Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word spar 2 Bengali definition [স্পা:(র্)] (verb intransitive) মুষ্টিযুদ্ধের মহড়া দেওয়া; (লাক্ষণিক) তর্কাতর্কি করা। sparring-match (noun) মুষ্টিযুদ্ধের মহড়া; (লাক্ষণিক) তর্কাতর্কি। sparring-partner (noun) কোনো মুষ্টিযোদ্ধা যে ব্যক্তির সঙ্গে মুষ্টিযুদ্ধের অনুশীলন করে।
  • English Word spar 3 Bengali definition [স্পা:(র্)] (noun) সহজে ভাঙা যায় এমন অধাতব খনিজ পদার্থ
  • English Word spare 1 Bengali definition [স্পেআ(র্‌)] (adjective) (১) অতিরিক্ত; (সময়) অবসরকালীন; অবসরের জন্য: spare time/money; a spare wheel; a spare room (অতিথির শোয়ার জন্য অতিরিক্ত ঘর)। spare part খুচরা বা অতিরিক্ত যন্ত্রাংশ। (২) (ব্যক্তি) কৃশকায়; রোগা: a tall, spare man; spare of build, রোগা গড়নের। (৩) (শুধু attributive(ly)) স্বল্প পরিমাণ: a spare meal. spare-rib (noun) শূকরের পাঁজর, যা থেকে অধিকাংশ মাংস কেটে নেওয়া হয়েছে। □ (noun) [countable noun] খুচরা যন্ত্রাংশ। sparely (adverb) কৃশভাবে; অল্পপরিমাণে। spareness (noun)
  • English Word spare 2 Bengali definition [স্পেআ(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) আঘাত করা, ক্ষতি করা, খুন করা বা নষ্ট করা থেকে বিরত থাকা; অব্যাহতি বা নিষ্কৃতি দেওয়া; করুণা প্রদর্শন করা: spare somebody’s life, খুন না-করা: He doesn’t spare himself, নিজেকে নিষ্কৃতি দেয় না বা করুণা করে না, অর্থাৎ নিজেকে খাটিয়ে মারছে। spare somebody’s feelings কারো অনুভূতিতে আঘাত না-করা। Spare the rod and spoil the child (প্রবাদ) শিশুকে শাস্তি না-দিলে তার স্বভাব নষ্ট হয়ে যায়। (২) spare something (for somebody/something), spare somebody something কাউকে কোনোকিছু দিতে পারা: Can you spare one of these books for me? Can you spare me a few minutes (of your time)? I have enough and to spare, প্রয়োজনের তুলনায় বেশি আছে। (৩) খুব হিসাব করে খরচ করা বা ব্যবহার করাno expense(s)/pains spared পয়সা খরচ করতে/পরিশ্রম করতে কার্পণ্য না-করা: I am going to refurbish my library, no pains spared. sparing (adjective) sparing of মিতব্যয়ী; হিসাবি; সতর্ক: He is sparing of his money. sparingly (adverb)
  • English Word spark 1 Bengali definition [স্পা:ক্] (noun) [countable noun] স্ফুলিঙ্গ; বিদ্যুৎপ্রবাহ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট আলোর ঝলক; বৈদ্যুতিক স্ফুলিঙ্গ; জীবন, শক্তি, দয়ামায়া ইত্যাদির চিহ্ন; বুদ্ধির বালক: an electric spark; have a spark of generosity. □ (verb transitive), (verb intransitive) স্ফুলিঙ্গ ছড়ানো। spark something off (লাক্ষণিক) তাৎক্ষণিক কারণ হওয়া; সৃষ্টি করা। spark (ing)-plug (noun) বৈদ্যুতিক স্ফুলিঙ্গের সাহায্যে পেট্রলচালিত ইনজিনের গ্যাসে আগুন ধরানোর যান্ত্রিককৌশল।
  • English Word spark 2 Bengali definition [স্পা:ক্] (noun) (কথ্য) মার্জিত; হাসিখুশি লোক
  • English Word sparkle Bengali definition [স্পা:ক্‌ল্] (verb intransitive) জ্বলজ্বল করা; ঝলমল করা: Diamonds sparkle in light. His eyes sparkled with glee. □ (noun) আলোর ঝলক; ঔজ্জ্বল্য; দ্যুতি। sparkler [স্পা:কলা(র্‌)] (noun) যে বস্তু আলোর কণিকা ছড়ায়, যেমন, কিছুকিছু আতশবাজি; (অপশব্দ বিশেষত অপরাধীদের মধ্যে; প্রায়ই plural) হীরা।
  • English Word sparkling Bengali definition [স্পা:ক্‌লিঙ্] (adjective) (বিশেষত সুরা) বোতল খুললে বুদ্বুদ-কণা ওঠে এমন
  • English Word sparse Bengali definition [স্পা:স্‌] (adjective) (১) পাতলাভাবে ছড়ানো; বিরল: sparse population. (২) ঘন নয় এমন: a sparse beard, পাতলা দাড়ি। sparsely(adverb) বিরলভাবে: a sparsely populated countryside, জনবিরল গ্রামাঞ্চল। sparseness, sparsity [স্পসাটি] (noun(s)) [uncountable noun]
  • English Word Spartan Bengali definition [স্পা:ট্‌ন্] (noun), (adjective) জীবনের সুখস্বাচ্ছন্দ্যের প্রতি উদাসীন, কৃচ্ছ্বসাধনে ভীত নয় এমন (ব্যক্তি); (জীবনযাত্রা) অত্যন্ত সাদামাটা বলেই কঠিন: live a Spartan life; He lives in Spartan simplicity.
  • English Word spasm Bengali definition [স্প্যাজাম্] (noun) [countable noun] (১) মাংসপেশির আক্ষেপ বা খিঁচুনি: An asthmatic person often has spasm. (২) আকস্মিক; খিঁচুনিতুল্য বিচলন: in a spasm of grief. (৩) (শক্তি বা উদ্যমের) আকস্মিক বিস্ফোরণ বা প্রকাশ
  • English Word spasmodic Bengali definition [স্প্যাজ্‌মডিক্] (adjective) (১) অনিয়মিত বিরতিতে বা থেকে থেকে ঘটে বা করা হয় এমন(২) মাংসপেশির আক্ষেপ দ্বারা সৃষ্ট বা আক্রান্ত: spasmodic asthma. spasmodically [স্প্যাজ্‌মডিক্লি] (adverb)
  • English Word spastic Bengali definition [স্প্যাস্‌টিক্] (noun), (adjective) মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত (ব্যক্তি)।
  • English Word spat 1 Bengali definition [স্প্যাট্] spit- এর past tense, past participle
  • English Word spat 2 Bengali definition [স্প্যাট্](verb intransitive), (verb transitive), (noun) (America(n)) সামান্য ঝগড়া (করা); হালকা চাটি (মারা)।
  • English Word spat 3 Bengali definition [স্প্যাট্] (noun) শামুকের ডিম। □ (verb intransitive) (শামুক) ডিম দেওয়া বা ডিম ছাড়া।
  • English Word spatchcock Bengali definition [স্প্যাচ্‌কক্‌] (noun) মেরে সঙ্গে সঙ্গে রেঁধে-ফেলা হাঁস বা মোরগ। □ (verb transitive) spatchcock (in/into) (কথ্য) (শব্দাদি) ঢোকানো: He spatchcocked into his speech curious verses from a nineteenth century mystic.
  • English Word spate Bengali definition [স্পেইট্] (noun) (১) নদীর জলস্ফীতি(২) ব্যবসায়িক স্ফীতি; যে কোনো বস্তুর আকস্মিক প্রবাহ: a spate of orders; a spate of new books in the public library.
  • English Word spatial Bengali definition [স্পেইশ্‌ল্‌] (adjective) ব্যাপনস্থল বা স্পেসসংক্রান্তspatially [স্পেইশালি] (adverb)
  • English Word spatter Bengali definition [স্প্যাটা(র্)] (verb transitive), (verb intransitive) (১) spatter something (on/over something); spatter something (with something) ছিটিয়ে দেওয়া: The bus spattered us with mud. (২) ফোঁটায় ফোঁটায় পড়া বা ছড়িয়ে পড়া: Rain spattered down on the tin roof of the hut. □ (noun) [countable noun] ছড়ানো; ছিটানো; বর্ষণ: a spatter of rain; a spatter of bullets.
  • English Word spatul Bengali definition [স্প্যাটিউলা America(n) স্প্যাচুলা] (noun) বিভিন্ন পদার্থ মেশানোর বা ছড়ানোর কাজে ব্যবহৃত চওড়া, চ্যাপটা, সহজে নোয়ানো বা বাঁকানো যায় এমন ফলাযুক্ত হাতের যন্ত্র বা হাতিয়ার
  • English Word spavin Bengali definition [স্প্যাভিন্] (noun) ঘোড়ার পিছনের পায়ের মধ্যগ্রন্থিতে বা হাঁটুতে স্ফীতিজনিত রোগ- এতে ঘোড়া খুঁড়িয়ে চলে
  • English Word spawn Bengali definition [স্পোন্‌] (noun) [uncountable noun] (১) মাছ ও ব্যাঙজাতীয় কতিপয় জলচর প্রাণীর ডিম(২) সুতার মতো যে পদার্থ থেকে ব্যাঙের ছাড়া ও অন্যান্য ছত্রাকজাতীয় উদ্ভিদ জন্মে। □ (verb transitive), (verb intransitive) বিপুল সংখ্যায় ডিম দেওয়া বা ডিম ছাড়া, বিপুল সংখ্যায় জন্ম দেওয়া বা সৃষ্টি করা: This is one of those departments which spawns committees and sub-committees, অগুনতি কমিটি আর সাব-কমিটির জন্ম দেয় (অর্থাৎ গঠন করে)।
  • English Word spay Bengali definition [স্পেই] (verb transitive) (স্ত্রীজাতীয় প্রাণীর) গর্ভাশয় অপসারণ করা
  • English Word speak Bengali definition [স্পীক্] (verb intransitive), (verb transitive) (১) কথা বলা: He spoke slowly. (২) speak (to/with somebody) (about something) কারো সঙ্গে (কোনো বিষয়ে) কথা বলা; আলাপ করা: He was speaking to me about his plans for the school. speak for somebody (ক) কারো (পক্ষ) হয়ে কথা বলা। (খ) কারো সপক্ষে সাক্ষ্য দেওয়া। speak for oneself নিজের মতো করে নিজের মতামত ইত্যাদি প্রকাশ করা। (গ) (সাধারণত Speak for yourself!) অন্যের (পক্ষ) হয়ে কথা বলতে না-যাওয়া, অর্থাৎ, কথা বলার ধৃষ্টতা পোষণ না-করা। speak to somebody কাউকে মৃদু তিরস্কার করা: He has started using my table again- I must speak to him about it. speak to something কোনোকিছুর সত্যতা স্বীকার করা বা প্রসঙ্গ রক্ষা করা: There was no one here who could speak to his having been at the scene of the murder, অকুস্থলে উপস্থিত ছিল- একথা বলার মতো কেউ ছিল না সেখানে; This time he took care to speak to the subject, বিষয়ান্তরে যায়নি। speak of the devil কারো সম্পর্কে কথা শেষ না হতেই সেই ব্যক্তিকে দেখা গোল কিংবা তার কণ্ঠস্বর শোনা গেলে এমন বলা হয়ে থাকে; (বাংলা সমার্থক) বলতে না বলতেই (এসে) হাজির! nothing to speak of বলার মতো (তেমন) কিছু নেই। speak out/up (ক) (আরো) জোরে বলা। (খ) নির্দ্বিধায় বা নির্ভয়ে নিজের মতামত দেওয়া। not be on speaking terms with somebody (ক) কারো সঙ্গে কথা বলার মতো পরিচয় না-থাকা। (খ) (মনোমালিন্যের কারণে) কারো সঙ্গে কথা বলা বন্ধ করা। so to speak বলতে গেলে; বলতে কি। speak-trumpet (noun) (অধুনা প্রচলিত hearing-aids) শোনায় সহায়তা পাওয়ার জন্য বধির ব্যক্তি কর্তৃক কানে ব্যবহার করা শ্রবণযন্ত্র। speaking-tube (noun) এক জায়গা থেকে অন্য জায়গায় (যেমন, জাহাজের ডেকের উপরে ক্যাপ্টেনের মঞ্চ থেকে ইনজিন-কক্ষে) কণ্ঠস্বর বহন করার নল। (৩) সাক্ষ্য বহন করা; প্রকাশ করা (আবশ্যিকভাবে শব্দসহযোগে নয়): Actions speak louder than words. speak volumes for জোরালো সাক্ষ্য বহন করা: This evidence speaks volumes for his sincerity of purpose. speak well for কারো বা কোনোকিছুর সপক্ষে প্রমাণস্বরূপ হওয়া। (৪) (কোনো ভাষা) জানা এবং তা ব্যবহার করতে সক্ষম হওয়া: She speaks three languages. (৫) বক্তৃতা করা: He spoke on the need for adult literacy. (৬) ঘোষণা করা; জানানো; উচ্চারণ করা; বলা: speak the truth. speak one’s mind খোলাখুলি বা চাঁচাছোলাভাবে আপন মনোভাব ব্যক্ত করা। (৭) (adverb+pres part এই ছকে): strictly/roughly/generally speaking, সঠিকভাবে/মোটামুটিভাবে/সাধারণভাবে বললে…। (৮) (নৌচালনবিদ্যা) (পতাকা নেড়ে) শুভেচ্ছা জ্ঞাপন করা ও (পতাকাসংকেত ইত্যাদির ব্যবহার করে) তথ্য বিনিময় করা: speak a passing ship. (৯) (বন্দুক, বাদ্যযন্ত্র ইত্যাদির) আওয়াজ করা(১০) speak-easy (noun) (বিশেষত যুক্তরাষ্ট্রে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষিত অবস্থায়) অবৈধ মদের দোকানspeaker (noun) (১) বক্তা: He is a good speaker. (২) লাউড স্পিকারের সংক্ষেপ(৩) the Speaker আইনসভার (যেমন, বাংলাদেশের জাতীয় সংসদ) সভাপতিspeakership [স্পিকারশিপ্‌] (noun) স্পিকারের পদ; স্পিকারের কার্যকাল।
  • English Word spear Bengali definition [স্পিআ(র্‌)] (noun) বল্লম; বর্শা। □ (verb transitive) বর্শা দিয়ে আহত বা বিদ্ধ করা। spear-head (noun) (সাধারণত লাক্ষণিক) আক্রমণের পুরোভাগে থাকার জন্য নির্বাচিত ব্যক্তি বা দল। □ (verb transitive) আক্রমণের পুরো ভাগে থাকা: an armoured division that spear-headed the offensive.
  • English Word spearmint Bengali definition [স্পিআমিন্‌ট্‌] (noun) সুগন্ধি লতা বা শাকবিশেষ; এই সুগন্ধি মেশানো চুইংগাম বা লজেনচুষ
  • English Word spec Bengali definition [স্পেক্] (noun) speculation- এর সংক্ষিপ্ত কথ্যরূপ, লাভের আশায় গৃহীত ঝুঁকি: Those mining shares turned out a good spec, লাভজনক প্রতিপন্ন হয়েছে। (এই বাণিজ্যিক প্রয়োগ থেকেই শব্দটির অর্থ দাঁড়িয়েছে; ভবিষ্যৎ [আর্থিক] লাভের আশায় [বাণিজ্যিক] ঝুঁকি গ্রহণ)। on spec লাভের সম্ভাবনায় (গৃহীত ঝুঁকি); অনুমানের ভিত্তিতে।
  • English Word special Bengali definition [স্পেশ্‌ল্] (adjective) (১) কোনো বিশেষ বা নির্দিষ্ট ধরনের; সাধারণ নয়, বিশিষ্ট; কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা অভিপ্রায়ের জন্য: a special correspondent; special trains. I would like you to tell me about your special interests. She did it for me as a special favour. special constable প্রয়োজনের সময়ে সাধারণ পুলিশকে সাহায্য করার জন্য কনস্টেবলের তালিকাভুক্ত ব্যক্তি। special delivery ডাকযোগে না- পাঠিয়ে বাহকের মাধ্যমে (চিঠিপত্র, প্যাকেট ইত্যাদি) প্রেরণ। special licence বৈধ স্থান বা সময়ের বাইরে বিয়ে সম্পন্ন করার লাইসেন্স বা অনুমতিপত্র। (২) পরিমাণ, মাত্রা ইত্যাদিতে অনন্য বা ব্যতিক্রান্ত: We don’t expect you to give us special treatment. He took special trouble with his work to please the girl. □ (noun) স্পেশাল কনস্টেবল, স্পেশাল ট্রেন, সংবাদপত্রের বিশেষ সংস্করণ ইত্যাদি। specially [স্পেশালি] (adverb) বিশেষভাবে; বিশেষ করে: I went there specially to see him. specialist [স্পেশালিস্ট্‌] (noun) (চিকিৎসাশাস্ত্রে) বিশেষজ্ঞ: an eye special.
  • English Word speciality Bengali definition [স্পেশিঅ্যালাটি] (noun) [countable noun] (১) কারো বা কোনোকিছুর বিশেষগুণ বা বৈশিষ্ট্য(২) বিশেষ কোনো অভীষ্ট, বৃত্তি, কর্ম, সামগ্রী; যে বস্তুর জন্য কোনো ব্যক্তি বা স্থান খ্যাতি পেয়েছে: Needlework is her speciality. Pottery is a speciality of this village (বিকল্প শব্দ: specialty [স্পেশাল্‌টি])।