s পৃষ্ঠা ৪৬
- English Word speciality 2 Bengali definition [স্পেশাল্টি] (noun) দ্রষ্টব্য speciality (২).
- English Word specialize, specialise Bengali definition [স্পেশালাইজ্] (verb intransitive), (verb transitive) (১) specialize (in something) (১) (কোনো বিষয়ে) বিশেষজ্ঞ হওয়া; (কোনোকিছুর প্রতি) বিশেষ মনোযোগ দেওয়া: He specialized in nineteenth century Bengali prose. She wishes to specialize after her graduation. (২) (সাধারণত past participle) নির্দিষ্ট লক্ষ্যের উপযোগী করে নেওয়া: a hospital with specialized wards (তুলনীয় general wards); specialized knowledge (তুলনীয় general knowledge) specialization, specialisation [স্পেশালাইজে্ইশ্ন্ America(n) স্পেশালিজ্শ্ন্] (noun)
- English Word specie Bengali definition [স্পীশী] (noun) [uncountable noun] ধাতুমুদ্রা বা মুদ্রা (অর্থাৎ পত্রমুদ্রা বা নোট নয়): payment in specie.
- English Word species Bengali definition [স্পীশীজ্] (noun) (১) (জীববিদ্যা) প্রজাতি: The human specie, মানবপ্রজাতি। (২) প্রকার; রকম: Satire is a specie of writing that can offend and entertain at the same time.
- English Word specific Bengali definition [স্পাসিফিক্] (adjective) (১) বিশদ ও স্পষ্টরূপে নির্দিষ্ট; সুনির্দিষ্ট: specific orders. He had no specific aims. (২) সাধারণ নয়; নির্দিষ্ট একটি বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত: The money is to be used for a specific purpose. specific gravity (noun) সমপরিমাণ পানির তুলনায় কোনো পদার্থের ওজন বা ভর; আপেক্ষিক গুরুত্ব। specific name (noun) (জীববিদ্যা) প্রজাতির স্বাতন্ত্র্যসূচক নাম। specific remedy (noun) কোনো রোগের নির্দিষ্ট প্রতিকার বা চিকিৎসা। □ (noun) [countable noun] কোনো নির্দিষ্ট রোগের প্রতিষেধক: Quinine is a specific for malaria. specifically [স্পাসিফিক্লি] (adverb) সুনির্দিষ্টভাবে: I was specific warned by my doctor not to eat shrimp.
- English Word specification Bengali definition [স্পেসিফিকেইশ্ন্] (noun) (১) [uncountable noun] সুনির্দিষ্টকরণ। (২) (প্রায়ই plural) নির্মীয়মাণ কোনো বস্তুর নকশা, উপকরণ প্রভৃতি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, নির্দেশ ইত্যাদি: specifications for (building) an auditorium; the technical specifications of a new launch.
- English Word specify Bengali definition [স্পেসিফাই] (verb transitive) সুনির্দিষ্টভাবে উল্লেখ করা; নির্মীয়মাণ কোনো বস্তুর নকশা নির্দেশনামায় অন্তর্ভুক্ত করা: The scool specifies blue for the colour of shirt.
- English Word specimen Bengali definition [স্পেসিমিন্] (noun) [countable noun] (১) নমুনা: specimens of rocks and ores. (২) সমগ্রের নিদর্শন হিসেবে বিবেচিত অংশ: The supplier sent a few bricks as specimen for our satisfaction. (৩) নির্দিষ্ট বা বিশেষ উদ্দেশ্যে পরীক্ষণীয় কোনোকিছু: supply a specimen of one’s urine. (৪) (কথ্য) অবজ্ঞা বা কৌতুকসহকারে বিবেচিত অস্বাভাবিক ব্যক্তি বা বস্তু: What a queer specimen (of humanity) he is!
- English Word specious Bengali definition [স্পীশাস্] (adjective) আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন; (কিন্তু আসলে তা নয়): a specious argument. speciously (adverb) speciousness (noun)
- English Word speck Bengali definition [স্পেক্] (noun) [countable noun] (ধুলা, বালি ইত্যাদির) ক্ষুদ্র ফুটকি বা কণা; দাগ; ফলের পচা দাগ: a speck of dust; see specks in front of one’s eyes. This ship was a mere speck on the horizon. There is not a speck of truth in the report. specked (adjective) (পচা) দাগযুক্ত: speck ed mangoes. speckless (adjective)
- English Word speckle Bengali definition [স্পেকল্] (noun) [countable noun] বিশেষত গায়ের চামড়া, ছাল, পালক ইত্যাদির উপর বিচিত্রবর্ণের ছোট ফুটকি বা দাগ: a speckled hen.
- English Word specs Bengali definition [স্পেক্স্] (noun) (plural) (কথ্য) চশমা।
- English Word spectacle Bengali definition [স্পেক্টাক্ল্] (noun) [countable noun] (১) জাঁকজমকপূর্ণ প্রদর্শনী: The Victory Day parade was a fine spectacle. (২) দেখা কোনোকিছু; বিশেষত চমৎকার, উল্লেখযোগ্য বা লক্ষণীয় কোনো দৃশ্য: The waves rolling in to the beach were a tremendous spectacle. He made a spectacle of himself. (উদ্ভট পোশাক পরে কিংবা উদ্ভট আচরণ করে) সবার চোখে নিজেকে একটি হাস্যকর দৃশ্যে/হাস্যকর বস্তুতে পরিণত করেছিল। (৩) spectacles; a pair of spectacles চশমা (glasses অধিক প্রচলিত শব্দ)। see everything through rose-coloured spectacles জীবন সম্পর্কে আশাবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। spectacled (adjective) চশমা পরিহিত।
- English Word spectacular Bengali definition [স্পেকট্যাকিউলা(র্)](adjective) সমারোহপূর্ণ; জমকালো; সাধারণের দৃষ্টি-আকর্ষক: a spectacular display of sophisticated arms. □ (noun) [countable noun] চমৎকার বা লক্ষণীয় দৃশ্য; জমকালো প্রদর্শনী: an Eid-day TV spectacular. spectacularly (adverb)
- English Word spectator Bengali definition [স্পেক্টেইটা(র্) America(n) স্পেকটেইটার্] (noun) দর্শক: (attributive(ly)) spectator sports, যে জাতীয় খেলাধুলায় প্রচুর দর্শকসমাগম হয়, যেমন, ফুটবল।
- English Word spectre Bengali definition (America(n): specter) [স্পেকটা(র্)] (noun) [countable noun] ভূত; অপচ্ছায়া; ভবিষ্যৎ বিপদ বা দুঃখদুর্দশার আতঙ্ক। spectral [স্পেকট্রাল্ (adjective) (১) ভুতুড়ে। (২) বর্ণালিসংক্রান্ত: spectre colours.
- English Word spectroscope Bengali definition [স্পেক্ট্রাস্কোউপ্] (noun) বর্ণালি উৎপাদন ও নিরীক্ষণ যন্ত্র; বর্ণালিবীক্ষণ। spectroscopic [স্পেক্ট্রাস্কপিক্] (adjective) বর্ণালিবীক্ষণসংক্রান্ত; বর্ণালিবীক্ষণ দ্বারা কৃত; spectroscope analysis.
- English Word spectrum Bengali definition [স্পেকট্রাম্] (noun) বর্ণচ্ছটা; বর্ণালি; (লাক্ষণিক) বিস্তৃতি, বিস্তৃত পরিসর বা ধারা: The whole spectrum of recent political development.
- English Word speculate Bengali definition [স্পেকিউলেইট্] (verb transitive) (১) ভাবা; ধারণা করা; অনুমান করা: speculate about the future of the country. (২) বাজারদর পরিবর্তনের মাধ্যমে লাভ-ক্ষতি দুটিই হতে পারে- এই সূত্র গ্রহণ করে পণ্যসামগ্রী, স্টক ও শেয়ার ইত্যাদি কেনাবেচা করা; ফটকাবাজি করা: speculate in wheat/ export shares. speculator [স্পেকিউলেটা(র্)] (noun) ফটকাবাজ।
- English Word speculation Bengali definition [স্পেকিউলেইশ্ন্] (noun) (১) ভাবনা; ধারণা; অনুমান। (২) ফটকাবাজি; এ জাতীয় কোনো লেনদেন [countable noun]: make some bad speculations.
- English Word speculative Bengali definition [স্পেকিউলাটিভ্ America(n) স্পেকিউলেইটিভ্] (adjective) (১) ভাবনা বা ধারণা বা অনুমানমূলক: speculative philosophy. (২) ফটকা মূলক: speculative. speculative purchase of wheat; speculative housing, ফটকাভিত্তিতে গৃহনির্মাণ। speculatively (adverb)
- English Word sped Bengali definition [স্পেড্] speed-এর past tense, past participle
- English Word speech Bengali definition [স্পীচ্] (noun) [uncountable noun] (১) বাকশক্তি; বাচন; বাচনভঙ্গি: Man has the faculty of speech. We express our thoughts by speech. His speech as well as his manners is admirable. speech therapy (তোতলানো ধরনের) ত্রুটিপূর্ণ বাচনভঙ্গির চিকিৎসা। (২) [countable noun] বক্তৃতা: He made a speech at the banquet. speech-day (noun) বক্তৃতাসহযোগে স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। speechless (adjective) (১) বাকশক্তিরহিত; নির্বাক: The shock left him speechless. (২) যা বাকশক্তি হরণ করে: speechless rage. speechlessly (adverb) speechify [স্পীচিফাই] (verb intransitive) (অনাবশ্যকতা বা অপটুতার ইঙ্গিত বহন করে) বক্তৃতা দেওয়া; বক্তৃতার ঢংয়ে কথা বলা: Student leaders speechifying at the freshers reception.
- English Word speed Bengali definition [স্পীড্] (noun) (১) [uncountable noun] দ্রুততা; গতির দ্রুততা। More haste, less speed (প্রবাদ) বেশি তাড়াহুড়া করলে বিলম্ব হতে পারে। (২) [countable noun, uncountable noun] বেগ; travelling at full speed; at a speed of fifty miles an hour. (৩) (অপশব্দ) মাদক হিসেবে ব্যবহৃত সুখাবেশ সৃষ্টিকারী অ্যামফেটামিন নামক ওষুধ। (৪) (যৌগশব্দ) speed-boat (noun) যন্ত্রচালিত দ্রুতগামী নৌকা; স্পিডবোট। speed-cop (noun) (অপশব্দ) মোটরসাইকেল আরোহী যে পুলিশ মোটরগাড়ির গতি পরীক্ষা করে। speed-indicator (noun)= speedometer. speedlimit (noun) (সর্বোচ্চ) গতিবেগের সীমা। speedmerchant (noun) (অপশব্দ) যে ব্যক্তি প্রচণ্ড বেগে মোটরগাড়ি বা মোটরসাইকেল চালায়। speedway (noun) (ক) দ্রুতগতিতে মোটরযান (বিশেষত মোটরসাইকেল) চালনার জন্য নির্দিষ্ট পথ। (খ) (America(n)) দ্রুতগামী যান চলাচলের সড়ক। □ (verb transitive), (verb intransitive) (১) দ্রুতবেগে চলা বা যাওয়া: The car sped past us, আমাদের সামনে দিয়ে দ্রুতবেগে চলে গেল। (২) দ্রুতবেগে চালানো: speed an arrow from the bow. (৩) (পুরাতনী) সাফল্য দান করা: May God speed you, ঈশ্বর তোমাকে সমৃদ্ধি/সফলতা দান করুন। (৪) speed (something) up কোনোকিছুর বেগ বৃদ্ধি করা: speed up production, উৎপাদন বৃদ্ধি করা; The train speeded up. এর থেকে speed-up (noun) উৎপাদনবৃদ্ধি ইত্যাদি। speeding (noun) (মোটরচালক) বেআইনি বা বিপজ্জনক বেগে চলা: fined for speeding. speedometer [স্পীডমিটা(র্)] (noun) মোটরগাড়ির গতিবেগ নির্দেশক যন্ত্র। speedy (adjective) দ্রুত; শীঘ্র; অবিলম্বে: a speedy reply.
- English Word speed dating Bengali definition [স্পিড্ ডেইঢিঙ] (noun) একটি গ্রুপ থেকে প্রত্যেকের সঙ্গে সমপরিমাণ সময় নিয়ে দ্রুত আলাপ সেরে নেওয়া; স্পিড ডেটিং: A study of speed dating is going-on. speed dater (noun)
- English Word speedwell Bengali definition [স্পীড্ওয়েল্] (noun) উজ্জ্বল নীলফুলের বুনোগাছ।
- English Word spelaeology Bengali definition (অপিচ speleology) [স্পীলিঅলাজি] (noun) [uncountable noun] গুহাবিজ্ঞান। spelaeologist (অপিচ speleologist) [স্পীলিজিস্ট্] (noun) গুহাবিজ্ঞানী।
- English Word spell 1 Bengali definition [স্পেল্] (noun) [countable noun] (১) জাদুমন্ত্র: cast a spell over somebody; be under a spell. spellbound [স্পেল্বাউন্ড্] (adjective) মন্ত্রমুগ্ধ; সম্মোহিত: The speaker held his audience spellbound. spellbinder [স্পেল্বাইন্ডা(র্)] (noun) যে বক্তা তার শ্রোতাবৃন্দকে সম্মোহিত করে রাখতে পারেন। (২) ব্যক্তি; বস্তু, পেশা ইত্যাদির সম্মোহন বা আকর্ষণ: Everybody fell under the spell of his personality. People of emperor Akbar’s time knew the mysterious spell of the music of Miah Tansen.
- English Word spell 2 Bengali definition [স্পেল্] (noun) (১) ব্যাপ্তিকাল: a long spell of wet weather; a cold spell in January. (২) কাজের বা কর্তব্যের পালা: take spells at the wheel. (দীর্ঘ মোটরযাত্রায়) পালা করে গাড়ি চালানো। □ (verb transitive) spell somebody (at something) কারো সঙ্গে পালা করে কোনোকিছু করা: Will you spell me at rowing the boat?
- English Word spell 3 Bengali definition [স্পেল্] (verb transitive), (verb intransitive) (১) বানান করা: How do you spell your name? spelling pronunciation শব্দের বানান দ্বারা যে উচ্চারণ নির্দেশিত হয় (যেমন, nephew শব্দের ‘নেভিউ’ - এর পরিবর্তে ‘নেফিউ’ উচ্চারণ)। (২) (অক্ষর) নির্দিষ্ট ক্রমে বিন্যস্ত হয়ে (শব্দ) গঠন করা: R-A-T spells rat. (৩) spell something out (ক) ধীরে ধীরে, কষ্ট সহকারে বানান করে পড়া: It look him about half an hour to spell out a page of English.(খ) স্পষ্ট ও সহজ করে বলা; খুঁটিয়ে ব্যাখ্যা করা: Do you want me to spell my proposal out for you? (৪) পরিণাম হিসেবে বয়ে আনা: Laziness spells failure. (৫) সঠিকভাবে শব্দের অক্ষর সাজানো বা বসানো, সঠিকভাবে বানান করা: Why don’t you learn to spell my name (correctly)? These children can’t spell. speller (noun) বানানকারী: a poor speller. spelling (noun) [countable noun] বানান: I use English spelling.