s পৃষ্ঠা ৪১
- English Word solicit Bengali definition [সালিসিট্] (verb transitive), (verb intransitive) (১) solicit somebody (for something) (কোনো কিছুর জন্য) সনির্বন্ধ আবেদন করা; অনুরোধ করা: The accused solicited (me for) my legal advice. (২) (পতিতা) প্রকাশ্যে যৌনসংসর্গের প্রস্তাব দেওয়া: He was openly solicited. solicitation [সালিসিটেইশ্ন্] (noun) [uncountable noun] সনির্বন্ধ আবেদন বা অনুরোধ; যৌনসংসর্গের প্রকাশ্য প্রস্তাব; [countable noun] এ রকম আবেদন, অনুরোধ বা প্রস্তাবের ঘটনা বা উপলক্ষ্য।
- English Word solicitor Bengali definition [সালিসিটা(র্)] (noun) (১) (British/Britain) যে আইনজীবী বৈধ দলিলপত্র প্রণয়ন করেন, আইন বিষয়ে মক্কেলদের পরামর্শ দেন ও নিম্ন আদালতে তাদের পক্ষে কথা বলেন। Solicitor-General ব্রিটেনের প্রধান সরকারি আইনজীবীদের একজন। (২) (America(n)) ব্যবসাবাণিজ্য, সমর্থন ইত্যাদির প্রার্থী; ভোটপ্রার্থী।
- English Word solicitous Bengali definition [সালিসিটাস্] (adjective) solicitous (for/about/something/somebody); solicitous (to do something) (কারো কল্যাণ ইত্যাদির ব্যাপারে) উৎকণ্ঠিত, ব্যাকুল বা (কাউকে সাহায্য বা সেবা করার জন্য) ব্যগ্র/উদগ্রীব; solicitous to please. He is always solicitous for her comfort. solicitously (adverb) solicitude [সালিসিটিউড্ America(n) সালিসিটূড্] (noun) উৎকণ্ঠা; ব্যাকুলতা: his deep solicitous for my welfare.
- English Word solid Bengali definition [সলিড্] (adjective) (১) তরল বা বায়বীয় আকারে নয় এমন কঠিন: When water freezes and becomes solid, we call it ice. solid- state (adjective) (ইলেকট্রনিক যন্ত্রপাতি) পুরাপুরি ট্র্যানজিসটারকৃত, অর্থাৎ, ভাল্ভ-ছাড়া: a solid-state amplifier. (২) ঘন; সারবান; ভারী: solid food. (৩) নিশ্ছিদ্র; পূর্ণগর্ভ; ফাঁপা বা শূন্যগর্ভ নয়: a solid sphere. (৪) দৃঢ়; বলিষ্ঠ; শক্ত: a solid building; solid foundations; a man of solid build. (৫) নির্ভরযোগ্য: a solid business; a man of solid character. (৬) সুষম; নির্ভেজাল: made of solid gold. (৭) একমত; অবিভক্ত: They are solid for peace. The students are solid on this issue. (৮) একটানা: I worked for six solid hours. (৯) (গণিত) দৈর্ঘ্য, প্রস্থ ও বেধবিশিষ্ট: a solid figure. □ (noun) [countable noun] (১) কঠিন বা নিয়তাকার বস্তু। (২) (জ্যামিতি) ত্রিমাত্রিক, অর্থাৎ, দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ- এই তিন মাত্রাবিশিষ্ট অবয়ব বা জ্যামিতিক ফিগার। solidly (adverb) solidity [সালিডাটি], solidness (noun(s) (solid- এর সকল অর্থে): the solidity of a building/an argument ইত্যাদি।
- English Word solidarity Bengali definition [সলিড্যারাটি] (noun) [uncountable noun] সংহতি; express solidarity with the striking miners.
- English Word solidify Bengali definition [সালিডিফাই] (verb transitive), (verb intransitive) কঠিন বা ঘন করা বা হওয়া। solidification [সালিডিফিকেইশ্ন্] (noun)
- English Word soliloquy Bengali definition [সালিলাকুই] (noun) [countable noun, uncountable noun] স্বগতোক্তি। soliloquise [সালিলাকোআইজ্] (verb intransitive) নিজের সঙ্গে কথা বলা; স্বগতোক্তি করা।
- English Word solipsism Bengali definition [সলিপ্সিজাম্] (noun) (অধিবিদ্যায়) কেবল আত্মজ্ঞানই সম্ভব- এই মতবাদ; আত্মজ্ঞানবাদ।
- English Word solitaire Bengali definition [সলিটেআ(র্) America(n) সলিটেআ(র্)] (noun) (১) একটিমাত্র মণি বা রত্ন সংবলিত অলংকার; (যেমন কানের দুল)। (২) একজনের উপযোগী তাসের খেলা (ভিন্ন নাম patience)।
- English Word solitary Bengali definition [সলিট্রি America(n) সলিটেরি] (adjective) (১) একাকী (বাসরত); নিঃসঙ্গ; নির্জন: a solitary life; a solitary walk. solitary confinement নির্জন কারাবাস, এতে বন্দিকে বিচ্ছিন্ন একটি কক্ষে একা আলাদা করে রাখা হয়। in solitary বন্দিদশায়। (২) একমাত্র: a solitary instance of something, একমাত্র উদাহরণ। (৩) কদাচিৎ কেউ দেখতে বা বেড়াতে আসে এমন: a solitary temple. solitarily [সলিট্রালি America(n) সলিটেরালি] (adverb)
- English Word solitude Bengali definition [সলিটিউড America(n) সলিটিটূড্] (noun) (১) [uncountable noun] একাকিত্ব; নিঃসঙ্গতা; নির্জনতা: He lives in solitude. (২) [countable noun] নির্জন স্থান: I spent weeks in the solitudes of the Hill Tracts.
- English Word solo Bengali definition [সোলো] (noun) (১) একক সংগীত: a violin solo. (২) এককভাবে সম্পাদিত যেকোনো কাজ: (adverb হিসেবে) fly solo; (attributive(ly)) my first solo flight. (৩) [uncountable noun] যে ধরনের তাস খেলায় একজন খেলোয়াড় একা অন্যদের বিরুদ্ধে খেলে। soloist [সোলোইস্ট্] (noun) একক সংগীত পরিবেশনকারী ব্যক্তি।
- English Word solstice Bengali definition [সল্স্টিস্] (noun) নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে সূর্যের দূরতম অবস্থানের কাল; অয়ন: summer solstice, উত্তরায়ন (২১ জুনের কাছাকাছি); winter solstice, দক্ষিণায়ন (২২ ডিসেম্বরের কাছাকাছি)।
- English Word soluble Bengali definition [সলিউব্ল্] (adjective) (১) soluble (in) যা তরল পদার্থে গোলানো বা মেশানো যায়; দ্রবণীয়। (২) যার সমাধান বা ব্যাখ্যা করা যায়; সমাধানযোগ্য; ব্যাখ্যাসাধ্য। solubility [সলিউবিলাটি] (noun)
- English Word solution Bengali definition [সালূশ্ন্] (noun) (১) [countable noun] solution (to/for/of) (কোনো প্রশ্ন ইত্যাদির) উত্তর; কোনো সমস্যা সমাধানের (পথ বা উপায়): Recourse to arms is not the best solution to hostilities between two countries. Is population control the only solution to/for/of our sagging economy? (২) [uncountable noun] সমাধান: This is one of those problems that defy solution. (৩) [uncountable noun] দ্রবণ; দ্রবীকরণ: The solution of sugar in tea. (৪) [countable noun, uncountable noun] দ্রব; Solution of salt in water.
- English Word solve Bengali definition [সল্ভ] (verb transitive) সমাধান করা; মীমাংসা করা: solve an equation; (নিষ্কৃতির) উপায় খুঁজে বের করা: He helped me to solve my financial troubles. solvable [সল্ভআব্ল্] (adjective) সমাধানযোগ্য বা ব্যাখ্যাসাধ্য।
- English Word solvent Bengali definition [সল্ভান্ট্] (adjective) (১) দ্রবণশক্তিসম্পন্ন; দ্রাবক: the solvent action of water. (২) দেনা শোধ করার মতো যথেষ্ট অর্থ আছে এমন। □ (noun) [countable noun] অন্য (নির্দিষ্ট) পদার্থকে গলাতে পারে এমন (সাধারণত তরল) পদার্থ; দ্রাবক। solvency [সল্ভান্সি] (noun) ঋণপরিশোধক্ষমতা।
- English Word somatic Bengali definition [সোম্যাটিক্] (adjective) দৈহিক; শারীরিক।
- English Word sombre Bengali definition (America(n) somber) [সম্বা(র্)] (adjective) কৃষ্ণবর্ণ; অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ; মলিন: a sombre winter; sombre clothes; a sombre picture of developing societies. sombrely (adverb) sombreness (noun)
- English Word sombrero Bengali definition [সম্ব্রেআরো] (noun) (লাতিন আমেরিকান দেশসমূহে পরিহিত) চওড়া কিনারাওয়ালা টুপি।
- English Word some 1 Bengali definition [সাম; weak form (শুধু অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণবোধক বিশেষণিক অর্থে ব্যবহার): সম্] (adjective) (১) (হ্যাঁ-সূচক বাক্যে ব্যবহৃত; প্রশ্নবোধক ও না-সূচক বাক্যে শর্তাধীন clause বা উপবাক্যে এবং সংশয়াত্মক ও নঞর্থক বাক্যে শব্দটির স্থলে সাধারণত any বসে। বস্তুবাচক বিশেষ্যের সঙ্গে অজ্ঞাত বা অনুল্লেখিত পরিমাণ বোঝাতে, গুণবাচক বিশেষ্যের সঙ্গে নির্দিষ্ট কোনো মাত্রা বোঝাতে এবং বহুবাচনিক জাতিবাচক বিশেষ্যের সঙ্গে (তিন বা ততোধিক) কোনো সংখ্যা বোঝাতে some এবং any ব্যবহৃত হয়ে থাকে। some এবং any- এই দুটি শব্দকে a/an –এই সংখ্যাসূচক article- এর বহুবাচনিক প্রতিরূপ হিসেবে গণ্য করা হয়ে থাকে। Please give me some water; There are some books on the table. some (= some people) say that ..., কেউ কেউ বলে যে...। তুলনীয় Have you any sugar? I haven’t any money on me. They haven’t any children. I doubt whether there are any flowers in his garden. There are hardly any shops open at this hour. (২) (বক্তা হাঁ-সূচক উত্তর প্রত্যাশা করলে কিংবা ইঙ্গিত করলে প্রশ্নসংবলিত বাক্যেও some ব্যবহৃত হতে পারবে): Aren’t there some chairs in that room? Didn’t I give you some money? (আমন্ত্রণ বা অনুরোধ প্রকাশ করলে প্রশ্নগঠিত বাক্যেও some ব্যবহৃত হয়): Will you have some tea? (৩) (অনুমান উপস্থাপক if- এর পরে some অথবা any ব্যবহৃত হতে পারে): If I had some/any money, I could buy it. (৪) (more-এর সঙ্গে some এবং any দুটোই ব্যবহৃত হয়): I will have some more. Do you want any more? (৫) (the rest, other(s) ও all- এর সঙ্গে বৈপরীত্য নির্দেশ করতে প্রায়ই some ব্যবহৃত হয়): Some people remember their childhood friends, others do not. All politicians are not bad, some are honest. (৬) (ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি অজানা হলে কিংবা বক্তা এগুলো সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে না-চাইলে একবাচনিক জাতিবাচক বিশেষ্যের পূর্বে some ব্যবহৃত হয়, or other শব্দদ্বয় প্রায়ই যোগ করা হয়ে থাকে): He is living at some place in South Korea. I have read that story before in some book or other. (৭) (যথেষ্ট পরিমাণ বা যথেষ্ট সংখ্যা বোঝায় এমন সব বিশেষ্যের সঙ্গে some ব্যবহৃত হয়): I shall be away for some time. বেশ কিছুদিনের জন্য; He spoke at some length, যথেষ্ট সময় ধরে; যথেষ্ট লম্বা করে; The new airport is at some distance from here, অনেকটা দূরে। (৮) (কিছু পরিমাণে বা কিছু মাত্রায় বোঝায় এমন সব বিশেষ্যের সঙ্গেও some ব্যবহার করা হয়): That is some help (অর্থাৎ, কিছু পরিমাণে সহায়ক হয়) towards better understanding between the neighbours. □ (adverb) (সংখ্যার পূবে, ‘প্রায়’ কিংবা ‘কাছাকাছি’ বোঝাতে adverb হিসেবে some ব্যবহৃত হয়): That was some twelve years ago. There were some twenty people there. some few, দ্রষ্টব্য few (৩).
- English Word some 2 Bengali definition [সাম্] (pronoun) (adjective হিসেবে some ১, ২ ও ৩ সংখ্যক ঘরে যেভাবে ব্যবহৃত হয়েছে, pronoun হিসেবে some সেইভাবে ব্যবহৃত হবে। some of এবং any of কে a few of, a little of ও part of- এর সমার্থক হিসেবে দেখা হয়): some of these women lost their husbands in the war.
- English Word somebody Bengali definition [সাম্বাডি], someone [সাম্ওআন] (pronoun) (১) কেউ; (কেউ একজন): There’s somebody at the door. (২) (প্রায়ই indefinite article- সহ; বহুবচনেও ব্যবহৃত হয়) গুরুত্বপূর্ণ ব্যক্তি: I hear that he is a somebody in his own locality.
- English Word somehow Bengali definition [সাম্হাউ] (adverb) (১) কোনো-না-কোনোভাবে; যে করেই হোক: I must find money for the trip somehow (or other). He says he will do it somehow. (২) কোনো (অস্পষ্ট) কারণে; যেকোনো কারণেই হোক: Somehow I don’t trust him.
- English Word someone Bengali definition [সাম্ওআন্(] (noun)= somebody.
- English Word someplace Bengali definition [সাম্প্লেইস্] (adverb) (America(n) কথ্য) কোনো এক জায়গায়; কোথাও : He lives someplace between Dhaka and Joydevpur.
- English Word somersault Bengali definition [সামাসোল্ট্] (noun) [countable noun] ডিগবাজি: turn a somersault. □ (verb intransitive) ডিগবাজি খাওয়া।
- English Word something Bengali definition [সাম্থিঙ্] (pronoun) (১) (অনির্দিষ্ট প্রকৃতির) কিছু, কোনোকিছু, কোনো বস্তু, ঘটনা ইত্যাদি: There’s something on the floor. I want something to eat, কিছু খেতে চাই; There’s something (=কিছু সত্য, কিছু অর্থ) in what he says; It’s something to be home again without an accident, দুর্ঘটনা এড়িয়ে ঘরে ফেরা কম কথা নয়; He is something in the Ministry of Education, শিক্ষা মন্ত্রণালয়ে কেউ একজন হবে; কিছু একটা হবে। (২) or something (কথ্য) সুনির্দিষ্ট তথ্যের অভাব নির্দেশ করে: He was writing a thesis or something, থিসিস না কি একটা লিখছিল; I hear he has broken an arm or something, কোনো একটা দুর্ঘটনায় পড়ে হাত না কি একটা ভেঙেছে। (৩) something of অনির্দিষ্ট মাত্রা নির্দেশ করে: He is something of a liar, পুরোপুরি সত্যবাদী নয়। □ (adverb) something like (ক) কিছুটা যেন; কিছুটা সাদৃশ্যযুক্ত: The rostrum was shaped something like a boat. (খ) প্রায় কাছাকাছি: He made something like ten million, প্রায় কোটি টাকার মতো বানিয়েছে। (গ) (কথ্য) Now that’s something like it, (সন্তোষ প্রকাশক) এই রকমটাই চাই।
- English Word sometime Bengali definition [সাম্টাইম্] (adverb) (১) কোনো এক সময়ে: I met him sometime in April, এপ্রিলের কোনো এক সময়ে। (২) ভূতপূর্ব; প্রাক্তন: Mr. Rahman, sometime chairman of our municipality. (এখানে sometime-কে অনায়াসে adjective হিসেবে গণ্য করা যেতে পারে)।
- English Word sometimes Bengali definition [সাম্টাইম্জ্] (adverb) (১) কখনো-কখনো; মাঝে মাঝে: Sometimes I read and at other times I watch the TV. I have sometimes had letters from him. (বৈপরীত্যসূচক উক্তিতে ব্যবহৃত হলে কিংবা পুনরাবৃত্ত হলে sometimes verb- কে অনুসরণ করতে পারে): He likes sometimes the one and sometimes the other.