• Bengali Word grape English definition [গ্রেইপ্] (noun) আঙুর।
    sour grapes; the grapes are sour আঙুর ফল টক; আকাঙ্ক্ষিত বস্তু না-পয়ে কেউ যখন তার অবমূল্যায়ন করে কথা বলে; তখন এ কথা বলা হয়। grape-shot (noun) [uncountable noun] (ইতিহাস) কামান থেকে গুচ্ছে গুচ্ছে নিক্ষিপ্ত লোহার ক্ষুদ্রাকার গোলা; ছটরা-গুলি। দ্রষ্টব্য shrapnel. grape-sugar (noun) পাকা আঙুর ও কতিপয় অন্যান্য ফল থেকে প্রাপ্ত একপ্রকার চিনি, ডেকসট্রেজ বা গ্লুকোজ। grape-vine (noun) (ক) আঙুরলতা। (লাক্ষণিক)(খ) যে সূত্রে কোনো খবর ছড়ায়: I heard on the grape-vine that he is going to get married.