s পৃষ্ঠা ৪৩
- English Word sordid Bengali definition [সোডিড্] (adjective) (১) (অবস্থা) শোচনীয়; মলিন ও জীর্ণ; নোংরা: a sordid slum. These men and women are all living in sordid poverty. (২) (ব্যক্তি, আচরণ) ঘৃণ্য; স্বার্থ বা হীন উদ্দেশ্য প্রণোদিত: sordid motives. sordidly (adverb) sordidness (noun)
- English Word sore Bengali definition [সো(র্)] (adjective) (১) (দেহের কোনো অঙ্গ) স্পর্শকাতর ও যন্ত্রণাপূর্ণ; স্পর্শ করলে কিংবা ব্যবহার করলে ব্যথা হয় এমন: a sore throat. like a bear with a sore head রাগী; বদমেজাজি; খ্যাপাটে। a sight for the sore eyes দ্রষ্টব্য sight. (২) ব্যথিত; বিষণ্ণ: a sore heart. (৩) পীড়াদায়ক বা বিরক্তিকর। a sore point/subject বেদনাদায়ক বিষয়। (৪) বিরক্ত; আহত: feel sore about not being called to join the cabinet. (৫) (প্রাচীন প্রয়োগ এ ছাড়া adverb) শোচনীয়ভাবে); প্রচণ্ড(ভাবে); চরম (রূপে): in sore distress; in sore need of help. □ (noun) [countable noun] (১) দেহের ক্ষত বা আহত স্থান: treat a sore. (২) (লাক্ষণিক) পীড়াদায়ক বিষয়; বেদনাদায়কস্মৃতি: I would forget old sores. sorely (adverb) (১) শোচনীয়ভাবে; প্রচণ্ডভাবে: sorely afflicted. (২) বিশেষভাবে: Medical help is sorely needed.
- English Word sorghum Bengali definition [সোগাম্] (noun) জোয়ার বা ভুট্টাজাতীয় খাদ্যশস্য।
- English Word sorority Bengali definition [সাররাটি America(n) সারোর্টি] (noun) (America(n)) কলেজ বা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের সমিতি।
- English Word sorrel 1 Bengali definition [সরাল্ America(n) সোরাল্] (noun) রান্নায় ব্যবহৃত গুল্মবিশেষ, এর পাতা টক।
- English Word sorrel 2 Bengali definition [সরাল্ America(n) সোরাল্] (adjective), (noun) পিঙ্গলবর্ণ; পিঙ্গলবর্ণ ঘোড়া।
- English Word sorrow Bengali definition [সরো] (noun) [countable noun, uncountable noun] দুঃখ বা বিষাদ; দুঃখ বা বিষাদের কারণ; অনুশোচনা: express sorrow for having done wrong; in sorrow and in joy, দুঃখ-সুখে। more in sorrow than in anger যত না রাগে, তার চেয়ে বেশি দুঃখে। the man of Sorrows যিশুখ্রিষ্ট। □ (verb intransitive) sorrow (at/over/for) (কোনোকিছুতে/কোনোকিছু নিয়ে/কোনোকিছুর জন্য) দুঃখবোধ করা: sorrowing over the loss of a friend. sorrowful [সরোফ্ল্] (adjective) দুঃখপূর্ণ; দুঃখদায়ক; দুঃখিত। sorrowfully [সরোফালি] (adverb)
- English Word sorry Bengali definition [সরি] (adjective) (১) (শুধু predicative(ly)) দুঃখিত বা ব্যথিত:I am sorry to hear of your mother’s death. be/feel sorry (about/for something) (কোনো বিষয়ে/কোনোকিছুর জন্য)অনুতপ্ত হওয়া/ অনুশোচনা বোধ করা: He said he was sorry for/about what he had done. be/ feel sorry for somebody (ক) সহানুভূতি বোধ করা: I feel sorry for anyone who has to work in conditions like this. (খ) করুণা বা মৃদু অবজ্ঞা অনুভব করা: I am sorry for you, but you have been rather foolish, haven’t you? If he doesn’t realize that he has made a bad investment, I am sorry for him. (২) (অপারগতার জন্য দুঃখ প্রকাশে ব্যবহৃত হয়): ‘Can you lend me some money?’ ‘(I am) sorry, but I can’t’ দ্রষ্টব্য excuse 2 (৩), pardon (২). (৩) (attributive(ly)) করুণ: in a sorry state; বাজে: a sorry excuse.
- English Word sort 1 Bengali definition [সোট্] (noun) [countable noun] (১) একই প্রকার বা শ্রেণির ব্যক্তি বা বস্তু: Classical music is the sort he appreciates most. I don’t approve of this sort of thing/things of this sort. of a sort; of sorts কোনো রকমের, নামেমাত্র, অর্থাৎ, কোনো বিশেষ শ্রেণিতে পুরাপুরি পড়ে না বা মানায় না- এ রকম বোঝাতে কথ্য রীতিতে ব্যবহৃত: We were served tea of a sort/of sorts. sort of (কথ্য) কিছুটা যেন; খানিকটা: I sort of hoped (= কিছুটা যেন আশা করেছিলাম) she would come back. দ্রষ্টব্য King 2 (২)- তে kind of. (২) after a sort; in a sort কিছুটা, কিছু পরিমাণে বা কিছু মাত্রায়। (৩) a good sort (বিশেষত) যার গুণ আছে; পছন্দ করার মতো মানুষ। (৪) out of sorts (কথ্য) অসুস্থ বোধ করছে কিংবা মনমেজাজ ভালো নেই এমন।
- English Word sort 2 Bengali definition [সোট্] (verb transitive), (verb intransitive) (১) sort something (out) ভাগে-ভাগে সাজানো; এক জাতের জিনিসকে অন্য জাতের জিনিস থেকে বেছে আলাদা করা: He was sorting out the good mangoes from the bad. sort something out (কথ্য) গুছিয়ে তোলা; সমাধান করা: Let us leave the pair to sort themselves out, ওদের দুজনের সমস্যা, ভুল বোঝাবুঝি ইত্যাদি ওদেরকেই মিটিয়ে ফেলতে দাও: I am leaving this for you to sort out. (২) sort well/ill with (সাহিত্যিক) সঙ্গতিপূর্ণ/সঙ্গতিহীন হওয়া; খাপ খাওয়া/না-খাওয়া: Her resignation sorted well with her rebellious nature. sorter (noun) (বিশেষত) পোস্ট অফিসের চিঠিপত্র বাছাইকারী।
- English Word sorted Bengali definition [সোটিড্] (adjective) (কথ্য British/Britain) (১) গোছানো; সাজানো; তৃপ্তিসহকারে সম্পন্ন: (২) (ব্যক্তি) আত্মপ্রত্যয়ী; নিয়ন্ত্রিত আবেগ: After a while, you realize they’re not as sorted as they seem.
- English Word sortie Bengali definition [সোটী] (noun) [countable noun] (১) অবরোধকারীদের উপর পরিচালিত অবরুদ্ধ সৈন্যদের আক্রমণ। (২) সামরিক অভিযানে অংশগ্রহণকারী বিমানের একক উড্ডয়ন; The two planes each made three sorties yesterday.
- English Word SOS Bengali definition [এস্ওএস্] (noun) [countable noun] (১) বিপন্ন জাহাজ, বিমান ইত্যাদি থেকে জরুরি সাহায্য প্রার্থনা করে (বেতার ইত্যাদির সাহায্যে) প্রেরিত বার্তা। (২) জরুরি সাহায্যের আবেদন বা আহবান (যেমন, গুরুতর অসুস্থ অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তির আত্মীয়স্বজনের সন্ধানে রেডিওতে প্রচারিত বার্তা)।
- English Word sot Bengali definition [সট্] (noun) যে ব্যক্তি প্রায় সর্বদা মদের ঘোরে আচ্ছন্ন থাকে। sottish [সটিশ্] (adjective) মদে চুর, এবং এ কারণে ভোঁতাবুদ্ধি। sotly (adverb) sottishness (noun)
- English Word sotto voce Bengali definition [সোটোউ ভোচি] (adverb) চাপা গলায়; জনান্তিকে; আপন মনে; একান্তে।
- English Word sou Bengali definition [সূ] (noun) স্বল্পমান প্রাক্তন ফরাসি মুদ্রা; (লাক্ষণিক) অতি সামান্য টাকা: I haven’t a sou, একটা কানা পয়সাও নেই; কপর্দকশূন্য।
- English Word soufflé Bengali definition [সূফ্লেই America(n) সূফ্লেই] (noun) [countable noun] (ফরাসি) পনির ইত্যাদি সহযোগে ডিম, দুধ একত্রে মিশিয়ে ছেঁকে তৈরি করা খাবার।
- English Word sough Bengali definition [সাফ্ America(n) সাউ] (verb intransitive), (noun) (বাতাসের) মর্মর বা শনশন ধ্বনি করা।
- English Word sought Bengali definition [সোট্] seek ক্রিয়ার past tense, past participle
- English Word soul Bengali definition [সোল্] (noun) [countable noun] (১) আত্মা: I believe in the immortality of the soul. keep body and soul together, বেঁচে থাকা। (২) (প্রায়ই indefinite article-ব্যতিরেকে) অন্তর্নিহিত শক্তি: a music without a soul, নিষ্প্রাণ সংগীত; a man without a soul, নির্মম, স্বার্থপর মানুষ; নৈতিক ও ধীশক্তিসম্পন্ন: put heart and soul into something, কোনোকিছুতে সর্বশক্তি নিয়োগ করা। (৩) the life and soul of the party, etc আসর ইত্যাদির প্রাণ; কেন্দ্রবিন্দু; মধ্যমণি। (৪) কোনো গুণ বা বৈশিষ্ট্যের মূর্ত প্রতীক হিসেবে বিবেচিত ব্যক্তি: He is the soul of honour. (৫) কোনো মৃত ব্যক্তির আত্মা: All Souls’ Day, ২ নভেম্বর। (৬) ব্যক্তি; লোক: There was not a soul to be seen, একজন লোকও দেখা যাচ্ছিল না। (৭) (ঘনিষ্ঠতা, করুণা ইত্যাদি প্রকাশক): She is a cheery soul, হাসিখুশি মহিলা; He has lost everything int he riot, poor soul, সবকিছু খুইয়েছে; বেচারা! (৮) (America(n) কথ্য) যেসব গুণ একজন মানুষকে তার অন্তর্দ্বন্দ্ব স্ববিরোধ কাটিয়ে উঠতে এবং অন্য সবার সঙ্গে সম্প্রীতি রক্ষা করে চলতে সাহায্য করে; এই বিশিষ্ট অর্থে শব্দটি আফ্রো-আমেরিকানদের দ্বারা ব্যবহৃত এবং তাদের সংগীত ও নৃত্যে প্রকাশিত হয়ে থাকে। soul brother/sister সাথি আফ্রো-আমেরিকান; সহমর্মী। soul music নৃত্যের জন্য জোরালো তালবিশিষ্ট আধুনিক আফ্রো-আমেরিকান সংগীত। (৯) (যৌগশব্দ) soul-destroying (adjective) আত্মাবিনাশী; প্রাণঘাতী: soul destroying work. soul-stirring (adjective) প্রাণকে চঞ্চল করে তোলে এমন; উজ্জীবক। soulful [সোল্ফ্ল্] (adjective) গভীর অনুভূতিসম্পন্ন: soulful eyes; soulful music. soulfully [সোল্ফালি] (adverb) soulless (adjective) গভীর অনুভূতির অধিকারী নয় কিংবা গভীর অনুভূতি জাগ্রত করে না এমন। soullessly (adverb)
- English Word sound 1 Bengali definition [সাউন্ড্] (adjective) (১) স্বাস্থ্যকর; স্বাস্থ্যপূর্ণ; ভালো অবস্থায় আছে এমন; অক্ষত; অটুট; sound teeth; sound food. He has a sound constitution. a sound mind in a sound body সুস্থ দেহে সুস্থ মন; সুস্থ-সজীব দেহ ও মন। sound in wind and limb (কথ্য) শারীরিক যোগ্যতাসম্পন্ন; কর্মক্ষম। (২) নির্ভরযোগ্য; যুক্তিনির্ভর; যুক্তিসম্মত; বিচক্ষণ: a sound policy; a sound argument; sound advice. (৩) সক্ষম; সতর্ক: a sound football player; a sound businessman. (৪) গাঢ়; পরিপূর্ণ: a sound sleep. (adverb) be/fall sound asleep গভীর ঘুমে ডুবে যাওয়া। soundly (adverb) গভীরভাবে; সম্পূর্ণভাবে: sleep soundly; be soundly beaten at badminton. soundness (noun)
- English Word sound 2 Bengali definition [সাউন্ড্] (noun) [countable noun, uncountable noun] (১) শব্দ; ধ্বনি: I heard the sound of a motor-car. vowel sounds স্বরধ্বনি; consonant sounds ব্যঞ্জনধ্বনি। (২) ( কেবল singular) উক্ত বা পঠিত কোনোকিছু দ্বারা মনের উপর সৃষ্ট ছাপ বা ধারণা, ইঙ্গিত: The news has a sinister sound, অশুভ ইঙ্গিত বহন করছে, অর্থাৎ শ্রোতা/পাঠকের মনের উপর অশুভ ছাপ ফেলেছে। (৩) (যৌগশব্দ): sound archives (noun) (plural) ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষণযোগ্য রেকর্ডকৃত বেতার অনুষ্ঠানমালা: The BBC sound archives. sound barrier (noun) যে বিন্দুতে বিমানের গতি শব্দ-তরঙ্গের গতি স্পর্শ করে; এর ফলে শব্দ-বোমার সৃষ্টি হয়: break the sound barrier, শব্দের গতি অতিক্রম করা। sound-box (noun) সেকেলে গ্রামোফোন যন্ত্রের যে অংশে রেকর্ডের উপর দিয়ে ঘোরা সুচ সংযোজিত থাকে। sound effects (noun) (plural) (রেকর্ডকৃত অথবা স্টুডিও ইত্যাদিতে প্রয়োজনমতো সৃষ্টি করা যায় এমন) ধ্বনিমালা বা ধ্বনিঝংকার। sound-film (noun) সংলাপ, সংগীত ইত্যাদি ধারণকারী সিনেমা-ফিল্ম। soundproof (adjective) শব্দনিরোধক। এর থেকে soundproof (verb transitive) শব্দনিরোধক করা। sound-recording (noun) (video-recording- এর বিপরীতে) শুধু ধ্বনি রেকর্ড করা। sound-track (noun) সিনেমা ফিল্মের প্রান্তবর্তী সূক্ষ্ম ফিতা, এই ফিতায় শব্দ ধারণ করা হয়। sound-wave (noun) শব্দতরঙ্গ। soundless (adjective) soundlessly (adverb)
- English Word sound 3 Bengali definition [সাউন্ড্] (verb transitive), (verb intransitive) (১) ধ্বনিত করা; বাজানো: sound a bugle,২ ব্যক্ত করা; বলা: sound a note of alarm. (৩) উচ্চারণ করা: Don’t sound the ‘h’ in ‘honest’ or ‘b’ in ‘bomb’. (৪) (শব্দ দ্বারা) ঘোষণা করা বা সংকেত দেওয়া: sound the retreat, বিউগল বা রণশিঙ্গা বাজিয়ে হটে আসা বা ফিরে আসার সংকেত দেওয়া। (৫) শব্দ করা; ধ্বনিত হওয়া: the trumpet sound. (৬) (রেলগাড়ির চাকা ইত্যাদি বাজিয়ে) পরীক্ষা করা; (বুকে মৃদু আঘাত করে বা টোকা দিয়ে) ফুসফুসের অবস্থা পরীক্ষা করা। (৭) শ্রুত হওয়ার ফলে (কোনো) ধারণার সৃষ্টি করা (লাক্ষণিক): His excuse sounds very hollow, ফাঁপা শোনাচ্ছে, অর্থাৎ, বিশ্বাস করার মতো নয়। (৮) sounding-board (noun) বক্তার কণ্ঠ শ্রোতার দিকে চালিত করার জন্য মঞ্চের উপর টানানো চাঁদোয়া বা শামিয়ানা; শব্দের মাত্রা বাড়াতে বাদ্যযন্ত্রের উপর বসানো কাঠের পাতলা পাটা বা প্লেট; (লাক্ষণিক) কোনো অভিমত, পরিকল্পনা ইত্যাদিকে ব্যাপকভাবে মানুষের শ্রুতিগোচর করানোর কৌশল বা উপায়।
- English Word sound 4 Bengali definition [সাউন্ড্] (verb transitive), (verb intransitive) (১) ('sounding-line' বা 'sounding-apparatus' নামক গভীরতামাপক উপকরণ বা যন্ত্র দ্বারা সমুদ্র ইত্যাদির) গভীরতা মাপা; (sounding-rod- এর সাহায্যে) জাহাজের তলিতে জমা পানির গভীরতা মাপা; (sounding-ballon- এর ভিতরে করে যন্ত্রাদি পাঠিয়ে উচ্চতর বায়ুমণ্ডলের) তাপ, চাপ ইত্যাদি পরিমাপ করা। (২) sound somebody (out) (about/on something) (বিশেষত সতর্কভাবে) কারো অভিপ্রায়, মনোভাব ইত্যাদি জানার (চেষ্টা করা: Did you sound him out on the question of loans? ঋণের ব্যাপারে তার মতামত জানার চেষ্টা করেছ? soundings (noun) (plural) (১) (সমুদ্রের গভীরতা, জাহাজের তলিতে জমা পানির গভীরতা, বায়ুমণ্ডলের চাপ, তাপ ইত্যাদির গৃহীত) পরিমাপ। (২) (কারো মনোভাব জানতে গিয়ে পাওয়া) প্রতিক্রিয়া। (৩) সমুদ্রবর্তী যে স্থান বা অঞ্চল তীরের যথেষ্ট কাছে এবং যেখান থেকে সমুদ্রের গভীরতা মাপা সম্ভব হয়: They came into soundings.
- English Word sound 5 Bengali definition [সাউন্ড্] (noun) [countable noun] প্রণালি।
- English Word soup 1 Bengali definition [সূপ্] (noun) [uncountable noun] ঝোল; স্যুপ: chicken soup. in the soup (কথ্য) বিপদগ্রস্ত; ঝামেলায় পড়েছে এমন। soup-kitchen (noun) দরিদ্র বা প্রাকৃতিক বিপর্যয়গ্রস্ত জনগণকে ঝোল সরবরাহকারী সরকারি সংস্থা।
- English Word soup 2 Bengali definition [সূপ্] (verb transitive) soup something up (অপশব্দ) শক্তি বাড়িয়ে গতি বাড়াতে মোটরগাড়ি বা তার ইনজিনের সঙ্গে অতিরিক্ত শক্তিবর্ধক যন্ত্রাংশ সংযোজন করা।
- English Word soupcon Bengali definition [সূপ্সন্ America(n) সূপ্সন্] (noun) (ফরাসি) (সাধারণত a soupcon of) সামান্য পরিমাণ; চিহ্নমাত্র: a soupcon of garlic in the salad; a soupcon of malice in his remarks.
- English Word sour Bengali definition [সাউআ(র্)] (adjective) (১) টক। sour grapes, দ্রষ্টব্য grape. (২) টকে গেছে এমন: sour milk. (৩) (লাক্ষণিক) খিটখিটে; কটুভাষী: made sour by failure in business. □ (verb transitive), (verb intransitive) টকে যাওয়া; টকিয়ে দেওয়া (আক্ষরিক অর্থ, লাক্ষণিক): The hot weather has soured the milk. His temper has soured. be soured by repeated failure. sourely (adverb) sourness (noun)
- English Word source Bengali definition [সোস্] (noun) [countable noun] (১) নদীর উৎস: The sources of the Ganges. (২) উৎপত্তিস্থল: The news comes from a reliable source. The source of an infection. (৩) (plural) কোনো গবেষণাকর্মের উপাদান হিসেবে ব্যবহৃত মূল নথিপত্র: (attributive(ly)) source materials.