Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word souse Bengali definition [সাউস্‌] (verb transitive) (১) পানিতে ফেলে দেওয়া; পানিতে ডোবানো; পানি দেওয়া(২) (মাছ ইত্যাদি) সংরক্ষণের জন্য লবণপানি, সিরকা ইত্যাদির মধ্যে রাখা: soused hilsa. (৩) soused (past participle) (অপশব্দ) মাতাল
  • English Word soutane Bengali definition [সূটা:ন্] (noun) (ফরাসি) (রোমান ক্যাথলিক গির্জায়) পুরোহিতের আলখাল্লা
  • English Word south Bengali definition [সাউথ্‌] (noun) (১) দক্ষিণ দিক; কোনো স্থান, দেশ ইত্যাদির দক্ষিণস্থ অংশ: The south of Bangladesh২ (attributive(ly)) দক্ষিণ: South America; the South pole. □ (adverb) দক্ষিণ দিকে; দক্ষিণ অভিমুখে: The ship was sailing due south. southeast, southwest (সংক্ষেপ SE, SW) (noun(s)), (adjective(s)), (adverb(s)) (কখনো-কখনো বিশেষত নৌচালনবিদ্যা, sou’-west [সাউ ওয়েস্‌ট্‌], sou’-east [সাউ ঈস্‌ট্‌] দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম (অঞ্চল)। south- south east, south- south west (সংক্ষেপ SSE, SSW) (noun(s), (adjective(s), (adverb(s) কখনো কখনো বিশেষত নৌচালনবিদ্যা sou’-sou’-east, sou’-sou’-west) দক্ষিণ-দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম। southeaster (noun) [countable noun] দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত ঝড়ো বাতাস। southeasterly (adjective) (বাতাস) দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত; (দিক) দক্ষিণ-পূর্ব (দিক) অভিমুখ। southwester, sou’-wester [সাউওয়েস্ট(র্‌)] (ক) দক্ষিণ-পশ্চিম থেকে প্রবাহিত ঝড়ো বাতাস। (খ) (সর্বদা sou’ wester) পানিনিরোধক কাপড়ে তৈরি ঘাড় ঢেকে-রাখা টুপি। southwesterly (adjective) (বায়ুপ্রবাহ) দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত; (দিক) দক্ষিণ-পশ্চিম (দিক) অভিমুখ। southeastern [সাউথ্‌ঈস্টান্‌] (adjective) দক্ষিণ-পূর্ব দিক বিষয়ক; দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত; দক্ষিণ-পূর্বে অবস্থিত। southwestern [সাউথ্‌ওয়েস্টান্‌] (adjective) দক্ষিণ-পশ্চিম দিকসংক্রান্ত; দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত; দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। southward(s) [সাউথ্‌ওআড্‌জ্‌] (adverb) দক্ষিণ দিকে; দক্ষিণ অভিমুখে।
  • English Word southerly Bengali definition [সাদালি] (adjective), (adverb) (১) (বায়ুপ্রবাহ) দক্ষিণ দিক থেকে প্রবাহিত(২) দক্ষিণ দিকে; দক্ষিণ অভিমুখে: The plane flew off in a southerly direction.
  • English Word southern Bengali definition [সাদান্‌] (adjective) দক্ষিণস্থ; দক্ষিণী: southern Europe. southerner (noun) দক্ষিণাঞ্চলের মানুষ, বিশেষত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজস্যসমূহের মানুষ। southernmost [সাদান্‌মোস্‌ট্‌] (adjective) সর্বদক্ষিণস্থ।
  • English Word Southern Ocean Bengali definition [সাদান ওউশন] (noun) দক্ষিণ মহাসাগর বা এন্টার্কটিকা মহাসাগর। এটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণের জলরাশি। এটার আয়তন বাড়ে-কমে। মার্চে এটার গড়পড়তা আয়তন থাকে প্রায় ২. (৬) মিলিয়ন বর্গকিলোমিটার আর সেপ্টেম্বরে থাকে ১৮. (৮) মিলিয়ন বর্গকিলোমিটার।
  • English Word souvenir Bengali definition [সূভানিআ(র্‌)] America(n) সূভানিআ(র্‌)] (noun) [countable noun] স্মৃতিচিহ্ন
  • English Word souwester Bengali definition [সাউওয়েস্টা(র্‌)] দ্রষ্টব্য south (২)
  • English Word sovereign Bengali definition [সভ্‌রিন্‌] (adjective) (১) (ক্ষমতা) সর্বোচ্চ; সার্বভৌম; অসীম; (জাতি, রাষ্ট্র, শাসক) সার্বভৌম ক্ষমতার অধিকারী: a sovereign state. (২) উৎকৃষ্ট; কার্যকর; There is (yet to be a) sovereign remedy for cancer. □ (noun) (১) সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট(২) (১ পাউন্ডের সমমানের) অধুনা অপ্রচলিত ব্রিটিশ স্বর্ণমুদ্রাsovereignty [সভ্‌রান্‌টি] (noun) [uncountable noun] সার্বভৌম ক্ষমতা।
  • English Word soviet Bengali definition [সোভিআট্] (noun) [countable noun] প্রাক্তন সোভিয়েট ইউনিয়নের শ্রমিক পরিষদসমূহের কোনোটি; এই পরিষদসমূহ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত এবং সোভিয়েট প্রশাসনপদ্ধতির অঙ্গ হিসেবে ক্রিয়াশীল উচ্চতর পরিষদসমূহের যেকোনোটি; সোভিয়েট: Soviet Russia; the Soviet Union. sovietize, sovietise [সোভিআট্আইজ্‌] (verb transitive) সোভিয়েট প্রশাসনপদ্ধতিতে রূপান্তরিত করা।
  • English Word sow 1 Bengali definition [সাউ] (noun) পূর্ণবয়স্ক শূকরী। দ্রষ্টব্য boar, hog, swine.
  • English Word sow 2 Bengali definition [সো] (verb transitive), (verb intransitive) (past tense sowed, past participle 'sown' [সোউন্‌] অথবা 'sowed') জমিতে (বীজ) বপন করা sow a plot of land with (seeds of) jute; (লাক্ষণিক) sow the seeds of hatred, ঘৃণার বীজ বপন করা। sower (noun) বপনকারী।
  • English Word soy Bengali definition [সয়], soya [সয়আ] (noun) soyabean খাদ্য ও ভোজ্য তেল হিসেবে ব্যবহারের জন্য উৎপাদিত শিমজাতীয় বীজ; সয়াবিনsoy sauce সয়াবিন থেকে তৈরি চাটনি বা সস।
  • English Word sozzled Bengali definition [সজ্‌ল্‌ড্‌] (adjective) (British/Britain, অপশব্দ) বেশি রকম মাতাল
  • English Word spa Bengali definition [স্পা:] (noun) ওষুধগুণসম্পন্ন খনিজ পানির ঝরনা; এ রকম ঝরনার স্থান
  • English Word space Bengali definition [স্পেইস্‌] (noun) (১) [uncountable noun] যার ভিতর সব বস্তু বিদ্যমান ও চলমান থাকে; মহাজাগতিক সকল বস্তুর আধার; মহাশূন্য; স্পেস: The universe exists in space. travel through space. space-capsule, spacecraft, spaceship, space-vehicle (noun(s)) মহাশূন্যযান বা মহাকাশযান। space-helmet (noun) মহাকাশভ্রমণে ব্যবহৃত শিরস্ত্রাণ। space-rocket (noun) মহাশূন্য রকেট। space-suit (noun) মহাকাশভ্রমণে ব্যবহৃত পোশাক। space-time (noun) (‘the fourth dimension’ বা চতুর্থ মাত্রা হিসেবেও পরিচিত) সময় ও দৈর্ঘ্য, প্রস্থ, বেধ এই তিন মহাজাগতিক মাত্রার মিশ্রণ, এই চারমাত্রিক মহাবিশ্বের ধারণা আধুনিক পদার্থবিজ্ঞান ও দর্শনে বহুল ব্যবহৃত। (২) [countable noun, uncountable noun] দুই বা ততোধিক বস্তুর মধ্যকার দূরত্ব: the space between the lines; separated by a space twelve feet. space-bar (noun) টাইপরাইটার মেশিনের যে দণ্ডে টিপ দিলে শব্দসমূহের মধ্যে আকাঙ্ক্ষিত ফাঁক সৃষ্টি হয়। (৩) [countable noun, uncountable noun] আয়তন; স্থান: open spaces, (বিশেষত) শহরের ভিতরে বা শহরসংলগ্ন উন্মুক্ত স্থান: They cleared a space on the platform for the speaker. space-heater (noun) বিকিরণ বা পরিচলন দ্বারা কক্ষ ঊষ্ণ করার (বিদ্যুৎ বা তেলচালিত) উত্তাপক যন্ত্রবিশেষ। (৪) [uncountable noun] সীমিত বা খালি জায়গা: There isn’t enough space in this room for twenty people. (৫) (singular) সময়: a space of two years. □ (verb transitive) space something (out) নিয়মিত ব্যবধান বা ফাঁক রেখে রেখে সাজানো; space out the chairs one foot apart; space out (= ছড়িয়ে বা বিস্তৃত করে দেওয়া) payments over ten years; a well- spaced family, যে পরিবারে পরিকল্পিত সময়ের ব্যবধানে সন্তানদের জন্ম হয়। spaced out (noun) (America(n) অপশব্দ) নেশাগ্রস্ত; মাতাল। single-/double-spacing (noun) [uncountable noun] টাইপ করা পঙ্‌ক্তি বা লাইনসমূহের মধ্যে একঘর/দুইঘর বা সিঙ্গেল/ডবল ফাঁক।
  • English Word space tourism Bengali definition [স্পেইস টুআরিজাম্] (noun) [uncountable noun] মহাকাশ পর্যটন; মহাকাশভ্রমণ; বিনোদনের উদ্দেশ্যে মহাকাশসফর: the practice of travelling into space for recreational purposes. space tourist (noun) [countable noun] মহাকাশ পর্যটন; মহাকাশভ্রমণ; মহাকাশসফর।
  • English Word spacious Bengali definition [স্পেশাস্] (adjective) প্রশস্ত, চওড়াspaciously (adverb) spaciousness (noun)
  • English Word spade Bengali definition [স্পেইড্] (noun) (১) কোদালspade-work (noun) (লাক্ষণিক) কোনো কাজের শুরুতে করণীয় কঠিন শ্রম; প্রারম্ভিক শ্রম। call a spade (ঘুরিয়ে ফিরিয়ে না বলে) সোজাসুজিভাবে বলা; স্পষ্ট ভাষায় কথা বলা। (২) তাসের ইশকাপন: The queen of spades. □ (verb transitive) spade something (up) কোদাল দিয়ে খোঁড়া বা খুঁড়ে তোলা। spadeful [স্পেইড্ফুল্] (noun) কোদালে যতটুকু ধরে সেই পরিমাণ।
  • English Word spaghetti Bengali definition [স্পাগেটি] (noun) [uncountable noun] সেমাইজাতীয় ইতালীয় খাদ্যবিশেষ
  • English Word spam 1 Bengali definition [স্প্যাম্] (noun) [uncountable noun] (proprietary name) কুচিকুচি করে কেটে, মসলা মাখিয়ে রেঁধে পাউরুটির আকারে টিনে ভরতি করে বিক্রি করা শূকরের মাংস
  • English Word spam 2 Bengali definition [স্প্যাম্] (noun) স্পাম; অনাকাঙ্ক্ষিত মেসেজ, যা সাধারণত ই-মেইলের মাধ্যমে ইউজারের কাছে পাঠানো হয়। অনেক সময় বিভিন্ন নিউজ গ্রুপ বা বুলেটিনবোর্ডে অপ্রাসঙ্গিক পোস্টকেও স্পাম বলা হয়। এটা জাংক মেইল নামেও পরিচিত: Spams are unwanted.
  • English Word span Bengali definition [স্প্যান্] (noun) [countable noun] (১) হাতের তালুর প্রসারিত অবস্থায় বুড়া আঙুলের মাথা থেকে কড়ে আঙুলের মাথার দূরত্ব, বিঘত (= অর্ধহস্ত বা ৯ ইঞ্চি)। (২) ধনুকাকৃতি খিলানের স্তম্ভ বা থাম বা পিলারদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান: The bridge crosses the river in a single span. The arch has a span of 70 metres. (৩) শুরু থেকে শেষাবধি সময়ের দৈর্ঘ্য বা বিস্তার: The span of life; for a short span of time. (৪) (দক্ষিণ আফ্রিকা) ঘোড়া বা খচ্চরের জোড়া; গরুর জোয়াল(৫) span roof (noun) দুই পাশে হেলানো ছাদ; দোচালা ছাদ: a span-roof greenhouse. □ (verb transitive) (১) এক পাশ থেকে অন্য পাশে প্রসারিত হওয়া: The Padma is spanned by the longest bridge in Bangladesh. Rabindranath’s career spans two centuries. (২) বিঘত দিয়ে মাপা
  • English Word spangle Bengali definition [স্প্যাঙ্‌গ্‌ল্] (noun) [countable noun] চুমকি। □কথ্য) উৎকৃষ্ট; চমৎকার: have a spanking time; a spanking (= জোরালো) bre(verb transitive) (বিশেষত past participle তে) চুমকি বসানো। the Star-Spangled Banner যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা বা জাতীয় সংগীত।
  • English Word Spaniard Bengali definition [স্প্যানিআড্] (noun) স্পেনের লোক
  • English Word spaniel Bengali definition [স্প্যানিআল্] (noun) ছোট পা, দীর্ঘ রেশমি লোম ও বড় ঝুলে-থাকা কানওয়ালা কুকুরবিশেষ
  • English Word Spanish Bengali definition [স্প্যানিশ] (adjective) স্পেন দেশীয়; স্পেনের ভাষা; হিস্পানিSpanish onion এক জাতের মৃদুগন্ধ হলুদরঙা পেঁয়াজ। the Spanish Main (ইতিহাস) দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূল ও এই উপকূলের নিকটবর্তী ক্যারিবীয় সাগর।
  • English Word spank Bengali definition [স্প্যাঙ্‌ক্‌] (verb transitive), (verb intransitive) (১) (শিশুকে) পাছায় চড় মারা বা চটিজুতা দিয়ে মারা(২) spank (along) (বিশেষত ঘোড়া বা জাহাজ) বেশ দ্রুতবেগে বা দ্রুতগতিতে চলাspanking (noun) পাছায় চড় বা চটি মারা: She gave the child a good spanking. □ (adjective) (সেকেলে কথ্য) উৎকৃষ্ট; চমৎকার: have a spanking time; a spanking (= জোরালো) breeze.
  • English Word spanner Bengali definition [স্প্যানা(র্)] (noun) (America(n)= wrench) নাট-বোলটু লাগানো ও খোলার যন্ত্রবিশেষthrow a spanner in/in to the works কোনো প্রকল্প ইত্যাদি বানচাল করা।
  • English Word spar 1 Bengali definition [স্পা:(র্)] (noun) জাহাজের মাস্তুল বা অনুরূপ বস্তু