Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word arrival Bengali definition [আরাইভ্‌ল্] (noun) (১) [Uncountable noun] আগমন: Waiting for the arrival of the guests. (২) [Countable noun] আগন্তুক; আগত বস্তু: new arrivals; the new arrival, (কথ্য) নবজাতক শিশু।
  • English Word arrive Bengali definition [আরাইভ্] (verb intransitive) (১) বিশেষত গন্তব্যে পৌঁছানো: arrive home; arrive at the station. (২) আসা: The hour has arrived to strike the enemy; জন্ম নেওয়া: Selina’s baby has just arrived, এইমাত্র জন্মেছে। (৩) arrive at (সিদ্ধান্ত, মূল্য, বয়স ইত্যাদিতে) উপনীত হওয়া বা পৌঁছানো(৪) নিজের অবস্থান বা খ্যাতি প্রতিষ্ঠা করা
  • English Word arrogant Bengali definition [অ্যারাগান্‌ট্‌] (adjective) উদ্ধত: He spoke in an arrogant tone. arrogantly (adverb) arrogance [অ্যারাগান্‌স্‌] [Uncountable noun] ঔদ্ধত্য।
  • English Word arrogate Bengali definition [অ্যারাগেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (১) arrogate to oneself বিনা অধিকারে দাবি করা বা নিয়ে নেওয়া: He arrogated to himself the right to change the law. (২) অন্যায়ভাবে আরোপ করা বা চাপিয়ে দেওয়া: It’s sheer enmity that prompted him to arrogate evil motives to me.
  • English Word arrow Bengali definition [অ্যারৌ] (noun) (১) বাণ; তীর; শর(২) দিক বা অবস্থান দেখানোর জন্য ব্যবহৃত তীরচিহ্নarrowhead (noun) তীরের অগ্রভাগ বা মুখ।
  • English Word arrowroot Bengali definition [অ্যারৌরূট্] [Uncountable noun] এক ধরনের গাছের শিকড় থেকে তৈরি শ্বেতসার জাতীয় খাদ্য; অ্যারারুট
  • English Word arse Bengali definition [আ:স্‌ America(n) = ass (অ্যাস্)] (noun) (নিষেধ, অশিষ্ট) গুহ্যদেশ; মলদ্বার; নিতম্ব; পাছা। Goodnight, fellas and watch the door doesn’t hit your arses on the way out; I’m sitting on my arse. (verb transitive) বোকা হওয়া; নির্বোধের মতো কাজ করা; তালগোল পাকিয়ে ফেলা; বিরক্তি উৎপাদন করা; I can’t be arsed to write that essay for tomorrow. silly arse বোকা: arse hole (America(n)= ass hole) মলদ্বার।
  • English Word arsenal Bengali definition [আ:সান্‌ল্‌] (noun) অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের কারখানা বা ভাণ্ডার; অস্ত্রাগার; (লাক্ষণিক) সঞ্চিত শক্তি; শক্তির ভাণ্ডার।
  • English Word arsenic Bengali definition [আ:স্‌নিক্] [Uncountable noun] (রসায়ন) ভঙ্গুর, ইস্পাত–ধূসর, স্বচ্ছ রাসায়নিক পদার্থ (প্রতীক As) –কাচ, রং ইত্যাদি তৈরিতে এই পদার্থ ব্যবহৃত হয়; আর্সেনিকের সাদা খনিজ যৌগিক; এক প্রকার তীব্র বিষ। দ্রষ্টব্য পরি ৭।
  • English Word arson Bengali definition [আ:স্‌ন্‌] [Uncountable noun] ইচ্ছাকৃত ও অবৈধভাবে কোনো কিছুতে অগ্নিসংযোগের দুষ্কর্ম
  • English Word art 1 Bengali definition [আ:ট্‌] (noun) (১) [Uncountable noun] মূর্তরূপে সুন্দরের সৃজন বা প্রকাশ; এরূপ সৌন্দর্য প্রকাশের ক্ষমতা বা দক্ষতা: the art of Bengal; tell a story with great art. the fine arts চারুকলা; ললিতকলা (চিত্রাঙ্কন, ভাস্কর্য, সংগীত, নৃত্য)। a work of art শিল্পকর্ম। an art gallery চিত্রশালা। an art school চারুকলা বিদ্যালয়। (২) [Countable noun] যাতে সঠিক পরিমাপ ও গণনের চেয়ে কল্পনা ও রুচির গুরুত্ব বেশী: the arts subjects. Bachelor/Master of Arts (সংক্ষেপ BA/MA) বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতকোত্তর উপাধি। (৩) [Uncountable noun] চাতুরী; কৌশল; ছলনা; [Countable noun] ছল; ফাঁদ: She used all her arts to attract the young man. the black art (অশুভ উদ্দেশ্যপ্রণোদিত) জাদুবিদ্যা। (৪) (attributive(ly)) (১)-এ প্রদত্ত অর্থের সঙ্গে সম্পর্কিত; শিল্প গুণান্বিত: an art critic; art film.
  • English Word art 2 Bengali definition [আ:ট্‌] (verb) (be ক্রিয়াপদে present tense রূপ) (পুরাতনী) thou–এর সাথে ব্যবহৃত: Thou art, you are.
  • English Word artefact Bengali definition দ্রষ্টব্য artifact.
  • English Word arterial Bengali definition [আ:টিঅরিআল্] (adjective) ধমনিবিষয়ক বা ধমনীর মতো: arterial blood; arterial roads, গুরুত্বপূর্ণ প্রধান সড়কসমূহ।
  • English Word artery Bengali definition [আ:টারি] (noun) (১) ধমনী(২) প্রধান সড়ক বা নদী; পরিবহণ পদ্ধতির প্রধান কাণ্ড
  • English Word artesian Bengali definition [আ:টীজিআন্ America(n) আ:টীজ্‌ন্‌] (adjective) artesian well কূপ বা ইঁদারাবিশেষ– পাম্পের সাহায্য ছাড়াই এর পানি সার্বক্ষণিকভাবে কূপের মুখ বরাবর উঠতে থাকে
  • English Word artful Bengali definition [আ:ট্‌ফ্‌ল্‌] (adjective) ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানাartfully [আ:ট্‌ফালি] (adverb) artfulness (noun)
  • English Word arthritis Bengali definition [আ:থ্রাইটিস্] (noun) গ্রন্থিবাত; গেঁটেবাতarthritic [আ:থ্রিটিক্] (adjective)
  • English Word article Bengali definition [আ:টিক্‌ল্‌] [Countable noun] (১) নির্দিষ্ট বা স্বতন্ত্র বস্তু: household article. (২) দৈনিক বা সাময়িক পত্রিকায় প্রকাশিত রচনাleading article (সংবাদপত্রে) সম্পাদক বা সম্পাদকবৃন্দের মতামতসংবলিত রচনা। (৩) (আইন সম্বন্ধীয়) কোনো চুক্তি বা দলিলের স্বতন্ত্র অংশ; অনুচ্ছেদ; ধারা বা দফা(৪) (ব্যাকরণ) definite article, ‘the’. indefinite article, ‘a’, ‘an’. □ (verb transitive) চুক্তিবদ্ধ করা: an articled clerk, চুক্তিবদ্ধ কেরানি।
  • English Word articulate 1 Bengali definition [আ:টিকিউলাট্] (adjective) (কথা) স্বতন্ত্র ধ্বনি ও শব্দসমূহের স্পষ্টতাসম্পন্ন(১) (ব্যক্তি) ভাবনা ও অনুভূতিকে স্পষ্টভাষায় রূপদানে সক্ষম: She is a highly articulate girl. (৩) গ্রন্থিবদ্ধarticulately (adverb)
  • English Word articulate 2 Bengali definition [আ:টিকিউলেইট্] (verb transitive), (verb intransitive) (১) স্পষ্টভাবে (শব্দ) উচ্চারণ করা; স্পষ্টভাবে কথা বলা(২) গ্রন্থি দ্বারা যুক্ত করা; গ্রন্থি সংযোজন করা: bones that are articulated with others. an articulated vehicle সহজে সংযোজন করা যায় এমন অংশ সংবলিত যান।
  • English Word articulation Bengali definition [আ:টিকিউলেইশ্‌ন্‌] (noun) (১) [Countable noun] (শব্দ ও ধ্বনির) স্পষ্ট উচ্চারণ(২) গ্রন্থি (সংযোজন)।
  • English Word artifact, artefact Bengali definition [আ:টিফ্যা্‌ক্‌ট্‌] [Countable noun] কৃত্রিমভাবে উৎপাদিত বা সৃষ্ট বস্তু; মানুষের দ্বারা তৈরি বস্তু; বিশেষত নৃতাত্ত্বিক আগ্রহ উদ্রেক করে এমন সরল অস্ত্র বা হাতিয়ার
  • English Word artifice Bengali definition [আ:টিফিস্] (noun) (১) [Countable noun] দক্ষতা(২) [Uncountable noun]ধূর্ততা; শঠতা; চালাকি; চাতুরী; [Countable noun] ছল
  • English Word artificer Bengali definition [আ:টিফিসা(র্)] (noun) শিল্পী; নির্মাতা; দক্ষ কারিগরengine-room artificer (নৌবাহিনীতে) দক্ষ কারিগর বা মিস্ত্রি (এর পদ)।
  • English Word artificial Bengali definition [আ:টিফিশ্‌ল্‌] (adjective) প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন; মানুষের সৃজনীশৈলী দ্বারা সৃষ্ট; কৃত্রিম: artificial flowers; artificial tears, সত্যিকার দুঃখবোধ থেকে উদ্গত নয়; কৃত্রিম; লোক দেখানো অশ্রু। artificial respiration কৃত্রিম উপায়ে ফুসফুসে বায়ু প্রবেশ করানোর পদ্ধতি। artificially [আ:টিফিশালি] (adverb)
  • English Word artillery Bengali definition [আ:টিলারি] [Uncountable noun] (চাকা ইত্যাদির উপর স্থাপিত) বড় কামান; গোলন্দাজ বাহিনী
  • English Word artisan Bengali definition [আ:টিজ্যান্‌ America(n) আ:টিজ্‌ন্‌] (noun) শিল্পে বা বাণিজ্যে কর্মরত দক্ষ কারিগর; মিস্ত্রি
  • English Word artist Bengali definition [আ:টিস্‌ট্‌] (noun) (১) যে ব্যক্তি সুকুমার শিল্পের চর্চা করে; শিল্পী; বিশেষত চিত্রশিল্পী(২) যে ব্যক্তি দৃঢ়তার সঙ্গে কোনো কিছু করে: an artist in the game of politics.
  • English Word artiste Bengali definition [আ:টীস্‌ট্‌] (noun) পেশাদার গায়ক, অভিনেতা, নৃত্যশিল্পী ইত্যাদি