• Bengali Word well 2 English definition [ওএল্] (comparative better, superlative best) (adverb) ১ ভালোভাবে; সঠিক বা সন্তোষজনকভাবে (ক্রিয়ার পরে এবং ক্রিয়া সকর্মক হলে প্রত্যক্ষ কর্মের পরে বসে) : The boys behave well. She is a well-behaved girl. The school house is well situated. He speaks Bangla well.
    She is a well-behaved girl. The school house is well situated. He speaks Bangla well. Well done! (প্রশংসাসূচক ধ্বনি); Nothing is going well with me, আমার কিছুই ভালো যাচ্ছে না; Do these two colours go well together? রং দুটি কি পরস্পর খাপ খায়, পাশাপাশি মানায়? Do politics and fairplay go well together? রাজনীতি আর ন্যায়বিচার কি পাশাপাশি চলতে পারে? do well সাফল্য পাওয়া; উন্নতি করা; সমৃদ্ধি অর্জন করা: Neena has done well in her annual examination. Nisar is doing well in the States, যুক্তরাষ্ট্রে (থেকে) ভালো করছে, উন্নতি করছে। be doing well (শুধু ঘটমান কালসমূহে) (স্বাস্থ্য ইত্যাদি) পুনরুদ্ধার করতে; দ্রুত আরোগ্য লাভ করছে: She is doing well. do oneself well নিজের জন্য সুখস্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা। do well by somebody কারো সঙ্গে সহৃদয় আচরণ করা। do well out of কারো কাছ থেকে বা কোনোকিছু থেকে লাভ করা। wish somebody কারো শুভ কামনা করা। (২) প্রশংসা বা সম্মতি সহকারে: Speak well of somebody, কারো প্রশংসা করা। stand with somebody কারো আনুকূল্য বা প্রশংসা পাওয়া: She stands well with her employers তারা তাকে পছন্দ করে, তার ক্ষমতা সম্পর্ক উঁচু ধারণা পোষণ করে ইত্যাদি। (৩) সৌভাগ্যবশত। be well out of something সৌভাগ্যবশত কোনো বিষয়ের বাইরে থাকা বা কোনো বিষয়ে জড়িত না- থাকা: You are well out of it, তোমার ভাগ্য ভালো বলতে হবে যে তুমি এর বাইরে আছ/তুমি এতে জড়িত নেই; I wish I were well out of this business, যদি এই ঝামেলার বাইরে আসতে পারতাম/এই ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে পারতাম! well off (ক) ভাগ্যবান: He doesn’t know when he is well off, সে জানে না যে সে কত ভাগ্যবান। (খ) বিত্তবান; ধনী well off for (কোনোকিছু) যথেষ্ট থাকা: They were well off for food, তাদের যথেষ্ট খাবার ছিল। come off well (ক) (ব্যক্তি) ভাগ্য ভালো থাকা; কপাল ভালো থাকা বা ভালো হওয়া। (খ) (ঘটনা) পরিণাম সন্তোষজনক হওয়া। do well to+ infinitive সুবিবেচনা বা সৌভাগ্য নির্দেশ করতে ব্যবহৃত হয়: He did well to sell the business. You would do well to say nothing about what you saw, যা দেখেছ সে সম্পর্কে কোনো কথা না-বললে বুদ্ধিমানের কাজ করবে; I did well to ask his advice, তার পরামর্শ চেয়ে ভালো করেছিলাম। (৪) (মধ্য অবস্থানে) সঙ্গতভাবে; সম্ভবপরভাবে; যুক্তিযুক্তভাবে; You may well be surprised সঙ্গত কারণেই অবাক হতে পারো; I couldn’t very well say ‘no’ to him, তাকে ‘না’ বলা সম্ভব ছিল না/কঠিন হতো; You may quite well give illness as an excuse যুক্তিসঙ্গতভাবেই অসুস্থতার ওজর দেখাতে পারো; It maybe that. …এটা সম্ভব যে,/এমন হতে পারে যে... (৫) may (just) as well দ্রষ্টব্য.may(৪) (ক) সমান যুক্তি, সুবিধা, যাথার্থ্য ইত্যাদি সহকারে: You might just as well throw the whole lot away, সবটাই ফেলে দিতে পারো (তাতে ক্ষতিবৃদ্ধি নেই) ; The chapter does not add anything new to what has already been said-it might just as well have been dropped. (খ) বাড়তি কোনো ক্ষতি না-করে: You. may as well resign, কারণ পদত্যাগ না-করলেও তোমার চাকরি থাকছে না। be just as well অসুবিধা না-করে; মনস্তাপের কারণ না-রেখে/না-ঘটিয়ে: It’s just as well that I didn’t join the army, সেনাবাহিনীতে যোগ না দিয়ে (খুব একটা) খারাপ করিনি। (৬) (শেষে )বসলে) পুঙ্খানুপুঙ্খরূপে; ভালোভাবে; পুরোপুরি: Think well before you answer. Shake the bottle well. (৭) যথেষ্ট (পরিমাণে/মাত্রায়): Her name was well up the list, তালিকায় যথেষ্ট উপরের দিকে ছিল, অর্থাৎ শীর্ষের কাছাকাছি; He is over fifty, তার বয়স পঞ্চাশের যথেষ্ট উপরে। wellaway (ক) ভালোভাবে এগিয়ে চলা: They are well away. (খ) (কথ্য) কিঞ্চিৎ নেশাগ্রস্ত কিংবা উল্লাসে আত্মহারা হওয়ার পথে। be well up in/on, দ্রষ্টব্য up (৮). let/leave well alone যেমন আছে তেমন থাকতে দাও; এখানে হস্তক্ষেপ করতে/নাক গলাতে এসো না। (৮) as well (as) উপরন্তু; অধিকন্তু: He gave us food as well as shelter for the night. He gave us food, and shelter as well. (৯) (অন্য adverb - সহযোগে) pretty well প্রায়; বলতে গেলে: You are pretty well the only person who hasn’t given him up. □ (predicatively adjective) (১) সুস্থ: He is getting well; সুস্থ হয়ে উঠছে; I’m quiet well today, আজ বেশ ভালো, অর্থাৎ সুস্থ আছি। (২) সন্তোষজনক অবস্থায়: All’s well that ends well, সব ভালো যার শেষ ভালো; We are very well where we are, যেখানে আছি খুব ভালো (অবস্থায়) আছি। It’s all very well (ব্যঙ্গার্থে ব্যবহৃত) অসন্তোষ, মতানৈক্য ইত্যাদি প্রকাশক গৎবাঁধা কথা: It’s all very well (for you) to talk of resigning in protest, but how am I to feed my family? (৩) যুক্তিযুক্ত; কাম্য: It would be well to finish it before nightfall. It would be just as well for you to ask your father‘s permission. (৪) শুভ; জোরকপাল; বাঁচোয়া: It was well for us that nobody noticed us. □ (interjection) (১) (বিস্ময় প্রকাশ): Well, who would have thought it, যা-ই বল কে এমনটা ভাবতে পেরেছিল! Well, well! I should never have guessed it, যা-ই বল, আমি কোনোদিন ভাবতেও পারতাম না। (২) (স্বস্তি প্রকাশক): Well, here we are at last, যাক বাবা/বাঁচা গেল, শেষ পর্যন্ত এলাম তাহলে! (৩) (প্রতিকূলতাকে মেনে নেওয়া অর্থে): Well, it can’t be helped, কী আর করা; এমনটি ঘটবেই, এর কোনো প্রতিকার নেই। (৪) (মতৈক্য বা সমঝোতা প্রকাশক): Very well, we shall never mention it again, বেশ ঠিক আছে... (৫) (ছাড় দেওয়া অর্থে) : Well, you may be right, হু, তোমার কথা ঠিক হলেও হতে পারে। (৬) (কোনো কথা, গল্প, প্রসঙ্গ ইত্যাদি পুনরায় শুরু করতে গিয়ে ব্যবহার করা হয়): Well, as I was saying...well, the next day...