s পৃষ্ঠা ৪০
- English Word sodium Bengali definition [সোডিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) প্রাকৃতিকভাবে শুধু যৌগিক পদার্থে দৃষ্ট রূপালি ধাতু (প্রতীক Na): sodium chloride. (NaCl). সাধারণ লবণ।
- English Word sodomy Bengali definition [সডামি্] (noun) [uncountable noun] বিশেষত পুরুষদের মধ্যে পরস্পর যৌনসংসর্গ; পায়ুকাম। sodomite [সডামাইট্] (noun) এ রকম যৌনসংসর্গে অভ্যস্ত ব্যক্তি; পায়ুকামী।
- English Word sofa Bengali definition [সোফ্] (noun) একাধিক ব্যক্তি বসতে পারে এ রকম হেলান দেওয়া হাতলওয়ালা গদি-আঁটা লম্বা চেয়ার; সোফা।
- English Word sofalise, sofalize Bengali definition [সোফালাইজ্ America(n) সোফালিজ] (verb transitive) পরিবার অথবা ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখাসাক্ষাতের পরিবর্তে ঘরে বসে মোবাইল অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করা: Now a days most of us depend on sofalise. □ (noun) sofalizing (অপিচ sofalising) [uncountable noun] ঘরে বসেই ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ সেরে নেওয়ার তৎপরতা: sofalizer (অপিচ sofaliser) (noun) [countable noun]
- English Word soft Bengali definition [সফ্ট্ America(n) সোফ্ট্] (adjective) (১) (hard- এর বিপরীত) নরম: soft soil; a soft bed. a soft landing অবতরণযান বা অবতরণস্থলের কোনো ক্ষতি না-হয় এমন অবতরণ (চন্দ্রপৃষ্ঠে মহাশূন্যযান যেভাবে অবতরণ করে)। এর থেকে, softland (verb intransitive) এভাবে অবতরণ করা। (২) (উপরিভাগ) মসৃণ ও কোমল: soft fur; as soft as velvet. (৩) (আলো, রং) চোখধাঁধানো নয়; স্নিগ্ধ: The soft light of the moon. (৪) ( ধ্বনি) অনুচ্চ; মৃদু:in a soft voice. (৫) (রূপরেখা) অস্পষ্ট। (৬) (প্রত্যুত্তর, শব্দ ইত্যাদি) ভদ্র; বিনীত; a soft answer; have a soft tongue. (৭) (বায়ু, আবহাওয়া) মৃদুমন্দ; স্নিগ্ধ: a soft breeze; soft weather. (৮) (পানি) খনিজ লবণযুক্ত: as soft as rainwater. (৯) (কতিপয় ধ্বনি সম্বন্ধে) স্পর্শবর্ণ নয়: C is soft in ‘city’ and hard in ‘cat’. (১০) সহজ: a soft job. (অপশব্দ) সহজ, মোটা বেতনের চাকরি। (১১) শিথিল; দুর্বলচিত্ত: Your muscles have got soft through lack of exercise. a soft generation, দুর্বলচিত্ত তরুণেরা। (১২) সহানুভূতিশীল; বিবেচক: a soft heart. have a soft spot for somebody কারো জন্য দুর্বলতা, অর্থাৎ, স্নেহ, মমতা, অনুরাগ ইত্যাদি পোষণ করা। (১৩) (কথ্য) দুর্বলমনা: He is not as soft as he looks. He is soft about the girl. (১৪) (যৌগশব্দে বিবিধ প্রয়োগ): soft-boiled (adjective) (ডিম) হালকা-সিদ্ধ। softcoal (noun) যে কয়লা হলুদ, ধোঁয়াটে শিখা নিয়ে জ্বলে। soft currency (noun) যে মুদ্রা সোনা কিংবা চাহিদা বেশি এমন অন্য কোনো মুদ্রার সঙ্গে বিনিময় করা যায় না। softdrink (noun) [countable noun] সুরাসার বা কোহল নেই, অর্থাৎ নেশা হয় না এমন পানীয়, যেমন ফলের রস, শরবত। soft drug (noun) [countable noun] (হেরোইন জাতীয় কড়া মাদকের বিপরীতে মারিজুয়ানাজাতীয়) মৃদু-গুণ মাদক। soft-footed (adjective) (ব্যক্তি) মৃদুচরণে চলে এমন। soft-headed (adjective) কোমলমস্তিষ্ক; বোকা; গবা। softhearted (adjective) কোমলহৃদয়; দয়ালু; সহানুভূতিশীল। soft option (noun) সহজ বিকল্প। soft palate (noun) তালুর পিছনের অংশ। soft-pedal (verb intransitive), (verb transitive) কোমল ঘাটের চাবি টেনে/প্যাডেল চালিয়ে (বাজনা, পিয়ানো) বাজানো; (লাক্ষণিক) (বিবৃতি ইত্যাদিকে) অপেক্ষাকৃত অস্পষ্ট বা অনিশ্চিত রূপ প্রদান করা। softsoap (noun) পটাশ দিয়ে তৈরি অর্ধ-তরল সাবান; (লাক্ষণিক) স্তুতিবাদ! soft-soap (verb transitive) স্তাবকতা করা; তোষণ করা। soft-solder (verb transitive) সহজে গলে বা মিশে যায় এমন ধাতুতে ব্যবহৃত রাংঝাল বা সোলডার। soft-solder (verb transitive) এ রকম সহজে দ্রবণীয় ধাতু দিয়ে ঝালাই করা। soft-spoken (adjective) মৃদুভাষী। software (noun) (কম্পিউটার-যন্ত্রাংশের বিপরীতে) কম্পিউটারের কাজ করার জন্য ব্যবহৃত সাংকেতিক তথ্যপুঞ্জ, নির্দেশাবলি ইত্যাদি; দ্রষ্টব্য hard 1 (৯) শিরোনামে hardware। soft-witted (adjective) বোকাটে। softwood (noun) [countable noun, uncountable noun] যে কাঠ সহজে চেরা যায়; নরম কাঠ। softish [সফ্টইশ্] (adjective) কিছুটা নরম; নরমভাবাপন্ন। softly (adverb) মৃদু বা কোমলভাবে: speak softly. softness (noun) softy (noun) বোকা লোক; দুর্বল লোক।
- English Word soft copy Bengali definition [সফ্ট্ কপি' America(n) সোফট কপি] (noun) সফট কপি; কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠা বা প্রদর্শিত হওয়া অস্থায়ী তথ্য: Soft copy is not very common in Bangladesh.
- English Word soften Bengali definition [সফ্ন্ America(n) সোফন্] (verb transitive), (verb intransitive) নরম, কোমল, মৃদু, মসৃণ, নমনীয়, দুর্বল ইত্যাদি করা বা হওয়া: a heart softened by much suffering. soften somebody up গোলাবর্ষণ, বোমাবর্ষণ ইত্যাদির সাহায্যে (শত্রুপক্ষের অবস্থানকে) দুর্বল করা; (কোনো ব্যক্তির) প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা বা হরণ করা। softener (noun) [countable noun] বিশেষত যে রাসায়নিক পদার্থের সাহায্যে কঠিন পানি নরম করা হয় কিংবা যে যন্ত্রে এই রাসায়নিক ব্যবহারের মাধ্যমে কঠিন পানি নরম করা হয়।
- English Word software Bengali definition [সফ্ট্ওএআ(র্)] (noun) (কম্পিউটার) [countable noun] যেসব প্রোগ্রাম একটি হার্ডওয়্যারকে পরিচালনা করতে সহায়তা করে, তা-ই সফটওয়্যার। অথবা সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের ডিজিটাল কালেকশন, যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক যন্ত্রকে নির্দেশ করে কী করতে হবে বা কীভাবে করতে হবে; সফটওয়্যার: I have to buy some softwares.
- English Word soggy Bengali definition [সগি] (adjective) (বিশেষত মাটি) পানিতে ভারী হয়ে আছে এমন। sogginess (noun)
- English Word soh Bengali definition [সো] (noun) দ্রষ্টব্য so 4.
- English Word Soho Bengali definition [সোহো] (noun) বিদেশি রেস্তোরাঁ, খাবার দোকান ও নাইট ক্লাবের জন্য প্রসিদ্ধ পশ্চিম লন্ডনের একটি এলাকা।
- English Word soigné Bengali definition [সোআ:নিএই America(n) সোআ:নেই] (adjective) (ফরাসি) (feminine soignée) (পোশাক পরার ধরন ইত্যাদি) নিখুঁত; পরিপাটি।
- English Word soil Bengali definition [সয়ল্] (noun) [countable noun, uncountable noun] (১) মৃত্তিকা; মাটি; বিশেষত উদ্ভিদ লালনকারী ভূস্তর: rich soil. soil-pipe (noun) জলসঞ্চিত মলপাত্র (water-closet pan) থেকে ড্রেনে মল নিষ্কাশনের পাইপ। (২) জন্মভূমি: one’s native soil; কৃষিক্ষেত্র; জমি: a man of the soil, যে জমি চাষ করে (এবং জমির প্রতি নিবেদিতপ্রাণ)। □ (verb transitive), (verb intransitive) (১) ময়লা করা: soiled liner, ময়লা কাপড়। (২) ময়লা হওয়া: material that soils easily, সহজে ময়লা হয়।
- English Word soiree Bengali definition [সোআ:রেই America(n) সোআ:রেই] (noun) (প্রায়ই কোনো সংঘ বা সমিতির অভীষ্টসাধনে সহায়তা করার উদ্দেশ্যে আয়োজিত) সান্ধ্যকালীন গানের আসর; সান্ধ্যআসর।
- English Word sojourn Bengali definition [সজান্ America(n) সোউজার্ন্] (verb intransitive), (noun) (সাহিত্যিক কারো সঙ্গে, কোথাও) কিছুকালের জন্য থাকা। sojourner (noun)
- English Word sol Bengali definition [সল্] (noun) দ্রষ্টব্য so 4.
- English Word sol-fa Bengali definition [সল্ ফা' America(n) সোউল্ফা:] (noun)= tonic sol-fa, দ্রষ্টব্য tonic.
- English Word solace Bengali definition [সলিস্] (noun) [countable noun, uncountable noun] সান্ত্বনা; প্রবোধ: find solace in music. □ (verb transitive) সান্ত্বনা দেওয়া: The deserted hero solaced himself with whisky.
- English Word solar Bengali definition [সোলা(র্)] (adjective) সূর্যসংক্রান্ত; সৌর। a solar cell সূর্যালোকের শক্তিকে বৈদ্যুতিকশক্তিতে রূপান্তরিত করার যন্ত্র। the solar system সৌরজগৎ। solar plexus [সোলা(র্)প্লেক্সাস্] (noun) পাকস্থলীর নিচের অংশে স্নায়ুগুচ্ছ বা শিরাজাল। the solar year সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে (৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড); সৌরবছর।
- English Word solarium Bengali definition [সোলেআরিআম্] (noun) বিশেষত চিকিৎসার্থে রৌদ্রস্নানের জন্য কাচে ঘেরা স্থান।
- English Word sold Bengali definition [সোউল্ড্] sell- এর past tense, past participle
- English Word solder Bengali definition [সল্ডা(র্) America(n) সডা(র্)] (noun) ঝালাই করার রাং। □ (verb transitive) ঝালাই করা। soldering-iron (noun) ঝালাই করার যন্ত্র।
- English Word soldier Bengali definition [সোল্জা(র্)] (noun) সৈনিক; সৈন্য। private soldier যে সৈনিক সরকারি সনদপ্রাপ্ত নয়। soldier of fortune যেকোনো রাষ্ট্র বা ব্যক্তির অধীনে ভাড়ায় যুদ্ধ করতে প্রস্তুত ব্যক্তি; ভাড়াটে সৈনিক। □ (verb intransitive) সৈনিক হিসেবে কাজ করা: (প্রধানত) go/enjoy soldiering; be tired of soldiering. soldier on সমস্যার মুখেও সাহসের সঙ্গে নিজের কাজ করে যাওয়া। soldierly, soldier like (adjective(s)) সৈনিকের মতো; সৈনিকসুলভ; সপ্রতিভ; চটপটে; সাহসী। soldiery noun (শুধু singular collective noun) বিশেষ চরিত্রের সৈনিকবর্গ: the undisciplined soldiery; the licentious soldiery.
- English Word sole 1 Bengali definition [সোল্] (noun) এক ধরনের উপাদেয় সামুদ্রিক মাছ।
- English Word sole 2 Bengali definition [সোল্] (noun) মানুষের পায়ের তলা; পদতল; জুতা বা মোজার তলি। □ (verb transitive) (জুতা ইত্যাদির) তলি লাগানো: a pair of shoes to be soled. –soled (suffix) (prefix আকারে noun ও adjective(s) সহ): rubber-soled boots.
- English Word sole 3 Bengali definition [সোল্] (adjective) (১) একমাত্র: the sole heir to a property; the sole cause of an accident. (২) কেবল একজন ব্যক্তি, একটি কোম্পানি ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ: They have the sole right of selling the article. solely (adverb) এককভাবে; শুধু; কেবল: solely responsible. It is solely because of you that we have lost our credibility.
- English Word solecism Bengali definition [সলিসিজাম্] (noun) [countable noun] ভাষা ব্যবহারের ভুল; ভাষার অশুদ্ধ ব্যবহার; শিষ্টাচারের পরিপন্থি কোনো কাজ; অভদ্রতা; সৌজন্য বিভ্রম।
- English Word solemn Bengali definition [সলাম্] (adjective) (১) ধর্মীয় বা অন্য অনুষ্ঠানে পালিত বা আচরিত; আনুষ্ঠানিক; গভীর শ্রদ্ধা বা ভাবনার সঞ্চার করে এমন; ভাবগম্ভীর: solemn music; a solemn oath. (২) গম্ভীর: solemn faces. He looked as solemn as a judge. solemnly (adverb) solemnness (noun)
- English Word solemnity Bengali definition [সালেম্নাটি] (noun) (১) [uncountable noun] ঐকান্তিকতা; গাম্ভীর্য। (২) [uncountable noun] (plural ও হতে পারে) ভাবগম্ভীর অনুষ্ঠান: He was sworn in with all solemnity.
- English Word solemnize, solemnise Bengali definition [সলাম্নাইজ্] (verb transitive) (ধর্মীয় অনুষ্ঠান, বিশেষত বিয়ের অনুষ্ঠান) প্রচলিত আচার অনুযায়ী সম্পাদন করা; গম্ভীর বা ভাবগম্ভীর করে তোলা। solemnization, solemnisation [সলাম্নাইজেইশ্ন্ America(n) সলাম্নিজ্শ্ন্] (noun) [uncountable noun]