Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word assassin Bengali definition [আস্যাসিন্ America(n) আস্যাস্‌ন্‌] (noun) (অনেক সময় অন্যের দ্বারা নিযুক্ত) গুপ্তঘাতক; আততায়ীassassinate [আস্যাসিনেইট্‌ America(n) আসানেইট্‌] (verb transitive) রাজনৈতিক কারণে কাউকে (বিশেষত গুরুত্বপূর্ণ রাজনীতিক বা শাসককে) বিশ্বাসঘাতকতাপূর্বক নির্মমভাবে হত্যা করা; গোপনে হত্যা করা। assassination [আসাসিনেইশ্‌ন্‌ America(n) আস্যাসানেইশ্‌ন্] [Countable noun, Uncountable noun] গুপ্তহত্যা।
  • English Word assault Bengali definition [আসোল্‌ট্‌] (noun) assault (on/upon) প্রচণ্ড; আকস্মিক আঘাত; অভ্যাঘাত; হামলা: The enemy’s first assault has been successfully repulsed. His speech is a treacherous assault on our reputation. assault and battery (আইন সম্বন্ধীয়) প্রহার বা আঘাত। assault craft (noun) নদীপথে আক্রমণের জন্য মোটরযুক্ত বহনযোগ্য নৌকাবিশেষ; অভিগ্রহযান।
  • English Word assay Bengali definition [আসেই] [Countable noun] assay of (মহার্ঘ ধাতু, খনিজ দ্রব্য ইত্যাদির) উৎকৃষ্টতা, বিশুদ্ধতা বা গুণ পরীক্ষণ; কষ্টি: make an assay of an ore. □ (verb transitive) (১) ধাতু ইত্যাদির বিশুদ্ধতা পরীক্ষা করা; খনিজ দ্রব্যাদি বিশ্লেষণ করা(২) assay (to do something) (প্রাচীন প্রয়োগ) প্রযত্ন করা
  • English Word assemblage Bengali definition [আসেম্‌ব্লিজ্] (noun) (১) [Uncountable noun] সমবায়; সমাহার; সন্নিপাত; সমাগম: the assemblage of parts of a watch/car. (২) [Countable noun] বস্তু বা (কৌতুকাত্মক) ব্যক্তির সমাহার
  • English Word assemble Bengali definition [আসেম্‌ব্‌ল্‌] (verb transitive), (verb intransitive) (১) সমাগত/সমবেত হওয়া; একত্র জোটপাট হওয়া; মিলিত হওয়া: The members of the society assembled in the conference room. (২) একত্র করা; (যন্ত্রাদির) বিভিন্ন অংশ জোড়া দেওয়া; সন্নিহিত করা; সন্নিবিষ্ট করা: assemble a TV set/an aircraft.
  • English Word assembly Bengali definition [আসেম্‌ব্লি] (noun) (plural assemblies) (১) [Countable noun] সভা; সম্মেলন; সমাগম; সমাবেশ: the Legislative Assembly, বিধানসভা; the school assembly, (ছাত্র-শিক্ষকদের) প্রাত্যহিক সমাবেশ। assembly room(s) সভাকক্ষ। assembly hall (ক) যে কক্ষে ছাত্রশিক্ষকরা প্রার্থনা ইত্যাদির জন্য সমবেত হন; সম্মেলনশালা। (খ) যে বৃহৎ কারখানায় উড়োজাহাজ প্রভৃতি বড় বড় যন্ত্রের অংশসমূহ জোড়া লাগানো হয়; সন্নিবেশশালা। assemblyline সামুদয়িক উৎপাদন ব্যবস্থার পর্যায়বিশেষ, যেখানে ভারী যন্ত্র, যানবাহন ইত্যাদির অংশসমূহ আনুক্রমিক সংযোজনের জন্য একের পর এক এগিয়ে যেতে থাকে; সংযোজন প্রক্রম। (2) সৈনিকদের সমবেত করার জন্য তুর্য বা দুন্দুভি-নিনাদ দ্বারা আহ্বান; সমাবেশের আহ্বান
  • English Word assent Bengali definition [আসেন্‌ট্‌] (noun) assent (to) সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহby common assent ঐকমত্যক্রমে। with one assent সর্বসম্মতিক্রমে। □ (verb intransitive) assent (to) সম্মতি দেওয়া; অনুমোদন করা; সম্মত হওয়া।
  • English Word assert Bengali definition [আসাট্‌] (verb transitive) (১) (অধিকার) দাবি করা; দৃঢ়ভাবে ঘোষণা করা(২) ঘোষণা করা: assert one’s innocence; assert that something is true. assert oneself কর্তৃত্ব/আত্মবিশ্বাস প্রদর্শন করা।
  • English Word assertion Bengali definition [আসাশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] নিজ অধিকারের স্বীকৃতির জন্য নির্বন্ধ; অধিকার-জ্ঞাপন: self assertion, স্বাধিকার-জ্ঞাপন। (২) [Countable noun] জোরালো উক্তি; দৃঢ়োক্তি; দাবি: make an assertion.
  • English Word assertive Bengali definition [আসাটিভ্‌] (adjective) দৃঢ়প্রত্যয়ী; দৃঢ়প্রত্যয়সূচক: speaking in an assertive tone. assertively (adverb) দৃঢ় প্রত্যয়ের সঙ্গে।
  • English Word assess Bengali definition [আসেস্] (verb transitive) (১) (কর, জরিমানা ইত্যাদির) পরিমাণ নির্ধারণ বা স্থির করা; ধার্য করা: The indemnity was assessed at $ 10,000. (২) মূল্য নিরূপণ/নির্ধারণ/নির্ণয়/অবধারণ করা; করারোপ করার উদ্দেশ্যে সম্পত্তি ইত্যাদির মূল্য কিংবা আয় ইত্যাদির পরিমাণ ধার্য বা স্থির করা; (লাক্ষণিক) মূল্য যাচাই করা: to assess a person’s contributions. assessment [Uncountable noun] মূল্যনির্ধারণ; মূল্যাবধারণ; [Countable noun] নির্ধারিত/স্থিরীকৃত/নির্ণীত পরিমাণ। assessor [আসেসা(র্)] (noun) যে ব্যক্তি সম্পত্তি, আয়, কর ইত্যাদির পরিমাণ নির্ধারণ করে; মূল্যনিরূপক; করনির্ধারক। (২) যে ব্যক্তি কৌশলগত বিষয়ে প্রশাসক, বিচারক, সরকারি কমিটি ইত্যাদিকে পরামর্শ দিয়ে থাকেন; অবধায়ক
  • English Word asset Bengali definition [অ্যাসেট্] (noun) (১) (সাধারণত plural) ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। দ্রষ্টব্য liability. (২) মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ: The goodwill of the company is its greatest asset. asset-stripping [Uncountable noun] আর্থিক সমস্যায় জর্জরিত ব্যবসায় প্রতিষ্ঠান সস্তায় কিনে তার যাবতীয় পরিসম্পদ এককালীন বিক্রি করে অর্থোপার্জনের কারবার; পরিসম্পদ অভিগ্রহণ।
  • English Word asseverate Bengali definition [আসেভা্‌রেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) দৃঢ়তাপূর্বক/শপথপূর্বক ঘোষণা করা: asseverate one’s innocence. asseveration [আসেভা্‌রেইশ্‌ন্] (noun) দৃঢ় ঘোষণা।
  • English Word assiduity Bengali definition [অ্যাসিডিঊআটি] America(n) অ্যাসিডূঊআটি] (noun) (১) [Uncountable noun] নিজ কাজের প্রতি স্থির ও সতর্ক মনোযোগ; প্রসক্তি; অধ্যবসায়; নিষ্ঠা: The scheme succeeded due to this unflagging assiduity. (২) (plural assiduities) প্রয়াস; প্রযত্ন
  • English Word assiduous Bengali definition [আসিডিউআস্‌ America(n) আসিডিজুআস্] (adjective) অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান: assiduous in one’s studies. assiduously (adverb) অধ্যবসায়ের/নিষ্ঠার সঙ্গে।
  • English Word assign Bengali definition [আসাইন্] (verb transitive) (১) assign something (to somebody/something) ব্যবহার বা উপভোগের জন্য কিংবা একটি বণ্টন ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া, যেমন কোনো কাজ বা দায়িত্ব; নির্দিষ্ট করে দেওয়া; বরাদ্দ করা: This car has been assigned to the delegates. No work has so far been assigned for the next week. (২) স্থান, কাল, কারণ ইত্যাদি নির্দেশ করা; ধার্য করা; স্থির করা: The venue of the meeting will be assigned in due time. What cause can be assigned to this sudden outburst of euphoria? (৩) assign somebody (to/to do) নিয়োজিত করা: He has been assigned to the sales department. (৪) assign to (আইন সম্বন্ধীয়) সম্পত্তি, স্বত্ব ইত্যাদি হস্তান্তর করা; স্বত্বনিয়োগ করাassignable (আসাইনাবল্) (adjective) নির্দেষ্টব্য; আরোপণীয়: assignable to several reasons. assignee (noun) নিয়োগী; প্রতিনিধি; স্বত্বনিয়োগী। assignment (আসাইনমান্‌ট্‌) (noun) (১) [Uncountable noun] বরাদ্দকরণ; ধার্যকরণ; নিয়োজন; স্বত্বনিয়োগ; [Countable noun] বরাদ্দ; (স্থান-, কাল-, কারণ-) নির্দেশ; নিয়োগ; স্বত্বনিয়োগ(২) পাঠসংক্রান্ত কোনো বিশেষ বা নির্দিষ্ট বিষয় সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে লিখিত প্রতিবেদন দাখিলের জন্য শিক্ষার্থীদের প্রতি সংশ্লিষ্ট শিক্ষকের নির্দেশনা: School students have been cutting and pasting information from sources onto their assignments for years.
  • English Word assignation Bengali definition [অ্যাসিগ্‌নেইশ্‌ন্] [Countable noun] সংকেতসময়; (প্রেমিক–প্রেমিকার গোপন মিলনের ক্ষেত্রে) সংকেতস্থল ।
  • English Word assimilate Bengali definition [আসিমালেইট্] (verb transitive), (verb intransitive) (১) (খাদ্যদ্রব্য হজমের পরে) শরীরের মধ্যে শোষণ করে নেওয়া বা শোষিত হওয়া; অঙ্গীভূত করা বা হওয়া; আত্তীকৃত হওয়া: Spicy foods are difficult to assimilate; Spicy foods do not assimilate easily. (২) অন্য সামাজিক গোষ্ঠীর অঙ্গীভূত হওয়া বা হতে দেওয়া; অঙ্গীভূত করা: Very few countries today assimilate people from other parts of the world. (৩) (ভাব, চিন্তা ইত্যাদি) আত্মস্থ করা: You’ll need to assimilate all Einstein’s work before doing this research. By assimilating the styles of old and new masters he has produced some remarkable paintings. (৪) assimilate to সমীভূত হওয়া বা করাassimilation [আসিমালেইশ্‌ন্‌] [Uncountable noun] আত্তীকরণ; স্বীকরণ; সমীভবন; সাঙ্গীকরণ।
  • English Word assist Bengali definition [আসিস্‌ট্‌] (verb transitive), (verb intransitive) assist (somebody) (with something/in doing something/to do something) (আনুষ্ঠানিক) সাহায্য/সহায়তা করাassistance [আসিস্‌টান্‌স্‌] [Uncountable noun] সাহায্য; সহায়তা; উপকার: give/lend/render assistance (to somebody). assistant [আসিস্‌টান্‌ট্‌] (noun) সাহায্যকারী; সহায়তাকারী; সহকারী: a shop assistant, দোকানের সহকারী।
  • English Word assize Bengali definition [আসাইজ্] (noun) (১) [Uncountable noun] বিচারক ও জুরির সমন্বয়ে অনুষ্ঠিত বিচার(২) (plural) (১৯৭১ পর্যন্ত) উচ্চ আদালতের বিচারকদের সামনে দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমার বিচারের জন্য ইংল্যান্ডের প্রতিটি কাউন্টিতে নির্দিষ্ট সময়ান্তরে অনুষ্ঠিত অধিবেশন: courts of assize; judges of assize; (attributive(ly), singular) assize towns. নতুন ব্যবস্থার জন্য দ্রষ্টব্য court 1 (১) ভুক্তিতে crown court.
  • English Word associate 1 Bengali definition [আসোশিআট্] (adjective) সহযোগী; an associate professor. □ (noun) কাজ, ব্যবসায় বা অপরের সূত্রে অন্যের সঙ্গে যুক্ত ব্যক্তি; সহযোগী; দোসর; কোনো সমিতিতে সীমিত অধিকারপ্রাপ্ত ব্যক্তি; সহযোগী; সহচর; সঙ্গী।
  • English Word associate 2 Bengali definition [আসোশিএইট্] (verb transitive), (verb intransitive) associate with সংশ্লিষ্ট/সংযুক্ত/জড়িত করা: associate oneself with somebody in an enterprise; associate one thing with another. (২) সংসর্গ/মেলামেশা করা: He likes to associate with artists.
  • English Word association Bengali definition [আসোসিএইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] association (with) সংযোগ; সম্পৃক্ততা; সাহচর্য; সংসর্গ: His long association with you did not do him any good. in association (with) একত্রে; সহযোগিতায়। (২) [Countable noun] সমিতি; সংসদ(৩) Association football সকার; ফুটবল(৪) (চিন্তার) সংলগ্নতা; অনুষঙ্গ
  • English Word assonance Bengali definition [অ্যাসানান্‌স্‌] (noun) (বিশেষত কাব্যে) দুটি শব্দের স্বরাঘাতযুক্ত স্বরধ্বনিদ্বয়ের মিল– এক্ষেত্রে পরবর্তী ব্যঞ্জনধ্বনিগুলোর মধ্যে কোনো মিল থাকে না; স্বরসাদৃশ্য: যেমন larger ও charter; back ও cat; hit ও heart.
  • English Word assorted Bengali definition [আসোটিড্] (participial adjective) (১) বিবিধ প্রকার; হরেক রকম: a kilo of assorted biscuits. (২) পরস্পর সপ্রতিম; পরস্পর সঙ্গতিপূর্ণ: ill–assorted, বেখাপ্পা; বেমানান; বিসদৃশ। assortment [আসোট্‌মান্‌ট্‌] (noun) এক বা একাধিক শ্রেণির বিভিন্ন বস্তুর সমাবেশ; রকমারি সমাবেশ: We offer a good assortment of articles of clothing.
  • English Word assuage Bengali definition [অ্যাসোয়েইজ্] (verb transitive) (দুঃখ, বেদনা, অনুভূতি, কামনা ইত্যাদি) প্রশমিত করা; উপশম করা
  • English Word assume Bengali definition [আসিঊম্‌ America(n) আসূম্] (verb transitive) (১) (প্রমাণের আগে সত্য বলে) ধরে নেওয়া; অনুমান করা: I assume his innocence until he is proved guilty. Assuming that…. দ্রষ্টব্য presume (১)। (২) দায়িত্ব গ্রহণ করা; প্রতিগ্রহণ করা: assume office. (৩) ধারণ করা; পরিগ্রহ করা; ভান করা: assume a new name; assume a look of unconcern/indifference.
  • English Word assumption Bengali definition [আসাম্‌প্‌শ্‌ন্‌] (noun) (১) [Countable noun] অনুমান; পূর্বধারণা: Our assumption about a cabinet reshuffle proved correct. (২) on the assumption that সত্য বলে ধরে নিলে(৩) [Countable noun] assumption of ভান করে: with an assumption of aloofness. (৪) the Assumption কুমারী মরিয়মের সশরীরে স্বর্গপ্রবেশ; এর স্মরণে ১৫ আগস্ট খ্রিষ্টীয় গির্জার উৎসব
  • English Word assurance Bengali definition [আশুআরান্‌স্‌] (noun) (১) [Uncountable noun] (প্রায়ই self-assurance) আত্মপ্রত্যয়; আত্মবিশ্বাস: In the face of all these difficulties he acted with perfect (self-) assurance. (২) [Countable noun] প্রতিশ্রুতি; নিশ্চয়তা: We have got a definite assurance that he will be here by 6 O’clock. (৩) [Uncountable noun] (প্রধানত British/Britain) বিমা: life assurance. দ্রষ্টব্য insurance. (৪) [Uncountable noun] ধৃষ্টতা; ঔদ্ধত্য; নির্লজ্জতা; হঠকারিতা (এই অর্থে impudent–ই সচরাচর ব্যবহৃত শব্দ)। (৫) assurance (in) [Uncountable noun] বিশ্বাস; আস্থা (এই অর্থে confidence অধিক প্রযোজ্য)। make assurance doubly sure সকল সংশয় নিরসন করা; নিশ্চিত হওয়া।
  • English Word assure Bengali definition [আশুআ(র্)] (verb transitive) (১) নিশ্চয়তা দেওয়া; নিশ্চিত করে বলা: He assured me that he would take up the matter in right earnest. (২) আশ্বস্ত করা; আশ্বাস দেওয়া: I assured the patient that he would be on his feet before long. (৩) নিশ্চয়তা বিধান করা; নিশ্চিত করা (এই অর্থে ensure অধিক প্রচলিত শব্দ): Great riches cannot assure peace of mind. (৪) বিমা করাassured (participial adjective) নিশ্চিত। rest assured (that) নিশ্চিত থাকা। assuredly [আশুআরিড্‌লি] (adverb) নিশ্চিতভাবে; নিঃসন্দেহে; অসংশয়ে।