aspiration Bengali definition [অ্যাস্‌পারেইশ্‌ন্‌] (noun) (১) [Countable noun, Uncountable noun] aspiration (for/after); aspiration (to do/be) আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা: aspirations for fame; his aspiration to be writer. (২) মহাপ্রাণতা
  • English Word aspire Bengali definition [আস্‌পাইআ(র্)] (verb intransitive) উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া: aspire after knowledge; aspire to fame; aspire to become an artist.
  • English Word aspirin Bengali definition [অ্যাস্‌প্রিন্‌ America(n) অ্যাস্‌পারিন্] [Uncountable noun] (Proprietary name) বেদনার উপশম ও জ্বর কমানোর ওষুধ; [Countable noun] ঐ ওষুধের বড়ি; অ্যাসপ্রিন।
  • English Word asquint Bengali definition [আস্‌কোয়িন্‌ট্‌] (adjective), (adverb) অপাঙ্গে; বক্রদৃষ্টিতে; তির্যকভাবে
  • English Word ass 1 Bengali definition [অ্যাস্] (noun) (১) গর্দভ; গাধা; রাসভ; আহাম্মক; বেকুব; নির্বোধ(২) make an ass of oneself বোকামি/আহম্মকি/ বেকুবি করা; নিজেকে হাস্যাস্পদ করা
  • English Word ass 2 Bengali definition [অ্যাস্] (noun) (America(n) অশিষ্ট) = arse, পাছা; পোঁদ
  • English Word assail Bengali definition [আসেইল্] (verb transitive) assail (with) প্রচণ্ড শক্তিতে আক্রমণ বা আঘাত হানা; জর্জরিত করা: assail somebody with questions/insults: be assailed with doubts. assailable [অ্যাসেইলাবল্] (adjective) আক্রমণীয়। assailant [অ্যাসেইলান্‌ট্‌] (noun) হামলাকারী; আক্রমণকারী।
  • English Word assamese Bengali definition [অ্যাসামীজ্‌] (noun) (plural) (১) (the Assamese) আসামের অধিবাসী(২) [Uncountable noun] অহমিয়া ভাষা। □ (adjective) আসাম, অহমিয়া ভাষা বা অহমিয়া জাতিবিষয়ক।