s পৃষ্ঠা ৪৪
- English Word souse Bengali definition [সাউস্] (verb transitive) (১) পানিতে ফেলে দেওয়া; পানিতে ডোবানো; পানি দেওয়া। (২) (মাছ ইত্যাদি) সংরক্ষণের জন্য লবণপানি, সিরকা ইত্যাদির মধ্যে রাখা: soused hilsa. (৩) soused (past participle) (অপশব্দ) মাতাল।
- English Word soutane Bengali definition [সূটা:ন্] (noun) (ফরাসি) (রোমান ক্যাথলিক গির্জায়) পুরোহিতের আলখাল্লা।
- English Word south Bengali definition [সাউথ্] (noun) (১) দক্ষিণ দিক; কোনো স্থান, দেশ ইত্যাদির দক্ষিণস্থ অংশ: The south of Bangladesh২ (attributive(ly)) দক্ষিণ: South America; the South pole. □ (adverb) দক্ষিণ দিকে; দক্ষিণ অভিমুখে: The ship was sailing due south. southeast, southwest (সংক্ষেপ SE, SW) (noun(s)), (adjective(s)), (adverb(s)) (কখনো-কখনো বিশেষত নৌচালনবিদ্যা, sou’-west [সাউ ওয়েস্ট্], sou’-east [সাউ ঈস্ট্] দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম (অঞ্চল)। south- south east, south- south west (সংক্ষেপ SSE, SSW) (noun(s), (adjective(s), (adverb(s) কখনো কখনো বিশেষত নৌচালনবিদ্যা sou’-sou’-east, sou’-sou’-west) দক্ষিণ-দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম। southeaster (noun) [countable noun] দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত ঝড়ো বাতাস। southeasterly (adjective) (বাতাস) দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত; (দিক) দক্ষিণ-পূর্ব (দিক) অভিমুখ। southwester, sou’-wester [সাউওয়েস্ট(র্)] (ক) দক্ষিণ-পশ্চিম থেকে প্রবাহিত ঝড়ো বাতাস। (খ) (সর্বদা sou’ wester) পানিনিরোধক কাপড়ে তৈরি ঘাড় ঢেকে-রাখা টুপি। southwesterly (adjective) (বায়ুপ্রবাহ) দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত; (দিক) দক্ষিণ-পশ্চিম (দিক) অভিমুখ। southeastern [সাউথ্ঈস্টান্] (adjective) দক্ষিণ-পূর্ব দিক বিষয়ক; দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত; দক্ষিণ-পূর্বে অবস্থিত। southwestern [সাউথ্ওয়েস্টান্] (adjective) দক্ষিণ-পশ্চিম দিকসংক্রান্ত; দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত; দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। southward(s) [সাউথ্ওআড্জ্] (adverb) দক্ষিণ দিকে; দক্ষিণ অভিমুখে।
- English Word southerly Bengali definition [সাদালি] (adjective), (adverb) (১) (বায়ুপ্রবাহ) দক্ষিণ দিক থেকে প্রবাহিত। (২) দক্ষিণ দিকে; দক্ষিণ অভিমুখে: The plane flew off in a southerly direction.
- English Word southern Bengali definition [সাদান্] (adjective) দক্ষিণস্থ; দক্ষিণী: southern Europe. southerner (noun) দক্ষিণাঞ্চলের মানুষ, বিশেষত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজস্যসমূহের মানুষ। southernmost [সাদান্মোস্ট্] (adjective) সর্বদক্ষিণস্থ।
- English Word Southern Ocean Bengali definition [সাদান ওউশন] (noun) দক্ষিণ মহাসাগর বা এন্টার্কটিকা মহাসাগর। এটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণের জলরাশি। এটার আয়তন বাড়ে-কমে। মার্চে এটার গড়পড়তা আয়তন থাকে প্রায় ২. (৬) মিলিয়ন বর্গকিলোমিটার আর সেপ্টেম্বরে থাকে ১৮. (৮) মিলিয়ন বর্গকিলোমিটার।
- English Word souvenir Bengali definition [সূভানিআ(র্)] America(n) সূভানিআ(র্)] (noun) [countable noun] স্মৃতিচিহ্ন।
- English Word souwester Bengali definition [সাউওয়েস্টা(র্)] দ্রষ্টব্য south (২)
- English Word sovereign Bengali definition [সভ্রিন্] (adjective) (১) (ক্ষমতা) সর্বোচ্চ; সার্বভৌম; অসীম; (জাতি, রাষ্ট্র, শাসক) সার্বভৌম ক্ষমতার অধিকারী: a sovereign state. (২) উৎকৃষ্ট; কার্যকর; There is (yet to be a) sovereign remedy for cancer. □ (noun) (১) সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট। (২) (১ পাউন্ডের সমমানের) অধুনা অপ্রচলিত ব্রিটিশ স্বর্ণমুদ্রা। sovereignty [সভ্রান্টি] (noun) [uncountable noun] সার্বভৌম ক্ষমতা।
- English Word soviet Bengali definition [সোভিআট্] (noun) [countable noun] প্রাক্তন সোভিয়েট ইউনিয়নের শ্রমিক পরিষদসমূহের কোনোটি; এই পরিষদসমূহ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত এবং সোভিয়েট প্রশাসনপদ্ধতির অঙ্গ হিসেবে ক্রিয়াশীল উচ্চতর পরিষদসমূহের যেকোনোটি; সোভিয়েট: Soviet Russia; the Soviet Union. sovietize, sovietise [সোভিআট্আইজ্] (verb transitive) সোভিয়েট প্রশাসনপদ্ধতিতে রূপান্তরিত করা।
- English Word sow 1 Bengali definition [সাউ] (noun) পূর্ণবয়স্ক শূকরী। দ্রষ্টব্য boar, hog, swine.
- English Word sow 2 Bengali definition [সো] (verb transitive), (verb intransitive) (past tense sowed, past participle 'sown' [সোউন্] অথবা 'sowed') জমিতে (বীজ) বপন করা sow a plot of land with (seeds of) jute; (লাক্ষণিক) sow the seeds of hatred, ঘৃণার বীজ বপন করা। sower (noun) বপনকারী।
- English Word soy Bengali definition [সয়], soya [সয়আ] (noun) soyabean খাদ্য ও ভোজ্য তেল হিসেবে ব্যবহারের জন্য উৎপাদিত শিমজাতীয় বীজ; সয়াবিন। soy sauce সয়াবিন থেকে তৈরি চাটনি বা সস।
- English Word sozzled Bengali definition [সজ্ল্ড্] (adjective) (British/Britain, অপশব্দ) বেশি রকম মাতাল।
- English Word spa Bengali definition [স্পা:] (noun) ওষুধগুণসম্পন্ন খনিজ পানির ঝরনা; এ রকম ঝরনার স্থান।
- English Word space Bengali definition [স্পেইস্] (noun) (১) [uncountable noun] যার ভিতর সব বস্তু বিদ্যমান ও চলমান থাকে; মহাজাগতিক সকল বস্তুর আধার; মহাশূন্য; স্পেস: The universe exists in space. travel through space. space-capsule, spacecraft, spaceship, space-vehicle (noun(s)) মহাশূন্যযান বা মহাকাশযান। space-helmet (noun) মহাকাশভ্রমণে ব্যবহৃত শিরস্ত্রাণ। space-rocket (noun) মহাশূন্য রকেট। space-suit (noun) মহাকাশভ্রমণে ব্যবহৃত পোশাক। space-time (noun) (‘the fourth dimension’ বা চতুর্থ মাত্রা হিসেবেও পরিচিত) সময় ও দৈর্ঘ্য, প্রস্থ, বেধ এই তিন মহাজাগতিক মাত্রার মিশ্রণ, এই চারমাত্রিক মহাবিশ্বের ধারণা আধুনিক পদার্থবিজ্ঞান ও দর্শনে বহুল ব্যবহৃত। (২) [countable noun, uncountable noun] দুই বা ততোধিক বস্তুর মধ্যকার দূরত্ব: the space between the lines; separated by a space twelve feet. space-bar (noun) টাইপরাইটার মেশিনের যে দণ্ডে টিপ দিলে শব্দসমূহের মধ্যে আকাঙ্ক্ষিত ফাঁক সৃষ্টি হয়। (৩) [countable noun, uncountable noun] আয়তন; স্থান: open spaces, (বিশেষত) শহরের ভিতরে বা শহরসংলগ্ন উন্মুক্ত স্থান: They cleared a space on the platform for the speaker. space-heater (noun) বিকিরণ বা পরিচলন দ্বারা কক্ষ ঊষ্ণ করার (বিদ্যুৎ বা তেলচালিত) উত্তাপক যন্ত্রবিশেষ। (৪) [uncountable noun] সীমিত বা খালি জায়গা: There isn’t enough space in this room for twenty people. (৫) (singular) সময়: a space of two years. □ (verb transitive) space something (out) নিয়মিত ব্যবধান বা ফাঁক রেখে রেখে সাজানো; space out the chairs one foot apart; space out (= ছড়িয়ে বা বিস্তৃত করে দেওয়া) payments over ten years; a well- spaced family, যে পরিবারে পরিকল্পিত সময়ের ব্যবধানে সন্তানদের জন্ম হয়। spaced out (noun) (America(n) অপশব্দ) নেশাগ্রস্ত; মাতাল। single-/double-spacing (noun) [uncountable noun] টাইপ করা পঙ্ক্তি বা লাইনসমূহের মধ্যে একঘর/দুইঘর বা সিঙ্গেল/ডবল ফাঁক।
- English Word space tourism Bengali definition [স্পেইস টুআরিজাম্] (noun) [uncountable noun] মহাকাশ পর্যটন; মহাকাশভ্রমণ; বিনোদনের উদ্দেশ্যে মহাকাশসফর: the practice of travelling into space for recreational purposes. space tourist (noun) [countable noun] মহাকাশ পর্যটন; মহাকাশভ্রমণ; মহাকাশসফর।
- English Word spacious Bengali definition [স্পেশাস্] (adjective) প্রশস্ত, চওড়া। spaciously (adverb) spaciousness (noun)
- English Word spade Bengali definition [স্পেইড্] (noun) (১) কোদাল। spade-work (noun) (লাক্ষণিক) কোনো কাজের শুরুতে করণীয় কঠিন শ্রম; প্রারম্ভিক শ্রম। call a spade (ঘুরিয়ে ফিরিয়ে না বলে) সোজাসুজিভাবে বলা; স্পষ্ট ভাষায় কথা বলা। (২) তাসের ইশকাপন: The queen of spades. □ (verb transitive) spade something (up) কোদাল দিয়ে খোঁড়া বা খুঁড়ে তোলা। spadeful [স্পেইড্ফুল্] (noun) কোদালে যতটুকু ধরে সেই পরিমাণ।
- English Word spaghetti Bengali definition [স্পাগেটি] (noun) [uncountable noun] সেমাইজাতীয় ইতালীয় খাদ্যবিশেষ।
- English Word spam 1 Bengali definition [স্প্যাম্] (noun) [uncountable noun] (proprietary name) কুচিকুচি করে কেটে, মসলা মাখিয়ে রেঁধে পাউরুটির আকারে টিনে ভরতি করে বিক্রি করা শূকরের মাংস।
- English Word spam 2 Bengali definition [স্প্যাম্] (noun) স্পাম; অনাকাঙ্ক্ষিত মেসেজ, যা সাধারণত ই-মেইলের মাধ্যমে ইউজারের কাছে পাঠানো হয়। অনেক সময় বিভিন্ন নিউজ গ্রুপ বা বুলেটিনবোর্ডে অপ্রাসঙ্গিক পোস্টকেও স্পাম বলা হয়। এটা জাংক মেইল নামেও পরিচিত: Spams are unwanted.
- English Word span Bengali definition [স্প্যান্] (noun) [countable noun] (১) হাতের তালুর প্রসারিত অবস্থায় বুড়া আঙুলের মাথা থেকে কড়ে আঙুলের মাথার দূরত্ব, বিঘত (= অর্ধহস্ত বা ৯ ইঞ্চি)। (২) ধনুকাকৃতি খিলানের স্তম্ভ বা থাম বা পিলারদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান: The bridge crosses the river in a single span. The arch has a span of 70 metres. (৩) শুরু থেকে শেষাবধি সময়ের দৈর্ঘ্য বা বিস্তার: The span of life; for a short span of time. (৪) (দক্ষিণ আফ্রিকা) ঘোড়া বা খচ্চরের জোড়া; গরুর জোয়াল। (৫) span roof (noun) দুই পাশে হেলানো ছাদ; দোচালা ছাদ: a span-roof greenhouse. □ (verb transitive) (১) এক পাশ থেকে অন্য পাশে প্রসারিত হওয়া: The Padma is spanned by the longest bridge in Bangladesh. Rabindranath’s career spans two centuries. (২) বিঘত দিয়ে মাপা।
- English Word spangle Bengali definition [স্প্যাঙ্গ্ল্] (noun) [countable noun] চুমকি। □কথ্য) উৎকৃষ্ট; চমৎকার: have a spanking time; a spanking (= জোরালো) bre(verb transitive) (বিশেষত past participle তে) চুমকি বসানো। the Star-Spangled Banner যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা বা জাতীয় সংগীত।
- English Word Spaniard Bengali definition [স্প্যানিআড্] (noun) স্পেনের লোক।
- English Word spaniel Bengali definition [স্প্যানিআল্] (noun) ছোট পা, দীর্ঘ রেশমি লোম ও বড় ঝুলে-থাকা কানওয়ালা কুকুরবিশেষ।
- English Word Spanish Bengali definition [স্প্যানিশ] (adjective) স্পেন দেশীয়; স্পেনের ভাষা; হিস্পানি। Spanish onion এক জাতের মৃদুগন্ধ হলুদরঙা পেঁয়াজ। the Spanish Main (ইতিহাস) দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূল ও এই উপকূলের নিকটবর্তী ক্যারিবীয় সাগর।
- English Word spank Bengali definition [স্প্যাঙ্ক্] (verb transitive), (verb intransitive) (১) (শিশুকে) পাছায় চড় মারা বা চটিজুতা দিয়ে মারা। (২) spank (along) (বিশেষত ঘোড়া বা জাহাজ) বেশ দ্রুতবেগে বা দ্রুতগতিতে চলা। spanking (noun) পাছায় চড় বা চটি মারা: She gave the child a good spanking. □ (adjective) (সেকেলে কথ্য) উৎকৃষ্ট; চমৎকার: have a spanking time; a spanking (= জোরালো) breeze.
- English Word spanner Bengali definition [স্প্যানা(র্)] (noun) (America(n)= wrench) নাট-বোলটু লাগানো ও খোলার যন্ত্রবিশেষ। throw a spanner in/in to the works কোনো প্রকল্প ইত্যাদি বানচাল করা।
- English Word spar 1 Bengali definition [স্পা:(র্)] (noun) জাহাজের মাস্তুল বা অনুরূপ বস্তু।